ফার্সি ভাষায় কারখ'নে کارخانه মানে কারখানা (১২৩তম পর্ব)
পাঠক! গত কয়েকটি আসরে ইস্ফাহান প্রদেশ বিশেষ করে ইস্ফাহান শহরের সাথে আপনারা মোটামুটি পরিচিত হয়েছেন। আজকের আসরে আমরা চেষ্টা করবো ইস্ফাহানের শিল্পসামগ্রীর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে।
ঐতিহাসিক এবং প্রাকৃতিক বহু সুন্দর সুন্দর নিদর্শন ছাড়াও চমৎকার শিল্পসামগ্রীর জন্যেও ইস্ফাহান বেশ পরিচিত। খনিজ এবং শিল্পক্ষেত্রে ছোট-বড়ো অনেক কল-কারখানা রয়েছে ইস্ফাহানে। এইসব কল-কারখানা ইস্ফাহান প্রদেশের অর্থনৈতিক সমৃদ্ধি এনে দিয়েছে। এসবের মধ্যে গুরুত্বপূর্ণ একটি কারখানা হলো লোহা গলানোর কারখানা। সাবেক সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় এবং ইরানের বিনিয়োগে ১৯৭৬ সালে এই কারখানাটি গড়ে ওঠে। ইস্ফাহানের লোহা গলানোর কারখানাটিতে শুরুর দিকে প্রায় ৫৫ হাজার টন উৎপাদিত হত,বর্তমানে এর উৎপাদনের পরিমান ২০ লক্ষ টনে পৌঁছেছে। মুহাম্মাদ এবং তার বন্ধু আজ এই কারখানাটি পরিদর্শনে যায় এবং মোবারাকে স্টিল কমপ্লেক্সের সাথেও তারা পরিচিত হয়। যাই হোক,আমরা সেই গল্পে যাবার আগে বরং আজকের আসরে ব্যবহৃত নতুন শব্দগুলো অর্থসহ জেনে নিই।
امروز - ما آشنا می کنیم - صنعت - استان - هنری - تاریخی - من فکر می کردم - با این حال - صنعتي - قطب صنعتی - کارخانه - بزرگ - مجتمع صنعتی - ذوب آهن - علاوه بر - آهن - محصول - محصولات - فولاد - ديگر - آن تولید می شود - هر سال - بیشتر از - بیش از - دو میلیون - پنج میلیون - تن - بزرگترین - فولاد مبارکه - جنوب غربی - آن واقع است - تولیدات - چه قدر ؟ - انواع - فلز - فلزي - آن تولید می کند .
আজ / আমরা পরিচয় করিয়ে দেবো / শিল্প / প্রদেশ / শৈল্পিক / ঐতিহাসিক / আমি ভাবতাম / এ অবস্থায় / শিল্প বিষয়ক / শিল্পাঞ্চল / কারখানা / বড়ো / শিল্প কমপ্লেক্স / লোহা গলানো / ছাড়া / লোহা / পণ্য / পণসামগ্রী / স্টিল / অন্য / তা উৎপাদিত হয় / প্রতি বছর / থেকে..বেশি / বেশি / দুই মিলিয়ন বা ২০ লাখ / পাঁচ মিলিয়ন বা ৫০ লাখ / টন / বৃহত্তম / মোবারাকে স্টিল / দক্ষিণ-পশ্চিমাঞ্চল / তা অবস্থিত / উৎপাদন সামগ্রী / কতো? / বিচিত্র / ধাতু / ধাতব / তা উৎপাদন করে ।

পাঠক ! নতুন শব্দগুলোর অর্থ জেনে নেওয়া গেল। এবারে চরুন মুহাম্মাদ এবং তাদের গাইডের মধ্যকার কথোপকথনগুলো শুনি। তবে প্রথমেই আপনাদের সুবিধার্থে বাংলায় একবার অনুবাদ করি দিচ্ছি।
راهنما - امروز شما را با صنعت استان اصفهان آشنا مي کنیم .محمد - فکر می کردم اصفهان فقط یک استان هنری و تاریخی است . راهنما - درست است . با این حال اين استان یک قطب صنعتی ایران نيز هست . محمد - پس امروز به يك کارخانه بزرگ صنعتي مي رويم ؟ راهنما - بله . اكنون با هم به کارخانه ذوب آهن اصفهان مي رويم . محمد - محصولات این كارخانه چيست ؟ راهنما - در اين كارخانه ، علاوه بر آهن ، فولاد و چند محصول دیگر نیز تولید می شود . اين كارخانه ، هر سال بیش از دو میلیون تن محصول دارد . محمد - اینجا بزرگترین مجتمع صنعتی ایران است ؟ راهنما - خیر . مجتمع فولاد مبارکه ، بزرگترین مجتمع صنعتی ایران است . محمد - مبارکه ؟ مجتمع فولاد مبارکه هم در استان اصفهان است ؟ راهنما - بله . مجتمع فولاد مبارکه در جنوب غربی شهر اصفهان واقع شده است . محمد - تولیدات کارخانه فولاد مبارکه چه قدر است ؟راهنما - کارخانه فولاد مبارکه ، هر سال بیش از ৫ میلیون تن انواع محصولات فولادی و فلزی دیگر را تولید می کند .
গাইডঃ আজ তোমাদেরকে ইস্ফাহান প্রদেশের শিল্পের সাথে পরিচয় করাবো। মুহাম্মাদ : আমি ভাবতাম ইস্ফাহান শুধু ঐতিহাসিক এবং শৈল্পিক একটা প্র্রদেশ।গাইড : তাতো বটেই। তবে তার পাশাপাশি ইস্ফাহান ইরানের একটা শিল্প এলাকাও।মুহাম্মাদ : তাহলে আমরা আজ বড়ো কোনো শিল্প-কারখানায় যাচ্ছি?গাইড : হ্যাঁ! আমরা এখন একসাথে ইস্ফাহানের লোহা গলানোর কারখানায় যাবো।মুহাম্মাদ : এই কারখানায় কী কী পণ্য উৎপাদিত হয়?গাইড : এই কারখানায় লোহা ছাড়াও ধাতব এবং আরো কিছু পণ্য উৎপাদিত হয়। এই কারখানায় প্রতি বছর ২০ লাখ টনেরও বেশি পণ্য উৎপাদিত হয়।মুহাম্মাদ : এটা কি ইরানের সবচেয়ে বড়ো শিল্প কমপ্লেক্স?গাইড : না। ইরানের সবচেয়ে বড়ো শিল্প কমপ্লেক্স হলো মোবারাকে স্টিল কমপ্লেক্স।মুহাম্মাদ : মোবারাকে? মোবারাকে স্টিল কমপ্লেক্সও কি ইস্ফাহান প্রদেশে অবস্থিত।গাইড : হ্যাঁ! মোবারাকে স্টিল কমপ্লেক্স ইস্ফাহানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত।মুহাম্মাদ : মোবারাকে স্টিল কারখানার উৎপা?নের পরিমান কতো?গাইড : মোবারাকে স্টিল কারখানায় প্রতি বছর ৫ মিলিয়ন অর্থাৎ ৫০ রাখেরও বেশি ধাতব ও স্টিল সামগ্রী উৎপাদিত হয়।
মুহাম্মাদ এবং তার সফরসঙ্গীরা কারখানা বিভিন্ন দিক ভালোভাবে পরিদর্শন করে। একজন প্রকৌশলী ইস্ফাহানের লোহা গলানোর কারখানা এবং মোবারাকে ধাতব শিল্প কারখানা সম্পর্কে ব্যাখ্যা দেন। তিনি বলেন এইসব কারখানার জন্যে প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী কেরমান এবং ইস্ফাহান প্রদেশ থেকে ট্রেনের সাহায্যে আসে। সেইসব সামগ্রী দিয়ে বিচিত্র ধাতব ও লৌহ পণ্য ছাড়াও আরো অনেক পণ্যসামগ্রী তৈরী হয়। এখানকার উৎপাদিত পণ্যগুলোর একটা অংশ বিদেশে রপ্তানী হয়। কারখানা দুটির নিজস্ব ব্যবস্থাপনায় দুটি এক্সারসাইজ ক্লাব বা শরীর চর্চা কেন্দ্র গড়ে তোলা হয়েছে। মুহাম্মাদ এবং তার সঙ্গীরা কারখানার পাশাপাশি সেইসব ক্লাবও দেখতে যায়। আগামীকাল তারা পাশ্ববর্তী নাতানয শহর সফরে যাবার কথা রয়েছে। পরবর্তী আসরে আমরা তা নিয়ে কথা বলার চেষ্টা করবো। আজ এ পর্যন্তই। যারা সঙ্গ দিলেন সবার প্রতি রইলো অনেক অনেক শুভেচ্ছা।#
পার্সটুডে/নাসির মাহমুদ/মো.আবুসাঈদ/ ২২
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন