ডিসেম্বর ১২, ২০২৩ ১৭:২৬ Asia/Dhaka

শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের আসর প্রিয়জন। আজকের আসর উপস্থাপনায় রয়েছি আমরা তিনজন। আমি গাজী আবদুর রশীদ, আমি আকতার জাহান এবং আমি আশরাফুর রহমান।

আশরাফুর রহমান: বন্ধুরা, আসরের শুরুতেই আমি একটি বাণী শোনাতে চাই। ইমাম বাকির (আ.) বলেছেন: "জ্ঞান অর্জনের চেষ্টা কর- কেননা নিশ্চয়ই তোমার জ্ঞান অর্জন করা হলো একটি ভালো কাজ এবং এর সন্ধান করা হলো একটি ইবাদাত।"

আকতার জাহান: জ্ঞানার্জানের গুরুত্ব সম্পর্কে মূল্যবান একটি বাণী শুনলাম। আমরা সবাই তা মেনে চলার চেষ্টা করব- এ কামনায় নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে।

আসরের প্রথম মেইলটি এসেছে বাংলাদেশের কুমিল্লার নীলকান্ত সরকারি কলেজ থেকে। আর পাঠিয়েছেন কলেজটির অধ্যক্ষ প্রফেসর ড. নাজমা বেগম।

রেডিও তেহরানের 'সুন্দর জীবন' অনুষ্ঠান সম্পর্কে তিনি লিখেছেন, "রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে প্রচারিত প্রত্যেকটি আয়োজনই আমার ভালো লাগে। তবে, সুঅভ্যাস গড়ার উপায় শীর্ষক ধারাবাহিক আলোচনা 'সুন্দর জীবন' আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়েছে। ‌এতে 'কর্মক্ষেত্রে নৈতিকতা ও শিষ্টাচার'-এর গুরুত্ব- সংক্রান্ত দুই পর্বের আলোচনা থেকে অনেক উপকৃত হয়েছি। সকল চাকরিজীবীই এর মাধ্যমে উপকার পাবেন আশা করি।" একই ধারাবাহিকে শিশুদের শিষ্টাচার শেখানোর প্রক্রিয়া সংক্রান্ত আলোচনাও ভালো লেগেছে বলে এই শ্রোতাবোন জানিয়েছেন।

গাজী আবদুর রশীদ: বোন নাজমা বেগম, সুন্দর জীবন অনুষ্ঠান থেকে আপনি উপকৃত হয়েছেন জেনে ভালো লাগল। আমাদের অন্য অনুষ্ঠানগুলো সম্পর্কেও মতামত দেবেন আশা করি।

ভারতের পশ্চিবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থেকে দেবাশীষ গোপ পাঠিয়েছেন পরের মেইলটি।

তিনি প্রায় নয়শ’ শব্দের লেখাটি পাঠিয়েছেন আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ আয়োজিত শ্রেষ্ঠ পত্রলেখা প্রতিযোগিতার অংশ হিসেবে।

আশরাফুর রহমান: ৯০০ শব্দের চিঠি তো আর এই অনুষ্ঠানে পড়া সম্ভব হবে না। তো চিঠির মূল বিষয়বস্তু কেউ জানিয়ে দিন না!

আকতার জাহান: আমিই জানাচ্ছি। দেবাশীষ  গোপ তার চিঠির ভূমিকায় লিখেছেন, “হিমের পরশ লেগেছে হাওয়ার পরে। সকাল বেলায় ঘাসের উপর শিশিরের রেখা ধরে। গ্রাম-বাংলার চির পরিচিত এই দৃশ্য জানান দিচ্ছে শীত আসছে। হেমন্তের এই সকালে মিষ্টি রোদে গা ভাসিয়ে চায়ে চুমুক দিতে দিতে রেডিও তেহরান থেকে প্রচারিত আগের দিনের প্রচারিত অনুষ্ঠান আবারও শুনতে কী যে ভালো লাগে!”

গাজী আবদুর রশীদ: শীতের সকালের চমৎকার বর্ণনা দিয়েছেন এ শ্রোতাবন্ধু। এরপর তিনি আমাদের বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কে এক এক করে তার মতামত জানিয়েছেন। অনুষ্ঠানগুলো হচ্ছে- রংধনু, সুন্দর জীবন, সোনালি সময়, ঘটনার নেপথ্যে, শেষ ত্রাণকর্তা, আলাপন-ইত্যাদি।

আশরাফুর রহমান: এই শ্রোতাবন্ধুর লেখাটি আমাদের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। আগ্রহীরা পড়ে নিতে পারেন। তো সুন্দর চিঠিটির জন্য দেবাশীষ গোপ আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আকতার জাহান: বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলার নাচোল থানার সোনামনসা থেকে মো. আবদুল মান্নান পাঠিয়েছেন এবারের মেইলটি।

তিনি ২২ নভেম্বরের শর্টওয়েভে অনুষ্ঠান শোনার পর শ্রবণমান রিপোর্ট পাঠিয়েছেন। এতে তিনি লিখেছেন, “আজ আপনাদের বাংলা অনুষ্ঠান অনেক পরিস্কার শুনতে পেলাম। শর্টওয়েভে অনুষ্ঠান শোনার মজাই আলাদা। আমাদের অনুরোধ আমরা যেন আপনাদের অনুষ্ঠান পরিস্কার শুনতে পাই।”

গাজী আবদুর রশীদ: ভাই আবদুল মান্নান, শর্টওয়েভে অনুষ্ঠান শোনার পর রিসিপশন রিপোর্ট পাঠানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, শ্রবণমান আরও উন্নত করার অনুরোধটি আমরা কারিগরি বিভাগকে জানিয়ে দেবো।

আসরের পরের মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ঢাকা কলোনী থেকে আর পাঠিয়েছেন বিধান চন্দ্র সান্যাল।

তিনি লিখেছেন, “২০ নভেম্বর রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনে বিভিন্ন অনুষ্ঠান শোনার পাশাপাশি ‘কথাবার্তা’ অনুষ্ঠানটি শুনলাম। ‘কথাবার্তা’ অনুষ্ঠানটি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের প্রধান প্রধান বাংলা দৈনিক সংবাদপত্রগুলোর নির্বাচিত শিরোনাম এবং গুরুত্বপূর্ণ সংবাদের ওপর বিশেষ আলোকপাত প্রচারিত হয়। ফলে রেডিও তেহরানের শ্রোতাদের কাছে এই অনুষ্ঠানটি দুই বাংলার শ্রোতাদেরই খুব প্রিয়। বাংলাদেশের শ্রোতারা নিজে দেশের সংবাদপত্র দেখার সুযোগ পেলেও পশ্চিমবঙ্গের সংবাদপত্রগুলো সম্পর্কে অজানা থেকে যায়। এই অজানা আর থাকে না এই "কথাবার্তা" অনুষ্ঠানটির জন্য। অন্যদিকে ভারতের শ্রোতাদেরও বাংলাদেশের সংবাদপত্রগুলোর সংবাদ শিরোনাম সম্পর্কে অবহিত হবার দারুণ সুযোগ মেলে।”

আশরাফুর রহমান: কথাবার্তা অনুষ্ঠান সম্পর্কে সুন্দর কথামালায় সাজানো মতামতের জন্য বিধান চন্দ্র সান্যাল আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আমাদের অন্যান্য অনুষ্ঠান সম্পর্কেও লিখবেন।

আকতার জাহান: বাংলাদেশের কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজ-এর ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শাহাদত হোসেন পাঠিয়েছেন এবারের মেইলটি।

তিনি ২৮ নভেম্বর প্রচারিত পুরো অনুষ্ঠান সম্পর্কে মতামত জানিয়েছেন এই মেইলে। লিখেছেন, “রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে গত ২৮ নভেম্বর, মঙ্গলবার যেসব অনুষ্ঠান প্রচারিত হয়েছে সেগুলো হলো বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, দর্পন, কথাবার্তা এবং গল্প ও প্রবাদের গল্প। এগুলো মধে বিশ্বসংবাদ, দৃষ্টিপাত ও কথাবার্তা দৈনিক অনুষ্ঠান। ওইদিনের প্রতিটি নিয়মিত পরিবেশনা আমার খুব ভালো লেগেছে। দর্পনে আজ ফিলিস্তিন বিষয়ে তুরস্কের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। আলোচনাটি ছিল তথ্যবহুল, যা আমাদের খুব ভালো লেগেছে।”

গাজী আবদুর রশীদ: আমাদের একদিনের অনুষ্ঠান সম্পর্কে ভালোলাগার অনুভূতি জানিয়ে সহজ ভাষায় চিঠি লিখার জন্য শাহাদত ভাই আপনাকে আন্তরিক ধন্যবাদ। আশা করি চিঠি লিখা অব্যাহত রাখবেন।

বাংলাদেশের পর আবারো ভারতের চিঠি। এটি পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বারুইপাড়া থেকে, এস এম নাজিমউদ্দিন।

তিনি লিখেছেন, “২৭ নভেম্বর প্রচারিত শ্রোতানন্দিত ও জনপ্রিয় অনুষ্ঠান 'প্রিয়জন' আসরটি উপভোগ করলাম। অনুষ্ঠানের শুরুতেই আশরাফ ভাইয়ের হাদীস ও বাণী পাঠের ব্যতিক্রম হয়নি। এরপর ভারত-বাংলাদেশের গুণী শ্রোতাবন্ধুদের পাঠানো মেইলগুলো শুনতে শুনতে কখন যে সময় পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। প্রিয়জন অনুষ্ঠানের সময় বাড়ানো হলে বিভিন্ন গুণী শ্রোতাবন্ধুদের আরও ভালো ভালো চিঠি শুনে আমরাও নিজেদের সমৃদ্ধ করতে পারতাম। সময়ের স্বল্পতার কারণে এমন সব চমৎকার লেখাগুলো শোনা থেকে বঞ্চিত হচ্ছি। অনুষ্ঠানের শেষে এইচ জে. ইকবালের কণ্ঠে একটি চমৎকার আরবি ভাষার কাসিদা শোনানো হলো। সত্যিই অনবদ্য ছিল ওইদিনে প্রিয়জন আসরটি। প্রিয়জনের আগামী কোনো আসরে মাহের জেইন-এর কণ্ঠে একটি গান শোনানোর অনুরোধ রইল।”

আশরাফুর রহমান: চিঠিপত্রের আসর ‘প্রিয়জন’ রেডিও তেহরানের সবচেয়ে বড় দু’টি অনুষ্ঠানের একটি। এ অনুষ্ঠানটি প্রায় ২০ মিনিটব্যাপী প্রচারিত হয়। তারপরও শ্রোতাবন্ধুরা বিরক্ত না হয়ে অনুষ্ঠানটিকে পছন্দ করছেন এবং সময় বাড়ানোর অনুরোধ করছেন এটা আমাদের অনেক বড় পাওয়া। ভবিষ্যতে অনুষ্ঠানের সার্বিক সময় বাড়ানো হলে শ্রোতাদের অনুরোধের বিষয়টি বিবেচনা করব- ইনশাআল্লাহ।

আকতার জাহান: বেশ আশার কথা শোনালেন আশরাফ ভাই। এবার নাজিম ভাইকে একটা খুশির সংবাদ দিই। তাঁর অনুরোধের গানটি আজকের আসরেই প্রচার করা হবে। তো চিঠি লিখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

বাংলাদেশের কুষ্টিয়ার খাদিমপুর বাজার থেকে মোখলেছুর রহমান পাঠিয়েছেন এবারের মেইলটি। ৩ ডিসেম্বর প্রচারিত অনুষ্ঠান সম্পর্কে তিনি লিখেছেন, “প্রতিদিনের মত আজকেও আমি যথারীতি ইরানের জাতীয় সঙ্গীত; অর্থসহ পবিত্র কুরআন তেলাওয়াত, বিশ্ব সংবাদ, দৃষ্টিপাত, সোনালি সময়, কথাবার্তা ও শেষ ত্রাণকর্তা অনুষ্ঠান অত্যন্ত ধৈর্য ও মনোযোগ সহকারে শ্রবণ করেছি। প্রতিটি অনুষ্ঠানই ছিল তথ্যে ও তত্ত্বে ভরপুর! যা শুনে আমার ভীষণ ভালো লেগেছে এবং মনের খোরাক মিটিয়েছি। চমৎকার সব তথ্যবহুল, শিক্ষণীয়, জ্ঞানবর্ধক, মনোগ্রাহী, অনুষ্ঠানগুলো উপহার দেওয়ার জন্য প্রিয় বেতার রেডিও তেহরান বাংলা বিভাগের সকল কর্মী ভাই-বোনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।”

গাজী আবদুর রশীদ: ভাই মোখলেছুর রহমান, আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি নিয়মিত অনুষ্ঠান শোনার পাশাপাশি মতামত জানানোর জন্য।

শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা কথা বলব বাংলাদেশের কিশোরগঞ্জের শ্রোতা সুমন মিয়ার সঙ্গে। 

সুমন মিয়া

গাজী আবদুর রশীদ: ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার সিজগ্রাম থেকে মোহাম্মদ আইয়ুব আলী পাঠিয়েছেন এবারের মেইলটি। সালাম জানাবার পর তিনি একটি অনুরোধ জানিয়ে লিখেছেন, আপনাদের সারাদিনের সব খবর আমাকে মেইল করবেন।

আশরাফুর রহমান: ভাই আইয়ুব আলী, পার্সটুডেতে প্রকাশিত সব খবর আপনি ওয়েবসাইট ভিজিট করলেই পাবেন। অথবা আপনি ওয়েবসাইটে নিবন্ধন করতে পারেন। তাহলে যখনই কোনো খবর আপলোড হবে তখনই একটা নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়া, গুরুত্বপূর্ণ খবর ও এক্সক্লুসিভ ভিডিও পেতে  আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে পারেন।

আকতার জাহান: হ্যাঁ, চ্যানেলটিতে গাজা-ইসরাইল যুদ্ধে খবর বিশেষ গুরুত্ব দিয়ে প্রকাশ করা হচ্ছে। আমাদের অন্য শ্রোতাবন্ধুরাও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। চ্যানেলটির ঠিকানা হচ্ছে: t.me/parstodaybn

গাজী আবদুর রশীদ: আজকের আসরের শেষ মেইলটি পাঠিয়েছেন মহ. হাফিজুর রহমান- ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুপী থেকে।

তিনি লিখেছেন,”মুসলিম বিশ্বের গর্ব, সেরা দার্শনিক ও চিন্তাবিদ ‘অমর মনীষী আল ফারাবি'র জীবন ইতিহাস এবং জ্ঞানবিজ্ঞানে তার নানা কর্মকাণ্ড ও অবদান নিয়ে রেডিও তেহরান বাংলা বিভাগ থেকে প্রচারিত ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান "অমর মনীষী আল ফারাবি"-এর ১৪তম অর্থাৎ শেষ পর্ব শুনলাম ২রা ডিসেম্বর, ২০২৩ তারিখে। এই  ধারাবাহিক আলোচনা অনুষ্ঠানটি আমার খুবই ভালো লাগতো এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয় সমন্ধে অবগত হতে পেরেছি। আগামীতে এইরকমই আরও জ্ঞানগর্ভ ও আকর্ষণীয় অনুষ্ঠান পাবো- এ প্রত্যাশা রইল। যদি সম্ভব হয় তাহলে কবি রুমির জীবন নিয়ে অনুষ্ঠান করার অনুরোধ ও প্রত্যাশা রইল।

আশরাফুর রহমান: ভাই হাফিজুর রহমান, আল-ফারাবি’র জীবন ও কর্ম নিয়ে ধারাবাহিকটি আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগছে। আর আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে, গত শনিবার থেকে বহুমুখী প্রতিভার অধিকারী পারস্যের কবি ওমর খৈয়ামকে নিয়ে নতুন একটি ধারাবাহিক শুরু হয়েছে। হয়তো ভবিষ্যতে মাওলানা রুমিকে নিয়েও অনুষ্ঠান হবে। আশা করি আমাদের নতুন অনুষ্ঠান সম্পর্কেও মতামত দেবেন।

আকতার জাহান: তো বন্ধুরা, আজকের আসর থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। তবে তার আগে শ্রোতাভাই নাজিমউদ্দিনের অনুরোধে শিল্পী মাহের জেইনের গাওয়া একটি বিখ্যাত গান বাজিয়ে শোনাব।

গাজী আবদুর রশীদ:  তো শ্রোতাবন্ধুরা, আপনারা ‘palestine will be free’ শিরোনামের গানটি শুনতে থাকুন আর আমরা বিদায় নিই প্রিয়জনের আজকের আসর থেকে। 

 

ট্যাগ