নভেম্বর ২৩, ২০২৩ ১৪:৪৭ Asia/Dhaka

শ্রোতাবন্ধুরা! পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। অনুষ্ঠানটি গ্রন্থনা করেছেন সহকর্মী আশরাফুর রহমান। ২৩ নভেম্বর (বৃহস্পতিবার) ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত বাংলা ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে।

প্রথমেই গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি। তারপর জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনের দুটি খবরে বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। 

ঢাকার পত্রপত্রিকার শিরোনাম:

  • নির্বাচন বানচালের চেষ্টা করলে পরিণতি ভালো হবে না: প্রধানমন্ত্রী
  • নির্বাচনের জন্য ইসির প্রয়োজন ১ হাজার ৬০০ কোটি টাকা- ইত্তেফাক
  • বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়াকে প্রভাবিত করছে যুক্তরাষ্ট্র : রাশিয়া -কালবেলা
  • সারা দেশে র‌্যাবের ৪২৮ টহল দল মাঠে নেমেছে- মানবজমিন
  • দ্বাদশ সংসদ নির্বাচন: ছোট ছোট দল ভোটে আসছে- প্রথম আলো
  • এবার নিজ এলাকায় সৈয়দ ইবরাহিমকে অবাঞ্ছিত ঘোষণা- যুগান্তর

কোলকাতার পত্রপত্রিকার শিরোনাম:

  • মমতা মুখ্যমন্ত্রী থাকতে শিল্পের সম্ভাবনা নেই: দিলীপ ঘোষ
  • মুর্শিদাবাদের জেলে অসুস্থ হয়ে মৃত্যু বন্দির! ‘পুলিশের মারে মারা গিয়েছে’ অভিযোগ পরিবারের- আনন্দবাজার
  • বাবার মাংসের দোকান রয়েছে, এই ’অপরাধে’ স্কুল পড়ুয়াকে মার তামিলনাডুতে- গণশক্তি

বিশ্লেষণের বিষয়:

১. বাংলাদেশের নির্বাচন আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হয়েছে, সবচেয়ে সক্রিয় যুক্তরাষ্ট্র। ভারতের একটি নিউজ ওয়েবসাইটের বরাত দিয়ে দৈনিক মানবজমিন এই শিরোনামে একটি খবর প্রকাশ করেছে। কি বলবেন আপনি?

২. ইহুদিবাদী ইসরাইল এবং হামাসের মধ্যে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে তা অন্তত একদিন পিছিয়ে গেছে। সেক্ষেত্রে চুক্তি বাস্তবায়ন নিয়ে কি কোন জটিলতা দেখা দিতে পারে বা বাস্তববায়ন না হতে পারে- এমন আশঙ্কা আছে কী?

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত

নির্বাচন বানচালের চেষ্টা করলে পরিণতি ভালো হবে না: প্রধানমন্ত্রী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে, এতে কোনো সন্দেহ নেই মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন বানচাল করার চেষ্টা করলে পরিণতি ভালো হবে না।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগের ঢাকা কার্যালয়ে মনোনয়ন বোর্ডের সভার আগে তিনি এ কথা বলেন।

বিএনপির উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, 'আওয়ামী লীগ সব সময় চায় গণতন্ত্র থাক। এ দেশের রাজনৈতিক দলগুলো স্বাধীনভাবে তাদের কাজ করুক। আমরা সেই সুযোগটা তাদের দিয়েছি কিন্তু বিএনপি ক্ষমতায় থাকতে আমরা পারিনি। আমাদের নিজেদের অফিসেই যেতে পারতাম না। এমনভাবে আমাদের ওপর অত্যাচার করেছে, নেতাকর্মীদের ওপর অত্যাচার করেছে। ২১ হাজার নেতাকর্মী হত্যা করেছে সারা বাংলাদেশে। গ্রেনেড হামলা, বোমা হামলা, জঙ্গিবাদ, ৬৩টা জেলায় বোমা হামলা, একদিনে ৫০০ বোমা হামলা, আমাদের বহু নেতাদের ওপর গ্রেনেড হামলা, বোমা হামলা।

নির্বাচনের জন্য ইসির প্রয়োজন ১ হাজার ৬০০ কোটি টাকা- ইত্তেফাক

আসন্ন জাতীয় নির্বাচন করতে প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকার প্রয়োজন হবে, যা হবে বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল নির্বাচন। নির্বাচন কমিশনের (ইসি) হিসাব অনুযায়ী, নির্বাচন পরিচালনায় ব্যয় হবে প্রায় ১ হাজার কোটি টাকা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য ব্যয় হবে ৬০০ কোটি টাকা।

ব্যাপকভাবে জ্বালানি ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণের দামের বেড়ে যাওয়ায় ব্যয়ের এই ব্যয় বাড়ানো হয়েছে।

বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়াকে প্রভাবিত করছে যুক্তরাষ্ট্র : রাশিয়া -কালবেলা

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে স্থূল হস্তক্ষেপ করছেন বলে মন্তব্য করছে রাশিয়া। বুধবার (২২ নভেম্বর) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক ব্রিফিংয়ে বাংলাদেশে তার ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছে।

বাংলাদেশের রাশিয়া দূতাবাসের অফিসিয়াল ভেরিভাইড ফেসবুক পেইজ থেকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা ছবি সম্বলিত একটি পোস্টে তিনি বলেন, ‌‘নির্বাচন স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক করতে চাওয়ার আড়ালে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়াকে প্রভাবিত করছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো।’

তিনি আরও বলেন, ‘অক্টোবরের শেষে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সরকারবিরোধী সমাবেশের পরিকল্পনা করতে বিরোধীদলের একজন সদস্যের সঙ্গে দেখা করেন। এ ধরনের কর্মকাণ্ড অভ্যন্তরীণ বিষয়ে স্থূল হস্তক্ষেপ।’

এ সময় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের এই চেষ্টা বারবার প্রকাশ্যে তুলে ধরছে রাশিয়া।’

সারা দেশে র‌্যাবের ৪২৮ টহল দল মাঠে নেমেছে- মানবজমিন

বিএনপির ও সমমনা দলগুলোর অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ষষ্ঠ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে রাজধানীতে র‌্যাব ফোর্সেসের ১৪২টি টহল দলসহ সারা দেশে ৪২৮টি টহল দল মাঠে নেমেছে।

বৃহস্পতিবার সকালে র‌্যাবের টহল দলের বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি জানান, যাত্রী ও পণ্য পরিবহনে নিরাপত্তা প্রদানে দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী পরিবহনকে র‌্যাব টহলের মাধ্যমে এস্কর্ট প্রদান করে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে র‌্যাব। পাশাপাশি যেকোনও ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানগুলো গোয়েন্দারা ছদ্মবেশে নজরদারি অব্যাহত রেখেছে।

দ্বাদশ সংসদ নির্বাচন: ছোট ছোট দল ভোটে আসছে- প্রথম আলো

‘যুক্তফ্রন্ট’ নামে নতুন জোট গঠন করে গতকাল বুধবার দুপুরে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেন সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। বিকেলে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত জানায় জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টিও (জাপা)। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলো বলছে, আগামী দু-তিন দিনে এভাবে অনেক দলের অবস্থান পাল্টাবে। আরও কিছু দল নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিতে পারে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ভোটে আসতে পারে ছোট দলগুলোর মধ্যে ইসলামপন্থী একাধিক দলের নাম রয়েছে। দলগুলো শিগগিরই নির্বাচনে যাওয়ার ঘোষণা দিতে পারে। তবে বিএনপির আলোচিত ও পরিচিত নেতাসহ অনেকেই দল ছেড়ে নতুন দুটি দলে (তৃণমূল বিএনপি ও বিএনএম) যুক্ত হয়ে নির্বাচনে অংশ নেবেন বলে যে আলোচনা ছিল, তাতে এখন পর্যন্ত উল্লেখ করার মতো ফল আসেনি। এ নিয়ে সরকারের উচ্চপর্যায়ে অসন্তুষ্টি রয়েছে। তাই শেষ মুহূর্তে মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ একটু পিছিয়ে হলেও বিএনপির আরও কিছু নেতা, আরও কিছু দলকে নির্বাচনে আনার কথা ভাবা হচ্ছে বলে জানা গেছে।

এবার নিজ এলাকায় সৈয়দ ইবরাহিমকে অবাঞ্ছিত ঘোষণা- যুগান্তর

বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের জোট ছেড়ে দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেওয়ায় বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইবরাহিমকে তার নির্বাচনি এলাকা হাটহাজারীতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। 

বুধবার বিকালে হাটহাজারী উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন।

এর আগে বুধবার কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের সিদ্ধান্তকে বিশ্বাসঘাতকতা ও বেইমানি বলে আখ্যায়িত করেছেন তারই রাজনৈতিক সহকর্মী ১২-দলীয় জোটের নেতারা।

এ সময় জোটের নেতারা বলেন, ‘ইবরাহিমের ভূমিকাকে রাসপুটিনের সঙ্গে তুলনা করা যায়। দেশের এই দুঃসময়ে জনগণের সঙ্গে তার বেইমানি করা একজন মীরজাফর ও বিশ্বাসঘাতক বলে ভবিষ্যতে বিবেচিত হবে।

ভারতের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত

মমতা মুখ্যমন্ত্রী থাকতে শিল্পের সম্ভাবনা নেই: দিলীপ ঘোষ

শিল্পের নামে রাজ্যবাসীকে ২টি কুমিরছানা বারবার দেখাচ্ছেন বলে কটাক্ষ করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন রাজ্যে শিল্পের সম্ভাবনা নেই বললেই চলে।

বৃহস্পতিবার সকালে দিলীপবাবু বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি শিল্প সম্মেলনে ২টো করে কুমিরছানা দেখাচ্ছেন। বলছেন, তাজপুরে বন্দর হবে আর পাঁচামিতে খনি হবে। সেখানে লক্ষ লক্ষ চাকরি হবে। কিন্তু ২টোর কোনওটারই টেন্ডার এখনও হয়নি। আর আদানিরা হাত তুলে নিয়েছেন। বলেছেন, ওখানে বন্দর হওয়া সম্ভব নয়। এখন টেন্ডার ডাকা হচ্ছে। যদি টেন্ডারই দেন তাহলে আগে দেননি কেন? আদানিকে কেন ডেকেছিলেন? আদানি যেখানে হাত তুলে নিয়েছে আর কেউ হাত লাগাবে বলে মনে হয় না’।

মুর্শিদাবাদের জেলে অসুস্থ হয়ে মৃত্যু বন্দির! পুলিশের মারে মারা গিয়েছে অভিযোগ পরিবারের- আনন্দবাজার

বিচারাধীন এক বন্দির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদ জেলায়। মৃতের নাম রাকিব শেখ (৩৬)। বাড়ি সুতি থানার অন্তর্গত পাঁচগাছিয়া এলাকায়। মৃতের পরিবারের অভিযোগ, কোনও কারণ ছাড়াই পুলিশ তুলে নিয়ে গিয়েছিল রাকিবকে। পুলিশ হেফাজতে থাকাকালীন রাকিবকে মারধর করার কারণে অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলেও অভিযোগ পরিবারের সদস্যদের। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।

রাকিবের পরিবারের দাবি, শুক্রবার রাকিবকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিল পুলিশ। কোনও অভিযোগ ছাড়াই তাঁকে গ্রেফতার করা হয়েছিল বলে অভিযোগ রাকিবের বাবার। পরিবারের তরফে এ-ও জানানো হয়েছে, পুলিশ হেফাজত থেকে রাকিবকে আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। এর পর রবিবার জেলের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন রাকিব। তাঁকে জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে রাকিবের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। সেখানেই মঙ্গলবার মধ্যরাতে মৃত্যু হয় তাঁর। বুধবার রাকিবের ময়নাতদন্ত করা হয়েছে।

সাতসকালে রক্তাক্ত পঞ্জাবের গুরুদ্বার, চলল গুলি, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু পুলিশের, আহত আরও ৫- পূবের কলম

সাতসকালে রক্তাক্ত গুরুদ্বার। বৃহস্পতিবার সকালে পঞ্জাবের কাপুরথালার একটি গুরুদ্বারে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে নিহাঙ্গ শিখদের।  নিহঙ্গ শিখরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক পুলিশকর্মীর। আহত আরও পাঁচজন। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

পঞ্জাব পুলিশ সূত্রে খবর,  এ দিন সকালে কাপুরথালার গুরুদ্বারে সংঘর্ষ শুরু হয়। অভিযোগ, নিহাঙ্গ শিখরা ওই গুরুদ্বার দখল করার চেষ্টা করে। পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু আচমকাই তারা গুলি চালাতে শুরু করে। গুলি লেগে মৃত্যু হয়েছে এক পুলিশকর্মীর। আহত আরও তিন পুলিশ। গুরুদ্বার দখলের চেষ্টার অভিযোগে এখনও অবধি ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। গুরুদ্বারের ভিতরে এখনও অভিযান চলছে। আধিকারিকরা জানিয়েছেন, গুরুদ্বারের ভিতরে এখনও কমপক্ষে ৩০ জন নিহাঙ্গ শিখ রয়েছেন।

বাবার মাংসের দোকান রয়েছে, এই অপরাধে স্কুল পড়ুয়াকে মার তামিলনাডুতে- গণশক্তি

বাবার মাংসের দোকান রয়েছে এবং সেখানে গোমাংস পাওয়া যায়। এই ‘অপরাধে’ তামিলনাডুর কোয়েম্বাটুরে এক সপ্তম শ্রেণীর ছাত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল সরকারি স্কুলের শিক্ষকের বিরুদ্ধে।

ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদন অনুযায়ী, সংখ্যালঘু সম্প্রদায়ের ওই ছাত্রীকে দিয়ে ক্লাসের বাকি পড়ুয়াদের জুতো পরিষ্কার করিয়েছে অভিযুক্ত শিক্ষক। জানা যাচ্ছে, অভিযুক্ত শিক্ষকের নাম অভিনয়া।

মেয়ের উপর হওয়া এই নির্যাতনের প্রতিবাদে অভিযুক্ত শিক্ষক এবং স্কুলের বিরুদ্ধে শিক্ষাদপ্তরে একটি পিটিশন জমা দেন ছাত্রীটির পরিবার। তারপরেই ঘটনা সামনে আসে।

পিটিশনে ছাত্রীটির পরিবার লিখেছেন, ‘‘২ মাস আগে আমার মেয়ের শিক্ষক আমার পেশা সম্পর্কে আমার মেয়েকে প্রশ্ন করে। মেয়ে সত্যিটাই বলে। সে জানায় আমার মাংসের দোকান রয়েছে। সেখানে গোমাংস পাওয়া যায়। ২ সপ্তাহ আগে আমার মেয়ের উপর অভিযুক্ত শিক্ষক নির্যাতন চালায়। তাকে মারধর করা হয়। একই সঙ্গে আমাদের মাংস খাওয়ার অভ্যাস নিয়েও কটূক্তি করেন তিনি।’’

পরিবারের অভিযোগ, ‘‘এই ঘটনা স্কুলের প্রিন্সিপালকেও তাঁরা জানান। কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। স্কুলের তরফে উলটে অভিযুক্তকে আড়াল করার চেষ্টা হয়।’’

পার্সটুডে/আশরাফুর রহমান/২৩

ট্যাগ