ফেব্রুয়ারি ০৩, ২০১৮ ১৭:৩৪ Asia/Dhaka

বন্ধুরা,আপনাদের সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের আসর। আজকের আসরের শুরুতেই যথারীতি একটি হাদিস শোনাব।

ইমাম রেজা (আ.) বলেছেন,আল্লাহ তায়ালার প্রতি আশাবাদী থাকবেকারণ,যে ব্যক্তি আল্লাহর প্রতি আশাবাদী থাকে আল্লাহ তায়ালা তাকে হতাশ করেন না। যে ব্যক্তি অল্প হালালরুজিতে সন্তুষ্ট আল্লাহ তায়ালা তার অল্প পরিমাণ সৎকর্মে সন্তুষ্ট হবেন এবং তাকে নিরাপদে জান্নাতে পৌঁছে দেবেন।

হাদিসের পর আসরের প্রথমেই খ্রিষ্টীয় নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে যে সব ইমেইল এসেছে সেগুলোর প্রেরকদের নাম জানিয়ে দিচ্ছি। বাংলাদেশের দিনাজপুর জেলার দক্ষিণ বালুবাড়ি থেকে শাহ মোহাম্মদ মোকাররম হোসেন রনি, ফরিদপুর জেলার বোয়ালমারীর কানখরদী গ্রামের ভালবাসি রেডিও শ্রোতা ক্লাবের সভাপতি এম জামাল আহমেদ সুবর্ণ, গোপালগঞ্জ জেলার সুলতানগঞ্জের ঘোড়াদিয়ার থেকে ফয়সাল আহমেদ শিপন, ভারতের ছত্তিসগড় রাজ্যের দুর্গা জেলার শিবজি নগর থেকে আনন্দ মোহন বাইন।

বহলুল: এর মধ্য ভাই মোহন বাইনের ইমেইলটি দেখে চোখ জুড়িয়ে যায়। অন্যদিকে ভাই সুবর্ণ তার ইমেইল শুরু করেছেন বহু পরিচিত একটি গানের প্রথম কলি দিয়ে।

তিনি লিখেছেন, মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা অগ্নিস্নানে শুচি হোক ধরা। তারপর তিনি আরো লিখেছেন, পেছনে ফেলে আসা শোক, দুঃখ,হতাশা সবকিছু ভুলে এক কাতারে দাঁড়িয়ে আমরা প্রত্যাশা করছি নতুন বছর যেন হয় সুখের,সবকিছু হয় যেন সুন্দর।

বহলুল: আপনার এ কামনায় শরীক হচ্ছি আমরা সবাই। আপনাদের এ ধরণের চিঠি আমাদের জন্য আনন্দ বয়ে আনে।

আর হ্যাঁ খ্রিস্টীয় নতুন বছরের শুভ কামনা জানানো জন্য আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমরাও। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের চৈতক লিসেনার্স ক্লাবের সভাপতি ডা. এস এস ভট্টাচার্য রেডিও তেহরানের রিসেপশন্স রিপোর্ট পাঠিয়েছেন।

পুরোপুরি নিজ দায়িত্বে এমন রিপোর্ট পাঠানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই এসএস ভট্টাচার্য। সত্যি কথা বলতে কি, অনুষ্ঠান কেমন শোনা যায় তা জানতে চেয়ে আমরা অনেক আগে রিসেপশন্স ফর্ম শ্রোতাদের কাছে পাঠাতাম। শ্রোতারা সে ফর্ম পূরণ করে আমাদের কাছে আবার ফেরত পাঠাতেন। কিন্তু বহু বছর ধরে এই প্রক্রিয়াটি বন্ধ রয়েছে। এ অবস্থায় নিজে কষ্ট করে রিসেপশন্স রিপোর্ট পাঠিয়ে ভাই এসএস ভট্টাচার্য আমাদের কৃতার্থ করেছেন।

এরপর রয়েছে ভারতের একটি চিঠি। এটি এসেছে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার হিজুলী দলদলি থেকে। আর এটি পাঠিয়েছেন রেডিও তেহরানের পুরনো শ্রোতা ভাই আবুবকর আনসারী। তিনি লিখেছেন, বহু পুরনো শ্রোতা হওয়া সত্ত্বেও মাঝখানে চিঠি লেখা প্রায় বন্ধ করে দিয়েছিলাম। এজন্য আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি। এরপর নতুন করে চিঠি লেখার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানান, মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে অং সান সু চির প্রশাসন এবং উগ্র বৌদ্ধভিক্ষুদের একযোগে নিধন তৎপরতা চালানোয় আর চিঠি না লিখে থাকা গেল না।

এরপর তিনি দুঃখ করে আরো লিখেছেন, সুপরিকল্পিতভাবে মুসলিম বিরোধী হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে মিয়ানমার। এর বিরুদ্ধে ইরান-বাংলাদেশ মুখ খুললেও অন্যান্য মুসলিম দেশ তথা আরব দেশগুলো নীরব। রোহিঙ্গা মুসলমানদের জন্য আল্লাহর রহমত কামনা করে এ চিঠি শেষ করেছেন তিনি।

ভাই আবুবকর আনসারি একেই বলে মুসলমানের ব্যথায় সমব্যথী হওয়া। যিনি নানা ব্যস্ততায় চিঠি লেখা বন্ধ করে দিয়েছিলেন তিনি মিয়ানমারের মুসলমানদের দুর্দশায় আর চুপ থাকতে পারেননি। ভাই আপনি ঠিকই বলেছেন, বিশ্বের সবগুলো মুসলিম দেশ যদি একযোগে মিয়ানমারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুমকি দিত তাহলে হয়তো এত বিপুল সংখ্যক রোহিঙ্গাকে প্রাণ দিতে হতো না। যাই হোক, ভাই আনসারি আপনার মতো আমরাও রোহিঙ্গা মুসলমানদের জন্য আল্লাহর রহমত কামনা করিছ।

বহলুল: আর যেকোনো কারণেই হোক চিঠি লেখা যখন আবার শুরু করেছেন তখন তা চালিয়ে যাবেন কিন্তু ভাই আনসারি।

আসরের এ পর্যায়ে বায়তুল মুক্কাদেসকে অবৈধ ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণা করায় প্রতিক্রিয়া ব্যক্ত করছেন বাংলাদেশের ভোলা জেলার শ্রোতা ভাই মাসুদ রানা। তিনি বলেন,

চমৎকার বলেছেন ভাই মাসুদ রানা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

আসরের এ পর্যায়ে রেডিও তেহরানের ওয়েবসাইটের খবরে এবং ফেইসবুক গ্রুপে বন্ধুরা যে সব মন্তব্য করেছেন সে দিকে নজর দেবো। পরমাণু অস্ত্রের বোতাম আমার টেবিলে: কিম জং উ- শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ১ জানুয়ারি। এ খবরে বলা হয়েছে, উত্তর কেরিয়ার নেতা কিম জং উন বলেছেন,তার দেশ এমন পরমাণু সক্ষমতা অর্জন করেছে যার ফলে আমেরিকার মূল ভূখণ্ডের পুরোটাতে এখন পিয়ংইয়ংয়ের পরমাণু অস্ত্র আঘাত হানতে পারে। তিনি আরো জানিয়েছেন,পরমাণু অস্ত্র ছোঁড়ার বোতাম এখন তার টেবিলে।

ফেসবুকের গ্রুপে  এ খবর আলোড়ন তুলেছে । ‘কলম চলবে সত্য প্রকাশে’ নামের বন্ধু লিখেছেন, উত্তর কোরিয়ার সাথে পারবে না বলে আমেরিকা যুদ্ধে জড়ায় না। আমেরিকা কেবল মুসলমানদের মারতে পারে। আমাদের মধ্যে যদি ঐক্য থাকতো তবে  মুসলমানদেরও মারতে পারত না। ঐক্য থাকা দূরের কথা বর্তমানে আমেরিকার হয়ে কাজ করছে সৌদি আরব এবং আরো কিছু মুসলিম রাষ্ট্র। ওরাও মারছে মুসলিমদেরকে।

বহলুল: চমৎকার বলেছেন ভাই। এরচেয়ে সত্য কথা বলা কঠিন।

এদিকে,ইরানে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থন ঘোষণা শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ৩১ ডিসেম্বর। এ খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের অভ্যন্তরীণ বিষয়ে দীর্ঘদিন ধরে হস্তক্ষেপ করে আসছেন। সম্প্রতি ইরানে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রতি তিনি সমর্থন জানিয়েছেন। রেডিও তেহরানের ওয়েবসাইটের এ খবরে মন্তব্য করেছেন ভাই তপু। তিনি লিখেছেন, শয়তানরা সাধারণত বিশৃঙ্খলা পছন্দ করে। ট্রাম্প তো একটা শয়তান। তাই এটা পছন্দ করা যুক্তিসঙ্গত। অন্যদিক ভাই মোহাম্মদ খান লিখেছেন, দানব হিটলারের পর আরেক দানব ট্রাম্পের আগমন।

বহলুল, চমৎকার। আপনাদের সবাইকে ধন্যবাদ এদিকে আসরের সময় শেষ হয়ে এসেছে।

একেবারে সঠিক সময়ে এসে আসর শেষ করার কথা মনে করিয়ে দিলেন বহলুল ভাই। সত্যি আজ হাতে আর সময় নেই। তো আসরে এতক্ষণ সঙ্গ দেয়ার জন্য আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে প্রিয়জনের আসর থেকে আজকের মতো এখানেই বিদায় চাইছি।#

ট্যাগ