ডিসেম্বর ২৭, ২০২৩ ১৬:৪৬ Asia/Dhaka

শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের আসর প্রিয়জন। অনুষ্ঠানটি গ্রন্থনা ও প্রযোজনা করেছেন আশরাফুর রহমান। আর উপস্থাপনায় রয়েছি আমি গাজী আবদুর রশীদ এবং আমি আকতার জাহান।

আকতার জাহান: শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানের শুরুতেই আমি একটি হাদিস শোনাতে চাই।  বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, “যদি কেউ তোমার মঙ্গল করে তাহলে তুমি তা পুষিয়ে দেয়ার চেষ্টা কর। আর যদি কোনো কিছু দিয়ে তার ক্ষতিপূরণ করতে সক্ষম না হও তাহলে তার জন্যে আল্লাহর দরবারে এত পরিমান দোয়া কর যেন তোমার কাছে মনে হয় তার দয়ার প্রতিদান প্রদান করতে পেরেছো।”

গাজী আবদুর রশীদ: পরোপকারের প্রতিদান সম্পর্কে চমৎকার একটি হাদিস শুনলাম। আমরা সবাই তা মেনে চলার চেষ্টা করব- এ কামনায় নজর দিচ্ছি ইমেইলে আসা চিঠিপত্রের দিকে।

আসরের প্রথম মেইলটি এসেছে কুষ্টিয়ার খাদিমপুর বাজার থেকে আর পাঠিয়েছেন মোখলেছুর রহমান।

তিনি লিখেছেন, "পৃথিবীর সবারই সাপ্তাহিক কিংবা মাসিক ছুটির দিন আছে কিন্তু বেতার কর্মী ও শ্রোতাদের কোনো ছুটির দিন নেই! অনুষ্ঠান তৈরি করা এবং ঠিকঠাক মত প্রচার করা একজন বেতার কর্মীর কাজ। আর সেই অনুষ্ঠান শোনা ও তার সাড়া দেওয়া একজন যোগ্য শ্রোতার দায়িত্ব ও কাজ বলে আমি মনে করি। একজন সক্রিয় শ্রোতা হিসেবে অনুষ্ঠানে ভালো-মন্দের সার্বিক দিক সম্পর্কে আমার খেয়াল থাকে। শ্রোতারা সবসময়ই সত্য, তরতাজা, বস্তুনিষ্ঠ সংবাদ এবং শিক্ষণীয়, জ্ঞানবর্ধক ও মনোগ্রাহী অনুষ্ঠান আশা করে। আর সে আশা ও চাহিদা আপনারা নিরবছিন্নভাবে পালন করে আসছেন। এই জন্য আমি রেডিও তেহরানের বাংলা বিভাগের সকল কর্মী ভাই-বোনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।"

আকতার জাহান: ভাই মোখলেছুর রহমান, আপনাকেও ধন্যবাদ একটি ব্যতিক্রমী বিষয়ে মন্তব্য করার জন্য। আশা করি আবারো লিখবেন।

বাংলাদেশের কিশোরগঞ্জের খড়মপট্টি থেকে শরিফা আক্তার পান্না পাঠিয়েছেন ৭টি মেইল। একটি মেইলে তিনি লিখেছেন, "রেডিও তেহরান বাংলা বিভাগের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান প্রিয়জন। প্রতি সোমবারে প্রচারিত এ অনুষ্ঠানটি শ্রোতাদের প্রাণের অনুষ্ঠান। সারা সপ্তাহ ধরে শ্রোতারা পরের প্রিয়জন শোনার অপেক্ষায় থাকেন। গত ১৮ ডিসেম্বর প্রচারিত প্রিয়জনে প্রত্যেক শ্রোতার চিঠি ও মতামতই ভালো লেগেছে। চমৎকার একটি প্রিয়জন উপহার দেয়ায় রেডিও তেহরানের বাংলা বিভাগকে ধন্যবাদ জানাই।"

গাজী আবদুর রশীদ: শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন সম্পর্কে মতামত জানানোর জন্য বোন শরিফা আক্তার পান্না আপনাকে আন্তরিক ধন্যবাদ। আশা করি চিঠি লিখা অব্যাহত রাখবেন।

আসরের পরের মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ঢাকা কলোনী থেকে। আর পাঠিয়েছেন বিধান চন্দ্র সান্যাল।

তিনি লিখেছেন, “অভিবাসন বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতার জন্য এবার ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশের ১৫ জন সাংবাদিক। এদের মধ্যে রেডিও বিভাগে প্রথম পুরস্কার পেয়েছেন ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি বাংলা বিভাগের বিশেষ সংবাদদাতা এম এম বাদশাহ। প্রবাসীদের দুর্ভোগ ও সমস্যা নিয়ে রেডিও তেহরানে ধারাবাহিক প্রতিবেদনের স্বীকৃতিস্বরূপ তিনি এই পুরস্কার পান। এজন্য এম এম বাদশাহকে অভিনন্দন জানাই। তার মতো অসামান্য প্রতিভার অধিকারী সাংবাদিকের রেডিও তেহরানের সাথে সম্পৃক্ততায় আমরা শ্রোতা হিসেবে গর্বিত।”

আকতার জাহান: বিধান দা'র লেখা পড়তে বুঝতে পারলাম যে, বাদশাহ ভাইয়ের সাফল্যের স্বীকৃতিতে রেডিও তেহরানের কলাকুশলীদের পাশাপাশি শ্রোতাবন্ধুরাও ভীষণ খুশি। অবশ্য ফেসবুকে রেডিও তেহরানের পেইজ ও গ্রুপে শ্রোতাদের অভিনন্দন বার্তা থেকেও আমরা তা জেনেছি। তো বাদশাহ ভাইয়ের সাফল্য অব্যাহত থাকুক আমরা সে প্রত্যাশাই করি। আর সুন্দর লেখাটির জন্য বিধান চন্দ্র সান্যাল আপনাকে অসংখ্য ধন্যবাদ।

গাজী আবদুর রশীদ: আসরের পরের মেইলটি পাঠিয়েছেন আদিব আতিয়া। তিনি কোনো ঠিকানা উল্লেখ করেননি। রেডিও তেহরান সম্পর্কে তিনি লিখেছেন, Tehran is the best radio station in the world. I like this radio station. long live my radio station.

আকতার জাহান: রেডিও তেহরান সম্পর্কে আপনার মূল্যায়ন জেনে ভালো লাগল। তো ইমেইলের জন্য আদিব আতিয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি পরবর্তী মেইলে পূর্ণ ঠিকানা উল্লেখ করবেন।

আসরের পরের মেইলটি এসেছে টাঙ্গাইলের সাগরদিঘীর আকন্দের বাইদ থেকে। আর পাঠিয়েছেন আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ-এর  সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন ফনি।

সালাম জানাবার পর তিনি লিখেছেন, "আমি আপনাদের নিয়মিত শ্রোতা ও পত্রলেখক।

আমি জাফরানের ঔষধি গুণ নিয়ে একটি আলোচনা শুনতে চাই।"

গাজী আবদুর রশীদ: লাল সোনা হিসেবে পরিচিতি বিশ্বের সবচেয়ে দামি মসলা জাফরানের গুণাগুণ প্রিয়জনের সংক্ষিপ্ত আসরে বর্ণনা করে শেষ করা যাবে না।  কেবল এটুকু বলা যায় যে, বর্তমান বিশ্বে বিরাজমান দুরারোগ্য রোগ আলজেইমার, ক্যানসার কিংবা পারকিনসন্স রোগের চিকিৎসায় জাফরান খুবই কার্যকর। এগুলোর বাইরেও শারীরিক অনেক রোগ নিরাময়ের ক্ষেত্রেও বেশ উপকারী এই জাফরান। সর্দি, বদহজম, জন্ডিস, হেপাটাইটিস এবং ডায়াবেটিস ইত্যাদি রোগের উপশম বা নিয়ন্ত্রণের ক্ষেত্রে কার্যকরী এই জাফরান।

আকতার জাহান: শুধুই তাই নয়, যকৃত, কিডনি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে জাফরানের ভূমিকা অপরিসীম। একইসঙ্গে ব্রংকাইটিসের চিকিৎসাসহ উচ্চ রক্তচাপ, রক্তের চর্বি ইত্যাদি কমানো এবং ব্যথা নিরাময়ের ক্ষেত্রেও জাফরানের ইতিবাচক ভূমিকা অনস্বীকার্য। খিচুনি বা মৃগীরোগ বিরোধী ওষুধি গুণও রয়েছে জাফরানে। মানসিক অস্থিরতা দূর করে নিদ্রা নিয়ে আনে এই জাফরান। এছাড়া, জাফরান স্মৃতিশক্তি বৃদ্ধি করে এবং মুখস্থ করার শক্তি বাড়ায়।

গাজী আবদুর রশীদ: জাফরানের গুণাগুণ সম্পর্কে আরও জানতে চাই চাইলে পার্সটুডে ওয়েবসাইটে জাফরান লিখে সার্চ দিতে পারেন। তাহলে এ বিষয়ে দুটি প্রবন্ধ যাবেন যা ইরানি পণ্যসামগ্রী অনুষ্ঠানে প্রচারিত হয়েছে। তো ভাই মোবারক হোসেন ফনি, প্রশ্নের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

আসরের পরের মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুপী থেকে। আর পাঠিয়েছেন মহ: হাফিজুর রহমান। আসরের পরের মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুপী থেকে। আর পাঠিয়েছেন মহ: হাফিজুর রহমান। প্রায় সাড়ে বারো শ' শব্দের এই চিঠিতে তিনি আমাদের কয়েকটি সাপ্তাহিক অনুষ্ঠান সম্পর্কে মতামত জানিয়েছেন। অনুষ্ঠানগুলো হলো- স্বাস্থ্যকথা, কুরআনের আলো, কথাবার্তা, দর্পন, রংধনু আসর, গল্প ও প্রবাদের গল্প। তার মতে, "রেডিও তেহরান বাংলা বিভাগ থেকে সুন্দর, আকর্ষণীয়, জ্ঞানবর্ধক ও গঠনমূলক অনুষ্ঠান উপহার দেওয়ার ক্ষেত্রে কোনো জুড়ি নেই।"

আকতার জাহান: রেডিও তেহরানের কয়েকটি সাপ্তাহিক অনুষ্ঠান বিস্তারিত মতামত জানানোর জন্য ভাই হাফিজুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ।

শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা কথা বলব বাংলাদেশের ঝিনাইদহ জেলার মহেশপুরের সিনিয়র শ্রোতা নজরুল ইসলামের সঙ্গে। তার কাছ থেকে আমরা জানব- ২০২৩ সালে রেডিও তেহরানের অনুষ্ঠানমালা, অনুষ্ঠানের শ্রবণমান, শ্রোতাবান্ধব কমর্সূচি এবং ক্লাবগুলোর তৎপরতা কেমন ছিল- সে সম্পর্কে।  

গাজী আবদুর রশীদ: অল্প কথায় অনেকগুলো বিষয় তুলে ধরেছেন নজরুল ভাই। চমৎকার ভয়েজ বার্তাটির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে এস এম নাজিম উদ্দিন পাঠিয়েছেন ৩টি মেইল। একটিতে তিনি অবরুদ্ধ গাজায় ইহুদিবাদি ইসরাইলের ধ্বংসাত্মক বোমা হামলার তীব্র নিন্দা জানিয়ে লিখেছেন, "জায়নবাদী ইজরায়েলের এমন যুদ্ধ অপরাধ ও পৈশাচিক গণহত্যার নিন্দা জানানোর ভাষা নেই। নিরপরাধ অসুস্থ শিশু, নারী ও অসহায় সাধারণ মানুষের উপর জঘন্য হত্যালীলা মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে গণ্য করা যায়। দুঃখজনক হলেও এটা সত্য যে, এসব অনাচারের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতিরোধমূলক সাহসী পদক্ষেপ আমরা দেখতে পাই না। মুসলিম সরকারগুলোর পাশ্চাত্যের পদলেহন ও সেবা দাসের সুযোগে ইসরাইল বার বার ফিলিস্তিনি জাতির ওপর নৃশংস গণহত্যা চালানোর সাহস পাচ্ছে।"

আকতার জাহান: গাজা-ইসরাইল ইস্যুতে সময়োপযোগী লেখাটির জন্য নাজিম উদ্দিন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আবারো লিখবেন।

বাংলাদেশের কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শাহাদত হোসেন পাঠিয়েছেন এবারের মেইলটি।

তিনি লিখেছেন, "বিশ্বের সকল মানুষই রাজনীতি সচেতন। প্রতিটি মানুষ তার নিজের দেশের, পাশের দেশের কিংবা সারা দুনিয়ার সর্বশেষ খবর পেতে আগ্রহী। তারা সবসময় খবরের জন্য বিশ্বস্ত মাধ্যম খোঁজেন। রেডিও তেহরান তাদের সেই বিশ্বস্ত মাধ্যম। এ মুহূর্তে ফিলিস্তিন বিষয়ক বস্তুনিষ্ঠ খবরের প্রধান উৎস রেডিও তেহরান। রেডিও, ওয়েবসাইটের পাশাপাশি পার্সটুডে সম্প্রতি টেলিগ্রাম চ্যানেলেও খবর প্রচার করছে। প্রচুর খবর ও ছবি থাকায় টেলিগ্রাম চ্যানেলটি খুব দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। অন্যদিকে ফেসবুক লাইভে শ্রোতা সংখ্যা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পাওয়ার প্রধান কারণ রেডিও তেহরানের নিরপেক্ষ ও সহজবোধ্য খবর। এছাড়া খবরের বিশ্লেষণও শ্রোতাদের দারুণভাবে আকৃষ্ট করে।"    

গাজী আবদুর রশীদ:  বিভিন্ন মাধ্যমে রেডিও তেহরানের সংবাদ প্রচার সম্পর্কে সুন্দর মতামতের জন্য শাহাদত ভাই আপনাকে আন্তরিক ধন্যবাদ। গাজা-ইসরাইল যুদ্ধের তাৎক্ষণিক খবরের জন্য আমাদের শ্রোতাবন্ধুরা ইচ্ছে করলে পার্সটুডের টেলিগ্রাম চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন। চ্যানেলটির ঠিকানা হচ্ছে: t.me/parstodaybn

আকতার জাহান: আজকের আসরের শেষ মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার হটুদেওয়ান নাগেরপাড়া থেকে আর পাঠিয়েছেন তপতী সরকার।

তিনি লিখেছেন, "রেডিও তেহরানের সব ধরনের অনুষ্ঠান আমার কাছে প্রিয়। বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, কথাবার্তা, গল্প ও প্রবাদের গল্প এবং চিঠিপত্রের আসর প্রিয়জন বেশি ভালো লাগে। গত ৪ঠা ডিসেম্বরের প্রিয়জনে মোট নয়জন শ্রোতাবন্ধুর চিঠি/মেইল নিয়ে আলোচনা করা হলো। তারমধ্যে শেষোক্ত মেইলটি ছিল আমার। এদিন কোনো চিঠি/মেইলের প্রাপ্তিস্বীকার করা হয়নি। তবে কিশোরগঞ্জের আল মামুন সজিবের সাক্ষাৎকার পরিবেশিত হয়। সবশেষে শোনানো হয় সঙ্গীত।"

গাজী আবদুর রশীদ: প্রিয়জনসহ আমাদের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে মতামত জানানোর জন্য বোন তপতী সরকার আপনাকে অসংখ্য ধন্যবাদ।

শ্রোতাবন্ধুরা, এ পর্যায়ে আমরা কয়েকটি চিঠির প্রাপ্তিস্বীকার করছি।

  • বাংলাদেশের রংপুরের বুড়িরহাট থেকে ডক্টর মোঃ মোস্তাফিজুর রহমান
  • আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ থেকে মুহাম্মদ আসাদুজ্জামান
  • রংপুরের পীরগাছা থেকে এটিএম আতাউর রহমান রঞ্জু
  • ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর থেকে বিধান চন্দ্র সান্যাল ও দেবাশীষ গোপ
  • এবং পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চাপড়া থানার গোংড়া গ্রাম থেকে হিরামন সেখ

আকতার জাহান: ইমেইল পাঠানোর জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের জন্য রয়েছে একটি আবৃত্তি। কবি আল মাহমুদের 'বখতিয়ারের ঘোড়া' কবিতাটি আবৃত্তি করেছেন ফয়সাল আজিজ।  

গাজী আবদুর রশীদ: বন্ধুরা, কবিতাটি শুনলেন। আশা করি ভালো লেগেছে। তো আপনারা ভালো ও সুস্থ থাকুন এ কামনা করে গুটিয়ে নিচ্ছি প্রিয়জনের আজকের আসর থেকে।

আকতার জাহান: কথা হবে আবারো আগামী সপ্তাহে। 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৭

ট্যাগ