এপ্রিল ২৬, ২০১৮ ১৮:৫৭ Asia/Dhaka

বন্ধুরা,প্রতি আসরের মতো আজও আলোচনা শুরু করবো একটি হাদিস শুনিয়ে। মহানবী (সা.) বলেছেন, মহান আল্লাহ সুন্দর এবং তিনি সৌন্দর্য পছন্দ করেন, তিনি ক্ষমাশীল এবং ক্ষমা করাকে পছন্দ করেন এবং তিনি পুতপবিত্র, তাই পাক-পবিত্র থাকাকে ভালোবাসেন।

মূল্যবান হাদিস শুনলাম। আজকের আসরের প্রথমেই যে ইমেইল তুলে নিয়েছি তা এসেছে বাংলাদেশ থেকে। বগুড়া জেলার বড় চাপড়া গ্রামের পিস রেডিও লিসেনার্স ক্লাবের সভাপতি ডাঃ শাহিনুর আলম পাঠিয়েছেন এটি। পুরনো এ শ্রোতা ভাই লিখেছেন, শুভ হোক ফারসি নববর্ষ!  আপনারা কেমন আছেন? নিশ্চয় অনেক ব্যস্ত। কেননা বর্তমানে অনুষ্ঠানের মান দিন দিন বেড়ে চলছে। এতেই বুঝতে পারছি আপনাদের ব্যস্ততা বাড়ছে। আগে কথা-বার্তা অনুষ্ঠান ছিল টপ অনুষ্ঠান আমার কাছে। কিন্তু বর্তমানে "আদর্শ জীবনযাপন" সেই স্থান দখল করে নিয়েছে।

বহলুল: আপনাকেও ফার্সি নববর্ষের শুভেচ্ছা জানাই। হ্যাঁ আমাদের সময় ব্যস্ততার মধ্য দিয়েই যাচ্ছে তা আপনি ঠিকই বুঝতে পেরেছেন।

বহলুল ভাই, ডা.শাহিনুর আলমের চিঠি এখনো শেষ হয়নি। তিনি আরো লিখেছেন রেডিও তেহরানের অনুষ্ঠান গুলোকে যদি নম্বর দিয়ে তালিকাবদ্ধ করতে যাই তবে একটা অনুষ্ঠান আরেকটার চেয়ে হয়ত শূন্য দশমিক পাঁচ নম্বর এর কারণে তালিকার উপরে অথবা নিচে থাকবে। অর্থাৎ আপনাদের সব অনুষ্ঠান আমাদের মন কেড়েছে।

বহলুল: যাকে বলে হাড্ডাহাড্ডি লড়াই। এরপর চিঠিতে তিনি একটি খুশির খবরও দিয়েছেন দেখছি।

তাইতো। ভাই শাহিনুর আলম লিখেছেন, ই-পত্রের শেষে একটা খুশীর খবর জানিয়ে শেষ করতে চাই আর তা হল গ্রীষ্মকালীন ফ্রিকোয়েন্সি ১১,৮২৫ কিলোহার্টজে অনুষ্ঠান চমৎকার শোনা যাচ্ছে। অনুষ্ঠানের শ্রবণমান নিয়ে খুব ভয়ে থাকি।

ভাই শাহিনুর আলম,অনুষ্ঠান সম্পর্কে চমৎকার মন্তব্যসহ দীর্ঘ ইমেইলের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশে বসে আপনি ইরানি নববর্ষের খোঁজখবর রাখছেন যা আমাদের অভিভূত করেছে। আশা করছি বিগত দিনগুলোর মতো ভবিষ্যতেও রেডিও তেহরানের অনুষ্ঠান শোনা অব্যাহত রাখবেন। 

বহলুল: ফারসি নববর্ষের কথা যখন উঠল তখন একটি কথা শ্রোতাদের জানাতে চাই। আর তা হচ্ছে- নববর্ষ উপলক্ষে ইরানিরা ঘোরাঘুরি করতে পছন্দ করেন। এবারো ঘুরতে গিয়েছিলেন আমাদের সহকর্মী আখতার জাহান। তার সঙ্গে আমাদের কথা হয়েছে।

বহলুল ভাই,আমাদের না জানিয়ে কখন কথা বললেন! বেশ অবাক হলাম। যাই হোক তা হলে শুনি তিনি কোন কোন অঞ্চল ঘুরলেন আখতার জাহান আপা।

এ জায়গাগুলো কেমন লাগল এবং খাবার-দাবার কেমন সে কথা বলতে গিয়ে তিনি আমাদের জানান ...

তেহরানে আমরা যে সব খাবার খাই তার সঙ্গে এ সবের মিল রয়েছে নাকি অমিল পাওয়া গেছে সে কথাও জানতে চাওয়া হলে তিনি বলেন...

বহলুল: ধন্যবাদ আপনাকে। তবে খাবারের বিবরণ শুনে মনে হলো ওই এলাকা আমি এখনই ঘুরে আসি।

বসুন বসুন বহলুল ভাই। অতো উতলা হবার কোনো কারণ নেই,উঠি বলে এখনই রওনা হওয়ার কোনো দরকার নেই বরং পরেও যাওয়া যাবে। আমরাও যাবো আপনার সঙ্গে। হ্যাঁ এতক্ষণ নওরোজ উপলক্ষে আখতার জাহান আপার বন্দর আব্বাসসহ ইরানের দক্ষিণাঞ্চল ভ্রমণের অভিজ্ঞতা শুনছিলেন।

আসরের এ পর্যায়ে রেডিও তেহরানের ফেসবুক গ্রুপের খবরে পাঠক বন্ধুরা যে সব মন্তব্য করেছেন সে দিকে নজর দেবো।  'আগ্রাসন বন্ধ না হলে সৌদি আরবে আরও ক্ষেপণাস্ত্র ছুড়বে ইয়েমেন' শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ২৮ মার্চ। এ খবরে বলা হয়েছে, ইয়েমেনের ন্যাশনাল স্যালভেশন সরকারের মন্ত্রী আহমদ আল-কানা হুঁশিয়ারি দিয়ে বলেছেন,সৌদি আগ্রাসন বন্ধ না হলে ক্ষেপণাস্ত্র হামলা আরও জোরদার হবে। তিনি বলেন,সৌদি আরব যত বেশি হামলা চালাবে ইয়েমেনও তত বেশি ক্ষেপণাস্ত্র ছুড়বে। ইয়েমেনের টিভি চ্যানেল আল মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন।

ফেসবুক গ্রুপে এ খবর যথেষ্ট আলোড়ন তুলেছে। মুসা কলিমুল্লাহ লিখেছেন, ইয়েমেনের নিরীহ মানুষের ফরিয়াদ শুনতে পাচ্ছি। বাদশাহ নামের আবুজেহেল ধ্বংস হউক। অন্যদিকে শাহান মারুফ লিখেছেন আলহামদুলিল্লাহ। এ ছাড়া ইয়েমেনের এ বক্তব্যরে প্রতি সমর্থন জানিয়েছেন অনেক পাঠক ভাই।

গাজায় বিশাল বিক্ষোভের ডাক: ১০০ স্নাইপার মোতায়েন করল ইসরাইল- শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ২৯ মার্চ। এ খবরে বলা হয়েছে অবরুদ্ধ গাজা উপত্যকায় বিশাল বিক্ষোভকে সামনে রেখে গাজা সীমান্তে অন্তত ১০০ স্নাইপার মোতায়েন করেছে ইহুদিবাদী ইসরাইল। এসব স্নাইপারকে সর্বোচ্চ ক্ষমতাতাজা গুলি ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে বলে একটি ইসরাইলি দৈনিক খবর দিয়েছে।

পাঠক ভাই শাহ খোন্দকার রেজওয়ান এতে মন্তব্য করেছেন, হামাসও যেন কাউন্টার স্নাইপার ব্যবহার করে। আর ভাই মোহাম্মদ হজরত আলী লিখেছেন, আমরা হামাসকে আহবান করব তোমরাও প্রতিরোধ গড়ে তোলো তাদের বিরুদ্ধে।

বহলুল: পাঠক বন্ধুদের মন্তব্য শুনে বোঝা যাচ্ছে তারা সবাই প্রস্তুত হয়ে আছেন। না ইহুদিবাদী ইসরাইলের জন্য সামনে আরো খারাপ দিন আসছে। ধন্যবাদ সবাইকে। এবার আসর গুটাতে হবে।

হ্যাঁ বন্ধুরা,এবার বিদায় নেয়ার পালা,যারা চিঠি লিখছেন,ইমেইল করছেন,ফেসবুকের খবরে নিয়মিত মন্তব্য করছেন এবং প্রিয়জনের আসরে আমাদের সঙ্গ দিলেন তাদের সবাইকে আবারো শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই বিদায় চাইছি।#

ট্যাগ