বাসমালিকদের কাছ থেকে ঘুষ টিআইবির প্রতিবেদন প্রত্যাখ্যান বিআরটিএর
সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ৬ মার্চ বুধবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। পরে বিস্তারিত খবরে যাব।
বাংলাদেশের শিরোনাম:
- বাস মালিকদের কাছ থেকে ঘুষ-টিআইবির প্রতিবেদন প্রত্যাখ্যান বিআরটিএর-প্রথম আলো
- অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ-প্রধানমন্ত্রীর-ইত্তেফাক
- রেস্তোঁরা ঘিরে চতুর্মুখী অভিযান-যুগান্তরসরকারদলীয় সিন্ডিকেটের লুটপাটের কারণেই নিত্যপণ্যের দাম বৃদ্ধি: রিজভী-মানবজমিন
- শিক্ষার্থীকে গুলি: সিরাজগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষক রায়হান সাময়িক বরখাস্ত-ডেইলি স্টার বাংলা
কোলকাতার শিরোনাম:
- মোদীর ‘পরিবার’ কেমন? ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী -আনন্দবাজার পত্রিকা
- সন্দেশখালির ঘটনা মাথা নত করে দেয়, বাংলাজুড়ে ঝড় উঠবে’-সংবাদ প্রতিদিন
- বিচারপতি চোরের সাক্ষী হলে বিচার করবে জাগ্রত জনতা: সেলিম- গণশক্তি
- ফের আন্দোলনের পথে কৃষকরা, কড়া প্রশাসনও-আজকাল
- গঙ্গার তলা দিয়ে চালু হল মেট্রো পরিষেবা, উদ্বোধন প্রধানমন্ত্রীর-পুবের কলম
শিরোনামের পর এবার বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত তুলে ধরছি।
বাসমালিকদের কাছ থেকে ঘুষ টিআইবির প্রতিবেদন প্রত্যাখ্যান বিআরটিএর-প্রথম আলোর এ শিরোনামের খবরে লেখা হয়েছে, বাস–মিনিবাসের মালিকদের কাছ থেকে নিয়মবহির্ভূতভাবে টাকা আদায়–সংক্রান্ত টিআইবির প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে বিআরটিএ। সংস্থাটি বলেছে, টিআইবির প্রতিবেদন উদ্দেশ্যপ্রণোদিত।তবে টিআইবির গবেষণায় এসেছে, বাস-মিনিবাসের মালিকের কাছ থেকে বিআরটিএর কর্মকর্তা–কর্মচারীরা বছরে ৯০০ কোটি টাকা নিয়মবহির্ভূতভাবে আদায় করেন। সব মিলিয়ে বাস–মিনিবাসের মালিকেরা চাঁদা ও ঘুষ হিসেবে বিভিন্ন পক্ষকে বছরে প্রায় ১ হাজার ৬০ কোটি টাকা দেয় বলে গবেষণায় উঠে আসে। এ বিষয়ক একটি খবরের শিরোনাম ছিল-ব্যক্তিমালিকানাধীন বাস থেকে বছরে ১০৫৯ কোটি টাকা চাঁদা আদায়, ভাগ পায় পুলিশ ও অন্যরা-টিআইবি।
অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ-ইত্তেফাকের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, রমজানে নিত্যপণ্যের দাম নিয়ে কারসাজিতে জড়িত অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি বলেন, আমাদের দুর্ভাগ্য যে, রমজান মাসে সংযত না হয়ে এখানে কিছু মানুষ লোভী হয়ে ওঠেন৷ অসাধু এসব ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে র্যাবকে তৎপর হতে হবে। এদিকে মানবজমিনের খবরে লেখা হয়েছে, বিএনপি নেতা রিজভী বলেছেন, সরকারদলীয় সিন্ডিকেটের লুটপাটের কারণেই নিত্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে।
ডেইলি স্টার বাংলাসহ প্রায় সব দৈনিকের খবরে লেখা হয়েছে, ভাইভা পরীক্ষা চলাকালে এক শিক্ষার্থীকে গুলি করার ঘটনায় সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষক রায়হান শরীফকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্বাস্থ্য বিভাগ।গতকাল সোমবার ক্লাসরুমে এক শিক্ষার্থীকে গুলি করার পর অস্ত্রের ব্যাগসহ কমিউনিটি মেডিসিন বিভাগের শিক্ষক গ্রেপ্তার করা হয়। চাঞ্চল্যকর এ ঘটনার তদন্তে পুলিশসহ একাধিক সংস্থা কাজ শুরু করেছে। ইতোমধ্যে অবৈধ অস্ত্র কেনার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন রায়হান।
এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত
মমতা-লালুদের নাম না করে তোপ দাগলেন জোটের দিকে, ব্যক্তি আক্রমণের রাস্তায় কি আর হাঁটছেন না নরেন্দ্র মোদী?- এ শিরোনামের খবরে আনন্দবাজার পত্রিকায় লেখা হয়েছে, তিনি ‘দিদি ও দিদি’ বা ‘শাহজাদা’ অথবা ‘ভাইপো’ আর বলবেন না মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের উদ্দেশে? ব্যক্তি আক্রমণের ঊর্ধ্বে উঠে প্রতিপক্ষকে রাজনৈতিক আক্রমণ করা তার লক্ষ্য। রাজনৈতিক মহলের অনেকের বক্তব্য, মোদী স্বয়ং জনমানসে এই ধারণা নির্মাণ করতে চাইছেন যে, তাঁর ধারকাছে কেউ নেই। কারও নাম নিলে তুলনা শুরু হয়ে যেতে পারে। সে কারণেই কি এই কৌশল?
এদিকে সংবাদ প্রতিদিন পত্রিকার প্রধান খবরে লেখা হয়েছে, সন্দেশখালির ঘটনা মাথা নত করে দেয়, বাংলাজুড়ে ঝড় উঠবে’হুঙ্কার মোদির। বিস্তারিত খবরে লেখা হয়েছে, আরামবাগ এবং কৃষ্ণনগরের পর বারাসতের জনসভা থেকেও সন্দেশখালি ইস্যুতে সরব নরেন্দ্র মোদি। কাছারি ময়দানে তৃণমৃল তথা রাজ্য সরকারকে কড়া আক্রমণ করলেন প্রধানমন্ত্রী। মোদির সফরের আগে রাজ্যে সন্দেশখালি নিয়ে তোলপাড় হয় রাজ্য রাজনীতি।মোদি বলেন, “গোটা বাংলায় সন্দেশখালি ঝড় উঠবে। তৃণমূলের নেতা-মন্ত্রীরা বাংলার মা-বোনেদের অপমান করেছে।” তৃণমূল সরকার ঘোর পাপ করেছে বলেও বিঁধলেন মোদি।
আজকাল পত্রিকার খবরের শিরোনাম ফের আন্দোলনের পথে কৃষকরা, কড়া প্রশাসনও। বিস্তারিত খবরে লেখা হয়েছে, কৃষকদের বিক্ষোভে ফের উত্তাল হতে চলেছে দেশ। কেন্দ্রীয় সরকারের কাছে বিভিন্ন দাবি নিয়ে বুধবার থেকে ফের পথে কৃষকরা। কৃষকদের দিল্লি অভিযানকে ঘিরে ইতিমধ্যেই ফের কড়া প্রশাসন। পাঞ্জাব এবং হরিয়ানা সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।্র
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/ ৬