ফেব্রুয়ারি ০৬, ২০২৪ ২০:১০ Asia/Dhaka

শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে ইরানের ইসলামি বিপ্লবের ৪৫তম বিজয় বার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের জবাবের আসর প্রিয়জন। আজকের আসরটি আমরা একটু ভিন্নভাবে সাজিয়েছি। এতে স্থান পাবে ইরানের ইসলামি বিপ্লব সম্পর্কে শ্রোতাদের পাঠানো চিঠি ও অডিও বার্তা। সেইসাথে থাকবে অনুষ্ঠান সংক্রান্ত মতামত, পরামর্শ, প্রাপ্তিস্বীকার ও গান। বরাবরের মতোই আজকের অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমি গাজী আবদুর রশীদ, আমি আকতার জাহান এবং আমি আশরাফুর রহমান।

আশরাফুর রহমান: আসরের শুরুতেই আমি একটি বাণী শোনাতে চাই। ইরানের ইসলামি বিপ্লবের নেতা ইমাম খোমেনী (রহ.) দুঃখ প্রকাশ করে বলেছিলেন, “ইসলামী সরকার ও ইসলামী জাতিগুলো জানে যে, ইসরাইলের মত একটি ঠুনকো সরকার মুসলিম উম্মাহ’র বিরুদ্ধে দাঁড়িয়েছে। যদি মুসলমানরা এক হতো এবং প্রত্যেক এক বালতি করে পানি ঢালতো তাহলে সেই বন্যায় ইসরাইল ভেসে যেত। অথচ এরই সামনে তারা অক্ষম নিরুপায় হয়ে আছে।”

আকতার জাহান:  ইমাম খোমেনী বহু বছর আগে এই মন্তব্যটি করলেও এখনও এর আবেদন রয়ে গেছে। মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে মানবতার শত্রু ইসরাইল সত্যিই বিশ্বের মানচিত্র থেকে মুছে যাবে। অবৈধ ইসরাইল ধ্বংস হোক এবং ফিলিস্তিনিরা মুক্তি পাক- এ কামনা করে নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে।

আজকের আসরের প্রথম মেইলটি এসেছে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থেকে। আর পাঠিয়েছেন আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ-এর রংপুর বিভাগ-এর সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস (মাস্টার)।

ইরানের ইসলামি বিপ্লবের ৪৫তম বিজয় বার্ষিকীর শুভেচ্ছা বার্তা শিরোনামের ইমেইলে তিনি লিখেছেন, “যতটুকু জানি, ইরানের ইসলামী বিপ্লব ছিল হাজার বছরের শ্রেষ্ঠ ও নজিরবিহীন বিপ্লব। ওই বিপ্লবের মহান স্থপতি মরহুম ইমাম আয়াতুল্লাহ খোমেনির অমর স্মৃতির প্রতি অকুণ্ঠচিত্তে জানাই বিনম্র শ্রদ্ধা। অতঃপর বিপ্লব বিজয়ের ৪৫তম বার্ষিকীতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বস্তরের জনগণ ও রেডিও তেহরানে কর্মরত আমার সকল প্রিয়জন এবং বাংলাসহ সব বিভাগের শ্রোতা ভাই-বোনদের জানাই প্রাণঢালা অভিনন্দন। মনে পড়ছে এ বিজয়কে ঘিরে প্রিয় রেডিওর বিগত সময়ের 'আলোকোজ্জ্বল দশ প্রভাত' ধারাবাহিকের কথা। আশা করছি অন্যান্য বারের মতো এবারও ৪৫তম বিজয় বার্ষিকী উপলক্ষে গ্রন্থিত রেডিও তেহরানের বিশেষ অনুষ্ঠানমালা শ্রোতাদের জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করতে সহায়ক ভূমিকা রাখবে।”  

গাজী আবদুর রশীদ: ভাই আব্দুল কুদ্দুস, ইরানের ইসলামি বিপ্লবের বিজয়বার্ষিকীর শুভেচ্ছা বার্তাটির জন্য আপনাকে ধন্যবাদ। আর হ্যাঁ, আলোকোজ্জ্বল ১০ প্রভাতের অনুষ্ঠান চলছে। কেমন লাগছে জানাবেন আশা করি।

ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চাপড়া থানার গোংড়া গ্রাম থেকে হিরামন সেখ পাঠিয়েছেন পরের শুভেচ্ছা বার্তাটি। তিনি লিখেছেন, "ইসলামি বিপ্লবের ৪৫তম বিজয় বার্ষিকীতে ইরানের সকল নাগরিককে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা রইল। সফল এই বিপ্লবের জন্য শহীদ হয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। আর বিপ্লববার্ষিকীতে  সুন্দর ও তথ্যবহুল অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য রেডিও তেহরান বাংলা বিভাগের সকল কলাকুশলীকে ধন্যবাদ জানাই।"

আশরাফুর রহমান: ভাই হিরামন সেখ, বিপ্লববার্ষিকী উপলক্ষে প্রচারিত অনুষ্ঠানমালা আপনার ভালো লাগছে জেনে আমাদেরও ভালো লাগছে। ইমেইলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

শ্রোতাবন্ধুরা, বিপ্লববার্ষিকী উপলক্ষে বাংলাদেশের কুষ্টিয়ার খাদিমপুর বাজার থেকে একটি অডিও বার্তা পাঠিয়েছেন সিনিয়র শ্রোতা মোখলেছুর রহমান। অনুষ্ঠানের এ পর্যায়ে তার বার্তাটির বাজিয়ে শোনাচ্ছি।

আকতার জাহান:  ইরানের ইসলামি বিপ্লবের সাফল্য সম্পর্কে চমৎকার অডিও বার্তাটির জন্য মোখলেছুর রহমান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ও বিপ্লবী শুভেচ্ছা।

গাজী আবদুর রশীদ: বিপ্লববার্ষিকী উপলক্ষে ভারত থেকে আরও ৪/৫টি মেইল দেখতে পাচ্ছি। প্রথমটি পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে এস এম নাজিমউদ্দিন। তিনি বেশ বড়সড় একটি লেখা পাঠিয়েছেন।

আশরাফুর রহমান: নাজিম ভাই কিন্তু একই বিষয়ে একটি অডিও বার্তাও পাঠিয়েছেন!

আকতার জাহান:  তাই নাকি! তাহলে আর কষ্ট করে তার লেখাটি না পড়ে অডিও বার্তাটিই শোনা যাক।

গাজী আবদুর রশীদ: ঠিক আছে, তাই হোক। 

আশরাফুর রহমান:  চমৎকার শুভেচ্ছা বার্তাটির জন্য নাজিম ভাইকে অনেক অনেক ধন্যবাদ।

বাংলাদেশের কিশোরগঞ্জের খড়ম পট্টি থেকে শরিফা আক্তার পান্না পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ-এর অর্থ-সম্পাদক।

৩১ ডিসেম্বর প্রচারিত সোনালি সময় অনুষ্ঠান সম্পর্কে তিনি লিখেছেন, "ইরানের ইসলামি বিপ্লবের রূপকার ইমান খোমেনী (রহ.)-এর কিছু দৃষ্টান্ত আজ তুলে ধরা হয়।  

ইসলামের প্রকৃত রূপ তুলে ধরার জন্য যু্বকদের কোনো বিকল্প নেই বলে ইমাম খোমেনী মনে করতেন। তিনি আরও মনে করতেন, শুধু জ্ঞান আহরণ করলেই হবে না, আত্মিক উন্নতি সাধনও করতে হবে। এসব শিক্ষা যেন আমরা আমাদের জীবনে কাজে লাগাতে পারি, আল্লাহ যেন আমাদের সে তৌফিক দেন।"

আকতার জাহান: আমরাও একই কামনা করছি। তো বিভিন্ন বিষয়ে মরহুম ইমাম খোমেনীর বক্তব্য সম্পর্কে মতামত জানানোর জন্য বোন শরিফা আক্তার পান্না আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কেওয়াতলা দৌলতাবাদ থেকে মোঃ মান্নান আলী পাঠিয়েছেন এবারের মেইলটি।

তিনি লিখেছেন, "ফরাসী বিপ্লব ও বলশেভিক বিপ্লবের পরবর্তী ইতিহাসের মহান বিপ্লব ছিল ইরানের ইসলামি বিপ্লব। মহান নেতা আয়াতুল্লাহ খোমেনীর নেতৃত্বাধীন এই বিপ্লব ছিল যুগান্তকারী ঘটনা। যার ফলে পাহলভী রাজবংশের পতন ঘটিয়ে ইরানে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা লাভ করে।"

গাজী আবদুর রশীদ: ভাই মান্নান আলীকে ধন্যবাদ জানিয়ে পরের মেইলটি চেক করছি। ইরানের বিপ্লববার্ষিকী উপলক্ষে রংধনু আসরে প্রচারিত বিশেষ অনুষ্ঠানটি সম্পর্কে মতামত জানিয়ে এটি পাঠিয়েছেন আশরাফ হোসেন। তার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হাতিশালা গ্রামে। তিনি লিখেছেন, "ইমাম খোমেনীর (রহ.)-এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে প্রচারিত বিশেষ অনুষ্ঠানটি থেকে অনেক কিছু শিখলাম জানলাম। অনুষ্ঠানে ফার্সি ভাষায় গানটি খুব ভালো লেগেছে।"

আশরাফুর রহমান: রংধনু আসরে প্রচারিত বিশেষ অনুষ্ঠানটি সম্পর্কে মতামত জানানোয় ভাই আশরাফ হোসেন আপনাকে আন্তরিক ধন্যবাদ।

বাংলাদেশের রাজধানী ঢাকার ওয়ারি থেকে মোঃ ফয়সাল আহমেদ পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, "আমার পরদাদা প্রায় ৮০ বছর আগে ইরানের দক্ষিণ খোরাসান এলাকা থেকে বাংলাদেশে আসেন ব্যবসার কাজে। পরে বাংলাদেশে আরেক ইরানি বংশের মেয়েকে বিয়ে করে এখানে থেকে যান। ইরানি বংশোদ্ভুত হবার কারণে আমি সব সময়ই ইরানের প্রতি অসীম টান অনুভব করি। আমি বিশ্বের প্রায় সব আন্তর্জাতিক ও জাতীয় সংবাদ মাধ্যমের খবর শুনে থাকি। বুকে হাত রেখে বলতে পারি, রেডিও তেহরানের ওয়েবসাইট পার্সটুডের মত এত সত্য এবং বস্তুনিষ্ঠ খবর আমি কোথাও পাইনি। পার্সটুডে নিয়ে আমি গর্ববোধ করি।"

আকতার জাহান: পার্সটুডে সম্পর্কে সুন্দর মতামতের জন্য ভাই ফয়সাল আহমেদ আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের শ্রোতা দেবাশীষ গোপ পাঠিয়েছেন এবারের মেইলটি। এতে তিনি ইরানের ইসলামি বিপ্লবের বিজয়বার্ষিকী উপলক্ষে একটি অডিও বার্তা যুক্ত করেছেন। তাহলে আর কথা না বাড়িয়ে তার অডিও বার্তাটি শোনা যাক।  

গাজী আবদুর রশীদ: আজকের এই বিশেষ অনুষ্ঠানে অংশ নেওয়ায় ভাই দেবাশীষ গোপ আপনাকেও আন্তরিক ধন্যবাদ।

ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার হটুদেওয়ান নাগেরপাড়া থেকে তপতী সরকার পাঠিয়েছেন পরের মেইলটি।

তিনি লিখেছেন, "ইরানের ইসলামী বিপ্লবের নায়ক বিপ্লবী, রাজনীতিবিদ ও ধর্মীয় নেতা রুহুল্লাহ আয়াতুল্লাহ খোমেনী। এই বিপ্লবের নায়ককে একসময় নির্বাসনে থাকতে হয়েছিল। এই বিপ্লবীকেই ইরান-ইরাক যুদ্ধের মধ্যে দিয়ে যেতে হয় ১৯৮০ থেকে ১৯৮৮ পর্যন্ত। আজ ইরান যে শিখরে পৌঁছেছে তার অবদান একমাত্র রুহুল্লাহ আয়াতুল্লাহ খোমেনী।"

আশরাফুর রহমান: ইরানের ইসলামি বিপ্লবের নেতা মরহুম ইমাম খোমেনীয় সম্পর্কে মূল্যায়নের জন্য বোন তপতী সরকার আপনাকে অসংখ্য ধন্যবাদ।

শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের পাঠানো কয়েকটি চিঠির প্রাপ্তিস্বীকার করছি

  • বাংলাদেশের রংপুরের বুড়িরহাট থেকে ডক্টর মো. মোস্তাফিজুর রহমান
  • জাহিদুল ইসলাম রিপন, বাবুরহাট, কালিগঞ্জ, লালমনিরহাট থেকে
  • পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলার দক্ষিণ বন্দর কর্মকার পট্টি থেকে কৃষ্ণ কর্মকার কৌশিক
  • কুমিল্লার ঝাকুনীপাড়া থেকে মাহফুজুর রহমান
  • কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজ থেকে মোঃ শাহাদত হোসেন
  • গোপালগঞ্জের জলিরপাড় থেকে বিধান চন্দ্র টিকাদার
  • ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থেকে বিধান চন্দ্র সান্যাল
  • এবং ছত্তিশগড়ের ভিলাই থেকে আনন্দ মোহন বাইন।

আকতার জাহান: চিঠি লিখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের জন্য রয়েছে ইরান সম্পর্কে একটি বাংলা গান। 

গাজী আবদুর রশীদ:  শ্রোতাবন্ধুরা, আপনারা গানটি শুনতে থাকুন আর আমরা বিদায় নিই প্রিয়জনের আজকের আসর থেকে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৬

 

ট্যাগ