নভেম্বর ২২, ২০২৩ ১৭:১৭ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ২২ নভেম্বর বুধবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর অনলাইন ভার্সন ও ই পেপারের বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। পরে বিস্তারিত খবরে যাব।

বাংলাদেশের শিরোনাম:

  • ভোটের তারিখ পেছানো হলে আপত্তি নেই: ওবায়দুল কাদের-ইত্তেফাক
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল জামিন পাননি-প্রথম আলো
  • কিংস পার্টি থেকে কিংস পার্টি-মানবজমিন
  • বিদেশি দূতাবাসগুলোতে বিএনপির চিঠি-যুগান্তরের শিরোনাম

কোলকাতার শিরোনাম:

  • ‘প্যারাসুট’ বনাম ‘ভোট কাটুয়া’, তেলঙ্গানায় এ বার বাগ্‌যুদ্ধে ওয়েইসি এবং আজহারউদ্দিন-আনন্দবাজার পত্রিকা
  • গলছে বরফ? কানাডার নাগরিকদের জন্য ই-ভিসা চালু করল ভারত!- সংবাদ প্রতিদিন
  • ঋণের চাপে ভাতারে আত্মঘাতী যুবক-গণশক্তি

শিরোনামের পর এবার বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

বাংলাদেশের রাজনীতির চালচিত্র ও আন্দোলন সংঘাত  সম্পর্কিত খবর আজও প্রায় সব জাতীয় দৈনিকে বিশেষভাবে পরিবেশিত হয়েছে। 

প্র্রথম আলোর খবর,  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ওবায়দুল কাদের বললেন সময়সীমা ঠিক রেখে নির্বাচন কমিশন (ইসি) যদি তফসিল সমন্বয় করে, সেটা নির্বাচন কমিশনের বিষয়। তিনি আরও বলেন, বিএনপি না এলেও আগামী সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে। দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, যুগপৎ আন্দোলনের সঙ্গীদের ধরে রেখে চলমান কর্মসূচি শক্তভাবে এগিয়ে নেওয়াই এখন বিএনপির লক্ষ্য। দলটির নেতারা বলছেন, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন (৩০ নভেম্বর) সামনে রেখে সরকার বিএনপিকে ভাঙা এবং তাদের সঙ্গে আন্দোলনে যুক্ত বিভিন্ন দলকে নির্বাচনে নিতে মরিয়া হয়ে উঠেছে।

রাজনীতির আরও খবর ছাপা হয়েছে-ইত্তেফাকসহ বিভিন্ন জাতীয় দৈনিকে। এসব খবরে লেখা হয়েছে, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে সারা দেশে চলছে ৬ষ্ঠ দফায় বিএনপির ডাকা অবরোধ। এদিকে, বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ৩৮ দেশ ও সংস্থাকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ৩৮ দেশ ও সংস্থাকে নির্বাচন পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে।

বিদেশি দূতাবাসগুলোতে বিএনপির চিঠি –যুগান্তরের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশকে কেন্দ্র করে সহিংস ঘটনা থেকে শুরু করে চলমান হরতাল-অবরোধে অগ্নিসংযোগ, ভাঙচুর, বিস্ফোরণ এবং গুপ্তহত্যার বিবরণ তুলে ধরে বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের দূতাবাসে চিঠি দিয়েছে বিএনপি।মঙ্গলবার বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দূতাবাস ও কূটনৈতিক মিশনে এই চিঠি দিয়েছে দলটি।

চিঠিতে চলমান রাজনৈতিক পরিস্থিতি, অগ্নিসংযোগ ও সংঘাত নিয়ে ক্ষমতাসীন দলকে দায়ী করে বিস্তারিত বলা হয়েছে। সেই সঙ্গে ‘চলমান গুম, খুন এবং সহিংসতার’ বিষয়ে আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে দলটি। দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, বিএনপির মহাসমাবেশ (২৮ অক্টোবর) ও পরবর্তী সময়ে নাশকতার মূল পরিকল্পনাকারী এবং নাশকতায় সক্রিয় ঢাকা দক্ষিণ ছাত্রদলের এক নম্বর যুগ্ম আহ্বায়ক শামিম মাহমুদকে গ্রেফতার করা হয়েছে।

কিংস পার্টি থেকে কিংস পার্টি-দৈনিক মানবজমিনের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, হঠাৎই আলোচনায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। ‘যুক্তফ্রন্ট’ নামে রাজনীতিতে নতুন জোটের ঘোষণা দিয়েছেন তিনি। কল্যাণ পার্টির চেয়ারম্যান অবশ্য এখানেই থেমে থাকেননি। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে আন্দোলনে থাকা ইবরাহিম ইউটার্ন নিয়ে ঘোষণা দিয়েছেন নির্বাচনে যাওয়ার। তবে এটাও স্বীকার করেছেন নতুন এই সিদ্ধান্তের জন্য তাকে ‘মীরজাফর’ বলা হতে পারে সেটা তিনি জানেন। তবে আগামী নির্বাচনকে গ্রহণযোগ্য করতে তার আগ্রহের কমতি নেই। তাই ভোটে যাবেন। নতুন জোটে কল্যাণ পার্টি ছাড়াও রয়েছে বাংলাদেশ মুসলিম লীগ এবং বাংলাদেশ জাতীয় পার্টি (মতিন)।

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত

গলছে বরফ? কানাডার নাগরিকদের জন্য ই-ভিসা চালু করল ভারত!-সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, প্রায় দুমাস বন্ধ থাকার পর ফের কানাডার নাগরিকদের জন্য ভিসা চালু করল ভারত। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রের তেমনই দাবি। গত ২১ সেপ্টেম্বর থেকে ভিসা পরিষেবা বন্ধ ছিল। জানা যায়, কানাডার নাগরিকদের আর ভারতে ঢুকতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। খলিস্তানি কাঁটায় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েনের জেরেই অনির্দিষ্টকালের জন্য কানাডার নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছিল ভারত।উল্লেখ্য, খলিস্তানি কাঁটায় বিদ্ধ হয়ে আছে ভারত-কানাডা সম্পর্ক।

ঋণের চাপে ভাতারে আত্মঘাতী যুবক-গণশক্তি পত্রিকার এ খবরে লেখা হয়েছে, ব্যাঙ্কের ঋণের চাপ সহ্য করতে না পেরে আত্মঘাতী হয়েছেন এখ যুবক। ভাতার থানার আমারুনে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু এলাকায় মানুষের মধ্যে রীতিমত প্রভাব পড়েছে।  সোমবার রাতে বাড়ি থেকে কিছুটা দূরে গাছে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মৃতের দাদা তপন দাস বলেন, ব্যবসার জন্য ভাই ব্যাংক থেকে ঋণ নিয়েছিল। ব্যবসা মন্দা চলায় ঋণের টাকা পরিশোধ করতে পারছিল না। ব্যাঙ্কের তরফ থেকে ঋণ শোধের চাপ ছিল। এতে মানসিকভাবে ভেঙে পড়েছিল সে। মানসিক অবসাদে ভাই আত্মঘাতী হয়েছে।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/ ২১

ট্যাগ