নভেম্বর ২৬, ২০১৮ ১৯:৫৬ Asia/Dhaka

ইমাম বাকির (আ.) বলেন: যে ব্যক্তির বাহ্যিক রূপ ও অবস্থা তার আত্মিক রূপ ও অবস্থার চেয়ে বেশি প্রাধান্য পাবে কিয়ামত দিবসে তার আমলগুলোর ওজন হালকা হবে। অর্থাৎ আত্মশুদ্ধি না করে লোক দেখানো নেক আমল বা ভালো কাজ কিয়ামতের দিন তেমন কোনো কাজে আসবে না।

জীবনকে শ্বাশত বাণীর ভিত্তিতে সুন্দর করে গড়ে তুলবো এ কামনার মধ্য দিয়ে হাতে তুলে নিচ্ছি আসরের প্রথম ইমেইল। ভারতের পশ্চিমবঙ্গ থেকে ইমেইলটি এসেছে। আর নদীয়া জেলার নবদ্বীপ থেকে এটি পাঠিয়েছেন রেডিও তেহরানের শ্রোতা ভাই অপূর্ব কুমার পাল। তিনি নিয়মিত রেডিও তেহরান শোনেন এ কথা উল্লেখ করে আরো বলেছেন, শ্রোতা হিসেবে তার নাম যেনো তালিকাভুক্ত করা হয়।

বহলুল: ভাই অপূর্ব কুমার পাল, আপনি নিয়মিত অনুষ্ঠান শুনেই আমাদের শ্রোতা তালিকায় অন্তর্ভুক্ত হয়ে রয়েছেন। নতুন করে তালিকায় নাম তোলার প্রয়োজন নেই, আমাদের এখানে সেরকম কোনো রেওয়াজও নেই। আপনি যে নিয়মিত রেডিও তেহরান শোনেন সে খবর আমাদের সবাইকে আনন্দ দিয়েছে।

জি ঠিকই বলেছেন আমরা সবাই খুশি হয়েছি। তো ভাই অপূর্ব আপনি ভবিষ্যতে আরো চিঠি দেবেন এবং সেসব চিঠিতে অনুষ্ঠান সম্পর্কেও মতামত জানাবেন বলে আশা রাখছি।

বহলুল: এরপরে হাতে তুলে নিচ্ছেন কি চিঠি নাকি ইমেইল?

না। এর পরে মোটেও চিঠি নয়। ইমেইলও নয়। এবারে কথা শুনবো। হ্যাঁ  রেডিও তেহরানের পুরনো এক শ্রোতা ভাই ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলা থেকে আমাদের সঙ্গে কথা বলেছেন। রেডিও তেহরান কি করে শোনা শুরু করেছেন নিজের পরিচয় তুলে ধরে সে কথাই আমাদের প্রথমে জানালেন তিনি। তা হলে আসুন শুনি তার বক্তব্য ..........

বহলুল: নব্বাইয়ের দশক থেকে রেডি তেহরান শুনছেন। বাহ! ভাই হাফিজুরের কথা শুনে বেশ ভাল লাগছে। আমরা আগে নিয়মিত আপনার চিঠি পেতাম এবং আপনি আমাদেরকে অসংখ্য চিঠি লিখেছেন। তো এবার বলুন কেন আপনি রেডিও তেহরান শুনছেন?

শুধু আপনার একার নয় অনেক শ্রোতা বন্ধুও হয়ত এমনটি ভাবছেন। হ্যাঁ হাফিজুর রহমান সে কথারও জবাব দিয়েছেন। তিনি বলেন.......

বহলুল: অনবদ্য। ভাই হাফিজ আপনার কথা বেশ মনদিয়ে শুনছিলাম। কথাগুলো খুবই ভালো লাগল। বহুকাল আপনার চিঠি পড়েই আনন্দ পেয়েছি। এবার কণ্ঠ শুনে আনন্দ ষোলকলায় পূর্ণ হলো।

পশ্চিমবঙ্গের বিশিষ্ট শিক্ষক ও শ্রোতা ভাই হাফিজুর রহমানের সঙ্গে রেডিও তেহরানের কথা শুনছিলেন এতোক্ষণ। আপনারাও এভাবে রেডিও তেহরানের সঙ্গে কথা বলতে পারেন। এ জন্য আপনাদেরকে শুধু টেলিফোন নম্বর দিতে হবে। কিংবা ইচ্ছা করলে ভয়েস মেইলও পাঠাতে পারেন।

তবে ভয়েস মেইল পাঠালে তা যদি আড়াই মিনিটের মধ্যে হয় তাহলে ভালো হয়। আড়াই মিনিটের চেয়ে বেশি হলে তার সবটুকু প্রচার করা আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে। আর ভাই হাফিজুর রহমান আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভবিষ্যতে আবার কথা বলার আশা রইল।

বহলুল: তা হলে এবারে আসছে ফেসবুক গ্রুপ, রেডিও তেহরানের অফিসিয়াল ফ্যান পেইজ এবং ওয়েবসাইটের খবরে যেসব মন্তব্য হয়েছে তা নিয়ে কথাবার্তা।

জ্বি ঠিকই বলেছেন। এই দেখুন আমি তৈরি হয়েই ছিলাম। হ্যাঁ এস-৩০০’র ৩ ব্যাটালিয়ন সেট পেয়েছে সিরিয়া- শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ৯ অক্টোবর। এ খবরে বলা হয়েছে, সিরিয়াকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এস-৩০০’র তিন ব্যাটালিয়ন সেট দিয়েছে রাশিয়া।  প্রতিটি ব্যাটালিয়নের জন্য আটটি করে লাঞ্চার রয়েছে এবং লাঞ্চারগুলো বিনামূল্যে দেয়া হয়েছে। রেডিও তেহরানের ফেসবুক গ্রুপে এ খবর বেশ আলোড়ন তুলেছে সে কথা সবাই বুঝতে পারবেন।

ভাই আজহার রুবেল লিখেছেন, অন্যায়ভাবে যেকোন আক্রমণকারীকে যেন পাল্টা আক্রমণ করতে পারে সেভাবে সু-গঠিত করা উচিত বা জানা দরকার। এদিকে ওয়েবসাইটে প্রকাশিত এ খবরে মন্তব্য করেছেন ভাই বেনিয়ামিন বিশ্বাস। তিনি লিখেছেন, এস-৩০০ ব্যবস্থা স্বল্প ও মধ্যমপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র,ক্রুজ ক্ষেপণাস্ত্র,ট্যাক্টিক্যাল এবং স্ট্রাটেজিক বিমানের বিরুদ্ধে কাজ করে। অন্যদিকে ভাই দোয়েন মান্নান ফেসবুক গ্রুপে লিখেছেন, সিরিয়ার জন্য শুভ কামনা রইল।

বহলুল: চমৎকার। অতিশয় চমৎকার সব মন্তব্য। মন-প্রাণ চাঙ্গা করে তোলে।

এদিকে গোলান মালভূমি কখনোই সিরিয়াকে ফেরত দেব না: বলেছেন নেতানিয়াহু শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ৯ অক্টোবর। এ খবরে বলা হয়েছে গোলান মালভূমি আর কখনোই সিরিয়াকে ফেরত দেয়া হবে না। এ কথা বলেছেন দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন,আন্তর্জাতিক সমাজের উচিৎ গোলান মালভূমিকে ইসরাইলের ভূখণ্ড হিসেবে ঘোষণা করা। ইহুদিবাদী ইসরাইল ১৯৬৭ সালে সিরিয়ার গোলান মালভূমি দখল করে নেয়। এরপর থেকে ওই এলাকাটি নিয়ন্ত্রণ করছে ইসরাইলি বাহিনী।

রেডিও তেহরানের ফেসবুক গ্রুপে এ খবরে অনেক মন্তব্য হয়েছে। ভাই মোঃ রাসেল চৌধুরী লিখেছেন ইসরাইল দখল করা প্রতিটি মুসলিমদের জন্য ফরজ। আর তপন খান লিখেছেন পুরো ইসরাইল দখল করে নেবে সিরিয়া ও তার মিত্র দেশ। সেদিন খুব একটা বেশী দূরে নয়।

বহলুল: এই দেখুন এমন সব মন্তব্যের পর হাসতে হাসতে বিদায় নিতে হবে। কারণ আসরের সময় শেষ হয়ে এসেছে।

জ্বি শ্রোতাবন্ধুরা আজকের আসরে যারা চিঠি লিখেছেন,ইমেইল করেছেন এবং এতোক্ষণ আমাদের সঙ্গ দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় চাইছি।#

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন   

ট্যাগ