ডিসেম্বর ১৭, ২০১৮ ১৮:২৭ Asia/Dhaka

ইমাম মুহাম্মাদ বাকের (আ.) বলেছেন, ঐ ব্যক্তির ব্যাপারে বিস্মিত হই যে রোগাক্রান্ত ও অসুস্থ হওয়ার ভয়ে খাদ্য গ্রহণের ব্যাপারে সতর্কতা অবলম্বন করে অথচ পরকালে দোজখের আগুনের ভয়ে পাপ থেকে নিজেকে রক্ষা করবে না।

মূল্যবান হাদিস শুনলাম। এবারে, আসরের শুরুতেই হাতে তুলে নিচ্ছি বাংলাদেশের একটি ইমেইল। আর এটি এসেছে গোপালগঞ্জের ঘোড়াদাইড় থেকে। আর এটি পাঠিয়েছেন রেডিও তেহরানের পুরনো শ্রোতা ভাই ফয়সাল আহমেদ শিপন। তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন নিখোঁজ জামাল খাশোগি যদি হত্যাকাণ্ডের শিকার হয়ে থাকে তাহলে যেই তার সাথে জড়িত থাকুক তাকে কঠোর শাস্তি পেতে হবে। কিন্তু সৌদি আরবের কাছ থেকে টাকার পাওয়ার পর ট্রাম্পের সুর পাল্টে গেছে।

বহলুল: দুঃখজনক একটি বিষয়ের অবতারণা করেছেন। এমন ন্যক্কার জনক ঘটনা বিশ্বের ইতিহাসে কমই আছে।

সত্যিই তাই। মার্কিনীদের মানবাধিকার যে টাকা দিয়ে কেনা যায় তাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন ভাই শিপন। আর হ্যাঁ চিঠিতে একটি চলমান চাঞ্চল্যকর বিষয় তুলে ধরার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

এরপর যে ইমেইল হাতে তুলে নিয়েছি তা এসেছে ভারত থেকে। পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের বাগালিয়া গ্রামের দক্ষিণ পাড়া থেকে এটি এসেছে। আর এটি পাঠিয়েছেন রেডিও তেহরানের পুরনো শ্রোতা ভাই গোলাম গউস। এ শ্রোতা ভাই লিখেছেন, তিনি প্রতিদিন রেডিও তেহরান শোনেন। এরপর তিনি অনুরোধ করেছেন, রেডিও তেহরানের শ্রোতাদের জন্য কুইজ প্রতিযোগিতা চালু করলে ভালো হয়।

বহলুল: আমারও মনে হয় এমনটা করা গেলে খুবই ভালো হতো।

বহলুল ভাই, শ্রোতাদের পক্ষে কথা বলবেন এটাই তো স্বাভাবিক। তবে আমাদেরও যে কিছু সমস্যা আছে তাও আপনি জানেন। এ সমস্যাগুলো কাটানোর চেষ্টা চলছে। সফল হলে আমরা অবশ্যই আবার আগের মতো কুইজের আয়োজন করব। আর হ্যাঁ চিঠি লেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই গোলাম গউস।

বহলুল: দেখুন নানা মজার ঘটনা ঘটে আমাদের জীবনে। আজও এ রকম ঘটনা শুনবো।

কে বলবেন? কোথা থেকে বলবেন?? আচ্ছা এ সব কথা না বললে কি চলে। সব কেমন জট পাঠিয়ে ফেলছেন। তা আমরাই কিছু বুঝতে পারছি না। শ্রোতাবন্ধুরা কি বুঝবেন।

বহলুল: ধীরে ধীরে এতো উতলা হওয়ার কারণ নেই। কথাটা শুনুন তা হলেই সব অন্ধকার ফরসা হয়ে যাবে। মানে সব প্রশ্নের সঠিক উত্তর যথাযথ ভাবে পাবেন। না আর বিলম্ব নয়....

বহলুল. বেশ মজার অভিজ্ঞতা তাই না?

সে আর বলতে! হ্যাঁ এতোক্ষণ বাংলাদেশের জয়পুরহাটের আন্তর্জাতিক রেডিও শ্রোতা ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুজ্জামান ইসলাম মাদুর অভিজ্ঞতা শুনছিলেন। ধন্যবাদ ভাই মাদু। ভবিষ্যতে আবারো কথা হবে।

বহলুল: না আর বিলম্ব নয়। এবারে ফেসবুক গ্রুপে, রেডিও তেহরানের ওয়েবসাইটের খবরে যে সব মন্তব্য হয়েছে সে দিকে নজর দিতে হবে।

হ্যাঁ সৌদি আরব ও আমেরিকা মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়াচ্ছে শীর্ষক খবরটি ২০ অক্টোবর প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন,সৌদি আরব এবং আমেরিকা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা ও উত্তেজনা ছড়িয়ে দিচ্ছে।

ফেসবুকের গ্রুপে এ খবরে যে সব মন্তব্য হয়েছে তার মধ্য শহীদুল ইসলাম লিখেছেন, কোনো সন্দেহ নেই! আর আব্দুস সালিম লিখেছেন নতুন কিছু নয়।

বহলুল: না আর কিছু বলার দরকার নেই। সব কথাই বলা হয়েছে দুই কথার মধ্য দিয়ে।

ঘুষের বিনিময়ে খাশোগি হত্যাকাণ্ড ধামাচাপা দিতে চান ট্রাম্প- শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ১৯ অক্টোবর। এ খবরে বলা হয়েছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ আহমাদ খাতামি বলেছেন,খাশোগি নিখোঁজের ঘটনা সৌদি শাসকগোষ্ঠীর ভিত্তিমূলে কাঁপন সৃষ্টি করেছে। কিন্তু আমেরিকা বিপুল অংকের অর্থের বিনিময়ে এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। রাজধানী তেহরানে জুমার নামাজের খুতবায় তিনি এ কথা বলেন।

ফেসবুকের গ্রুপে এ খবরে আবু ইউসুফ যে মন্তব্য করেছেন তাতে সবার মনের কথা ফুটে উঠেছে। তিনি লিখেছেন, সঠিক কথা।

বহলুল: সঠিক কথা। একটি বিষয় লক্ষ্য করেছেন! আজকাল পাঠক বন্ধুরা হিসেব করে অল্প কথায় মূল বক্তব্য তুলে আনেন। দুধ থেকে যেভাবে মাখন তোলা হয় সেভাবেই তারা এটি প্রকাশ করেন। চমৎকার।

এদিকে, কথা বলতে বলতে আজকের আসরের সময় শেষ হয়ে এসেছে।  শ্রোতা বন্ধুরা আপনারা যারা চিঠি লিখেছেন, ইমেইল পাঠিয়েছেন, রেডিও তেহরানের খবরে মন্তব্য করেছেন এবং এতক্ষণ ধৈর্য ধরে অনুষ্ঠান শুনেছেন তাদের সবাইকে আবারো ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি প্রিয়জনের আজকের আসর। #

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন

ট্যাগ