নভেম্বর ২৯, ২০২৩ ১৪:০৭ Asia/Dhaka

শ্রোতাবন্ধুরা! পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। ২৯ নভেম্বর (বুধবার) ঢাকা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোতে জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত খবর ও প্রতিবেদন বিশেষ গুরুত্ব পেয়েছে। অন্যদিকে কোলকাতার বাংলা দৈনিকগুলোতে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ'র কোলকাতা সফরের খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে।  

ঢাকার পত্রপত্রিকার শিরোনাম:

  • স্বতন্ত্র প্রার্থী হওয়ার হিড়িক- ইত্তেফাক
  • এক দিনে ৩৩ আসনে ৫২ স্বতন্ত্র প্রার্থী আ.লীগের- প্রথম আলো
  • মিলছে না ১৪ দলের শরিকদের চাওয়া পাওয়ার হিসাব- সমকাল
  • বিনাভোটে ক্ষমতাদখলের দিবাস্বপ্ন পূরণ হবে না: জামায়াত- যুগান্তর
  • পোশাক রপ্তানি বন্ধে আমেরিকা-ইউরোপ যে পাঁয়তারা করছে, তা বাস্তবায়ন হবে না: বাণিজ্যমন্ত্রী- ডেইলি স্টার
  • বিশ্বকাপ ব্যর্থতা অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন বিসিবির- মানবজমিন

কোলকাতার পত্রপত্রিকার শিরোনাম:

  • কলকাতায় পৌঁছলেন শাহ, ধর্মতলার ট্র্যাফিক নিজের হাতে তুলে নেওয়ার হুঁশিয়ারি বিজেপির- আনন্দবাজার
  • ‘‌আগামী নির্বাচনে বিজেপির জয় এবং মমতা দিদির পরাজয় নিশ্চিত’‌, টুইট অমিত শাহের- হিন্দুস্তান টাইমস
  • ‘মোটা ভাই, ভোট নাই’, শাহী সভার পালটা তৃণমূলের পোস্টার-ব্যানারে ভরল কলকাতা: সংবাদ প্রতিদিন
  • সুড়ঙ্গ বিপর্যয়ের ১৭ দিন, অবশেষে মুক্তির আলো দেখলেন ৪১ শ্রমিক- আজকাল

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত

স্বতন্ত্র প্রার্থী হওয়ার হিড়িক- ইত্তেফাক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার হিড়িক পড়েছে। সারা দেশে প্রায় সব আসনে নৌকার বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আওয়ামী লীগের বর্তমান ও সাবেক নেতারা। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, চিত্রনায়িকা মাহিয়া মাহিসহ এ তালিকায় আছেন আওয়ামী লীগের অনেক এমপি, উপজেলা চেয়ারম্যান ও তৃণমূল নেতৃবৃন্দ।

এক দিনে ৩৩ আসনে ৫২ স্বতন্ত্র প্রার্থী আ.লীগের- প্রথম আলো

জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে গতকাল মঙ্গলবার এক দিনেই ৩৩টি আসনে আওয়ামী লীগের ৫২ জন নেতার স্বতন্ত্র প্রার্থী হওয়ার খবর পাওয়া গেছে। তাঁদের প্রায় সবাই গতকাল রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত অন্তত ১০ জন বর্তমান সংসদ সদস্যও রয়েছেন।

মিলছে না ১৪ দলের শরিকদের চাওয়া পাওয়ার হিসাব- সমকাল

জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে চাওয়া-পাওয়ার হিসাব মিলছে না আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলে। এ নিয়ে প্রধান শরিক আওয়ামী লীগ এখন পর্যন্ত কোনো উদ্যোগ না নেওয়ায় সংশয়ে অন্য দলগুলো। এর মধ্যে শরিকদের আসনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা এবং সব আসনে স্বতন্ত্র প্রার্থী রাখার সিদ্ধান্তে ধোঁয়াশায় পড়েছে দলগুলো।

এ পটভূমিতে আওয়ামী লীগের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছে শরিকরা। দ্রুত সময়ের মধ্যে আসন সমঝোতার আশায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় রয়েছে তারা। নতুন করে যুক্ত নির্বাচনী মিত্র দলগুলোর সঙ্গে বৈঠক হলেও এখন পর্যন্ত ১৪ শরিককে ডাকেননি প্রধানমন্ত্রী। বর্তমান সংসদে দুটি আসনের অধিকারী মহাজোট শরিক বিকল্পধারা বাংলাদেশের সঙ্গেও বসার উদ্যোগ নেয়নি আওয়ামী লীগ। এ নিয়ে অনেকটাই হতাশা ও ক্ষোভ রয়েছে এসব দলে। মহাজোটের দ্বিতীয় প্রধান শরিক জাতীয় পার্টির সঙ্গে আসন সমঝোতার প্রশ্নটি এখনও অনিশ্চিতই রয়ে গেছে।

বিনাভোটে ক্ষমতাদখলের দিবাস্বপ্ন পূরণ হবে না: জামায়াত- যুগান্তর

অষ্টম ধাপের অবরোধ সমর্থনে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার সকালে পৃথকভাবে এই কর্মসূচি পালন করেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের নেতাকর্মীরা। মিছিল হয়েছে শনিরআখড়া, পান্থপথ, উত্তরা, বাড্ডা, মোহাম্মদপুর, পল্লবীসহ বিভিন্ন এলাকায়।

খিলগাঁওয়ে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সালাম বলেছেন, আওয়ামী সরকার পরিকল্পিতভাবে দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধকে ধ্বংস করে দিয়েছে। এই ফ্যাসিস্ট সরকার ২০১৪ সালে দেশের নাগরিকদের ভোট দিতে দেয়নি। ২০১৮ সালের প্রহসনের নির্বাচনেও আগের রাতেই ব্যালট বাক্স ভর্তি করে অবৈধভাবে ক্ষমতাদখল করেছে। এরই ধারাবাহিকতায় এবারও তারা নীল-নকশার তফশিল ঘোষণা করে মূলত বিরোধী রাজনৈতিক শক্তিকে নির্বাচনের বাইরে রেখে ক্ষমতাদখলের ষড়যন্ত্র করছে। তবে গণতন্ত্রকামী সংগ্রামী জনতা এবার সরকারের বিনাভোটে ক্ষমতাদখলের দিবাস্বপ্ন পূরণ হতে দেবে না। স্বৈরাচারী সরকারের সব ষড়যন্ত্র মোকাবিলায় দেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে এসেছে। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত জনতার আন্দোলন অব্যাহত থাকবে।

পোশাক রপ্তানি বন্ধে আমেরিকা-ইউরোপ যে পাঁয়তারা করছে, তা বাস্তবায়ন হবে না: বাণিজ্যমন্ত্রী- ডেইলি স্টার

আমেরিকা-ইউরোপ মিলে পোশাক রপ্তানি বন্ধে যে পাঁয়তারা করছে, তা বাস্তবায়ন হবে না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আজ বুধবার সকালে রংপুরের সেন্ট্রাল রোডের নিজ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

টিপু মুনশি বলেন, রাজনীতি ও ব্যবসা আলাদা জিনিস। এই দুটি দেশ এমন কিছু করবে না, যার প্রভাব বাংলাদেশের পোশাক শিল্পে পড়ে। এজন্য তিনি উদ্যোক্তাদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানান।

বিশ্বকাপ ব্যর্থতা অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন বিসিবির- মানবজমিন

শ্রোতাবন্ধুরা! পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। ২৯ নভেম্বর (বুধবার) ঢাকা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোতে জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত খবর ও প্রতিবেদন বিশেষ গুরুত্ব পেয়েছে। অন্যদিকে কোলকাতার বাংলা দৈনিকগুলোতে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ'র কোলকাতা সফরের খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে।  

ভারতের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত

কলকাতায় পৌঁছলেন শাহ, ধর্মতলার ট্র্যাফিক নিজের হাতে তুলে নেওয়ার হুঁশিয়ারি বিজেপির- আনন্দবাজার

কলকাতা বিমানবন্দরে নামল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হেলিকপ্টার। কলকাতা পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ আনল বিজেপি। হুঁশিয়ারি দিল, অসহযোগিতা করলে বিজেপির কার্যকর্তারা ধর্মতলার ট্র্যাফিকের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেবে।

‘‌আগামী নির্বাচনে বিজেপির জয় এবং মমতা দিদির পরাজয় নিশ্চিত’‌, টুইট অমিত শাহের- হিন্দুস্তান টাইমস

কলকাতার ধর্মতলার ভিক্টোরিয়া হাউজের সামনে বিজেপির জনসভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার কলকাতায় আসার আগে বিজেপির কর্মী–সমর্থকদের উদ্দেশে এক্স হ্যান্ডেলে পোস্টও করেছেন অমিত শাহ। টুইটে অমিত শাহ লেখেন, ‘‌প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিজেপি এখন বাংলার মানুষের প্রথম পছন্দের রাজনৈতিক দল। আগামী নির্বাচনে বিজেপির জয় এবং মমতা দিদির তৃণমূল কংগ্রেসের পরাজয় নিশ্চিত। আজ কলকাতায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখার দিকেই এখন তাকিয়ে আছি।’‌ সুতরাং এখানে এসে নানা কথা বলবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যার জবাব দিতে তৈরি তৃণমূল কংগ্রেসও।

মোটা ভাই, ভোট নাই, শাহী সভার পালটা তৃণমূলের পোস্টার-ব্যানারে ভরল কলকাতা: সংবাদ প্রতিদিন

৯ বছর পর ফের ধর্মতলায় আজ অমিত শাহের সভা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শহরে পা রাখার আগেই কলকাতাজুড়ে তৃণমূলের পোস্টার, ব্যানার। তাতে লেখা, “মোটা ভাই, ভোট নাই।” কেউ কেউ বলছেন, পোস্টার, ব্যানারে উল্লেখিত ‘মোটা ভাই’য়ের মাধ্যমে অমিত শাহকেই খোঁচা দিয়েছে তৃণমূল। যদিও তৃণমূল সে দাবি পালটা যুক্তিতে উড়িয়ে দিয়েছে। শাসক শিবিরের দাবি, গুজরাটিতে বড় ভাইকে ‘মোটা ভাই’ বলা হয়। আর অমিত শাহের জন্ম গুজরাটে। সুতরাং কটাক্ষ নয় বরং সম্মান দিতে একথা লেখা হয়েছে।

সুড়ঙ্গ বিপর্যয়ের ১৭ দিন, অবশেষে মুক্তির আলো দেখলেন ৪১ শ্রমিক- আজকাল

আলোর উৎসবে যখন গোটা দেশ মেতেছিল, সেইদিন ধসে অন্ধকার সুড়ঙ্গে আটকে পড়েছিলেন ৪১ শ্রমিক।

২৮ নভেম্বর উৎকণ্ঠা, অপেক্ষার অবসান। সুড়ঙ্গ বিপর্যয়ের ১৭ দিনের মাথায় একে একে মুক্তি পেলেন আটকে পড়া শ্রমিকরা। সকলেই সুস্থ আছেন। উত্তরকাশীর সুড়ঙ্গ থেকে ৪০০ ঘণ্টা পর খোলা আকাশের নীচে ৪১ জন শ্রমিক। কাটল বন্দিদশা। হাসি ফুটল আত্মীয়, পরিজন থেকে দেশবাসীর মুখেও।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৯

ট্যাগ