ফেব্রুয়ারি ২১, ২০২৪ ১৫:০৩ Asia/Dhaka

শ্রোতাবন্ধুরা! পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। ২১ ফেব্রুয়ারি (বুধবার) ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিকগুলোতে অমর একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের খবরাখবর বিশেষ গুরুত্ব দিয়ে প্রকাশিত হয়েছে। আর কোলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলো ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে।

ঢাকার পত্রপত্রিকার শিরোনাম:

  • একুশে পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী: একুশ মাথা নত না করতে শেখায়- মানবজমিন
  • আমাদের স্বপ্ন বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষায় রূপান্তরিত করা: পররাষ্ট্রমন্ত্রী-দৈনিক বাংলা
  • বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িকতার ডালপালা বিস্তার করেছে: কাদের-ডেইলি স্টার
  • বাংলাদেশে রাজকীয় শাসন চালু করেছে দেশীয় হানাদার বাহিনী: রিজভী- যুগান্তর
  • খতনা করতে এসে শিশুর মৃত্যু: জেএস ডায়াগনস্টিক সিলগালা- সমকাল
  • বিরূপ আবহাওয়া : ঘরে ঘরে বেড়েছে জ্বর-সর্দি-কাশির প্রকোপ- কালেরকণ্ঠ

কোলকাতার পত্রপত্রিকার শিরোনাম:

  • ২০৪৭ সালের মধ্যে ভারত বিশ্বের বিকশিত দেশগুলির অন্যতম হবে: অমিত শাহ- আজকাল
  • ‘খালিস্তানি’ মন্তব্যে জের, বিজেপিকে ক্ষমা চাইতে হবে দাবি পঞ্জাবের মুখ্যমন্ত্রীর- পূবের কলম
  • রাহুলের হেঁটে যাওয়া রাস্তা গঙ্গাজল দিয়ে ‘শুদ্ধিকরণ’!- গণশক্তি
  • পাকিস্তানে ক্ষমতা ভাগাভাগি চূড়ান্ত! কে হচ্ছেন নতুন প্রধানমন্ত্রী? প্রেসিডেন্টই বা কে?- আনন্দবাজার

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত

একুশে পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী: একুশ মাথা নত না করতে শেখায়- মানবজমিন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একুশ (২১শে ফেব্রুয়ারি) আমাদের মাথা নত না করতে শিখিয়েছে, কাজেই আমরা মাথা নত করে নয়, মাথা উঁচু করেই চলবো এবং বিশ্বদরবারে মর্যাদা নিয়ে এগিয়ে যাবো। গতকাল সকালে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২১ জন বিশিষ্ট ব্যক্তির মাঝে ‘একুশে পদক-২০২৪’ প্রদানকালে দেয়া প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘একুশে পদক’ বিজয়ীদের হাতে তুলে দেন। মরণোত্তর পদক বিজয়ীদের পক্ষে তাদের স্বজনগণ পদক গ্রহণ করেন।

আমাদের স্বপ্ন বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষায় রূপান্তরিত করা: পররাষ্ট্রমন্ত্রী-দৈনিক বাংলা

আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, আমাদের স্বপ্ন বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষায় রূপান্তরিত করা।

বুধবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি যে প্রতিবাদ দিবস হবে সেই সিদ্ধান্তটা জাতির পিতা বঙ্গবন্ধু; তখনকার তরুণ নেতা শেখ মুজিবুর রহমান জেলাখানার মধ্যে বসে এই সিদ্ধান্ত দিয়েছিলেন, ২১ ফেব্রুয়ারি প্রতিবাদ দিবস হিসেবে পালিত হবে। সেই একুশে ফেব্রুয়ারিতে মায়ের ভাষার দাবিতে আমাদের পূর্বসুরিরা জীবন দিয়ে ভাষার দাবি প্রতিষ্ঠা করেছেন। এর পরে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে কানাডা প্রবাসী দুজন বাঙালি সালাম ও রফিকে উদ্যোগে এবং জাতিসংঘে রাষ্ট্রের পক্ষ থেকে প্রস্তাব পাঠানোর পরিপ্রেক্ষিতে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে অভিষিক্ত হয়েছে। এটি জাতির জীবনে, আন্তর্জাতিক অঙ্গনে একটি বিশাল অর্জন।’

বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িকতার ডালপালা বিস্তার করেছে: কাদের-ডেইলি স্টার

বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িকতার ডালপালা বিস্তার করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ বুধবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, 'আজকে আমাদের একমাত্র বাধা হচ্ছে সাম্প্রদায়িকতা। সাম্প্রদায়িকতার যে বিষবৃক্ষ বিএনপির নেতৃত্বে ডালপালা বিস্তার করেছে, এই বিষবৃক্ষকে সমূলে উৎপাটিত করব আমরা প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে। আজকের দিনে এটাই আমাদের অঙ্গীকার।'

বাংলাদেশে রাজকীয় শাসন চালু করেছে দেশীয় হানাদার বাহিনী: রিজভী- যুগান্তর

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পাকিস্তানী হানাদার বাহিনীর মতো একই কায়দায় জনগণের সব অধিকার হরণ করে নিয়েছে। দেশীয় হানাদার বাহিনী জনগণের মতপ্রকাশের স্বাধীনতাসহ সব অধিকার হরণ করেছে। তারা একটি একচ্ছত্র রাজকীয় শাসন চালু করেছে।

বুধবার সকালে রাজধানীর আজিমপুরে ভাষা শহীদদের কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, আমরা গণতন্ত্র, মানবাধিকার ও ভোটাধিকার হারা। দেশের জনগণ ভোট দিতে পারছেন না। তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচনে ভোটাধিকার দাবি করে আসছে। আজ বাংলাদেশের স্বাধীনতার ৫২/৫৩ বছর পরও কেনো এই দাবি করতে হচ্ছে? কারণ যেভাবে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের মাতৃভাষার অধিকার হরণ করেছিল। ঠিক একইভাবে একই কায়দায় আমাদের দেশীয় হানাদার বাহিনী জনগণের মতপ্রকাশের স্বাধীনতাসহ সকল অধিকার হরণ করেছে।

খতনা করতে এসে শিশুর মৃত্যু: জেএস ডায়াগনস্টিক সিলগালা- সমকাল

সুন্নতে খতনা করাতে এসে মালিবাগের জেএস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় অভিযান চালিয়ে সেটিতে তালা ঝুলিয়ে সিলগালা করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

অধিদপ্তর জানিয়েছে, অ্যানেস্থেসিয়া দেওয়ার জন্য হাসপাতালের অনুমোদন প্রয়োজন হয়, কিন্তু এই হাসপাতালের শুধুমাত্র ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন আছে। যে কারণে তাদের অ্যানেস্থেসিয়া প্রয়োগের কোনো সুযোগ নেই।

আহনাফের বাবা ফখরুল আলম বলেন, আমরা চিকিৎসককে বলেছিলাম যেন ফুল অ্যানেস্থেসিয়া না দেওয়া হয়। তারপরও আমার ছেলের শরীরে সেটি পুশ করেন ডাক্তার মুক্তাদির। আমি বারবার তাদের পায়ে ধরেছি। আমার ছেলেকে যেন ফুল অ্যানেস্থেসিয়া না দেওয়া হয়।

তিনি বলেন, আমার সন্তানকে অ্যানেস্থেসিয়া দিয়ে হত্যা করা হয়েছে। এই মৃত্যুর দায় মুক্তাদিরসহ হাসপাতাল কর্তৃপক্ষ সবারই। আমি তাদের কঠোর শাস্তি চাই।

এদিকে ঘটনার পরই ডায়াগনস্টিক সেন্টার থেকে উধাও হয়ে যান অভিযুক্ত চিকিৎসক ডা. মুক্তাদির। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অর্থোপেডিক বিভাগের জয়েন্ট ব্যথা, বাতব্যথা, প্যারালাইসিস বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিয়ে চিকিৎসা দিতেন বলে জানা গেছে।

বিরূপ আবহাওয়া : ঘরে ঘরে বেড়েছে জ্বর-সর্দি-কাশির প্রকোপ- কালেরকণ্ঠ

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে জ্বরের প্রকোপ বেড়েছে। রোগীর স্বজনরা বলছে, একসঙ্গে পরিবারের একাধিক সদস্যও জ্বর-সর্দি-কাশিতে ভুগছে। তিন থেকে সাত দিন জ্বর-সর্দি-কাশির তীব্রতা থাকছে। জ্বরে আক্রান্ত রোগীদের মধ্যে শিশু ও বয়স্কের সংখ্যা বেশি।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ঢাকা শিশু হাসপাতালের তথ্য বলছে, বছরের অন্যান্য সময়ের তুলনায় হাসপাতালের বহির্বিভাগ ও জরুরি বিভাগে রোগী বেড়েছে প্রায় ২৫ শতাংশ। এ ছাড়া চিকিৎসকদের চেম্বার ও রোগ নির্ণয় কেন্দ্রগুলোতে জ্বর নিয়ে আসা রোগীর ভিড় বেড়েছে।

ভারতের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত

২০৪৭ সালের মধ্যে ভারত বিশ্বের বিকশিত দেশগুলির অন্যতম হবে: অমিত শাহ- আজকাল

২০৪৭ সালের মধ্যে ভারত বিশ্বের বিকশিত দেশগুলির মধ্যে অন্যতম হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই দিকেই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। জয়পুর থেকে ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপরই ইন্ডিয়া জোটকে কটাক্ষ করে শাহের মন্তব্য, এই জোটের প্রধানরা নিজেদের রাজনৈতিক কেরিয়ার নিয়েই ব্যস্ত।

এদিন অমিত শাহ বলেন, বিগত ১০ বছরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ উন্নতির পথে এগিয়ে যাচ্ছে। বিজেপির টার্গেট হল ভারতের উন্নতি সবার আগে। সেদিকে ইন্ডিয়া ব্লকের নেতারা নিজেদের ঘর গোছাতেই ব্যস্ত। সোনিয়া গান্ধী রাহুলকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান। ঠিক তেমনিভাবে লালু প্রসাদ তাঁর ছেলে তেজস্বীকে ডেপুটি প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান। উদ্ধব ঠাকরে তাঁর ছেলেকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান। এমকে স্ট্যালিন তার ছেলের রাজনৈতিক কেরিয়ারের উন্নতি চান। অমিত শাহ আরও বলেন, ৪০ বছর ধরে এক পদ এক পেনশন আটকে ছিল। তবে চার বছরের মধ্যেই মোদি তাঁর প্রতিশ্রুতি পালন করেছেন। কাশ্মীরে ৩৭০ ধারা নিয়ে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল তাও পালন করা হয়েছে। এখন জম্মু-কাশ্মীরে ফের প্রেক্ষাগৃহগুলি খুলে গিয়েছে। সেখানে ২ কোটি পর্যটক ঘুরতে যাচ্ছেন। তাই আগামী লোকসভা নির্বাচনে উন্নয়নের স্বার্থে ফের প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদি।   

‘খালিস্তানি’ মন্তব্যে জের, বিজেপিকে ক্ষমা চাইতে হবে দাবি পঞ্জাবের মুখ্যমন্ত্রীর- পূবের কলম

বাংলার শিখ আইপিএস অফিসারকে ‘খালিস্তানি’ তকমার জেরে প্রতিবাদে শুরু হয়েছে জাতীয় স্তরে। ঘটনাকে কেন্দ্র করে ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে রাজনৈতিক বির্তক। ঘটনার দিনই ‘খালিস্তানি’ তকমার বিরুদ্ধে তিব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার প্রতিবাদে সরব হলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। অবিলম্বে পঞ্জাবিদের কাছে ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন তিনি। বিজেপিকে আক্রমণ করে ভগবন্ত মান বলেন, “বাংলার একজন আইপিএস আধিকারিককে বিজেপি নেতারা দেশদ্রোহী বলে দাগিয়ে দিয়েছেন। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। হয়তো বিজেপি জানে না, দেশের স্বাধীনতা আন্দোলনে এবং স্বাধীন ভারতে পঞ্জাবিদের অবদান কতটা। এ ক্ষেত্রে পঞ্জাবিদের ভূমিকা সর্বাধিক বেশি। বিজেপিকে অবিলম্বে পঞ্জাবিদের কাছে ক্ষমা চাইতে হবে।”

রাহুলের হেঁটে যাওয়া রাস্তা গঙ্গাজল দিয়ে ‘শুদ্ধিকরণ’!- গণশক্তি

রাহুল গান্ধী হেঁটে যাওয়ায় ‘অপবিত্র’ হয়ে গিয়েছে বারাণসীর রাস্তা। তাই গঙ্গাজল ঢেলে জয় শ্রীরাম জপতে জপতে ‘শুদ্ধিকরণ’ করলো বারাণসীর বিজেপি কর্মীরা। সেকথা নিঃসঙ্কোচে বলেছে তারা। ‘অপবিত্র’ সড়কের ‘পবিত্রতা’ ফেরানোর সময়ই মোদী বাহিনীর এক কর্মীর কথায়, ‘‘রাহুল গান্ধী সনাতন ধর্মে বিশ্বাস করেন না। আমিষ খাবার খান। ওঁর উপস্থিতিতে এই রাস্তা অপবিত্র হয়ে গিয়েছে।’’ গত শনিবার গোধুলিয়া মোড়ের কাছে নন্দী ক্রসিংয়ের উপর দিয়ে রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ গিয়েছে। তারপর রাস্তা ফাঁকা হতেই স্থানীয় বিজেপি কর্মীরা বালতি ভরে গঙ্গা জল এনে রাস্তায় ঢালতে শুরু করে এবং জয় শ্রী রাম ধ্বনিও তোলে। 

বিরোধী রাজনৈতিক দলগুলির মধ্যে দ্বন্দ্ব, বাক্‌যুদ্ধ, প্রতিবাদ-আন্দোলন খুব স্বাভাবিক। কিন্তু রাজনৈতিক বিরোধিতা করতে গিয়ে ঘৃণা-বিদ্বেষ এবং অস্পৃশ্যতার বাতাবরণ তৈরি করে দেওয়া হলো। বারাণসীর বিজেপি কর্মীদের এই ঘৃণ্য আচরণও তারই উদাহরণ। মতাদর্শগত বিরোধিতাকে বিদ্বেষে রূপান্তরিত করে দেওয়া হলো খুব সহজেই। সেই রাজনীতিক কি খান, তিনি কোন ধর্মে বিশ্বাস রাখেন— সেটি’কে মাপকাঠি বানিয়ে ঘৃণা ছড়ালো বিজেপি।

পাকিস্তানে ক্ষমতা ভাগাভাগি চূড়ান্ত! কে হচ্ছেন নতুন প্রধানমন্ত্রী? প্রেসিডেন্টই বা কে?- আনন্দবাজার

বিগত কয়েক দিনের টালমাটাল অবস্থা কি এ বার কাটিয়ে ফেলবে পাকিস্তান? নির্বাচন মিটলেও কুর্সির দখল নিয়ে চলছিল টানাপড়েন। অবশেষে পর্দা সরল সেই জল্পনার উপর থেকে।

মঙ্গলবার রাতে বেনজির-পুত্রের আয়োজিত সাংবাদিক বৈঠকেই পরিষ্কার হয়ে গিয়েছিল সেই বার্তা। এ দিন পিপিপি চেয়ারম্যান বিলাবল ভুট্টো জারদারি ঘোষণা করেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চলেছেন শাহবাজ় শরিফ। আর প্রেসিডেন্ট হবেন আসিফ আলি জারদারি।

পার্সটুডে/আশরাফুর রহমান/১৮

ট্যাগ