নভেম্বর ২৬, ২০২৩ ১৬:৩৩ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ ২৬ নভেম্বর রোববারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ভবিষ্যৎ অন্ধকার-প্রথম আলো
  • নেতানিয়াহু ইসরাইল রাষ্ট্রের জন্য সবচেয়ে বড় বিপর্যয়’-দৈনিক নয়াদিগন্ত
  • নিপুণের নেতৃত্বে রাজধানীতে অবরোধ সমর্থনে বিএনপির মিছিল-ইত্তেফাক
  • দিনের ভোট দিনেই হবে: ইসি আনিছুর-যুগান্তর
  • কারও তোষামোদি করে ক্ষমতায় থাকতে হবে সেই রাজনীতি বঙ্গবন্ধুকন্যা করে না : প্রধানমন্ত্রী-দৈনিক বাংলাদেশ প্রতিদিন

কোলকাতার শিরোনাম:

  • ‘রহস্যময়’ নিউমোনিয়া চিনে, ভারতের হাসপাতালে কী পরিস্থিতি? রাজ্যগুলিকে তৈরি থাকতে বলল কেন্দ্র-আনন্দবাজার পত্রিকা
  • কংগ্রেস বিধায়করা চিনা পণ্যের মতো, যখন তখন দল বদলায়: অমিত শাহ-সংবাদ প্রতিদিন
  • মন কি বাত’-এ প্রধানমন্ত্রী মোদি বলেছেন ভারত তার সমস্ত সাহস নিয়ে সন্ত্রাসবাদকে দমন করছে-গণশক্তি

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি- 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

কথাবার্তার প্রশ্ন (২৬ নভেম্বর)
১. তফসিল ঘোষণার পর আওয়ামী লীগ এখন মহাবিপদে। বলেছে ১২ দলীয় জোট। আসলে কী তাই?
২. ফিলিস্তিন ইস্যুতে মুসলিম দেশগুলোকে কার্যকর ভূমিকা নিতে হবে- আবারো একথা বলেছে ইরান। প্রশ্ন হচ্ছে- মুসলিম দেশগুলো কার্যকর ভূমিকা নিতে পারছে না কেন?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর

মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ভবিষ্যৎ অন্ধকার-প্রথম আলো

গাজায় নৃশংস যুদ্ধ, দীর্ঘ ও উপর্যুপরি অপরাধমূলক নীতি ইসরায়েলের জন্য আত্মঘাতী ফল বয়ে আনতে পারে। এমনকি এ থেকে শক্তিশালী ইহুদি রাষ্ট্রের অবসানও ঘটতে পারে।

আসলে আত্মরক্ষার নামে গাজায় ইসরায়েলের সুপরিকল্পিত গণহত্যা দেশটিকে নিরাপদ করবে না; বরং এ অঞ্চলে আরও বড় পরিসরে অনিরাপত্তা ও অস্থিতিশীলতা তৈরি করবে। এতে ইসরায়েল আরও কোণঠাসা হয়ে পড়বে। যে ভৌগোলিক অঞ্চলে দেশটির অবস্থান, সে অঞ্চলটি মোটাদাগে তাদের জন্য বরাবরই প্রতিকূল ছিল। এই যুদ্ধ তাদের দীর্ঘ মেয়াদে টিকে থাকার পথে এবার প্রতিবন্ধকতা তৈরি করল।

ঔপনিবেশিকতা ছেড়ে আর দশটা স্বাভাবিক রাষ্ট্রের মতো আচরণ না করলে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের কোনো ভবিষ্যৎ আছে—এটা কখনো মনে হয়নি আমার।

১৯৯০ দশকের শুরুর দিকে অল্প কিছু সময়ের জন্য এমনও মনে হয়েছিল যে ইসরায়েল হয়তো স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করে পরিবর্তনের একটা ইঙ্গিতও পাওয়া যাচ্ছিল তখন। তারা এ অঞ্চলের ফিলিস্তিনি ও আরব রাষ্ট্রগুলোকে শান্তিপ্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার একটা উদ্যোগ নিয়েছিল। ইসরায়েল এমনকি দেশগুলোর অস্তিত্ব রক্ষার ব্যাপারেও প্রতিশ্রুতি দিয়েছিল।তবে প্রতিবারই তাদের ঔপনিবেশিক চেহারা বেরিয়ে পড়ে। দখলদারির অবসান ঘটিয়ে প্রতিবেশীর সঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাসের হাজারো সুযোগ তারা নষ্ট করেছে। ইসরায়েলি কূটনীতিক অ্যাবা এবান একবার ঠাট্টা করে বলেছিলেন, ইসরায়েল সুযোগ নষ্ট করার সুযোগ কখনো নষ্ট করে না।

ইসরায়েল দখলদারির অবসান ঘটানোর পরিবর্তে ফিলিস্তিনে তাদের উপনিবেশ সম্প্রসারণের প্রকল্পকে আরও বড় করেছে। ফিলিস্তিনের কাছ থেকে চুরি করা ভূমিতে ইহুদি বসতি ক্রমে বেড়েছে। এই অবৈধ বসতিতে পৌঁছাতে ইসরায়েল বিশেষ বাইপাস সড়ক ও অন্যান্য প্রকল্প নিয়েছে। তারা সেখানে দুই ধরনের ব্যবস্থা জারি রেখেছে। যা কিছু উন্নত তা ইহুদিদের জন্য, আর যা কিছু অনুন্নত তা ফিলিস্তিনিদের। দক্ষিণ আফ্রিকায় একটি অ্যাপারথেইডের অবসান ঘটেছে, আরেকটির উত্থান আমরা দেখলাম ফিলিস্তিনে।

কারও তোষামোদি করে ক্ষমতায় থাকতে হবে সেই রাজনীতি বঙ্গবন্ধুকন্যা করে না : প্রধানমন্ত্রী-দৈনিক বাংলাদেশ প্রতিদিন

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের অগণিত নেতা-কর্মী আছে, জনগণের সমর্থন আছে। কারও তোষামোদি করে ক্ষমতায় থাকতে হবে সেই রাজনীতি বঙ্গবন্ধুর কন্যা করে না। রবিবার গণভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। জনগণকে আওয়ামী লীগের শক্তি মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের কোনো মুরব্বি নেই, আমাদের মুরব্বি জনগণ।

বিগত বছরগুলোতে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, আওয়ামী লীগ টানা ক্ষমতায় থাকায় দেশের মানুষ শান্তি পেয়েছে, স্বস্তি পেয়েছে, মানুষ ভালো থাকতে শুরু করেছে। আগামী নির্বাচনে জনগণ আমাদেরকে ভোট দিলে, আমরা সরকার গঠন করতে পারলে উন্নয়ন অব্যাহত থাকবে।

সবার জন্য কাজ করার কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণের সেবক হিসেবে কাজ করছি। দলমত নির্বিশেষে সবার দায়িত্ব আমার। তারা আমার পরিবার।  বিএনপি দেশের মানুষের কল্যাণ চায় না মন্তব্য করে শেখ হাসিনা বলেন, জনগণের ওপর তাদের আস্থা-বিশ্বাস নেই। সেজন্য তারা ষড়যন্ত্র-চক্রান্ত করছে। নাশকতা এবং অগ্নি-সন্ত্রাসের বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি-জামায়াত দুষ্ট-চক্র যেন মানুষের ভাগ্য নিয়ে খেলতে না পারে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

নিপুণের নেতৃত্বে রাজধানীতে অবরোধ সমর্থনে বিএনপির মিছিল-ইত্তেফাক

সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারসহ এক দফা দাবিতে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর নেতৃত্বে রাজধানী ঢাকায় মিছিল হয়েছে। যুগপৎ ধারায় ৭ম দফায় ৪৮ ঘণ্টার প্রথম দিনে অবরোধ সমর্থনে আজ রবিবার ভোরে পরিবাগ এলাকায় এই মিছিল হয়।

মিছিলটি মোতালেব প্লাজা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পরিবাগ প্রিয় প্রাঙ্গণের সামনে গিয়ে শেষ হয়। দক্ষিণ কেরানীগঞ্জসহ ঢাকা জেলার শতাধিক বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী এই মিছিলে অংশ নেন।

নেতানিয়াহু ইসরাইল রাষ্ট্রের জন্য সবচেয়ে বড় বিপর্যয়’-দৈনিক দৈনিক নয়াদিগন্ত

 

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পশ্চিম জেরুসালেমের বাসভবনের সামনে বিক্ষোভ হয়েছে। এ সময় বিক্ষোভকারীরা নেতানিয়াহুর বিরুদ্ধে লেখা বিভিন্ন ব্যানার হাতে নিয়ে তার বিরুদ্ধে স্লোগান দেয়। রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শনিবার সন্ধ্যায় বিক্ষোভে বহন করা একটি ব্যানার লেখা ছিল, ‘নেতানিয়াহু ইসরাইল রাষ্ট্রের জন্য সবচেয়ে বড় বিপর্যয়’। আরেক ব্যানার লেখা ছিল, ‘বিবি (বেনিয়ামিন নেতানিয়াহু) বিপদজনক, এখনই পদত্যাগ করুন’।

এ সময় বিক্ষোভকারীরা ইসরাইলি পতাকাও বহন করে। বিক্ষোভকারীরা নেতানিয়াহুর বাসভবনের কাছে যেতে পারেনি। পুলিশ পথিমধ্যে তাদের বাধা দেয়।

এদিকে যুদ্ধবিরতির প্রথম দিনে ১৩ ইসরাইলি ও ৩৯ ফিলিস্তিনির মুক্তির পর শনিবার ১৪ ইসরাইলির মুক্তি দেয় হামাস। বিনিময়ে ৪২ ফিলিস্তিনির মুক্তি দেয় ইসরাইল।

জানা গেছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় কমপক্ষে ১৪ হাজার ৮৫০ ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে ৮ হাজারেরও বেশি শিশু এবং নারী। আহত হয়েছে ২৮ হাজার ২০০ জনেরও বেশি। গত মাস থেকে অবরুদ্ধ ছিটমহলে ইসরাইলের অবিরত বিমান ও স্থল হামলায় হাসপাতাল, মসজিদ এবং গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

ইসরাইলি সরকারি পরিসংখ্যান অনুসারে, ইতোমধ্যে ১ হাজার ২০০ ইসরাইলি নিহত হয়েছে। উল্লেখ্য, গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে বলে ঘোষণা করে। এর প্রতিরোধে পাল্টা হামলা শুরু করে ইসরাইল।

এক বিবৃতিতে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ বলেন, গত শনিবার (৭ অক্টোবর) সকালে ইসরাইলে পাঁচ হাজার রকেট বর্ষণের মাধ্যমে ‘অপারেশন আল-আকসা স্ট্রম’ শুরু হয়েছে। এ সময় ইসরাইল গাজা থেকে অনুপ্রবেশের কথা স্বীকার করে। বস্তুত, ১৯৫৩ সালের পর এই প্রথম এত বড় মাত্রার যুদ্ধ শুরু হয়েছে মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে।

‘রহস্যময়’ নিউমোনিয়া চিনে, ভারতের হাসপাতালে কী পরিস্থিতি? রাজ্যগুলিকে তৈরি থাকতে বলল কেন্দ্র-আনন্দবাজার পত্রিকা

চিনে ‘রহস্যময়’ নিউমোনিয়া দেখা দিয়েছে। কোভিড-১৯-এর প্রভাব পুরোপুরি কাটিয়ে উঠতে না উঠতেই নতুন আশঙ্কা দানা বেঁধেছে ভারতের উত্তরের পড়শি দেশে। কাতারে কাতারে শিশু এই রোগে আক্রান্ত হচ্ছে। অন্য ধরনের এই নিউমোনিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। এই পরিস্থিতিতে ভারতেও হাসপাতালগুলির পরিস্থিতি খতিয়ে দেখতে বলল কেন্দ্র। রাজ্যগুলির কাছে সেই মর্মে সতর্কবার্তা গিয়েছে রবিবার।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে রাজ্যগুলিকে অবিলম্বে হাসপাতালের পরিস্থিতি খতিয়ে দেখে প্রস্তুত থাকতে বলা হয়েছে। যাতে এই ধরনের নিউমোনিয়ার কোনও লক্ষণ ভারতে দেখা গেলেই উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা যায়। কোনও ভাবেই রোগ ছড়িয়ে না পড়ে, তা-ও দেখতে বলা হয়েছে। যদিও এ নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই বলে জানিয়েছে সরকার।

কংগ্রেস বিধায়করা চিনা পণ্যের মতো, যখন তখন দল বদলায়: অমিত শাহ-সংবাদ প্রতিদিন

ঘোড়া কেনাবেচা, নির্বাচিত সরকার ফেলে দেওয়া, দলবদল। গত পৌনে ১০ বছরের মোদি রাজত্বে এই শব্দগুলি বড্ড বেশি শোনা গিয়েছে। একাধিক রাজ্যে দেখা গিয়েছে কংগ্রেসের নির্বাচিত বিধায়করা দল বদলে বিজেপিতে যোগ দিচ্ছেন। এমনকী গোটা সরকারই রাতারাতি বদলে যেতে দেখা গিয়েছে। নিন্দুকেরা বলেন, এসবের নেপথ্যেই রয়েছেন অমিত শাহ। সেই অমিত শাহই বলছেন, কংগ্রেস (Congress) বিধায়করা চিনা পণ্যের মতো। ভরসা করা যায় না। যে কোনও সময় দল বদলে ফেলতে পারেন।

এই মুহূর্তে তেলেঙ্গানায় ভোটপ্রচারে অমিত শাহ (Amit Shah)। তাঁর বক্তব্য, তেলেঙ্গানায় বিআরএস তথা কে চন্দ্রশেখর রাওয়ের বিকল্প হতে পারে শুধু বিজেপি (BJP), কংগ্রেস নয়। কারণ কংগ্রেসের পক্ষে নিজেদের দলের বিধায়কদের ধরে রাখাও সম্ভব নয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন,”কংগ্রেস বিধায়করা আসলে চিনা পণ্যের মতো। যে কোনও সময় বিআরএসে যোগ দেবে।”

শাহের অভিযোগ, বিআরএস এবং কংগ্রেসের মধ্যে একটা অলিখিত চুক্তি হয়েছে। কংগ্রেস চাইছে তেলেঙ্গানায় কে চন্দ্রশেখর রাওকে (KCR) মুখ্যমন্ত্রীর মসনদে বসাতে। বদলে চন্দ্রশেখর রাও প্রধানমন্ত্রীর কুরসিতে রাহুল গান্ধীকে বসাতে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন। দুই দল নিজেদের মধ্যে আঁতাঁত করে চলছে। শাহের দাবি, দরকার পড়লে কংগ্রেসের বিধায়করা বিআরএসে যোগ দিয়ে চন্দ্রশেখর রাওকে মুখ্যমন্ত্রী করে দেবেন।

মন কি বাত’-এ প্রধানমন্ত্রী মোদি বলেছেন ভারত তার সমস্ত সাহস নিয়ে সন্ত্রাসবাদকে দমন করছে-গণশক্তি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার তার মাসিক মন কি বাত রেডিও শোতে মুম্বাই সন্ত্রাসী হামলার কথা উল্লেখ করে বলেন,ভারত কখনই এই দিনটি ভুলতে পারে না যখন তারা “তার সবচেয়ে জঘন্য সন্ত্রাসী হামলার” মুখোমুখি হয়েছিল। আমরা ২৬ নভেম্বর কখনই ভুলতে পারি না। এই দিনে দেশে সবচেয়ে জঘন্য সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। মুম্বইসহ গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল সন্ত্রাসীরা। কিন্তু, এটা ভারতের ক্ষমতা যে আমরা সেই হামলা দমন করেছি এবং এখন আমরা সম্পূর্ণ সাহসের সঙ্গে সন্ত্রাসবাদকেও দমন করছি।” মোদি ২৬/১১ মুম্বাই সন্ত্রাসী হামলার ১৫ তম বার্ষিকীতে  এ কথা বলেন। এছাড়া মোদি বিদেশে বিবাহের আয়োজন করার কিছু পরিবারের অনুশীলন নিয়েও প্রশ্ন তোলেন এবং দেশের মধ্যে এই জাতীয় উদযাপন করার জন্য সকলকে অনুরোধ করেন।