মার্চ ১৮, ২০১৮ ১৮:৩১ Asia/Dhaka

আসরের শুরুতেই যে চিঠিটি হাতে তুলে নিলাম তা এসেছে ভারত থেকে। রাজধানী নয়াদিল্লী থেকে এটি পাঠিয়েছেন রেডিও তেহরানের পুরানো শ্রোতা ভাই জয়ন্ত চক্রবর্তী।

বহলুল: এ শ্রোতা ভাইয়ের  চিঠিটি আমিই উপস্থাপন করবো ভেবেছিলাম। কারণ তিনি চমৎকার আলোচনা করেছেন এবং একে চিঠি না বলে বরং ছোটখাটো নিবন্ধ বলা যায়।

আমিও একই কথা বলতে চাই। তবে পুরোটা তো প্রিয়জনে তুলে ধরা যাবে না। তাই অংশ বিশেষই তুলে ধরবো। তিনি লিখেছেন- আঞ্চলিক এবং আন্তর্জাতিক সমীকরণের ভিত্তিতে ইরানের ইসলামী বিপ্লবের প্রভাব সম্পর্কে আলোচনা করেছেন ভাই জয়ন্ত চক্রবর্তী। তিনি লিখেছেন,  মহিমান্বিত ইরানী বিপ্লবটি সাহসী ও সমৃদ্ধ দেশটিতে গভীর পরিবর্তন এনেছে এবং আঞ্চলিক ও বৈশ্বিক উভয় প্রেক্ষাপটে একটি উল্লেখযোগ্য পরিবর্তন সৃষ্টি করেছে। একটি অপেক্ষাকৃত অহিংস বিপ্লব হচ্ছে ইরানের ইসলামী বিপ্লব এবং এটি ব্যাপকভাবে আধুনিক যুগের বিপ্লবের অর্থ পুনঃনির্ধারণ করেছে। সমগ্র বিশ্বকে এই অত্যন্ত সফল জনপ্রিয় আন্দোলনের বিশাল ও মহৎ স্কেলে চমকিত এবং সাম্রাজ্যবাদ দেশগুলোকে আতঙ্কিত করে তুলে তুলেছে।

ইরানের ইসলামী বিপ্লব দ্বারা আঞ্চলিক দৃশ্যকল্প ব্যাপকভাবে পরিবর্তিত হয়েছিল। ইরান অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে দ্রুত অগ্রগতির মাধ্যমে মধ্যপ্রাচ্যে জাতিগুলোর সহানুভূতিতে তার অবস্থান, আঞ্চলিক অবস্থান ও সম্মানকে একীভূত করেছে। বিপ্লবের দীর্ঘমেয়াদী প্রভাব সৌদি আরব, লেবানন, মিশর, সিরিয়া ও ইরাক দেশে দেশে ছড়িয়ে পড়েছে। আমার মতে, ইরানী ইসলামী বিপ্লবের প্রভাব সমসাময়িক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা।

বহলুল: চমৎকার নিবন্ধের জন্য আন্তরিক ভাবেই জয়ন্ত চক্রবর্তীকে ধন্যবাদ জানাই। ভবিষ্যতে আরো লেখা পাঠাবেন এবং অনুষ্ঠান সম্পর্কে মতামত দিবেন।

আসরের এ পর্যায়ে আমরা নজর দেবো

বহলুল: না না। বরং শুনবো। আজ একটি মজার জিনিস শুনবো।  আর শোনাবেন বাংলাদেশের রাজধানী ঢাকার খ্যাতনামা চিকিৎসক ডা হজরত আলী।

এই দেখুন আমি না ভুলেই গিয়েছিলাম। হ্যাঁ চিকিৎসা করতে যেয়ে যেয়ে যে মজার অভিজ্ঞতা হয়েছে তাই আজ আমাদের শোনাবেন ডা. হজরত আলী। তিনি বলেন...

বহলুল: ধন্যবাদ ডা হজরত আলী। ভবিষ্যতে নিশ্চয়ই আবারো শুনবো এমনতর খোশগল্প। বেশ ভাল লেগেছে। হাসিও পাচ্ছে।

ডা. হজরত আলীকে ধন্যবাদ দেয়ার ফাকে ভবিষ্যতের একটি বায়নাও দিয়ে রাখলেন বহলুল ভাই।  ভালই করেছেন। মানুষের অজ্ঞতার দিকটি সুন্দর করে তুলে ধরেছেন ডা হজরত আলী। এমন সুন্দর একটি গল্প উপহার দেয়ার জন্য ধন্যবাদ আবারো।

আসরের এ পর্যায়ে আমরা নজর রেডিও তেহরানের ফেসবুকের গ্রুপে প্রকাশিত খবরে শ্রোতা ও পাঠক বন্ধুরা যে সব মন্তব্য করেছেন সে দিকে। হ্যাঁ বল এবার সন্ত্রাসীদের কোটে: রাশিয়া শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ২৮ ফেব্রুয়ারি। এ খবরে বলা হয়েছে, রাশিয়া বলেছে, সিরিয়ার পূর্ব গৌতায় যুদ্ধবিরতির বিষয়ে মস্কো তার অংশ বাস্তবায়ন করেছে এবং প্রতিদিন পাঁচ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছে। যুদ্ধবিরতির বাকি অংশ সন্ত্রাসী গোষ্ঠীগুলো ও তাদের মদদদাতাদের এখন বাস্তবায়ন করতে হবে। বল এখন সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কোটে। ফেসবুকে রেডিও তেহরানে গ্রুপে এ খবর সংগত ভাবেই আলোড়ন তুলেছে।

তবে এ ক্ষেত্রে আজহার রুবেলের বক্তব্য প্রতিনিধিত্বশীল হয়েছে। তিনি লিখেছেন,লাভ নেই ওরা মানে সন্ত্রাসীরা যখন বিপর্যয়ের মধ্যে থাকে তখন জাতিসংঘের বিধি নিষেধ আসে এবং ওরা আবার পুনর্গঠিত হয়ে বর্বরতা শুরু করে অর্থাৎ জাতিসংঘের কার্যক্রম তাদের অনুকূলে ।

বহলুল: সুন্দর করে চমৎকার কথা বলেছেন ভাই। ধন্যবাদ।

হ্যাঁ অস্ত্র তৈরির জন্য কারো অনুমতি নেয় না ইরান: ড. রুহানি খবরটি প্রকাশিত হয়েছে ২৮ ফেব্রুয়ারি। এ খবর বলা হয়েছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ক্ষেপণাস্ত্রসহ প্রতিরক্ষা ও সামরিক সরঞ্জাম তৈরির জন্য আমরা কারো অনুমতি নেব না এবং এ বিষয়ে কারো সঙ্গে কোনো আলোচনা করব না। ফেসবুকের গ্রুপে এ খবরে অনেকগুলো মন্তব্য হয়েছে।

ইসরাইল ও আমেরিকা ওরা যদি অবৈধ অস্ত্র গোপন ভাবে তৈরি করে, তাহলে আমরা বৈধভাবে কেন অস্ত্র তৈরি করতে পারবো না। ফেসবুকের গ্রুপে এ খবরে এমনই মন্তব্য করেছেন পাঠক ভাই মোহাম্মদ হযরত আলী। এ ছাড়া, পাঠক বন্ধুরা প্রেসিডেন্ট রুহানির বক্তব্যকে যথার্থ হিসেবে মন্তব্য করেছেন।

বহলুল: অল্প কথায় কাজ হলে বেশি বলার দরকার কি! এমনটিই ঘটে বেশির ভাগ সময়ই।

পাঠক বন্ধুরা বুঝে গেছেন যে বহলুল ভাইয়ের আপ্ত বাক্য- চিকন সুঁইয়ের গুতায় ফেটে যায় মিথ্যার মহা বেলুন। তাই তারাও অল্প কথায়ই কাজ সেরে দিচ্ছেন। তা যাক এদিকে আজ বিদায়ের সময় হয়ে এসেছে।

হ্যাঁ আসরের সময় শেষ হয়ে এসেছে। বন্ধুরা আজও সবার শুভকামনা করে প্রিয়জনের আসর থেকে এখানেই বিদায় নিচ্ছি।#

ট্যাগ