অক্টোবর ২৯, ২০১৮ ২০:১৮ Asia/Dhaka

শুরুতেই যথারীতি একটি হাদিস। ইমাম রেজা (আ.) বলেছেন, ইবাদত কেবল বেশি বেশি নামায পড়া ও ব়োযা রাখা নয়। বরং ইবাদত হচ্ছে মহান আল্লাহর ব্যাপারে গভীর চিন্তা করা।

হাদিসের পর আসরের প্রথমেই যে ইমেইলটি হাতে নিলাম তা এসেছে ভারতের ছত্তিসগড় রাজ্যের দুর্গ জেলার কোঁকা শিবাজি নগর থেকে। সেখানকার জ্যাভিয়ার স্কুলের কাছাকাছি পরিবার বন্ধু এসডব্লিউ ক্লাব থেকে এটি পাঠিয়েছেন ভাই আনন্দ মোহন। ইমেইলে তিনি রেডিও তেহরানের শ্রবণমানও জানিয়েছেন। রেডিও তেহরানের পুরনো শ্রোতা ভাই আনন্দ মোহন ২৩ আগস্টের সান্ধ্য অধিবেশন সম্পর্কে জানিয়েছেন, খবর ও অন্যান্য  পরিবেশনা শুনলাম। রেডিও তেহরানের রিপোর্টগুলি  আমার  খুব ভালো  লাগে।  তবে  আজকাল  অনুষ্ঠান শুনতে  অসুবিধা হয়  রিসেপশন ঠিক না হলে  শোনার  মজা  হারিয়ে যায়। ওয়েবসাইটে  যে রিপোর্টগুলি দেওয়া থাকে তা খুব ভালো  তবে মাঝে মাঝে ওয়েবসাইটে অনুষ্ঠান  শুনতেও অসুবিধা হয়।

বহলুল: ছত্তিসগড় থেকেই ভাই আনন্দমোহন মাঝে মধ্যেই আমাদের চিঠি দেন। এটা না ভাবতেই ভাল লাগে। এমন চিঠি আসলে আমাদের আনন্দ অনেকগুণ বেড়ে যায়।

ঠিকই বলেছেন বহলুল ভাই। রেডিও তেহরান শুনতে সাময়িক অসুবিধার জন্য আমার দুঃখিত। এজন্য কেবল যন্ত্রকেই দায়ী করা যাবে না। আর ইন্টারনেটেও সব সময় ঠিক ভাবে শুনতে পান না। সে কথা আমাদের কষ্ট দিয়েছে। সংশ্লিষ্ট বিভাগকে আপনার অসুবিধার কথা জানিয়ে দিয়েছি। চিঠি দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আর হা ভাই ভবিষ্যতে আরো চিঠি দেবেন আশা করছি।

বহলুল: থামুন। থামুন। চিঠিতে হাত দেবেন না।  এই দেখুন,মানুষ না নানা রকম ভয় পায়। ইনজেকশন দেয়া থেকে শুরু করে অপারেশন পর্যন্ত নানা কিছু নিয়ে মানুষ ভয় পায়।

হ্যাঁ আজ এ ধরণের অভিজ্ঞতার কথা আমাদের শোনাবেন ডা. সাজিয়া সিফাত। আসুন তা হলে শুনি তার অভিজ্ঞতা.......

 

বহলুল: হোমিওপ্যাথি,আয়ুর্বেদীয় এসব চিকিৎসা ব্যবস্থাকে বিকল্প চিকিৎসা পদ্ধতি বলা হয়। তাই না এবং এতে কি বিনা অপারেশনের পিত্তপাথর বা গল ব্লাডারের স্টোন সরানো সম্ভব?

এতোক্ষণ বাংলাদেশের রাজধানী ঢাকার রাড্ডা এমসিএইচ- এফপি'র আলট্রাসনোগ্রাম বিশেষজ্ঞ ডা. সাজিয়া সিফাতের অভিজ্ঞতা শুনছিলেন। ধন্যবাদ ডা. সাজিয়া সিফাত, ভবিষ্যতে আপনার কাছ থেকে আমরা আরো অভিজ্ঞতা শুনবো।

তাহলে এবার রেডিও তেহরানের  ফেসবুক গ্রুপে দেয়া খবরে যে সব মন্তব্য হয়েছে সে দিকে নজর দেবো।

বহলুল: না আজ বোধহয় তা হবে না। ভুলে ওসব ফেলে রেখে এসেছি।

বহলুল ভাই, আপনি কি টেবিলের দিকে একবারও তাকান নি! দেখুন তো এ সব কাগজপত্র চিনতে পারেন কিনা?

বহলুল: আরে তাইতো দেখে যেন মনে হয় চিনি উহাদের! ভালো। খুব ভালো। তা হলে দ্রুত শুরু হোক। মানে আজ আবার একটি দাওয়াত আছে কিনা।

দাওয়াতের কথা পরে শুনবো। হ্যাঁ আমিই শুরু করছি। প্রতিবাদের ঝড়ে বাতিল হলো বিশ্বনবী (সা.)-কে নিয়ে কার্টুন প্রতিযোগিতা শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ৩১ আগস্ট। এ খবরে বলা হয়েছে, হল্যান্ডে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কার্টুন প্রতিযোগিতা বাতিল করা হয়েছে। মুসলিম বিশ্বের তীব্র প্রতিবাদের মুখে এ প্রতিযোগিতা বাতিলের ঘোষণা দেয়া হলো। চলতি বছরের শেষ দিকে হল্যান্ডে বিশ্বনবী  (সা.) এর ব্যঙ্গচিত্র প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে দেশটির মুসলিমবিদ্বেষী বর্ণবাদী সংসদ সদস্য গ্রিট উইল্ডারস ঘোষণা করেছিলেন।

ফেসবুকের গ্রুপে প্রকাশিত খবরে বেশিরভাগ পাঠক সন্তোষ প্রকাশ করে আলহামদুলিল্লাহ বলেছেন। অন্যদিকে ভাই শহিদুল ইসলাম লিখেছেন, কোনো কুলাঙ্গার যেন আমাদের ধর্ম নিয়ে ধৃষ্টতা দেখানোর সাহস না পায় সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে।

বহলুল: হ্যাঁ। সত্যিই বলেছেন। শান্তিপূর্ণভাবে বাঁচতে চাইলে সদা সজাগ এবং সচেতন থাকতে হয়।

গাজা অবরোধ ভাঙার অঙ্গীকার করল হামাস শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ৩০ আগস্ট। এ খবরে বলা হয়েছে, ফিলিস্তিনের গাজা উপত্যকার ওপর চাপিয়ে দেয়া ইহুদিবাদী ইসরাইলের অবরোধ ভাঙার অঙ্গীকার করেছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। হামাসের রাজনৈতিক শাখার নেতা ইয়াহিয়া সিনওয়ার বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের পক্ষ থেকে ক্ষুধা চাপিয়ে দেয়ার ঘটনা মেনে নেবে না হামাস।

ফেসবুকের এ খবরে অধিকাংশ মন্তব্য হামাসের পক্ষে গিয়েছে। হামাসের বক্তব্যকে সমর্থন করেছেন মন্তব্যকারী পাঠক বন্ধুরা। নাবিল আহমেদ ফারাহ লিখেছেন, হামাসের জন্য মন থেকে দোয়া রইল।

বহলুল: হামাস তথা স্বাধীনতা সংগ্রামী ফিলিস্তিনিদের জন্য দোয়া করছে গোটা দুনিয়ার মানুষ। ধন্যবাদ ভাইয়েরা। আজ আর কথা বাড়ানো যাবে না। আসরের সময় শেষ হয়ে এসেছে। #

 

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন 

ট্যাগ