জানুয়ারি ০৫, ২০২৪ ১৫:১৫ Asia/Dhaka
  • একনজরে ৫ জানুয়ারি প্রকাশিত বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ খবরাখবর

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ৫ জানুয়ারি শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। পরে বিস্তারিত খবরে যাব।

বাংলাদেশের শিরোনাম:

  • মাগুরায় ছাত্রদল নেতাকে গ্রেপ্তারের পর নাশকতার পরিকল্পনার তথ্য পাওয়া গেছে: আইজিপি- প্রথম আলো
  • আ.লীগ ও রাষ্ট্রযন্ত্রের চিহ্নিত অংশ মিলে ডামি ভোটের নীলনকশা তৈরি করেছে : মঈন খান-দৈনিক নয়াদিগন্ত

  • নির্বাচন নিয়ে বিদেশি মিডিয়া-স্বৈরতন্ত্রের দিকে এগিয়ে যাওয়া বাংলাদেশের জন্য সবচেয়ে বড় হুমকি-মানবজমিন

  • নির্বাচনের পর কী ধরনের নিষেধাজ্ঞা আসছে, জানালেন মান্না-যুগান্তর
  • যুক্তরাষ্ট্র কেনো বিএনপির বিরুদ্ধে ভিসানীতি প্রয়োগ করছে না, প্রশ্ন কাদেরের-ইত্তেফাক
  • আজ থেকে মাঠে সশস্ত্র বাহিনী-ডেইলি স্টার বাংলা

কোলকাতার শিরোনাম:

  • তিন হামলাকারীকে ‘শনাক্ত’ করে দিলেন শুভেন্দু নিজেই! তদন্তের দাবি, সঙ্গে অভিযুক্তদের ‘ছবি’ও প্রকাশ-আনন্দবাজার পত্রিকা

  • পুরো আফ্রিকা ঘুরে তেলবাহী কার্গো শিপ যাচ্ছে ইউরোপে!- দৈনিক পুবের কলম
  • বৃহৎ অর্থনীতির মধ্যে দ্রুততম বৃদ্ধি ভারতেরই, সিলমোহর রাষ্ট্রসংঘের রিপোর্টে-আজকাল

শিরোনামের পর এবার বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত তুলে ধরছি।

মাগুরায় ছাত্রদল নেতাকে গ্রেপ্তারের পর নাশকতার পরিকল্পনার তথ্য পাওয়া গেছে: আইজিপি- প্রথম আলো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কেউ নাশকতার চেষ্টা করলে তার ফলাফল ভালো হবে না বলেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

আজ শুক্রবার দুপুরে নির্বাচনের নিরাপত্তাসংক্রান্ত ব্রিফিংয়ে আইজিপি এ কথা বলেন। রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ব্রিফিং অনুষ্ঠিত হয়।

ব্রিফিংয়ে কথা বলছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

এবারের নির্বাচনে একটি গোষ্ঠী নাশকতার পরিকল্পনা করেছে বলেও মন্তব্য করেন আইজিপি। মাগুরায় ছাত্রদলের একজন নেতাকে গ্রেপ্তারের পর সহিংসতা ও নাশকতার পরিকল্পনার বিষয়ে তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি। বিভিন্ন সূত্র থেকেও তথ্য সংগ্রহ করা হয়েছে বলে জানান। তিনি বলেন, ‘আমরা দেখেছি, তারা একটা পরিকল্পনা করেছিল, বিকট আওয়াজ করে ককটেল চার্জ করে মানুষের মনে ভীতি সঞ্চার করবে। আমি আশা করি, এ ধরনের ভীতির সঞ্চার কেউ করতে পারবে না।’

ব্রিফিংয়ে আইজিপি বলেন, নির্বাচনে কেউ নাশকতার চেষ্টা করলে তার ফল ভালো হবে না। নাশকতাকারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর সুযোগ নেওয়ার চেষ্টা করলেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জরুরি অবস্থায় নাগরিকরা ৯৯৯ নম্বরে অথবা সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করতে পারবেন বলে জানান আইজিপি।

আ.লীগ ও রাষ্ট্রযন্ত্রের চিহ্নিত অংশ মিলে ডামি ভোটের নীলনকশা তৈরি করেছে : মঈন খান-দৈনিক নয়াদিগন্ত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড মঈন খান বলেছেন, ৭ জানুয়ারীর একতরফা ও ভাগ-বাটোয়ারার যে নির্বাচনকে নিয়ে দেশে-বিদেশে হাস্যরস ও সমালোচনা চলছে, শেখ হাসিনা সরকার নিজ দায়িত্বে ও মরিয়া উদ্যোগে, প্রতিদিন সেটিকে প্রহসন ও সহিংসতার নতুন মাত্রায় নিয়ে যাচ্ছে। ডামি প্রার্থী ও ডামি দল উৎপাদন করেই ক্ষান্ত হয়নি, এখন তারা নজর দিয়েছে জোরপূর্বক ডামি ভোটার সৃষ্টিতে।

আজ শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে গুলশান তার নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

মঈন খান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও ৬২টি গণতন্ত্রমনা রাজনৈতিক দলের পাশাপাশি তথাকথিত নির্বাচনকে একযোগে বর্জন ও প্রত্যাখ্যান করেছেন দেশের সকল শ্রেণি ও পেশার ভোটার, প্রতিটি বিবেকবান ও সচেতন নাগরিক। দিশেহারা হয়ে ক্ষমতা কুক্ষিগত রাখতে বানরের পিঠা ভাগাভাগির এই ধিকৃত আয়োজনকে অবৈধ সরকার ‘অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন’ হিসেবে দেখাতে চাচ্ছে। তাই আওয়ামী লীগ ও রাষ্ট্রযন্ত্রের চিহ্নিত অংশ মিলে ষড়যন্ত্রের নীলনকশা তৈরি করেছে।

তিনি বলেন, জনগণের আকাঙ্খার বিপরীতে অনুষ্ঠিতব্য অর্থহীন নির্বাচনে কৃত্তিম ভোটার উপস্থিতি দেখাতে জনবিছিন্ন সরকার যেভাবে সহিংসতার আশ্রয় নিয়েছে, তা নৈতিকভাবে গণবিরোধী ও রাজনৈতিকভাবে শিশুসুলভ। তাদের পরিকল্পিত অপপ্রয়াসে কেবল বাংলাদেশের ভাবমূর্তিই ক্ষুণ্ণ হচ্ছে না, নির্বাচন নামের অতি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় বিষয়টি হয়ে উঠেছে শোষকগোষ্ঠীর নির্লজ্জতা ও দেউলিয়াত্বের প্রতীক। ভোটার সংখ্যা বাড়িয়ে দেখাতে তাদের সকল অপকৌশলের ফিরিস্তি আজ আন্তর্জাতিক অংশীজনদের কাছে সুস্পষ্ট, যার প্রতিফলন দেখা যাচ্ছে বিদেশী গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন সংবাদে।

যুক্তরাষ্ট্র কেনো বিএনপির বিরুদ্ধে ভিসানীতি প্রয়োগ করছে না, প্রশ্ন কাদেরের-ইত্তেফাক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে যে বা যারাই বাধা দেবে যুক্তরাষ্ট্র তাদের নিষেধাজ্ঞা দেবে বলেছিল। কিন্তু বিএনপি প্রকাশ্যে নির্বাচনে বাধা দিচ্ছে, হরতাল দিচ্ছে। সেক্ষেত্রে কেনো যুক্তরাষ্ট্র বিএনপির বিরুদ্ধে ভিসানীতি প্রয়োগ করছে না, সেটা আমাদের মনে প্রশ্ন জাগায়।

শুক্রবার (৫ জানুয়ারি) তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। তিনি বলেছেন, বিগত দুটি নির্বাচনে কমনওয়েলথ কোনো পর্যবেক্ষক পাঠায়নি এবার পাঠিয়েছে, এটি আমাদের জন্য আনন্দের খবর।

তিনি বলেছেন, বিগত দুটি নির্বাচনে কমনওয়েলথ কোনো পর্যবেক্ষক পাঠায়নি এবার পাঠিয়েছে, এটি আমাদের জন্য আনন্দের খবর।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশনে নিবন্ধিত ২৮টি রাজনৈতিক দল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে। ২৯৯ আসনে মোট প্রার্থী আছেন ১ হাজার ৯৭০ জন, যার মধ্যে ৪৩৬ জন স্বতন্ত্র প্রার্থী। সুতরাং নির্বাচনটি একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশের মানুষের কাছে নির্বাচন হলো উৎসব, গণতন্ত্রের উৎসব। এবারও তার ব্যতিক্রম হয়নি। তীব্র শীত উপেক্ষা করে জনগণ নির্বাচনকে স্বাগত জানিয়ে প্রচার-প্রচারণায় অংশ নিয়েছে।

নির্বাচন নিয়ে বিদেশি মিডিয়া-স্বৈরতন্ত্রের দিকে এগিয়ে যাওয়া বাংলাদেশের জন্য সবচেয়ে বড় হুমকি-মানবজমিন

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সরব বিশ্ব মিডিয়া। এতে বাংলাদেশের রাজনীতিতে সহিংসতা, চলমান অচলাবস্থা এবং সংঘাতময় পরিস্থিতি তুলে ধরা হয়েছে। এর মধ্যে বিবিসির শিরোনাম- বাংলাদেশ ইলেকশন: লুপসাইডেড পোলস লিভ ডিজইল্যুশনড ভোটারস আসকিং হোয়াট ইজ দ্য পয়েন্ট। এতে বলা হয়েছে, নয় সদস্যের পরিবার চালাতে নূর বাশারের প্রতিদিন যে পরিমাণ অর্থের প্রয়োজন তিনি তার অর্ধেক উপার্জন করতে পারেন। এই অংক প্রতিদিন ৫০০ টাকা। বাংলাদেশে মুদ্রাস্ফীতি আরও বৃদ্ধির ফলে এই আয় আরও কমে যেতে পারে। কক্সবাজারে বসবাসরত ৪৩ বছর বয়সী নূর বাশার একজন দিনমজুর। তিনি বলেন, মানুষজন আসলেই দুর্ভোগের শিকার। যদি আমি মাছ কিনি তাহলে সরঞ্জাম কিনতে পারি না। যদি সরঞ্জাম কিনি তাহলে চাল কিনতে পারি না।

এখানে মানুষজন জীবন ধারনের খরচ মেটাতে সংগ্রাম করছে। একসময়ের প্রতিশ্রুত প্রবৃদ্ধির গ্রাফ এখন নিম্নমুখী। নিম্নভূমির এ দেশটিতে চ্যালেঞ্জ বেড়েছে। দেশটি জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে আছে। এখানে রোববার যে ভোট হতে যাচ্ছে তাতে হতাশ ভোটাররা কোনো আশা দেখতে পারছেন না। তারা বলছেন, এ নির্বাচনের ফল জানা। এতে জীবনের কোনো উন্নতি হবে না।

নির্বাচনের পর কী ধরনের নিষেধাজ্ঞা আসছে, জানালেন মান্না-যুগান্তর

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি অনুষ্ঠিত হলে এই নির্বাচন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেবে না এবং নিষেধাজ্ঞা আসতে পারে বলে মনে করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সম্প্রতি যুগান্তরকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি।   

মান্না বলেন, বর্তমানে দেশের অর্থনীতি খুবই খারাপ অবস্থা।  বাংলাদেশের নির্বাচন সম্পর্কে গত দুদিন আগে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট যে প্রতিক্রিয়া দেখিয়েছে, এতে বুঝা যাচ্ছে— এই নির্বাচনকে সম্মান বা স্বীকৃতি দেবে না যুক্তরাষ্ট্র। যদি স্বীকৃতি না দেয়, তা হলে সরকারের সঙ্গে যে ব্যবসাগত সম্পর্ক আছে, সেগুলোর সমস্যা প্রকট আকার ধারণ করবে।  

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয়, তা হলে বাংলাদেশ ঘুরে দাঁড়াতেই পারবে না। অর্থাৎ দেশকে এখন ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এই সরকার। এটা এখন সবার কাছে পরিষ্কার।  দেশে কী দুর্ভিক্ষ হতে পারে? 

এমন প্রশ্নের জবাবে মান্না বলেন, মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। মানুষ ঘুরে দাঁড়াতে চায়। আমরা রাস্তায় নামলেই বুঝতে পারি— মানুষের মুখের ভাষা।

তিন হামলাকারীকে ‘শনাক্ত’ করে দিলেন শুভেন্দু নিজেই! তদন্তের দাবি, সঙ্গে অভিযুক্তদের ‘ছবি’ও প্রকাশ-আনন্দবাজার পত্রিকা

সন্দেশখালিতে ইডি আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপর ‘হামলা’ চালানোর ঘটনায় এখনও পর্যন্ত কেউ আটক হননি। তবে শুক্রবারের ঘটনায় তিন জনকে ‘শনাক্ত’ করেছেন বলে দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই তিন জনের ছবিও নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। শুভেন্দুর চিহ্নিত করা তিন জনের মধ্যে রয়েছেন তৃণমূল নেতা শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর এবং শেখ সিরাজুদ্দিন। তবে বিরোধী দলনেতা দাবি করলেও ওই ছবিগুলির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

বাকি এক জনের পরিচয় জানিয়েছেন শুভেন্দুই। তাঁর নাম জিয়াউদ্দিন। নামের সঙ্গে শুভেন্দু তাঁর পরিচয় দিয়ে লেখেন, “ইনি নাম করা অস্ত্র পাচারকারী, খুনি এবং বর্তমানে সরবেড়িয়া-অগরহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান।” তার পরেই মুখ্যমন্ত্রীকে তোপ দেগে শুভেন্দু বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস এবং উৎসাহে ভর করে শেখ শাহজাহানের মতো দুষ্কৃতীরা রোহিঙ্গাদের একজোট করে সন্ত্রাসের রাজত্ব তৈরি করতে চাইছে।” ‘দেশবিরোধী শক্তি’র বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করার জন্য জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র কাছে আর্জি জানিয়েছেন শুভেন্দু।

পুরো আফ্রিকা ঘুরে তেলবাহী কার্গো শিপ যাচ্ছে ইউরোপে!- দৈনিক পুবের কলম

লোহিত সাগরে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ বাহিনীর হামলার ভয়ে এডেন উপসাগর ও বাব আল-মান্দেব প্রণালী এড়িয়ে অন্তত চারটি ডিজেল ও জেট ফুয়েলবাহী ট্যাঙ্কার পুরো আফ্রিকা মহাদেশ ঘুরে ইউরোপের পথে রওনা হয়েছে। মধ্যপ্রাচ্য এবং ভারত থেকে এসব জাহাজ লোহিত সাগর এড়িয়ে ইউরোপের পথে যাচ্ছে। লোহিত সাগর দিয়ে না যাওয়ার কারণে এই জাহাজগুলির গন্তব্যে পৌঁছাতে নির্ধারিত সময়ের চেয়ে অন্তত তিন সপ্তাহ বেশি সময় লাগবে। এতে যেমন তেল পরিবহন খরচ বেশি হবে, তেমনই তেল সরবরাহে বিঘ্ন সৃষ্টি হতে পারে। সম্ভাব্য খরচ বৃদ্ধি এবং তেল সরবরাহে বিঘ্নের আশঙ্কা সত্ত্বেও ব্রিটিশ পেট্রোলিয়াম বা বিপি’র মত বড় কোম্পানি তাদের জাহাজ হুথি নিয়ন্ত্রিত এলাকা বাদ দিয়ে ইউরোপের পথে পরিচালনা করছে। আমেরিকা ও তার কয়েকটি মিত্র দেশ হুথিদের কাছ থেকে লোহিত সাগরের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য একটি টাস্ক ফোর্স গঠন করলেও তারা প্রকৃতপক্ষে লোহিত সাগরের নিয়ন্ত্রণ নিতে পারেনি। অবরুদ্ধ গাজা উপত্যকায় যায়নবাদী ইসরাইল বর্বর আগ্রাসন শুরু করলে তার প্রতিবাদ জানিয়ে ইয়েমেনের হুথি সমর্থিত সামরিক বাহিনী বাব আল-মান্দেব ও লোহিত সাগর এলাকায় ইসরাইলের সঙ্গে সম্পর্কিত সমস্ত জাহাজে হামলা কিংবা এসব জাহাজ আটকের চেষ্টা চালায়।

বৃহৎ অর্থনীতির মধ্যে দ্রুততম বৃদ্ধি ভারতেরই, সিলমোহর রাষ্ট্রসংঘের রিপোর্টে-দৈনিক সংবাদ প্রতিদিন

বৃহৎ অর্থনীতিগুলির (Large Economy) মধ্যে বিশ্বের মধ্যে সবচেয়ে দ্রুতগতিতে এগোচ্ছে ভারত। মোদি সরকারের দাবিতেই সিলমোহর দিল রাষ্ট্রসংঘ। বিশ্বের আর্থিক পরিস্থিতি এবং সম্ভাবনা ২০২৪ শীর্ষক এক রিপোর্টে রাষ্ট্রসংঘ জানিয়েছে, ২০২৪ অর্থবর্ষেও বড় অর্থনীতিগুলির মধ্যে বৃদ্ধির নিরিখে ভারতই দ্রুততম হতে চলেছে।

রাষ্ট্রসংঘের (UN) রিপোর্ট বলছে, ২০২৪ সালে ভারতের সার্বিক বৃদ্ধির হার অর্থাৎ জিডিপি (GDP) বৃদ্ধির হার হতে চলেছে ৬.২ শতাংশ। যদিও এই হার ২০২৩ সালের থেকে সামান্য কম। ২০২৩ সালে ভারতের আর্থিক বৃদ্ধি হয়েছে ৬.৩ শতাংশ হারে। ওয়াকিবহাল মহলের মতে, নির্মাণ থেকে খনন কিংবা পরিষেবা ক্ষেত্রে ভালো পারফরম্যান্সেই এই সাফল্য বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গে উপভোক্তার চাহিদা বৃদ্ধি কিংবা পরিষেবা ক্ষেত্রে চাহিদার মতো নানা ইস্যুও উল্লেখ্যযোগ্য ভূমিকা পালন করেছে বলেই মত বিশেষজ্ঞদের।

করোনার জেরে ভারতের আর্থিক বৃদ্ধি থমকে যাবে বলেই মত প্রকাশ করছিলেন কোনও কোনও অর্থনীতিবিদ। কিছু সমীক্ষার ফলাফলেও সে ইঙ্গিত মিলছিল। যদিও রাষ্ট্রসংঘের (United Nations) এই সমীক্ষা কিন্তু সে ধারণার সঙ্গে ভিন্নমত পোষণ করছে। জানা যাচ্ছে, উন্নয়নশীল দেশগুলির মধ্যে ভারতেরই আর্থিক বৃ্দ্ধি দ্রুততম। অন্য বড় অর্থনীতিগুলি করোনার ধাক্কা এখনও সামলাতে পারেনি। চিনও এ বছর বিনিয়োগ ও পরিকাঠামো ক্ষেত্রে ভালোমতো ধাক্কা খেয়েছে।#

পার্সটুডে/এমবিএ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ