জুলাই ১৪, ২০১৮ ১৬:২৩ Asia/Dhaka

বন্ধুরা,আপনাদের অনেক অনেক সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই চিঠিপত্রের আসর প্রিয়জন। প্রতি আসরের মতো আজও আলোচনা শুরু করবো একটি হাদিস শুনিয়ে।

আমিরুল মুমিনিন হযরত আলী (আ.) বলেছেন: সেই ব্যক্তি সর্বাপেক্ষা বুদ্ধিমান যে পার্থিব জীবনের জন্য সঠিক কর্মপরিকল্পনা ঠিক করে এবং কিয়ামতের জন্য প্রস্তুতি নেয়।

আসরের প্রথমেই বাংলাদেশ থেকে আসা একটি ইমেইল হাতে তুলে নিয়েছি। গোপালগঞ্জ জেলার ঘোড়াদাইড় থেকে এ চিঠি পাঠিয়েছেন রেডিও তেহরানের পুরনো শ্রোতা ভাই ফয়সাল আহমেদ শিপন।

তিনি লিখেছেন, বাংলাদেশের পক্ষ থেকে মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট -১ উৎক্ষেপণ নিয়ে মিডিয়াতে অনেক আলোচনা হচ্ছে। কিন্তু এই স্যাটেলাইটের কার্যক্রম,উপকারিতা ইত্যাদি বিষয়ে আলোচনা শুনছি তুলনামূলক কম।

আপনি ঠিকই বলেছেন ভাই শিপন। বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে রাজনৈতিক বিতর্ক যতখানি হয়েছে তার তুলনায় এর উপকারী দিক নিয়ে মিডিয়ায় আলোচনা হয়েছে কম। তারপরও এ সংক্রান্ত খবর প্রচারের দিন আমরা রেডিও তেহরানের খবরে সংক্ষেপে আলোকপাত করার চেষ্টা করেছি।  খবরে এ নিয়ে বিস্তারিত আলোচনা করার অবকাশ একেবারেই কম। গত ১২ মে রেডিও তেহরানের ওয়েবসাইটে প্রকাশিত এ সংক্রান্ত একটি খবরে বলা হয়েছে, টেলিভিশন ও বেতার সম্প্রচার, ইন্টারনেট সেবাদান, ভি-স্যাটসহ ৪০ ধরনের সেবা দেবে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১।

বহলুল. এতে অল্প কথায় প্রায় সব ধরণের সেবার কথাই উঠে এসেছে। তা যাক ভাই চিঠি লেখার জন্য ভাই শিপন আপনাকে অনেক অনেক ধন্যবাদ। 

আসরের এ পর্যায়ে বন্ধুদের প্রতিক্রিয়ার দিকে নজর দেব। ইহুদিবাদী ইসরাইলকে স্বীকৃত দেয়ার কথা রাখঢাক না রেখেই ঘোষণা করে দিলেন সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান। পবিত্র মক্কা এবং মদিনা নগরীর কথিত খাদেমদের এমন ন্যক্কারজনক ঘোষণা বিশ্বের শান্তিকামী মানুষ বিশেষ করে মুসলমানদের মনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এখনো রেডিও তেহরানের বন্ধুরা এ বিষয়ে প্রতিক্রিয়া জানানো অব্যাহত রেখেছেন। আজ প্রতিক্রিয়া জানাচ্ছেন ভোলার বন্ধু মোহাম্মদ মনিরুল ইসলাম।

সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের পক্ষ থেকে ইসরাইলকে স্বীকৃতি দেয়ার ঘোষণাকে কেন্দ্র করে এতক্ষণ প্রতিক্রিয়া ব্যক্ত করছিলেন ভোলার  বন্ধু মোহাম্মদ মনিরুল ইসলাম। গত ১১ মের আসরে এ বক্তব্য প্রচারের ক্ষেত্রে ভুল হয়েছিল এ জন্য আমরা দুঃখিত। তা যাই হোক, ধন্যবাদ ভাই মোহাম্মদ মনিরুল ইসলাম।

বহলুল: আসলে বিশ্বের মানুষ জেগে আছেন। আর অন্য দিকে জেগে ঘুমানোর ভান করছেন অনেক দেশের নানা নেতা। তাদের কপালে শেষ পর্যন্ত খারাবি আছে এ কথা না বলে আর থাকতে পারলাম না।

বহলুল ভাই যা বললেন একবারে একশ কথার এক কথা আর কি!

এবারে রেডিও তেহরানের ফেসবুক গ্রুপে প্রকাশিত খবরে যেসব মন্তব্য হয়েছে সে দিকে নজর দেব। সিরিয়ায় ইসরাইলি হামলার প্রতি সমর্থন দিয়েছে বাহরাইন- শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ১১মে। এ খবরে বলা হয়েছে, সিরিয়ার ওপর ইহুদিবাদী ইসরাইল যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার প্রতি সমর্থন দিয়েছে বাহরাইন।

সিরিয়া যখন উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সফল অভিযান চালিয়ে তাদেরকে নির্মূলের পথে রয়েছে তখন সিরিয়ার ওপর কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরাইল। রেডিও তেহরানের ফেসবুক গ্রুপে এ খবর স্বাভাবিকভাবেই তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

খাই খান আমজাদ হোসেন লিখেছেন, এই শয়তানদের জন্য সব মুসলিম বিপদে আছে। এক মুসলিম শাসক আর মুসলিমকে হত্যা করে ইহুদিকে ডেকে আনতে পারে না। আর আনলেও সে মুসলিম শাসক হতে পারে না।  রমজানে আমি আল্লাহর কাছে সাহায্য চাইব যে, হে দুনিয়া ও আখিরাতের মালিক আপনার কাছে আমি সব মুসলিমের পক্ষ থেকে এর বিচার চাই।

বহলুল: মুসলিম জাহানের আর্তনাদ শোনা যাচ্ছে এ মন্তব্যে।

সত্যিই তাই। একই খবর প্রসঙ্গে ‘সালাম সালাম খান’ ছদ্মনামের এক পাঠক ভাই লিখেছেন শয়তান দলের লোক।

বহলুল: বড়ই কড়া কঠোর মন্তব্য কিন্তু কাণ্ডজ্ঞানহীন উক্তি বলার উপায় নেই।

এদিকে সিরিয়ার জবাব ইসরাইলের জন্য কঠোর বার্তা: লেবানন-শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ১২ মে। এ খবরে বলা হয়েছে, লেবাননের সংসদ স্পিকার নাবি বেরি বলেছেন,অধিকৃত গোলানে ইসরাইলি সামরিক অবস্থানে আঘাত হেনে ইহুদিবাদী ইসরাইলকে কঠোর বার্তা দিয়েছে সিরিয়া। বার্তাসংস্থা এপি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

এ খবরে আশরাফুল আলম মন্তব্য করেছেন, আমেরিকাকে মধ্যপ্রাচ্য থেকে গলা ধাক্কা দি‌য়ে বের করতে হবে। তারপর আমেরিকার অবৈধ সন্তান ইসরায়েল‌কে ধরতে হবে!

বহলুল. চমৎকার মন্তব্য শুনতে শুনতে বুঝতেই পারিনি যে  আসরের সময় শেষ হয়ে এসেছে। যাই হোক, খবরে মন্তব্য করার জন্য ধন্যবাদ সবাইকে। 

হ্যাঁ বন্ধুরা আসরের সময় শেষ হয়ে এসেছে। এবার বিদায় নেয়ার পালা। সবাই ভালো থাকবেন এবং পরস্পরে জন্য সব সময় দোয়া করবেন এ কামনা করছি।#

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন। 

ট্যাগ