ডিসেম্বর ২৪, ২০১৮ ১৯:১১ Asia/Dhaka

প্রতি আসরের মতো আজও আলোচনা শুরু করবো একটি হাদিস শুনিয়ে। ইমাম বাকির (আ.) বলেন: যে ব্যক্তি সদাচরণ ও নম্র স্বভাবের অধিকারী হবে সে কল্যাণ, সৌভাগ্য ও শান্তি প্রাপ্ত হবে। আর তার ইহলৌকিক ও পারলৌকিক জীবনে তার অবস্থা ভালো হবে। আর যে ব্যক্তি সদাচার ও নম্র স্বভাব অর্জন করা থেকে বঞ্চিত হবে তার জন্য তা হবে সকল অমঙ্গল ও বিপদের কারণ। তবে মহান আল্লাহ পাক যাকে রক্ষা করবেন কেবল সে ছাড়া।

মূল্যবান হাদিসের পর চিঠিপত্র ও ইমেইলের দিকে নজর দেই। হ্যাঁ, বাংলাদেশের ভোলা জেলা থেকে আসরের প্রথম ইমেইল পাঠিয়েছেন নিয়মিত শ্রোতা ভাই মোঃ জিল্লুর রহমান। তিনি লিখেছেন ২০/১০/২০১৮ তারিখ আপনাদের বিশ্বসংবাদ অনুষ্ঠানে শুনলাম,নিউইয়র্ক টাইমস পত্রিকার কলাম লেখক ও সাংবাদিক জামাল খাশোগির মৃত্যুর কথা শেষ পর্যন্ত সৌদিআরব স্বীকার করতে বাধ্য হয়েছে। কিন্তু ঘটনাটি ঝিকে মেরে বৌকে শিখানোর মতো মনে হচ্ছে। সকল সন্দেহের মুল খলনায়ক আলোচিত সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কিন্তু নিজেকে বাঁচানোর জন্য নতুন কূটকৌশল অবলম্বন করছেন। সৌদি গোয়েন্দা প্রধান ও সালমানের একজন ঘনিষ্ঠ সহযোগীকে বরখাস্ত ও ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। অথচ সংবাদ মাধ্যমের ভাষ্য এই হত্যাকাণ্ডের মুল চক্রান্তকারী মোহাম্মদ বিন সালমান।

তিনি আরো লিখেছেন, এদিকে আমার প্রশ্ন,হত্যাকারীরা লোমহর্ষক এই হত্যাকাণ্ডের পর জামাল খাশোগির মৃতদেহটি কিভাবে গায়েব করলো এবং এই হত্যাকাণ্ডের আদৌ কি কোন বিচার হবে? নাকি কূটনীতির জালে আটকা পড়বে?

বহলুল: একেবারে কোটি টাকার প্রশ্নটি আপনি করেছেন ভাই জিল্লুর রহমান।

এ প্রশ্নের জবাব পেতে আরো অপেক্ষা করতে হবে ভাই জিল্লুর রহমান। বিশ্বের মোড়ল দাবিদার আমেরিকার প্রেসিডেন্ট এ হত্যাকাণ্ডের দায় থেকে সৌদি যুবরাজকে বাঁচিয়ে দেয়ার সবরকম আয়োজন চূড়ান্ত করেছেন। তবে এ  হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সৌদি শাসকবর্গের চেহারার কুৎসিত এবং রক্তপিপাসু দিকটি কিন্তু সবার কাছে উন্মোচিত হয়ে গেছে। তো সুন্দর একটি চিঠি লেখার জন্য ভাই জিল্লুর রহমান আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

বহলুল: নানা বিচিত্র অভিজ্ঞতা আমাদের জীবনে ঘটে। এমনকি মিরাকাল বা অলৌকিক ঘটনাও ঘটেও। কয়েকদিন আগে ইরান সফরে এসে এমনি অভাবিত এক ঘটনার মুখে পড়েছিলেন একজন চিকিৎসক। আজ আমরা সে ঘটনা শুনবো।

এই দেখুন বহলুল ভাই আরেকটু খুলে না বললে কি চলে? এত অল্প কথায় বললে শ্রোতা বন্ধুরা যে গভীর পানিতে পড়বেন! হ্যাঁ আমি সে কথা বলে দিচ্ছি।  বাংলাদেশের খ্যাতনামা গাইনোকোলজিস্ট ডা. শামীমা আহমেদ সম্প্রতি তেহরান সফরে এসেছিলেন। তেহরানের অন্যতম বিখ্যাত হোটেল এস্তেগলালে তিনি অবস্থান করেন। হেলথ এজের এক সেমিনারে যোগ দিতে একটি টিম নিয়ে এসেছিলেন তিনি।  সে সময়ে তার একটি অনবদ্য অভিজ্ঞতা হয় তার। এবারে সে অভিজ্ঞতার কথা শুনবো। ......

বহলুল: সত্যিই এটাকে মিরাকেল বা অলৌকিক ঘটনা বলতে ইচ্ছে হচ্ছে।

হ্যাঁ তাই মনে হচ্ছে। এ ঘটনা শুনে সত্যিই ভাল লাগলো। প্রসঙ্গত বলে রাখি আমাদের সবার উচিত দৈনিক পবিত্র কুরআন নিয়মিত চর্চা করা। অর্থাৎ কুরআন তেলাওয়াত করা এবং তা মেনে চলার চেষ্টা করা। শুদ্ধ উচ্চারণে কুরআন পড়া জরুরি। যারা পারি না তারা শেখার চেষ্টা করি। কুরআন বুঝে পড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়।  যারা আরবি জানি না তাদের উচিত অন্তত অনুবাদটা সঙ্গে রাখা।

বহলুল: সত্যিই এটা একটা ভাল কথা বলেছেন। এ কাজ আমাদের সবার করা উচিত।.......

এবার তাহলে নজর দেবো...

বহলুল: সেই পুরনো কথা। রেডিও তেহরানের ওয়েবসাইট, ফেসবুকের গ্রুপের খবরে যে সব মন্তব্য হয়েছে সেদিকে।

ঠিক বলেছেন।  আমি শুরু করছি। হ্যাঁ আফগানিস্তান বিষয়ক শান্তি আলোচনায় প্রথম অংশ নিলো তালেবান শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ১০ নভেম্বর । এ খবরে বলা হয়েছে, রাশিয়ার রাজধানী মস্কোয় আফগানিস্তান বিষয়ক বহুপক্ষীয় শান্তি আলোচনায় অংশ নিয়েছেন তালেবান নেতারা। গত কয়েক দশক ধরে চলমান সংঘর্ষের ভেতর এই প্রথম তালেবান এ ধরনের কোনো আন্তর্জাতিক শান্তি আলোচনায় প্রতিনিধি পাঠাল।

রেডিও তেহরানের ফেসবুক গ্রুপে এ খবর বেশ আলোড়ন সৃষ্টি করেছে। এর মধ্য সৈয়দ ওবাইদুল হকের মন্তব্যের অংশ বিশেষ তুলে ধরলাম। মন্তব্যটি বড় হওয়া পুরোটা তুলে ধরা হলো না। এ পাঠক ভাই লিখেছেন, আমেরিকা নিজের হাত গুটিয়ে না নেয়া পর্যন্ত আফগানিস্তানে যে রক্তপাত বন্ধ হবে না সেটা ঠিকই বুঝতে পেরেছে মার্কিন সরকার।  কিন্তু উপায় বের করতে পারছে না।

বহলুল: ব্যস! আর কথার দরকার নেই। আর উপায় সেই যে নজরুল লিখে গেছেন, এ দেশ ছাড়বি কিনা বল/ নাইলে কিলের চোটে হাড় করিব জল! যাই হোক, ধন্যবাদ সবাইকে। আর হ্যাঁ এখন আর নতুন কোনো খবরের দিকে হাত বাড়ানো ঠিক হবে না।  কারণ আজ আর হাতে সময় নেই। এবারে বিদায় নিতে হবে।

বন্ধুরা এবার আসর গুটিয়ে নেয়ার পালা। সবাই নিয়মিত চিঠি লিখবেন, ইমেইল পাঠাবেন এবং রেডিও তেহরানের ফেসবুক গ্রুপে এবং ওয়েবসাইটের খবরে বেশি করে মন্তব্য করবেন এ আহ্বান জানিয়ে এখানেই বিদায় চাইছি।#

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন 

ট্যাগ