ডিসেম্বর ১৯, ২০২৩ ১৮:০৬ Asia/Dhaka

শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের আসর প্রিয়জন। আজকের আসর উপস্থাপনায় রয়েছি আমরা তিনজন। আমি গাজী আবদুর রশীদ, আমি আকতার জাহান এবং আমি আশরাফুর রহমান।

আশরাফুর রহমান: আসরের শুরুতেই আমি একটি বাণী শোনাতে চাই। ইমাম আলী (আ.) বলেছেন: "মসজিদে বসে থাকা আমার কাছে বেহেশতে বসে থাকার চেয়ে উত্তম। কারণ বেহেশতে আমার সন্তুষ্টি থাকবে এবং মসজিদে আমার প্রভুর সন্তুষ্টি বিদ্যমান।"

আকতার জাহান: মসজিদের গুরুত্ব সম্পর্কে চমৎকার একটি বাণী শুনলাম। আমরা সবাই তা মেনে চলার চেষ্টা করব- এ আহ্বান জানিয়ে নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে।

আসরের প্রথম মেইলটি পাঠিেয়ছেন বাংলাদেশের লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার বাবুরহাট থেকে জাহিদুল ইসলাম রিপন। তিনি  আইআরআইবি ফ্যান ক্লাব রংপুর-এর সাংগঠনিক সম্পাদক।

সালাম ও হেমন্তের শিশির ভেজা বকুল ফুলের শুভেচ্ছা জানাবার পর তিনি লিখেছেন, "নেটওয়ার্ক সমস্যার কারণে রেডিও তেহরানের অনুষ্ঠান আগে নিয়মিত শুনতে পেতাম না। ইদানীং আমার দোকানে ওয়াই-ফাই সংযোগ নিয়েছি শুধু রেডিও তেহরান শোনার জন্য। আলহামদুলিল্লাহ এখন আমি নিয়মিতভাবে দোকানে বসে সাউন্ড বক্সে রেডিও তেহরান একদম ক্লিয়ার শুনতে পাচ্ছি। আমার কাছে রংধনু আসর, কথাবার্তা ও প্রিয়জন অনুষ্ঠান অনেক ভালো লাগে।"

গাজী আবদুর রশীদ: ভাই জাহিদুল ইসলাম রিপন, কেবল রেডিও তেহরান শোনার জন্য দোকানে ওয়াই-ফাই সংযোগ নিয়েছেন জেনে ভালো লাগল। আশা করি এখন থেকে নিয়মিত মতামত জানাবেন।

বাংলাদেশের পর ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার হটুদেওয়ান নাগেরপাড়া আসা একটি মেইল পড়ছি। এটি পাঠিয়েছেন সিনিয়র শ্রোতা তপতী সরকার।

তিনি লিখেছেন, "রেডিও তেহরানের সব ধরনের অনুষ্ঠানই আমার পছন্দের। সেজন্য নিয়মিত সব ধরনের অনুষ্ঠান শুনি। প্রাত্যহিক অনুষ্ঠানের মধ্যে বিশ্বসংবাদ, দৃষ্টিপাত ও কথাবার্তা ভালো লাগে। আর সাপ্তাহিক অনুষ্ঠানগুলোর মধ্যে প্রিয়জন, গল্প ও প্রবাদের গল্প এবং নতুন ধারাবাহিক 'অমর কিংবদন্তি ওমর খৈয়াম' বেশি ভালো লাগে। আমার বিশেষভাবে অনুরোধ- প্রতি সপ্তাহে যখন ওমর খৈয়ামের অনুষ্ঠানটি শুরু করবেন তখন তাঁর কবিতা পড়ে শুরু করবেন।"

আশরাফুর রহমান: বোন তপতী সরকার, নিয়মিত অনুষ্ঠান শুনছেন জেনে ভালো লাগল। আর 'অমর কিংবদন্তি ওমর খৈয়াম' ধারাবাহিকটি কবিতার মাধ্যমে শুরু করার যে প্রস্তাব আপনি দিয়েছেন তা আমাদের বিবেচনায় থাকল। চিঠি লিখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

বাংলাদেশের রাজবাড়ী জেলার খোশবাড়ী থেকে শাওন হোসাইন পাঠিয়েছেন এবারের মেইলটি।

আকতার জাহান: অনেকদিন পর শাওন ভাই মেইল পাঠালেন। তো কী লিখেছেন তিনি?

গাজী আবদুর রশীদ: শাওন ভাই লিখেছেন, "ব্যস্ততার কারণে পত্র লেখা না হয়ে উঠলেও নিয়মিত রেডিও তেহরান শুনতে চেষ্টা করি। রংধনু আসর আমার একটি প্রিয় আয়োজন। আমি ও আমার পরিবারের ছোট-বড় সকলে অনুষ্ঠানটি নিয়মিত শুনে থাকি। অনুষ্ঠান থেকে যে শিক্ষা পাই তা আমার বাস্তব জীবনে অনেক কাজে লাগে। রংধনু আসরে শিয়াল ও ছাগলের গল্প শুনেছিলাম। গল্পটি আমার বেশ ভালো লেগেছে। গল্প থেকে দু'টি বিষয় শিখতে পারলাম। কাউকে ধোঁকা দেয়া কিংবা প্রতারণা করা যেমন যাবে না তেমনি প্রতারণার ফাঁদে পা দেয়াও ঠিক হবে না। অনুষ্ঠানের শেষ দিকে 'একটা পেন্সিল' শিরোনামের গানটি বেশ ভালো লেগেছে।"

আশরাফুর রহমান: রংধনু আসর সম্পর্কে ভালোলাগার অনুভূতি প্রকাশ করে ইমেইল পাঠানোয় শাওন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আমাদের অন্য অনুষ্ঠানগুলো সম্পর্কেও লিখবেন।

আকতার জাহান: বাংলাদেশের কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মঞ্জিলের কান্দা গ্রাম থেকে আব্দুল কাদির পাঠিয়েছেন এবারের মেইলটি।

তিনি লিখেছেন, "রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে ৮ ডিসেম্বর, শুক্রবার প্রচারিত প্রতিটি পরিবেশনা আমার খুব ভালো লেগেছে। সাপ্তাহিক পরিবেশনা 'সুন্দর জীবন' অনুষ্ঠানে বহির্মুখী ও অন্তর্মুখী মানুষের ব্যক্তিত্ব সম্পর্কে জানতে পেরেছি। আর শেষ প্রান্তিকে প্রচারিত সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান আলাপন-এ দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু'র বক্তব্য ভালো লেগেছে। বিশেষ করে খেলোয়ার সাকিব আল হাসান, মাহিয়া মাহি, হিরো আলম এবং নায়ক ফেরদৌসকে নিয়ে যে মন্তব্য করেছেন তার সাথে আমি একমত।"

গাজী আবদুর রশীদ: সুন্দর জীবন অনুষ্ঠানের পাশাপাশি আলাপন অনুষ্ঠানে এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু'র সাক্ষাৎকার সম্পর্কে মতামত জানানোয় ভাই আব্দুল কাদির আপনাকে আন্তরিক ধন্যবাদ।

আসরের পরের মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুপী থেকে। আর পাঠিয়েছেন মহ: হাফিজুর রহমান।

তিনি লিখেছেন, "৮ ডিসেম্বর তারিখের 'সুন্দর জীবন' অনুষ্ঠান শুনলাম। এই অনুষ্ঠানে ব্যক্তিত্ব ও স্বভাব নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা থেকে অনেক কিছু জানতে পারলাম। ইন্ট্রোভার্ট বা অন্তর্মুখী ব্যক্তিত্ব এবং এক্সট্রাভার্ট বা বহির্মুখী ব্যক্তিত্ব বিষয়ে বিস্তারিত জানতে ও বুঝতে পারলাম। ইন্ট্রোভার্ট বা অন্তর্মুখী ব্যক্তিত্ব এবং এক্সট্রাভার্ট বা বহির্মুখী ব্যক্তিত্ব নিয়েই আমাদের সমাজ। সুন্দর জীবন ও সমাজ গড়তে সমাজের সমস্ত স্তরের মানুষের সঙ্গেই সুসম্পর্ক গড়ে তুলতে হবে। সুন্দর জীবন অনুষ্ঠানে বিষয়টি নিয়ে সুন্দর আলোচনা করার জন্য ধন্যবাদ জানাই।"

একই দিনের আলাপন অনুষ্ঠানে এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জুর সাক্ষাৎকার ভালো লেগেছে বলে জানিয়েছেন এই শ্রোতাবন্ধু।

আশরাফুর রহমান: সুন্দর জীবন ও আলাপন অনুষ্ঠান সম্পর্কে মতামত জানানোয় ভাই হাফিজুর রহমান আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আবারো লিখবেন।

বাংলাদেশের কিশোরগঞ্জের খড়মপট্টি থেকে শরিফা আক্তার পান্না পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ-এর অর্থ-সম্পাদক।

১০ ডিসেম্বর প্রচারিত সোনালি সময় অনুষ্ঠান সম্পর্কে তিনি লিখেছেন, "ছেলেমেয়েরা বাবা-মাকে অনুসরণ করে। বাবা-মা যদি পরস্পরের প্রতি অত্যাচার করেন, একে অন্যের প্রতি খারাপ ব্যবহার করেন; তাহলে তাদের মনে বিবাহ সম্পর্কে ভুল বার্তা যাবে। এমন পরিবারের ছেলেদের মধ্যে মহিলা সম্পর্কে ভীতি সৃষ্টি হবে আর মেয়েদের মধ্যে পুরুষ সম্পর্কে ভয়ের সঞ্চার হবে। তাই সকল বাবা-মা’র উচিত সন্তানের স্বার্থে পরস্পরের সাথে ভালো ব্যবহার করা। সোনালি সময়ের ২৯তম পর্বের শিক্ষণীয় বিষয়গুলোর জন্য রেডিও তেহরানের বাংলা বিভাগকে ধন্যবাদ জানাই।"

আকতার জাহান: সোনালি সময় অনুষ্ঠান সম্পর্কে সুন্দর মতামতের জন্য বোন শরিফা আক্তার পান্না আপনাকেও ধন্যবাদ।

শ্রোতাবন্ধুরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে, রেডিও তেহরান বাংলা বিভাগ আয়োজিত মাসিক ‘শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কার’ প্রতিযোগিতায় ২০২৩ সালের নভেম্বর মাসের শিরোপা জিতেছেন বাংলাদেশের কুষ্টিয়ার সিনিয়র শ্রোতা মোখলেছুর রহমান। অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা শ্রেষ্ঠ শ্রোতার পুরস্কার জেতার বিষয়ে তার অনুভূতি জানব:

গাজী আবদুর রশীদ: মাসিক শ্রেষ্ঠ শ্রোতার শিরোপা জেতার বিষয়ে অনুভূতি প্রকাশের পাশাপাশি রেডিও তেহরানের অনুষ্ঠান সম্পর্কে সার্বিক মূল্যায়নের জন্য মোখলেছ ভাই আপনাকে আন্তরিক ধন্যবাদ।

আশরাফুর রহমান: ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থেকে আমাদের নিয়মিত শ্রোতা ও পত্রলেখক দেবাশীষ গোপ পাঠিয়েছেন পরের মেইলটি। তিনি লিখেছেন, ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনিদের ধ্বংস করার যত চেষ্টাই করুক না কেন তাদের এই নিষ্ঠুরতা একদিন তাদেরই ধ্বংস এনে দেবে।

আকতার জাহান:  এরপর অনুষ্ঠান সম্পর্কে তিনি লিখেছেন, ৯ ডিসেম্বর সোনালি সময়  অনুষ্ঠানে শুনলাম পাশ্চাত্যের অশালীন যৌনাচার তাদের  ধ্বংস করে দেবে। আর শেষ ত্রাণকর্তা অনুষ্ঠানে জানতে পারলাম যে, ইমাম মাহদি আলাহিস সালামের আগমনে  সারাবিশ্বে আধ্যাত্মিকতা, শান্তি, নিরাপত্তা ও নতুন মানবসভ্যতার বিকাশ ঘটবে। গড়ে  উঠবে এক সুশীল সমাজ।

গাজী আবদুর রশীদ: আমাদের দুটি অনুষ্ঠানের পাশাপাশি ফিলিস্তিন পরিস্থিতি সম্পর্কে মতামত জানানোয় ভাই দেবাশীষ গোপ আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

বাংলাদেশের নাটোর জেলার বড়াইগ্রাম থানার বড়দেহা স্কুল পাড়া থেকে বনলতা বেতার শ্রোতা সংঘের সভাপতি মোঃ আরিফুল ইসলাম পাঠিয়েছেন এবারের মেইলটি। 

আন্তরিক সালাম ও অর্কিড ফুলের প্রীতিময় শুভেচ্ছা জানাবার পর তিনি লিখেছেন, "রেডিও তেহরানের প্রিয়জন আমার অনেক প্রিয় একটি অনুষ্ঠান। প্রিয়জন অনুষ্ঠানে এটাই আমার প্রথম ইমেইল। আশা করি ইমেইলটি পড়বেন। সেই সাথে আমার একটি অনুরোধ, তা হলো রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান সুচি, নতুন বছর ক্যালেন্ডারসহ কিছু উপহার পেতে চাই।"

আশরাফুর রহমান: ভাই আরিফুল ইসলাম, প্রথম ইমেইলের জন্য আপনাকে ধন্যবাদ। আর অনুষ্ঠানসূচি আমাদের ওয়েবসাইট থেকেই প্রিন্ট করে নিতে পারবেন। ক্যালেন্ডার বা উপহারসামগ্রী যখন সবার জন্য পাঠানো হবে তখন আপনিও পাবেন।

আজকের আসরের শেষ মেইলটি পাঠিয়েছেন মো. শাহাদত হোসেন। তিনি কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজের ভুগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক।

শাহাদত ভাই লিখেছেন, "রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে ১০ ডিসেম্বর, রোববার যেসব অনুষ্ঠান প্রচারিত হয়েছে সেগুলোর মধ্যে 'শেষ ত্রাণকর্তা' আমার খুব ভালো লেগেছে। এতদিন আমরা জানতাম যে, শুধুমাত্র ইসলাম ধর্মে শেষ ত্রাণকর্তা হিসেবে ইমাম মাহদি (আ.) এর আগমনের কথা রয়েছে। কিন্তু ওই দিনের অনুষ্ঠান শুনে বুঝতে পারলাম যে, অন্যান্য ধর্মের মধ্যেও একজন শেষ ত্রাণকর্তার আবির্ভাবের কথা বলা হয়েছে। জেনে অবাক হলাম যে, হিন্দু ধর্মেও একজন ত্রাণকর্তা আবির্ভাবের কথা রয়েছে। তাদের মতে একজন স্রষ্টা মানুষের রূপ নিয়ে পৃথিবীতে আসবেন। তিনি সমাজ থেকে অন্যায়-অবিচার দূর করে ন্যায় বিচার প্রতিষ্ঠান করবেন। তিনি নিখিল বিশ্বে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠা করবেন। অধর্ম বিলুপ্ত করবেন, ধর্ম প্রতিষ্ঠান করবেন। তবে ইসলাম ধর্মের শেষ ত্রাণকর্তা হলেন ইমাম মাহদি (আ.)।"

আকতার জাহান: ভাই শাহাদত হোসেন, শেষ ত্রাণকর্তা অনুষ্ঠান সম্পর্কে মতামত জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

শ্রোতাবন্ধুরা, আসরের এ পর্যায়ে কয়েকজন ডিএক্সারের নাম ঠিকানা জানিয়ে দেবো যারা শর্টওয়েভে আমাদের অনুষ্ঠান শোনার পর শ্রবণমান রিপোর্ট পাঠিয়েছেন।

  • ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে এসএম নাজিমউদ্দিন
  • পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থেকে দেবাশীষ গোপ
  • কোলকাতার শশী ভূষণ ব্যানার্জি রোড থেকে রাজর্ষী রায়
  • বাংলাদেশের ঝিনাইদহ জেলার মহেশপুর থেকে নজরুল ইসলাম
  • এবং কুষ্টিয়ার খাদিমপুর বাজার থেকে মোখলেছুর রহমান

গাজী আবদুর রশীদ: শ্রবণমান রিপোর্ট পাঠানোর জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।

তো শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের জন্য রয়েছে একটি যুদ্ধবিরোধী গান। গানটির কথা, সুর ও কণ্ঠ কুঁড়েঘর ব্যান্ডের তরুণ গায়ক তাসরিফ খানের। 

আশরাফুর রহমান: শ্রোতাবন্ধুরা, গানটি শুনলেন। আশা করি ভালো লেগেছে। তো, আপনারা ভালো ও সুস্থ থাকুন আবারো এ কামনা করে গুটিয়ে নিচ্ছি প্রিয়জনের আজকের আসর।

আকতার জাহান: কথা হবে আবারো আগামী সপ্তাহে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ