ফেব্রুয়ারি ২০, ২০২৪ ১৮:১৯ Asia/Dhaka

​​​​​​​শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের আসর প্রিয়জন। আজকের আসর উপস্থাপনায় রয়েছি আমি গাজী আবদুর রশীদ, আমি আকতার জাহান  এবং আমি আশরাফুর রহমান।

আশরাফুর রহমান: বন্ধুরা, আসরের শুরুতেই আমি একটি হাদিস শোনাতে চাই। আমিরুল মোমেনীন হযরত আলী (আ.) বলেছেন: "মানুষের সুখ তখনই আসে যখন সে নিজেকে বিদ্বেষ ও প্রতিশোধপরায়ণতা হতে মুক্ত রাখে।"  

আকতার জাহান: আমরা সবাই বিদ্বেষ ও প্রতিশোধপরায়ণতা থেকে মুক্ত থাকার চেষ্টা করব- এ কামনা নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। আসরের প্রথমেই ভারতের ছত্তিশগড়ের দুর্গ জেলার ভিলাই থেকে ডাকযোগে আসা কয়েকটি চিঠি হাতে তুলে নিচ্ছি। এগুলো পাঠিয়েছেন পরিবার বন্ধু শর্টওয়েভ লিসেনার্স ক্লাবের সভাপতি আনন্দমোহন বাইন।

এসব চিঠিতে তিনি তার ক্লাবের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা কার্ডসহ বেশকিছু উপহার সামগ্রী পাঠিয়েছেন।

গাজী আবদুর রশীদ:  কার্ডগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর! অনেকদিন পর এমন কার্ড এলো- তাও আবার ডাকযোগে! তো, আমাদেরকে মনে রাখার জন্য আনন্দ মোহন বাইন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর পরিবারবন্ধু শর্টওয়েভ ক্লাবের সকল কর্মকর্তা ও সদস্যকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন।

আকতার জাহান:  বাংলাদেশের রাজশাহী জেলার গোদাগাড়ী থেকে মোঃ আতাউর রহমান পাঠিয়েছেন এবারের মেইলটি।

তিনি লিখেছেন, "আমি সোমবার পছন্দ করি। এ সোমবারই কেন প্রিয়জন অনুষ্ঠান?  তাহলে কি আমার জন্যই- 'প্রিয়জন'। বেশতো, বন্ধুত্ব বৃদ্ধির সুযোগ পেয়েছি। প্রিয়জনে একটি কবিতা পাঠানোর কথা ছিল। কিন্তু আরও সুন্দর করার অপেক্ষায় রয়েছি।"

আশরাফুর রহমান: ভাই আতাউর রহমান, আমরাও আপনার কবিতার অপেক্ষায় রইলাম। আর চিঠি লিখা কিন্তু অব্যাহত রাখবেন।

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের শ্রোতা দেবাশীষ গোপ পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, প্রচণ্ড শীতের আবহে দিন কাটছে। তারই মধ্যে পিঠাপুলি খাওয়ার উৎসব আজ। আপনাদের দাওয়াত দিলাম।

গাজী আবদুর রশীদ: পিঠাপুলি বাঙলির সর্বকালীন এক ঐতিহ্য। তবে শীত এলেই তা যেন রূপ নেয় রঙিন আকারে। এসময় সকালের নাস্তায় কিংবা বিকেলের আড্ডায় পুলিপিঠা বেশ জমে ওঠে কিন্তু আমরা যারা প্রবাসী তারা এই উৎসব থেকে বরাবরই বঞ্চিত। তাই ভার্চুয়াল দাওয়াতও আমাদের কাছে তৃপ্তিদায়ক বলেই মনে হয়। 

আকতার জাহান: আপনি একদম ঠিক বলেছেন আবদুর রশীদ ভাই। তো, পিঠাপুলির দাওয়াত দেওয়ার জন্য দেবাশীষ গোপকে ধন্যবাদ জানিয়ে তার চিঠির বাকি অংশ পড়ে শোনাচ্ছি। তিনি লিখেছেন, ১৪ জানুয়ারি সোনালী সময় অনুষ্ঠানে ইরানের সর্বোচ্চ নেতা  আয়াতুল্লাহ উজমা খামেনেয়ী ইরানের যুবাদের উদ্দেশ্যে যে নির্দেশনা দিয়েছেন তা আজও সমান গুরুত্বপূর্ণ। তাঁর নির্দেশনাগুলি বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য। তাকে  জানাই আন্তরিক সালাম।

আশরাফুর রহমান: ভাই দেবাশীষ গোপ, সোনালি সময় অনুষ্ঠান সম্পর্কে মতামত জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমাদের অন্য অনুষ্ঠানগুলো সম্পর্কেও লিখবেন।

গাজী আবদুর রশীদ: আসরের পরের মেইলটি এসেছে বাংলাদেশের কুষ্টিয়া জেলার খাদিমপুর বাজার থেকে। আর লিখেছেন সিনিয়র শ্রোতা মোখলেছুর রহমান।

তিনি লিখেছেন, "২৬ জানুয়ারি 'সুন্দর জীবন' অনুষ্ঠানে মানুষের স্মৃতিশক্তি বাড়ানোর বিভিন্ন উপায় সম্পর্কে আলোচনাটি শুনে আমি দারুণ ভাবে উপকৃত ও মুগ্ধ হয়েছি। একই দিন আলাপন অনুষ্ঠানে ভারত-বাংলাদেশ সীমান্তের যশোরে সম্প্রতি বিএসএফ-এর গুলিতে বিজিবি সদস্য রইচ উদ্দিনের হত্যাকাণ্ডের ওপর বিশিষ্ট সাংবাদিক জনাব এলাহী নেওয়াজ খান সাজুর সাক্ষাৎকারটি আমার ভীষণ ভালো লেগেছে।"

আকতার জাহান: আমাদের দুটি সাপ্তাহিক অনুষ্ঠান সম্পর্কে ভালোলাগার অনুভূতি জানিয়ে চিঠি লিখার জন্য মোখলেছুর রহমান ভাই আপনাকে আন্তরিক ধন্যবাদ। আশা করি অন্যান্য অনুষ্ঠান সম্পর্কেও লিখবেন।

আশরাফুর রহমান: ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার হটুদেওয়ান নাগেরপাড়া থেকে তপতী সরকার পাঠিয়েছেন এবারের মেইলটি।

প্রথম ফাল্গুনে পলাশ রাঙানো বসন্তের শুভেচ্ছা জানিয়ে পত্রটি শুরু করেছেন তিনি। এরপর লিখেছেন, "দীর্ঘ ১১ দিন পর ঠিক বিশ্ব বেতার দিবসে ফেসবুক লাইভে অনুষ্ঠান শুনতে পেয়ে খুব ভালো লাগছে। বিশ্বসংবাদে ঢাকা ও কলকাতার প্রতিনিধিদ্বয়ের রিপোর্ট শুনেছি। দৃষ্টিপাত অনুষ্ঠানে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা নিয়ে ইরাক-মার্কিন বৈঠক এবং ঢাকায় বিশ্ব বেতার দিবস পালনের উপর বিশেষ রিপোর্ট প্রচারিত হয় যা খুব ভালো লেগেছে।"

গাজী আবদুর রশীদ:  বোন তপতী সরকার, চিঠি ও মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আসরের পরের মেইলটি এসেছে বাংলাদেশের লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার বাবুরহাট থেকে। আর পাঠিয়েছেন আইআরআইবি ফ্যান ক্লাব রংপুর-এর সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম রিপন।

তিনি লিখেছেন, "আমি গত বেশ কিছুদিন আগে মেইল পাঠিয়েও কোনো জবাব পাইনি। আপনারা নিশ্চয়ই জানেন যে, মেইল পাঠিয়ে আমরা অনেক আশা নিয়ে বসে থাকি, কখন মেইলের জবাব শুনতে পারব। আশা করি এই মেইলটি প্রিয়জনে ঠাই পাবে।"

আকতার জাহান:  রিপন ভাই আরও লিখেছেন, "সময়োপযোগী সংবাদ শুনতে চাইলে রেডিও তেহরান-এর বিকল্প নেই। এ বেতারের বিশ্ব সংবাদ, কথাবার্তা, রংধনু আসর, প্রিয়জন- সবকিছুই অসাধারণ লাগছে।"

আশরাফুর রহমান: ভাই জাহিদুল ইসলাম রিপন, চিঠি পাঠাবার পর শ্রোতাবন্ধুরা যে জবাব পাবার অপেক্ষায় থাকেন তা আমরা জানি। কিন্তু সময়ের অভাবে একটি আসরে ৮/১০টির বেশি চিঠির জবাব দেওয়া সম্ভব হয়ে ওঠে। তাই অনেককে অপেক্ষায় থাকতে হয়। অনিচ্ছাকৃত একই বিলম্বের কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আশা করি আবারো লিখবেন।

গাজী আবদুর রশীদ: ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ঢাকা কলোনী থেকে বিধান চন্দ্র সান্যাল পাঠিয়েছেন এবারের মেইলটি।

তিনি লিখেছেন, "আগামী ২৬ জানুয়ারি, ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবস। এই দিনটি ভারত এবং এর জনগণের জন্য অত্যন্ত ঐতিহাসিক এবং তাৎপর্যপূর্ণ।  ১৯৫০ সালের এই দিনে ভারতের সংবিধান কার্যকর হয়। এর মাধ্যমে ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়। এই বিশেষ দিনে, আমরা দেশের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করি। এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য আমরা সবাইকে আহ্বান জানাই। আসুন আমরা সবাই মিলে আমাদের দেশকে আরও সুন্দর ও সমৃদ্ধ করতে কাজ করি।"

আকতার জাহান: ভাই বিধান চন্দ্র সান্যাল, আপনাকেসহ ভারতের সকল শ্রোতাকে ৭৫তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি নিয়মিত আপনার লেখা পাব।

শ্রোতাবন্ধুরা অনুষ্ঠানের এ পর্যায়ে বিশ্ব বেতার দিবসের শুভেচ্ছা জানিয়ে পাঠানো একটি বার্তা শুনব। এটি পাঠিয়েছেন গাজীপুরের কালিগঞ্জের শ্রোতা খোরশেদ আলম সরকার। 

আশরাফুর রহমান:  খোরশেদ আলম ভাইকে ধন্যবাদ, সময়োপযোগী বার্তাটির জন্য। আর আমাদের অনুষ্ঠান যেন মোবাইল অ্যাপলিকেশনে শোনা যায় তা নিয়ে কাজ চলছে। আমরা আশা করছি শিগগিরই নতুন একটি অ্যাপে অনুষ্ঠান শোনা যাবে। 

গাজী আবদুর রশীদ: ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার নওদা থানার ছাতুমারা থেকে আজাদ পাওয়ার বিশ্বাস পাঠিয়েছেন এবারের মেইলটি।

শীতের হিমেল রাতে আগুনের পাশে কিছুক্ষণ বসার আমন্ত্রণ জানিয়ে চিঠিটি শুরু করেছেন তিনি।

আকতার জাহান: বেশ ব্যতিক্রমধর্মী একটি আমন্ত্রণ জানিয়েছেন আজাদ ভাই। এবারের শীত তো শেষ হয়ে গেছে। আগামী শীতের জন্য দাওয়াতটা রেখে দিই!

আশরাফুর রহমান:  হ্যাঁ, সুযোগ পাওয়া মাত্রই দাওয়াতটা রক্ষা করার চেষ্টা করা হবে। তো আজাদ ভাই তার চিঠিতে কী লিখেছেন?

গাজী আবদুর রশীদ: আজাদ পাওয়ার বিশ্বাস ভাই লিখেছেন, "২৪ জানুয়ারি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনতে শুনতে একটা কথাই মনে হল যে, পৃথিবীর সমস্ত নিউজ চ্যানেল যেখানে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করতে ব্যর্থ হচ্ছে তখন একমাত্র রেডিও তেহরানই তার নিজস্ব গতি ও দৃষ্টিভঙ্গিতে এগিয়ে চলেছে। রেডিও তেহরানের বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, কথাবার্তা তিনটি অনুষ্ঠান না শুনলে পৃথিবীর খবর, ভারত ও বাংলাদেশের খবর কিছুই সঠিকভাবে জানা যাবে না। সত্যিই রেডিও তেহরানের কোনো বিকল্প নেই।"

আকতার জাহান: রেডিও তেহরানের সংবাদভিত্তিক পরিবেশনাগুলো সম্পর্কে ইতিবাচক মন্তব্যের জন্য ভাই আজাদ পাওয়ার বিশ্বাস আপনাকে অসংখ্য ধন্যবাদ।

এবারের মেইলটি এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকার ওয়ারি থেকে। আর পাঠিয়েছেন মোঃ ফয়সাল আহমেদ দেওয়ান।

তিনি লিখেছেন, "রেডিও তেহরান সেই ১৯৮২ সাল থেকে বাংলা অনুষ্ঠান সম্প্রচার করলেও পরিচিতির অভাবে বাংলাদেশের অনেকেই এর সমন্ধে তেমনকিছু জানে না। অথচ বাংলাদেশের মানুষ সত্য খবরের জন্য বিশেষ করে ফিলিস্তিন যোদ্ধা এবং ইসরাইলি সন্ত্রাসীদের যুদ্ধ শুরু হবার পর সত্য এবং বস্তুনিষ্ঠ খবরের জন্য অনেক আকাঙ্ক্ষিত থাকে। বাংলাদেশিরা যদি জানতে পারে যে, ইরানি রেডিও চ্যানেল প্রতিদিন বাংলাতে নির্ভীক ও সত্য খবর প্রচার করে তবে অল্প সময়েই তা "BBC Bangla" থেকেও বেশি জনপ্রিয় হয়ে যাবে। রেডিও তেহরান তথা পার্সটুডের উচিত হবে বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাওয়া।"  

এরপর এই শ্রোতাবন্ধু শর্টওয়েভে অনুষ্ঠানের শ্রবণমান বৃদ্ধির বিষয়ে কিছু পরামর্শ দিয়েছেন।

আশরাফুর রহমান: ফয়সাল ভাইয়ের পরামর্শগুলো আমরা ভেবে দেখব। পরামর্শ ও মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা।  

আজকের আসরের শেষ মেইলটি এসেছে বাংলাদেশের পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলার দক্ষিণ বন্দর কর্মকার পট্টি থেকে। আর পাঠিয়েছেন  কৃষ্ণ কর্মকার কৌশিক।

তিনি লিখেছেন, "রেডিও তেহরান থেকে প্রচারিত বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, নারী: মানবফুল, স্বাস্থ্যকথা অনুষ্ঠান শুনে আমার জীবনকে বদলে দিয়েছি। এ বেতারটি একটি অসাম্প্রদায়িক চেতনার কাজ করে আসছে।"

চিঠির একাংশে এ শ্রোতাবন্ধু জানতে চেয়েছেন, ফেব্রুয়ারি মাস থেকে রেডিও তেহরান-এর অনুষ্ঠানের কি কোনো পরিবর্তন হবে? হলে সময় নির্ধারণ করে দিলে ভালো হবে। আর রেডিও তেহরান-এর কুইজ কি বন্ধ হয়ে গেছে না চলমান আছে?"

গাজী আবদুর রশীদ: ভাই কৌশিক, ফেব্রুয়ারি মাসে  'ঘটনার নেপথ্যে' ধারাবাহিকের পরিবর্তে 'ভার্চুয়াল জগৎ ও বাস্তবতা' নামে একটি নতুন অনুষ্ঠান শুরু হচ্ছে। তবে নতুন ফার্সি বছরে অর্থাৎ ২০ মার্চ থেকে অনুষ্ঠানসূচিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে। আর রেডিও তেহরান থেকে আপাতত কোনো কুইজ চালু নেই। চিঠি লিখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

আকতার জাহান: শ্রোতাবন্ধুরা, দেখতে দেখতে আমাদের আজকের আসরের জন্য নির্ধারিত সময় প্রায় শেষ হয়ে এলো। অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের জন্য রয়েছে ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে একটি গান। 'প্যালেস্টাইন জিন্দাবাদ' শিরোনামের গানটির গীতিকার হুসাইন আল হাফিজ আর সুর ও শিল্পী আহমদ আবদুল্লাহ।

আশরাফুর রহমান: শ্রোতাবন্ধুরা, আপনারা গানটি শুনতে থাকুন আর আমরা বিদায় নিই প্রিয়জনের আজকের আসর থেকে।

পার্সটুডে/আশরাফুর রহমান/২০

 

ট্যাগ