সেপ্টেম্বর ২৪, ২০১৮ ১৭:৫২ Asia/Dhaka

অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা নিন। আশা করছি আপনারা যে যেখানে বসেই অনুষ্ঠান শুনছেন না কেন সবাই ভালো ও সুস্থ আছেন।

চিঠিপত্রের আসর প্রিয়জন উপস্থাপনায় আজ আপনাদের সঙ্গে রয়েছি। শুরুতেই যথারীতি একটি হাদিস।  রাসূলুল্লাহ (সা.) বলেছেন, রোজা হচ্ছে (জাহান্নামের) আগুনের ঢালস্বরূপ। অর্থাৎ যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখবে সে জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে।

মূল্যবান হাদিস শুনলাম। এবারে চিঠিপত্রের দিকে নজর দিচ্ছি। আজকের আসরের প্রথমেই হাতে নিয়েছি ভারত থেকে আসা একটি ইমেইল। পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের চুপী,পূর্বস্থলী থেকে এটি পাঠিয়েছেন ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাবের মহঃ হাফিজুর রহমান। রেডিও তেহরানের পুরনো এ শ্রোতা ভাই কেবল চিঠিই দেননি তার সঙ্গে শ্রবণ প্রতিবেদনও দিয়েছেন।

তিনি রেডিও তেহরানের পুরো পরিবেশনা ইন্টারনেটের মাধ্যমে শুনছেন উল্লেখ করে লিখেছেন, ১৬ জুলাইয়ে প্রচারিত বিশ্বসংবাদের পরে সংবাদ বিশ্লেষণ মূলক অনুষ্ঠান দৃষ্টিপাতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরির পাকিস্তান সফরের গুরুত্ব সম্পর্কে ভাষ্যকারের পর্যালোচনা শুনে খুবই ভালো লাগলো l

বহলুল: একেই বলে শ্রোতা! কোনদিন কি অনুষ্ঠান প্রচারিত হয়েছে তা যদি চিঠিতে উল্লেখ না থাকে তাহলে সে চিঠি কি পড়ে মজা পাওয়া যায়!

ঠিকই বলেছেন বহলুল ভাই। হাফিজুর রহমান কি কি অনুষ্ঠান শুনেছেন তার বর্ণনা এখনো শেষ হয়নি। তিনি লিখেছেন, এ ছাড়া, প্রিয়জন অনুষ্ঠান আমার খুবই প্রিয় হলেও এই অনুষ্ঠানের সময় অত্যন্ত কম। আজ প্রিয়জনে ইরানি আলোকচিত্রী বাবাক তাবরেশির জলহস্তীর তাড়া খাওয়ার গল্পটি বেশ মজাদার ছিল l এ ছাড়া, ইন্টারনেট বা ভার্চুয়াল জগতের প্রতি আসক্তি নিয়ে একটি পরিবেশনা শুনেছেন উল্লেখ করে তিনি আরো জানান, অনুষ্ঠানটি আমাদের সবার জন্যই খুবই উপযোগী ও উপকারী ছিল। চিঠির শেষে সবার জন্য কল্যাণ এবং সুস্বাস্থ্য কামনা করেছেন।

ভাই হাফিজ আপনি নিয়মিত ইমেইল পাঠাবেন এ আশা করছি।

বহলুল: আর চমৎকার ইমেইল পাঠানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই হাফিজ। তা যাই হোক, আমি কিন্তু এখনই যেতে চাই।

আরে আরে করছেন কি বহলুল ভাই! প্রিয়জনের আসর যে শেষ হয়নি! এখনি শ্রোতাদের ছেড়ে চলে যাবেন। কেন?

বহলুল: আর বলবেন না। মনে হচ্ছে দাঁতে ব্যাথা উঠবে!

ওহ! দাঁতে এখনও ব্যাথা হয়নি কিন্তু হতে পারে এ ভয়ে আসরের মধ্যেই চলে যাবেন। তা কি হয়। তার চেয়ে দাঁত নিয়ে বরং মজার ঘটনা শুনি। ঢাকার মেট্রোপলিটন ডেন্টাল ক্লিনিকের খ্যাতনামা বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আবদুল্লাহ খান এ ঘটনার কথা শুনিয়েছেন। তিনি আমাদের বলেন......

বহলুল: সাংঘাতিক ঘটনা! আমার হাসি তো এখনো বন্ধই হতে যাচ্ছে না। ওই আমার দাঁতে যে ব্যাথার ভাব ছিল তা মনে হয় এক মাসের জন্য চলে গেছে!

তাহলে স্বীকার করছেন বহলুল ভাই, অনুষ্ঠান ছেড়ে চলে গেলে হাসির এমন সুবর্ণ সুযোগ হেলায় হারাতেন। হ্যাঁ ডা. আবদুল্লাহ খান আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভবিষ্যতে আপনার কাছ থেকে মজার বা উল্লেখযোগ্য আরো অভিজ্ঞতা শোনার অপেক্ষায় রইলাম।  

বহলুল: এবারে নজর দেবো ফেসবুক গ্রুপের খবরে যে সব মন্তব্য হয়েছে সে দিকে।

তা আপনি দিতে পারেন তবে সময় নষ্ট হবে কারণ আমি একদম তৈরি হয়ে বসে আছি।

বহলুল: আগে বলবেন তো!‍ তাহলে আমি এতক্ষণ এতো কষ্টই করতাম না। যাক, ঠিক আছে, শুরু করুণ।

আইন হাতে তুলে নেয়ার অধিকার কারো নেই: গণপিটুনি প্রসঙ্গে ভারতের সুপ্রিম কোর্ট শীর্ষক খবরটি ১৭ জুলাই প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, গণপিটুনি ইস্যুতে ভারতের সুপ্রিম কোর্ট বলেছে,কোনো নাগরিকের আইন হাতে তুলে নেয়ার অধিকার নেই। গণপিটুনি প্রসঙ্গে এক আবেদনের শুনানিতে আদালত ওই মন্তব্য করেছে।

ফেসবুক গ্রুপে এ খবরে যে সব মন্তব্য হয়েছে তার মধ্য একটি তুলে ধরছি। বন্ধু জুলফিকার লিটন লিখেছেন, আইনটি ভারতে বিজেপির জন্য কি প্রযোজ্য?

বহলুল: শত প্রশ্নের এক প্রশ্ন! সময় হয়ত এর উত্তর এনে দেবে।

তাই তো, সময়ই সব প্রশ্নের জবাব দেয়। এদিকে পাকিস্তানের সঙ্গে যৌথভাবে সমরাস্ত্র নির্মাণে আগ্রহী ইরান শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ১৭ তারিখে। এ খবরে বলা হয়েছে, ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি ইসলামাবাদে পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হোসেইনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে পাকিস্তানের সঙ্গে যৌথভাবে প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণের আগ্রহ প্রকাশ করেন জেনারেল বাকেরি। ফেসবুকে গ্রুপে এ খবর সাড়া জাগিয়েছে।

বন্ধু মোহাম্মদ হযরত আলী বলেছেন, মুসলিমরা যদি মিলেমিশে যৌথভাবে অস্ত্র তৈরি করে তাহলে খরচ কমবে এবং বন্ধুত্ব আরো বেড়ে যাবে। খ্রিস্টান ইহুদীদের দরকার নেই নিজেরাই যৌথভাবে কার্যক্রম চালিয়ে যাও এটাই গোটা মুসলিম উম্মাহর প্রত্যাশা।

বহলুল: দারুণ বলেছেন। সাধারণ জনগণ এভাবেই ভাবছেন। মুশকিল হলো কিছু কিছু ক্ষমতালোভীদেরকে নিয়ে। 

যা বলেছেন একেবারে ঠিক এবং মানুষের মনের কথা বলেছেন।  এ নিয়ে আরো বলতে চাই...

বহলুল: না না আর কিছু নয়।  

আধা মিনিট বা এক মিনিট সময় দিন।

বহলুল: না তা আর সম্ভব নয়। ওই দেখুন প্রযোজক খানমে হোসেইনী বাইরে থেকে সময় শেষ হওয়ার ইংগিত দিচ্ছেন। আজকের মতো আসর শেষ।

হ্যাঁ শ্রোতা বন্ধুরা এবার বিদায়ের পালা। সবাই ভাল থাকবেন এ কামনা করে...#

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন  

ট্যাগ