নভেম্বর ২১, ২০২৩ ১৫:৫৫ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ২১ নভেম্বর মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর অনলাইন ভার্সন ও ই পেপারের বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। পরে বিস্তারিত খবরে যাব।

বাংলাদেশের শিরোনাম:

  • ‘বাসে আগুন দিলেই ১০ হাজার, ভিডিও পাঠাতে হয় হোয়াটসঅ্যাপে’-ইত্তেফাক
  • ভোলায় ছাত্রলীগ নেতার বাসায় ‘বোমা বানাতে গিয়ে’ বিস্ফোরণে ‘কারিগর’ নিহত-প্রথম আলো
  • বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের আহ্বান পুনর্ব্যক্ত জাতিসংঘের-মানবজমিন
  • দ্বাদশ সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তায় থাকবে সাড়ে ৭ লাখ সদস্য-যুগান্তরের শিরোনাম
  • দেশের মানুষকে পুড়িয়ে হত্যা করে কিছুই অর্জন করা যায় না: প্রধানমন্ত্রী-ডেইলি স্টার বাংলা

কোলকাতার শিরোনাম:

  • খরচ দু’হাজার কোটি! ভারত মহাসাগরের ছোট্ট দ্বীপে সামরিক ঘাঁটি তৈরি করছে ভারত?-আনন্দবাজার পত্রিকা
  • বিল বিতর্ক: সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে দুই রাজ্যের রাজ্যপাল- সংবাদ প্রতিদিন
  • রাজস্থানে নির্বাচনী ইশতেহার প্রকাশ কংগ্রেসের-গণশক্তি

শিরোনামের পর এবার বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

বাংলাদেশের চলমান রাজনীতিতে প্রতিদিন নানা ঘটনা ঘটছে,চলছে আন্দোলন সংঘাত। বলতে গেলে আজকের প্রায় সব জাতীয় দৈনিগুলোর অনলাইন এবং প্রিন্ট ভার্সনে এ সম্পর্কিত খবর বিশেষভাবে পরিবেশিত হয়েছে। মানবজমিনের খবরে লেখা হয়েছে, বাংলাদেশে বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে জাতিসংঘ। নিয়মিত ব্রিফিংয়ে এ আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরাঁর মুখপাত্র স্টিফেন ডুজাররিক।

দেশের মানুষকে পুড়িয়ে হত্যা করে কিছুই অর্জন করা যায় না: প্রধানমন্ত্রী-ডেইলি স্টার বাংলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি-জামায়াত জোট সন্ত্রাস-নৈরাজ্যের অবসান ঘটিয়ে চেতনায় ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করে বলেছেন, অগ্নিসন্ত্রাসের মাধ্যমে কিছুই অর্জন করা যায় না।তিনি বলেন, 'দেশের মানুষকে পুড়িয়ে হত্যা করে কিছুই অর্জন করা যায় না। এটা অন্যায়। কোনো কিছু অর্জন করতে হলে জনগণের শক্তির প্রয়োজন। সেজন্য অগ্নিসন্ত্রাসের পথ পরিহার করে এবং জনগণের কল্যাণে কাজ করার এবং তাদের পাশে থাকা প্রয়োজন।'

১০ বছর আগে গুম হওয়া বিএনপি নেতাকে গাড়ি পোড়ানো মামলায় কারাদণ্ড-ডেইলি স্টার বাংলার এ শিরোনামের খবরে লেখা হয়েছে, ২০১৩ সালের ডিসেম্বরে গুম হওয়া শাহীনবাগের বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনকে গাড়িতে আগুন দেওয়ার অভিযোগে আড়াই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।গতকাল সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের (সিএমএম) ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদী এই রায় দেন। মামলার তদন্ত কর্মকর্তা চার্জশিটে বলেন, যারা পলাতক তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। সুমনের বোন সানজিদা ইসলাম তুলি বলেছেন,  আমার ভাইকে ২০১৩ সালের ডিসেম্বরে প্রত্যক্ষদর্শীদের সামনে তুলে নিয়ে যাওয়া হয়। যদি কোনো মামলায় সে আসামি হয়, তাহলে কেন তারা তদন্ত করে তাকে খুঁজে বের করতে পারল না?’

ভোলার লালমোহন উপজেলায় বোমা বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় একজন আহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের জনতা বাজারসংলগ্ন আজাহার মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন জানান, বোমা বানানোর সময় বিস্ফোরণ হলে এই দুই ব্যক্তি গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। জেলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান আজ সকালে প্রথম আলোকে বলেন, বোমা বানাতে গিয়ে, নাকি কেউ বোমা ছুড়ে বিস্ফোরণ ঘটিয়েছে, সঠিকভাবে তা এখন বলা যাচ্ছে না। এ ঘটনায় তদন্ত চলছে। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।

এদিকে, দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসা লক্ষ্য করে ককটেল নিক্ষেপকারী হেলমেট পরা দুজনকে পালিয়ে যেতে পুলিশ সহায়তা করেছে বলে অভিযোগ করেছেন মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস।

দৈনিক ইত্তেফাক ও যুগান্তরের খবর এরকম, ‘বাসে আগুন দিলেই ১০ হাজার, ভিডিও পাঠাতে হয় হোয়াটসঅ্যাপে। বিস্তারিত খবরে লেখা হয়েছে, হরতাল-অবরোধে বাসে আগুন দিলেই তারা অগ্নি সংযোগকারীরা পেতেন ১০ হাজার টাকা করে। আর এর জন্য আগুন লাগানোর পর তা ভিডিও করে হোয়াটসঅ্যাপে পাঠাতে হতো দলের শীর্ষ নেতাদের। মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে কারওরান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। গত ১৮ নভেম্বর রাজধানীর মিরপুরের কালশী এলাকায় একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় সরাসরি জড়িত ৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।খন্দকার আল মঈন জানান, গ্রেপ্তাররা বিরোধী একটি রাজনৈতিক দলের কর্মী।

পোশাকশ্রমিকদের বিরুদ্ধে সহিংসতার নিন্দা যুক্তরাষ্ট্রের-ইত্তেফাকের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, বাংলাদেশে ন্যূনতম মজুরি নিয়ে বিক্ষোভকারী শ্রমিকদের বিরুদ্ধে সাম্প্রতিক সহিংসতার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার (২০ নভেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এ কথা বলেন।তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নতুন শ্রম অধিকার নীতিতে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সম্প্রতি উল্লেখ করেছেন, যারা শ্রমিকের অধিকার লঙ্ঘন করবে, হুমকি দেবে বা শ্রমিকদের ভীতি প্রদর্শন করবে তারা প্রয়োজনে নিষেধাজ্ঞার সম্মুখীন হতে পারে। বাংলাদেশে মজুরি বৃদ্ধি আন্দোলনে সাম্প্রতিক দিনগুলোতে পাঁচজন গার্মেন্টস শ্রমিক নিহত হওয়ায় যুক্তরাষ্ট্র কি কোনও ব্যবস্থা নিতে যাচ্ছে? জবাবে ম্যাথিউ মিলার বলেন, বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভে সহিসংতা, শ্রমিক এবং ট্রেড ইউনিয়নের বৈধ কার্যক্রমকে অপরাধ হিসেবে গণ্য করার মতো বিষয়গুলোতে আমরা নিন্দা জানাচ্ছি।

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত

বিল বিতর্ক: সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে দুই রাজ্যের রাজ্যপাল-সংবাদ প্রতিদিন পত্রিকার এ শিরোনামের খবরে লেখা হয়েছে, বিল বিতর্কে এবার সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রশ্নের মুখে তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবি। রাজ্য বিধানসভায় পাশ হওয়া বিলে সই না করে রাজ্যপাল তিন বছর ধরে ঝুলিয়ে রেখে ফেরত পাঠাতে পারেন কিনা, তা নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট।প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চের পর্যবেক্ষণ, ‘‘তামিলনাড়ু (Tamil Nadu) বিধানসভা আবার ১০টি বিল পাশ করিয়েছে। দেখা যাক, রাজ্যপাল এবার কী পদক্ষেপ করেন।’’ সংবিধান অনুযায়ী দ্বিতীয় বার বিধানসভায় পাশ করানো বিল ‘অর্থ বিল’ হিসাবে বিবেচনা করতে হয় সে কথা মনে করিয়ে দিয়ে প্রধান বিচারপতির বেঞ্চের প্রশ্ন, ‘‘তিন বছর ধরে রাজ্যপাল কী করছিলেন?’’

নির্দেশ কানেই তুলছে না! দূষণ মামলার মধ্যেই দিল্লি সরকারকে কড়া ‘সুপ্রিম’ ভর্ৎসনা-সংবাদ প্রতিদিন

সুপ্রিম কোর্টের কথায় কান দিচ্ছে না দিল্লি সরকার। দূষণ রোধে ব্যর্থতা নিয়ে আবারও শীর্ষ আদালতের তোপের মুখে রাজধানীর প্রশাসন। মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানায়, কৃষকদের ইচ্ছাকৃতভাবে কাঠগড়ায় তোলা হচ্ছে। দিল্লি ও পাঞ্জাব সরকারকে সুপ্রিম কোর্টের পরামর্শ, হরিয়ানাকে দেখে শিখতে হবে কীভাবে কৃষকদের সাহায্য করা যায়। উল্লেখ্য, নভেম্বরের শুরু থেকে দূষণের সমস্যায় জেরবার দিল্লি। সেই নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্ট।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/ ২১

ট্যাগ