জুন ১৬, ২০১৭ ১৬:২৬ Asia/Dhaka

শ্রোতা/পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ১৬ জুন শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম: 

  • কারওয়ান বাজার থেকে লাফ দিয়ে দামে দ্বিগুণ সবজি: প্রথম আলো
  • কক্সবাজারে পাহাড়ধসের আশঙ্কা, তবু বসতি ছাড়ছেন না লোকজন: প্রথম আলো
  • 'দুর্গতদের জন্য ঘরে বসে খালেদা জিয়ার মায়াকান্না': ওবায়দুল কাদের/ ইত্তেফাক
  • 'প্রতিনিধিত্বশীল গণতন্ত্রের জন্যই নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন: ড. কামাল / কালের কণ্ঠ
  • দেশে গণতন্ত্র ও আইনের শাসন বলে কিছু নেই: শামসুজ্জামান দুদু/ কালের কণ্ঠ
  • ‘পাহাড় ধস মোকাবেলায় সরকারের দুর্বলতা’: আমীর খসরু মাহমুদ চৌধুরী / মানব জমিন
  • ·চালের রেকর্ড দাম বৃদ্ধিতে ব্যবসায়ী ও গণমাধ্যমকে দুষছেন খাদ্যমন্ত্রী: নয়াদিগন্ত

ভারতের শিরোনাম:

  • ·রাষ্ট্রপতি নির্বাচন: সনিয়া-রাজনাথ-বেঙ্কাইয়া বৈঠকে মিলল না রফাসূত্র: আনন্দবাজারপত্রিকা
  • ·কী করে এল এত অস্ত্র? পাহাড়ে গোয়েন্দা ব্যর্থতা মানলেন মমতা: আনন্দবাজারপত্রিকা
  • '৯৩ মুম্বই হামলায় আবু সালেমসহ ৬ দোষী সাব্যস্ত : বর্তমান পত্রিকা।

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ

কারওয়ান বাজার থেকে লাফ দিয়ে দামে দ্বিগুণ সবজি: প্রথম আলো

রাজধানীর কারওয়ান বাজারে এক কেজি পটল পাইকারি বিক্রি হচ্ছে ১৬-১৮ টাকা। খুচরা তা ২০ টাকা। সেখান থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে কাঁঠালবাগান বাজারে সেই পটলের দাম রাখা হচ্ছে কেজিপ্রতি ৪০ টাকা। একই চিত্র দেখা গেল হাতিরপুল বাজারেও। সিটি করপোরেশনের পক্ষ থেকে রাজধানীর বাজারগুলোতে বিভিন্ন পণ্যের মূল্যতালিকা টাঙিয়ে দেওয়া হলেও তা মানছেন না কেউই।

আজ শুক্রবার সকালে ঢাকার কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, বিক্রেতারা ক্রেতার চাহিদা অনুযায়ী বিভিন্ন সবজির দাম নিজেদের মতো করে হাঁকছেন। অধিকাংশ সবজির দামই কারওয়ান বাজারের চেয়ে কাঁঠালবাগান ও হাতিরপুল বাজারে দেড় থেকে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে।

কক্সবাজারে পাহাড়ধসের আশঙ্কা, তবু বসতি ছাড়ছেন না লোকজন: প্রথম আলো

মাঝে একদিনের বিরতি দিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে আবারও বৃষ্টি শুরু হয়েছে কক্সবাজারে। শহরের ছোটবড় ১১টি পাহাড়ে বসবাসকারী লোকজনের কাছে এখন বৃষ্টি চরম আতঙ্কের নাম। এমন বৃষ্টি আরও কয়েক দিন চললে মানবিক বিপর্যয়ের আশঙ্কা করছেন তাঁরা। তবু প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে তাঁরা পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসতি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন না।

পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি স্থাপনকারীর সংখ্যা কত এমন প্রশ্ন করা হলে পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম বলেন, শহরের বিভিন্ন পাহাড়ে অন্তত ১৫ হাজার পরিবার ঘরবাড়ি তৈরি করে বসবাস করছেন। এর মধ্যে প্রায় ৩ হাজার ঘরবাড়ি ঝুঁকিপূর্ণ। বাড়িগুলো পাহাড়ের পাদদেশে কিংবা ঢালুতে অবস্থিত। ভারী বৃষ্টি হলেই এগুলো ধসে পড়বে। সম্প্রতি পাঁচ দফা যৌথ অভিযান চালিয়ে পাহাড় থেকে ঝুঁকিপূর্ণ ৪ শতাধিক ঘরবাড়ি উচ্ছেদ করা হয়েছে। এর প্রতিবাদে পাহাড়ে বসবাসকারী লোকজন জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করলে উচ্ছেদ অভিযান বন্ধ থাকে। এখন আবার লোকজনকে পাহাড় থেকে সরানোর চেষ্টা চলছে।

'দুর্গতদের জন্য ঘরে বসে খালেদা জিয়ার মায়াকান্না': ওবায়দুল কাদের/ ইত্তেফাক

ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তিন পার্বত্য জেলায় পাহাড় ধসে যারা দুর্গত হয়েছে তাদের জন্য সরকার যখন পুরোদমে উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালাচ্ছে তখন বিএনপি নেত্রী খালেদা জিয়া ঘরে বসে সরকারের সমালোচনা আর তাদের জন্য মায়াকান্না করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ সফরে থেকেও পুরো ঘটনার তদারকি করছেন এবং দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন।

আজ শুক্রবার দাউদাকান্দিতে মেঘনা-গোমতী সেতু টোলপ্লাজা অনলাইন ওয়েব বেইজড এক্সেল লোড ওয়েয়িং স্কেল সিস্টেম বর্ধিতকরণ প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া দেশে অবস্থান করলেও তিনি বা তাঁর দলের নেতারা দুর্গতদের কোন প্রকার খোঁজ খবর নেননি অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইডেনে অবস্থান করলেও এই তথ্য প্রযুক্তির যুগে তিনি সেখান থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ক্ষতিগ্রস্ত এলাকার খোঁজ খবর রাখছেন এবং প্রতিদিনের ত্রাণ তৎপরতা মনিটরিং করছেন। প্রধানমন্ত্রীর মুখ্যসচিবের নেতৃত্বে একটি টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে এবং আমাদের সেনাবাহিনী উদ্ধার তৎপরতায় প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন।


'প্রতিনিধিত্বশীল গণতন্ত্রের জন্যই নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন: ড. কামাল

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, দেশে গণতন্ত্র একমাত্র মূলনীতি হিসাবেই আছে। তবে প্রতিনিধিত্বশীল গণতন্ত্রের জন্যই অবাধ নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন।

প্রস্তাবিত বাজেট ও বর্তমান পরিস্থিতির উপর গণফোরামের উদ্যোগে আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ‘কনফারেন্স লাউঞ্জে’ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ড. কামাল হোসেন বলেন, অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য যা করার দরকার তা-তো জানা আছে জনগণের। সংঘবদ্ধ হতে হয়। ঐকবদ্ধ হতে হয়। মৌলিক ব্যাপারে সাড়ে সাত কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে অতীতে আমরা অসম্ভবকে সম্ভব করেছি। এখন ১৬ কোটি মানুষ যদি দাড়িয়ে বলে আমরা এদেশটার মালিক তা-হলে কি উপেক্ষা করতে পারবে কেউ? মৌলিক ব্যাপারে দেশের জনগণের মধ্যে কোন অনৈক নেই।

দেশে গণতন্ত্র ও আইনের শাসন বলে কিছু নেই: শামসুজ্জামান দুদু/ কালের কণ্ঠ

শামসুজ্জামান দুদু

দেশে গণতন্ত্র ও আইনের শাসন বলে কিছু নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি আরো বলেন, দেশে এক ভয়াবহ ফ্যাসিবাদী শাসন চলছে।

যে শাসন মুক্তিযুদ্ধের পরিপন্থী। এর থেকে আমাদের বেরিয়ে আসতেই হবে। আর বেরিয়ে আসার একমাত্র পথ সহায়ক সরকারের মাধ্যমে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন।

আজ শুক্রবার চুয়াডাঙ্গা জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের এক যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান  দুদু বলেন, দেশে এক ভয়াবহ রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হয়েছে। এর থেকে বেরিয়ে আসার একমাত্র পথ সহায়ক সরকারের মাধ্যমে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন। আর সেটি হলেই কেবলমাত্র দেশের চলমান সংকট কেটে যাবে।

বিএনপির এই নেতা বলেন, সহায়ক সরকার প্রতিষ্ঠার জন্য দুটি পথ খোলা আছে। একটি আলোচনা, অন্যটি আন্দোলন। প্রথমটি বিএনপি প্রত্যাশা করে। দ্বিতীয়টি বাঙালি জাতির বড় প্রিয় আন্দোলন। এখন সরকার যে পথ বেছে নেবে জাতি সেইভাবেই এগুবে।

‘পাহাড় ধস মোকাবেলায় সরকারের দুর্বলতা’: আমীর খসরু / মানব জমিন

আমীর খসরু মাহমুদ চৌধুরী

পাহাড় ধস ঘটনার মোকাবেলায় সরকারের কাক্সিক্ষত সক্ষমতা দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘ডেমোক্রেটিক মুভমেন্ট’ আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, পার্বত্য চট্টগ্রামের ঘটনার ওয়ার্নিং ছিল- অতিবৃষ্টি হলে পাহাড় ধস হয়। তারপরও আমরা দেখেছি দুইশর কাছাকাছি মানুষ প্রাণ হারিয়েছেন। এরপর সাহায্য সহযোগিতায় সরকারের পক্ষ থেকে যে এফিসিয়েন্সি (সক্ষমতা) থাকার কথা ছিল, সেখানেও আমরা দুর্বলতা লক্ষ্য করছি।

চালের রেকর্ড দাম বৃদ্ধিতে ব্যবসায়ী ও গণমাধ্যমকে দুষছেন খাদ্যমন্ত্রী: নয়াদিগন্ত

কামরুল ইসলাম

বাংলাদেশের খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম জানিয়েছেন যে চলতি বছরের বোরো মওসুমে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ২০ লাখ টন ধান কম উৎপাদন হয়েছে, ফলে পরিস্থিতির সুযোগ নিয়ে চালের বাজারে সংকট সৃষ্টি করা হয়েছে।

বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এবারে বোরো মওসুমে এক কোটি ৯১ লাখ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছিল কিন্তু কয়েকটি কারণে উৎপাদন কম হয়েছে।

তিনি মূলত তিনটি কারণের কথা উল্লেখ করেন - হাওরে ফসল হানি, কয়েক জেলায় ধানক্ষেতে ব্লাস্ট রোগের আক্রমণ এবং অতিবৃষ্টি।

‘আমার মনে হচ্ছে এসব কারণে উৎপাদন ১৫-২০ লাখ টন কম হবে - কমপক্ষে। এটা বেশিও হতে পারে,’ বলেন মি. ইসলাম। এরই মধ্যে চালের দাম রেকর্ড পরিমাণ বেড়েছে।

এবারে ভারতের কিছু পত্রিকার খবর বিস্তারিত:

রাষ্ট্রপতি নির্বাচন: সনিয়া-রাজনাথ-বেঙ্কাইয়া বৈঠকে মিলল না রফাসূত্র: আনন্দবাজারপত্রিকা

সনিয়া-রাজনাথ-বেঙ্কাইয়া

লড়াই নাকি সর্বসম্মত মনোনয়ন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সেই সংশয়ের জট খুলল না। শুক্রবার সকালে ১০ নম্বর জনপথে কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর সঙ্গে দুই বিজেপি প্রতিনিধি বেঙ্কাইয়া নাইডু ও রাজনাথ সিংহের বৈঠকের পরেও। কারণ, বিজেপি, কংগ্রেস কেউই ‘হাতের তাস’ দেখাতে চাইল না।

কংগ্রেসের তরফে জানানো হয়েছে, শাসক দল (বিজেপি) তার পছন্দের প্রার্থীর নাম জানায়নি। ফলে, সর্বসম্মত মনোনয়ন তো দূরের কথা, আলোচনাও তেমন এগোয়নি।

কী করে এল এত অস্ত্র? পাহাড়ে গোয়েন্দা ব্যর্থতা মানলেন মমতা: আনন্দবাজারপত্রিকা

মমতা বন্দ্যোপাধ্যায়

দার্জিলিঙে গোলমালের পিছনে গোয়েন্দা ব্যর্থতার কথা মেনে নিলেন খোদ মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার আলিপুরে পুলিশের এক অনুষ্ঠানে দার্জিলিঙের প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ইন্টেলিজেন্স ফেলিওর হয়েছিল। ওরা প্রচুর অস্ত্র মজুত করেছিল তা আগে জানা যায়নি। তার জন্য আমরা ব্যবস্থাও নিয়েছি।’’

'৯৩ মুম্বই হামলায় আবু সালেমসহ ৬ দোষী সাব্যস্ত : বর্তমান পত্রিকা

আবু সালেম

১৯৯৩ সালের ভয়াবহ মুম্বই হামলার ঘটনায় কুখ্যাত জঙ্গি আবু সালেমসহ ছ'জনকে দোষী সাব্যস্ত করল বিশেষ আদালত। শুক্রবার মুম্বইয়ের বিশেষ টাডা আদালত আবু সালেম, মুস্তাফা দোসা, তাহির টাকলা, করিমোল্লা খান, রিয়াজ সিদ্দিকি ও ফিরোজ আবদুল রশিদ খানকে দোষী সাব্যস্ত করেছে। সোমবার দোষীদের সাজা ঘোষণা করা হবে। অন্যদিকে, তথ্যপ্রমাণের অভাবে বেকসুর খালাস করা হয়েছে আবদুল কায়ুম নামে এক অভিযুক্তকে। আদালতের পর্যবেক্ষণ, আবু সালেম, মুস্তাফা দোসা, তাহির টাকলা ও ফিরোজ খান '৯৩ মুম্বই হামলার মূল চক্রান্তকারীদের অন্যতম। তবে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সংক্রান্ত মামলা থেকে রেহাই দেওয়া হয়েছে তাদের।

পার্সটুডে/নাসির মাহমুদ/১৬