জুন ৩০, ২০১৮ ১৭:০০ Asia/Dhaka

পাঠক, আপনাদের হয়তো মনে আছে, ইরানে অধ্যয়নরত বিদেশী ছাত্র মোহাম্মাদ ও তার ইরানী বন্ধু রমিন নিশাবুর সফরে গেছে । তারা এরই মধ্যে সেখানকার জামে মসজিদ ও ঐতিহ্যবাহী বাজার ঘুরে এসেছে।

নিশাবুর হচ্ছে বিখ্যাত সাহিত্যিক ও বিজ্ঞানীদের লালনভূমি । ফার্সি সাহিত্যের বিখ্যাত কবি ও সাধক শেখ আত্তার এবং বিখ্যাত গণিতবিদ ও কবি খৈয়ামের মাজার নিশাবুরে অবস্থিত । এছাড়া কয়েকজন ইমাম যাদার মাজারও রয়েছে এখানে। মোহাম্মাদ ও রমিন সকালবেলা হোটেলে বসে নাস্তা করছে । এ সময় তাদের মধ্যে কী কথা হয়, তা শোনার আগে চলুন ফার্সি শব্দগুলোর অর্থ জেনে নেই।

امروز - صبح - حنك - دلپذير - هوا - سرد - بعضی - مسافر - مسافران - آنها می مانند - آنها دوست دارند بمانند - چرا ؟ - چون - آنها لذت می برند - آنها می خواهند لذت ببرند - امروز - ما می رویم - آرامگاه - امامزاده - عطار - خیام - خیلی خوب است - شاعر - ایرانی - من دوست دارم - آنجا - بعد از ظهر - ما می رویم - تو دوست داری برویم - مسجد چوبی - خوب - جا - جاها - دیدنی - بسیار - قدیمی - دوربین - دوربینت - فیلم - تو خریدی - من می خرم .

আজ। সকাল। ঠাণ্ডা। মনোরম। বাতাস বা আবহাওয়া। ঠাণ্ডা। কিছু। যাত্রী। যাত্রীরা। তারা থেকে যাবে। তারা থাকতে চায়। কেন? যেহেতু বা যেমন। তারা উপভোগ করছে। তারা উপভোগ করতে চায়। আজ। আমরা যাবো। মাজার। ইমামযাদা বা ইমামপুত্র। আত্তার, একজন বিখ্যাত ফার্সি কবি। খৈয়াম। খুব ভালো। কবি। ইরানী। আমি পছন্দ করি। ওখানে। দুপুরের পর বা বিকেলে। আমরা যাবো। তুমি চাও যে আমরা যাই। কাঠের তৈরি মসজিদ। ভালো। জায়গা। জায়গাগুলো। দর্শনীয়। অনেক। পুরাতন বা প্রাচীন। ক্যামেরা। তোমার ক্যামেরা। ফিল্ম। তুমি কিনেছো। আমি কিনবো।পাঠক, এবার চলুন দেখা যাক, মোহাম্মাদ ও রমিন কী করছে। তারা হোটেলের রেস্টুরেন্টে বসে নাস্তা খেতে খেতে দিনের কর্মসূচী ঠিক করে।

( در رستوران - صدای ظروف و همهمه مردم )محمد - امروز صبح هوا سرد بود . رامین - آره . صبح نیشابور خنك و دلپذير است . بعضی از مسافران دوست دارند شب در نیشابور بمانند . محمد - چرا ؟ رامین - چون می خواهند از هوای صبح نیشابور لذت ببرند .محمد - امروز به کجا می رویم ؟ رامین - به آرامگاه عطار و خیام می رویم . محمد - خیلی خوب است . من این دو شاعر ایرانی را بسیار دوست دارم . رامین - آرامگاه کمال الملک و یک امامزاده هم آنجاست . محمد - بعد از ظهر چه کار می کنیم ؟رامین - دوست داری به مسجد چوبی برویم ؟محمد - خوب است . این شهر ، جاهای دیدنی بسیاری دارد .رامین - چون خیلی قدیمی است . راستی برای دوربینت فیلم خریدی ؟ محمد - نه ، امروز می خرم

.মোহাম্মাদ : আজ সকালে আবহাওয়া বেশ ঠাণ্ডা ছিল। রমিন : হ্যা। নিশাবুরের সকাল সাধারণত ঠাণ্ডা ও মনোরম হয়। এছাড়া অনেক যাত্রী রাত্রিযাপনের জন্য নিশাবুরকে বেছে নেয়। মোহাম্মাদ : কেন?রমিন : নিশাবুরের সকালের ঠাণ্ডা আবহাওয়া উপভোগ করার জন্য।মোহাম্মাদ : আজ আমরা কোথায় যাবো?রমিন : আজ আমরা আত্তার ও খৈয়ামের মাজারে যাবো।মোহাম্মাদ : বেশ। আমি এই দুই ইরানী কবিকে ভীষণ পছন্দ করি। রমিন : কামালউলক মুলক এবং একজন ইমামযাদার মাজারও ওখানে রয়েছে।মোহাম্মাদ : বিকেলে আমরা কি কাজ করবো?রমিন : কাঠের তৈরি মসজিদ দেখতে যেতে চা?মোহাম্মাদ : হ্যা সে তো ভাল হয়। এ শহরে দেখছি দেখার অনেক জায়গা রয়েছে । রমিন : এর কারণ হলো এটি একটি ঐতিহাসিক শহর। তারপর! তোমার ক্যামেরার জন্য কি ফিল্ম কিনোছো?মোহাম্মাদ : না আজ কিনে নেবো।মোহাম্মাদ ও রমিনের মধ্যকার কথোপকথোন শুনলেন। যারা নিয়মিত এ অনুষ্ঠানে আমাদের সঙ্গ দেন, তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তারপরও এটি আপনাদের সামনে আবারো তুলে ধরছি। তবে এবার বঙ্গানুবাদ ছাড়া ।

( در رستوران - صدای ظروف و همهمه مردم )محمد - امروز صبح هوا سرد بود . رامین - آره . صبح نیشابور خنك و دلپذير است . بعضی از مسافران دوست دارند شب در نیشابور بمانند . محمد - چرا ؟ رامین - چون می خواهند از هوای صبح نیشابور لذت ببرند .محمد - امروز به کجا می رویم ؟ رامین - به آرامگاه عطار و خیام می رویم . محمد - خیلی خوب است . من این دو شاعر ایرانی را بسیار دوست دارم . رامین - آرامگاه کمال الملک و یک امامزاده هم آنجاست . محمد - بعد از ظهر چه کار می کنیم ؟رامین - دوست داری به مسجد چوبی برویم ؟محمد - خوب است . این شهر ، جاهای دیدنی بسیاری دارد .رامین - چون خیلی قدیمی است . راستی برای دوربینت فیلم خریدی ؟ محمد - نه ، امروز می خرم .

মোহাম্মাদ- নিশাবুরের মসজিদ ও বাজার ঘুরে ঘুরে এত বেশী ছবি তোলে যে, তার কয়েকটি ক্যামেরার ফিল্ম শেষ হয়ে যায়। এ কারণে সে পুনরায় ফিল্ম কেনে। পরদিন সকালে তারা নাস্তা খেয়ে শেখ আত্তার ও কবি খৈয়ামের মাজারে যায়। মাজারগুলোর নির্মানশৈলি মোহাম্মাদকে মুগ্ধ করে। এ পর্যন্ত সে ইরানে যতগুলো মাজার দেখেছে, সেগুলোর সাথে এই মাজারগুলোর পার্থক্য রয়েছে। আত্তার ও খৈয়ামের মাজার দু'টি একটি বিশাল বাগানের মধ্যে অবস্থিত। বাগানের অপর পার্শ্বে রয়েছে একজন ইমামযাদার মাজার। এই মাজারটিকে দূর থেকে ছোট একটি মসজিদের মত মনে হয়। বাগানে রয়েছে অনেকগুলো প্রকাণ্ড প্রাচীন গাছ। এছাড়া রয়েছে সুন্দর সুন্দর ফুল গাছ এবং ছোট ছোট নালা যেখান দিয়ে পাহাড়ের বরফ গলা ঠাণ্ডা পানি সারাক্ষণ বয়ে চলেছে। ঐতিহাসিক এ শহরটি দেখতে পেরে মোহাম্মাদ খুবই আনন্দিত হয়। বাগান ঘোরা শেষ হলে মোহাম্মাদ ও রমিন বাগানের কাছেই একটি চায়ের দোকানে বসে গল্প করে। তাদের এ গল্প আমরা আপনাদের শোনাবো। তবে অনুষ্ঠানের সময় শেষ হয়ে আসায় আজ তা শোনাতে পারছি না। তাদের কথোপকথোন শুনতে হলে আপনাদেরকে আমাদের পরবর্তী আসর শুনতে হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকে ভালো থাকুন।#

পার্সটুডে/নাসির মাহমুদ/আবু সাঈদ/  ৩০