নভেম্বর ১৯, ২০১৮ ১৯:০৬ Asia/Dhaka

প্রতি আসরের মতো আজও আলোচনা শুরু করবো একটি হাদিস শুনিয়ে। ইমাম রেজা (আ.) বলেছেন, যে ব্যক্তি চায় সবচেয়ে ধনী ও সম্পদশালী হতে তার উচিৎ মহান আল্লাহর কাছে যা আছে তাতে আস্থা রাখা।

সত্যিই, মহান আল্লাহর ওপর পরিপূর্ণ নির্ভরশীলতার মাধ্যমেই আমরা ইহকালীন ও পরকালীন জীবনে সুখী হতে পারি। যাই হোক, আজ আসর শুরু করব বাংলাদেশ থেকে ডাকযোগে আসা একটি চিঠি দিয়ে।

 

বহলুল: সত্যি বলতে কি অনেক দিন পর এমন চিঠি পেলাম। এ জন্য বেশ ভালো লাগছে।

বহলুল ভাই সত্যিই বলেছেন। ইমেইল এবং দ্রুত যোগাযোগের এ যুগে ডাকের মাধ্যমে আসা চিঠি পেয়ে সত্যিই ভাল লাগছে। হ্যাঁ বাংলাদেশের বগুড়া জেলার আলতাফনগর বড়চাপড়া গ্রাম থেকে এসেছে এ চিঠি। আর এটি পাঠিয়েছেন সেখানকার পিস রেডিও লিসেনার্স ক্লাবের সভাপতি ডা শাহীনুর আলম। চিঠিটা লেখা হয়েছে গত জুলাই মাসের ১৬ তারিখে। আর এটা আমাদের হাতে এসে পৌঁছেছে সম্প্রতি। ভাই শাহীনুর মজা করে লিখেছেন, হাতের লেখা খারাপ তাই কলম হাতে নেবার সাহস হয় না। এরপর প্রিয়জনের প্রচারিত খ্যাতনামা আলোকচিত্রী বাবাক তাফরেশির অভিজ্ঞতা শোনার কথা লিখেছেন।

ভাই শাহীনুর আলম লিখেছেন, অভিজ্ঞতা শুনে বেশ মজা পেলাম। জলহস্তীর ধাওয়া! হা! হা!! হা!!!

বহলুল: সে গল্পের কথা মনে হলে আমাদেরও হাসি পায়। তবে যিনি ধাওয়া খেয়েছেন তার জন্য কিন্তু ব্যাপারটা হাসির ছিল না।

ভাই শাহীনুর আলম তার পোস্টকার্ডে লেখা চিঠির শেষে লিখেছেন, এখন থেকে ইমেইলের পাশাপাশি চিঠি লিখবো। এরপর শুভেচ্ছা জানিয়ে চিঠির ইতি টেনেছেন।

ভাই শাহীনুর আলম, আপনার ইমেইল আমাদের প্রায় প্রতিটি প্রিয়জনের আসরে থাকছে। এরপরও আপনি কষ্ট করে পোস্টকার্ডে চিঠি পাঠিয়েছেন এবং এরকম চিঠি আরো পাঠানোর আশ্বাস দিয়েছেন। এমন চমৎকার আশ্বাস দেয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর ইমেইলের মতোই পোস্টকার্ডের এ চিঠিতেও আপনি অনুষ্ঠান সম্পর্কে মতামত জানিয়েছেন যা আমাদের অভিভূত করেছে।

বহলুল: অনুষ্ঠান সম্পর্কে মতামত মানেই হচ্ছে আপনি অনুষ্ঠান শুনেছেন। আর হ্যাঁ সত্যি কথাটি হচ্ছে, আপনার হাতের লেখা- লেখার হাতের মতোই সুন্দর! আচ্ছা,  জানেন তো অতিশয় শান্তশিষ্ট হওয়া মোটেও ভালো না।

কে বলে এমন কথা!

বহলুল: না। না। আমি এমন কথা মোটেও বলছি না। এ কথা বলেছেন বাংলাদেশের সাবেক পরিসংখ্যান বিশেষজ্ঞ জনাব সিরাজউদ্দিন আহমেদ।

 

ও আচ্ছা! তাই বলুন। তাহলে তো মজার কথাটি শুনতেই হয়। চলুন তার মুখেই শুনি মজার এ অভিজ্ঞতার কথা....

এতোক্ষণ বাংলাদেশের সাবেক পরিসংখ্যান বিষয়ক বিশেষজ্ঞ সিরাজউদ্দিন আহমেদের স্কুল জীবনের মজার অভিজ্ঞতা শুনছিলাম।

বহলুল: এ অভিজ্ঞতা থেকে বুঝলাম জীবনে সুন্দরভাবে বাঁচতে হলে অতিমাত্রায় নিরীহ হওয়া যাবে না।

হ্যাঁ অন্যের ক্ষতি করা যেমন মোটেও ঠিক নয়। তেমনি নিজের ক্ষতি হতে দেয়াও উচিত নয়। কারো ক্ষতি করবো না। কিন্তু নিজের স্বার্থ ঠিকভাবে বজায় রাখবো সে কথাই বোঝাতে চেয়েছিলেন সিরাজউদ্দিন আহমেদের শিক্ষক। অভিজ্ঞ এ শিক্ষকের কথা আজ আমাদের জন্যও সমানভাবে প্রযোজ্য। নিজেদের সন্তানদের ক্ষেত্রে এ শিক্ষা সবাই বাস্তবায়ন করার চেষ্টা করবো।

হ্যাঁ! পালানোর জন্য নেতানিয়াহুকে সাঁতার শিখতে বললেন ইরানি কমান্ডার শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ৫ অক্টোবর।

বহলুল: এক্কেবারে বিনা ঘোষণায় শুরু করে দিলেন। তা যাক যখন শুরু হলো তখন আর থামার দরকার নেই।

ঠিক আছে বহলুল ভাই। আমি চালিয়ে যাচ্ছি। এ খবরে বলা হয়েছে, ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ভূমধ্যসাগরে সাঁতার শেখার আহ্বান জানিয়েছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি'র ভারপ্রাপ্ত প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি।

ফেসবুকের গ্রুপে এ খবরে প্রতিনিধিত্বশীল মন্তব্য করেছেন আলী আসকারি হোসেইন। তিনি লিখেছেন, ঠিক বলেছেন,এবার বুঝিয়ে দেয়ার সময় এসেছে, বুঝিয়ে দিন সাথে আছে ইমাম মেহেদি।

বহলুল: ঠিকই বলেছেন ভাই। এ মন্তব্য সবারই ভালো লাগবে।

এদিকে উইঘুর মুসলমানদের ওপর নির্যাতন বন্ধ করুন: চীনকে ইউরোপীয় পার্লামেন্ট শিরোনামের খবরটি প্রকাশিত হয়েছে ৫ অক্টোবর। এ খবরে বলা হয়েছে, চীনের পশ্চিমাঞ্চলীয় শিনজিয়াং অঞ্চলের মুসলমানদের গণহারে গ্রেফতার ও নির্যাতনের নিন্দা জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট। ইউরোপীয় সংসদ সদস্যরা উইঘুর মুসলমানদের বিরুদ্ধে দমন অভিযান বন্ধ করার জন্যও বেইজিং সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

ফেসবুক গ্রুপে এ খবরে অনেকগুলো মন্তব্য হয়েছে। ভাই মাসুম প্রধান লিখেছেন, ইয়া আল্লাহ, আপনি সকল অসহায় মুসলমানকে অমুসলিম, কাফের, মোনাফেকদের হাত থেকে রক্ষা করুন। আমীন।  এদিকে ভাই মোস্তফা রাইয়ান লিখেছেন,বড়ই লজ্জা OIC কিছুই বলেনা কিন্তু ইউরোপীয় ইউনিয়ন এ ব্যাপারে বিবৃতি দেয়। এ অবস্থায় মুসলিম শাসকদের মরে যাওয়া উচিত।

বহলুল:পাঠক ভাইয়েরা সব সময় সত্য ঘটনা টের পেয়ে যান এবং তাদের মন্তব্যও একেবারে লাগসই হয়। সব মন্তব্যকারীদের ধন্যবাদ।  এদিকে কিন্তু আসরের সময়ে শেষ হয়ে এসেছে।

হ্যাঁ শ্রোতা বন্ধুরা এবার বিদায়ের পালা।  আপনারা সবাই চিঠি দেবেন, ইমেইল করবেন এবং ওয়েবসাইটের খবরে নিয়মিত মন্তব্য করবেন এ আহ্বান জানিয়ে ইসলামী গান শুনতে শুনতে আজ এখানেই প্রিয়জনের আসর থেকে বিদায় চাইছি।#

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন   

ট্যাগ