জানুয়ারি ০৭, ২০১৯ ১৭:৩২ Asia/Dhaka

ইমাম বাকির (আ.) বলেন: যে ব্যক্তির অন্তরে তার জন্য মহান আল্লাহ পাক কোন উপদেশদাতা বা নসিহতকারী স্থাপন করেননি অন্য মানুষের হিতোপদেশ তার কোন উপকারে আসে না।

আমরা সুপথ প্রদর্শক বাণী মেনে চলবো এবং নিজ নিজ জীবনে এ সব বাণীর শিক্ষা পুরোপুরি বাস্তবায়নের চেষ্টা করবো এ আশার মধ্য দিয়ে আসরের প্রথম ইমেইল হাতে তুলে নিচ্ছি। এটি এসেছে ভারত থেকে। রাজধানী নয়াদিল্লীর সিদ্ধার্থ এক্সটেনশন থেকে এটি পাঠিয়েছেন রেডিও তেহরানের পুরানো শ্রোতা ভাই জয়ন্ত চক্রবর্তী। ভারতে ২১ নভেম্বর ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে ইমেইলে সে কথা  উল্লেখ করেছেন। এ উপলক্ষে ভারতে যে সব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেগুলিরও উল্লেখ করেছেন তিনি। এ ছাড়া, শ্রোতা ভাই জয়ন্ত চক্রবর্তী রেডিও তেহরানের বন্ধুদের ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা জানিয়েছেন।

বহলুল: বাহ। আপনার শুভেচ্ছা আমারা দু'হাত বাড়িয়ে গ্রহণ করলাম। আমাদের শুভেচ্ছা আপনাকেও গ্রহণের অনুরোধ করছি।

ধন্যবাদ ভাই জয়ন্ত চক্রবর্তী। ভবিষ্যতে আরো চিঠি দেবেন এবং অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাবেন বলেও অনুরোধ করছি।

বহলুল: সম্প্রতি পশ্চিমবঙ্গের পুরনো শ্রোতা ভাই তপন বসাক তার সাক্ষাৎকারে একটি মজার কথা বলেছিলেন।

হ্যাঁ মনে পড়েছে,রেডিও তেহরানের মাধ্যমে তার সঙ্গে প্রথম আলাপ হয় রানা চ্যার্টাজির সঙ্গে এবং এরপর তাদের মধ্যে আজীবন বন্ধুত্ব হয়।

বহলুল: তাহলে রানা চ্যাটার্জির সঙ্গে আলাপ করলে কেমন হয়? তাতে রানা চ্যার্টাজির কথাও শোনা যেত!

বহলুল ভাই আপনার মনের কথা বেশিরভাগ সময়ই আমরা বুঝতে পারি। আর তাই  আগেভাগেই রানা চ্যাটার্জির সঙ্গে কথা বলেছি। ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার,বানেশ্বরের হাতীডোবা গ্রামের অধিবাসী তিনি। এ ছাড়া দিগন্ত প্রসারিত প্রসঙ্গের সম্পাদকও। রেডিও তেহরান কিভাবে শোনা শুরু করেছিলেন সে কথাই প্রথমে আমাদের বলেন তিনি.......

আচ্ছা এখন কিভাবে রেডিও শোনেন সে কথা কি তিনি বলেছেন?

বহলুল. অবশ্যই বলেছেন এ কথা বলতে যেয়ে রানা চ্যার্টাজি বলেন........

আচ্ছা রেডিও তেহরানের পুরনো শ্রোতা ভাই তপন বসাকের সঙ্গে কিভাবে আলাপ হয়েছিল সে কথাও আমাদের বলেন তিনি....

বহলুল: চমৎকার একটি অভিজ্ঞতা শোনা হলো।

হ্যাঁ এতোক্ষণ পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার,বানেশ্বরের হাতীডোবা গ্রামের রানা চ্যার্টাজির কথা শুনছিলেন। রেডিও তেহরানের পুরনো এই শ্রোতা ভাইয়ের সঙ্গে ভবিষ্যতে আরো কথা বলার আশা রইল। ধন্যবাদ ভাই রানা চ্যাটার্জি।

বহলুল: এবারে রেডিও তেহরানের ফেসবুকের গ্রুপে, ওয়েব পেইজের খবরে বন্ধুরা যে সব মন্তব্য করেছেন সে দিকে নজর দিতে হবে। হ্যাঁ...

না বহলুল ভাই। আপনি নন, এতক্ষণ প্রস্তুত হয়ে বসে আছি আমি। হ্যাঁ খাশোগি হত্যা: যুবরাজ জানলেও সৌদির পাশে থাকবে আমেরিকা শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ২১ নভেম্বর। এ খবরে বলা হয়েছে প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনা সম্পর্কে সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান যদি জেনেও থাকেন তাহলেও আমেরিকা শক্তভাবে রিয়াদের পাশে থাকবে।

বহলুল: হ নাচতে নেমে ঘোমটা দেয়ার মানে যেমন হয়না..

বহলুল ভাই, পাঠক বন্ধুদের বক্তব্য শোনার আগেই আপনি মন্তব্য করেছেন। তবে আপনার মন্তব্যটা ভালো লেগেছে। হ্যাঁ রেডিও তেহরানের ফেসবুক অফিসিয়াল পেইজে এ খবরে মন্তব্যের ঝড় বয়ে গেছে। ভাই ইকবাল হোসেন লিখেছেন,  ডোনাল্ড ট্রাম্পের বস্তাপচা কথা গুলো আর সহ্য হচ্ছেনা! এ ছাড়া, বন্ধু শাহিন তরফদার লিখেছেন, আমেরিকা কোন আইন মানে না। অন্যদিকে রেডিও তেহরানের ওয়েব সাইটে প্রকাশিত এ খবরে পাঠক ভাই জহির রায়হান লিখেছেন, আমেরিকার কোনো চরিত্র নেই।

বহলুল: জ্বি এ কথাকে ঘুরিয়ে বলা যায় মার্কিনীদের আছে ব্যাপক চরিত্রহীনতা!

এদিকে ইরানে মাইন-বিরোধী বিশেষ সামরিক যান উন্মোচন শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ২২ নভেম্বর। এ খবরে বলা হয়েছে ইরানে মাইন-বিরোধী নতুন ধরনের সামরিক যান (এমআরএপি) উন্মোচন করা হয়েছে। ইরানের সামরিক বিশেষজ্ঞরা নতুন এ সামরিক যানের নকশা প্রস্তুত ও নির্মাণ করেছেন। রেডিও তেহরানের ওয়েব সাইটে প্রকাশিত এ খবরে পাঠক ভাই আরিফ লিখেছেন, আলহামদুলিল্লাহ। আর আবদুল্লাহ আহমেদ লিখেছেন ইরানকে অভিনন্দন, দীর্ঘজীবী হোক ইরান। ফেসবুকের গ্রুপে এ খবরে যে সব মন্তব্য হয়েছে সেগুলোর বেশিরভাগের বক্তব্য একই রকম।

এদিকে ‘হামাসের লক্ষ্য ইহুদিবাদী ইসরাইলকে সম্পূর্ণ ধ্বংস করা’ শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ২২ নভেম্বর । এ খবরে বলা হয়েছে, ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র হাজিম কাসিম বলেছেন,ইহুদিবাদী ইসরাইলকে পুরোপুরি ধ্বংস করা তার সংগঠনের প্রধান লক্ষ্য।

রেডিও তেহরানের ফেসবুক গ্রুপে এ খবরে প্রতিনিধিত্বশীল মন্তব্য হিসেবে তুলে ধরছি আবদুল্লাহ আল মামুনের বক্তব্য। তিনি লিখেছেন, ইনশাল্লাহ।

বহলুল: এর মধ্য দিয়ে গোটা মুসলিম দুনিয়ার মনের কথা প্রকাশিত হয়েছে। এদিকে আসর শেষ হয়ে যাওয়ার সংকেত দিচ্ছেন আমাদের প্রযোজিকা খানুমে হোসেইনি।

না তা হলে আর কথা বলার অবকাশ নেই। শ্রোতা ভাই বোনেরা যে যেখানে আছেন ভাল থাকবেন, খবরে মন্তব্য করবেন, ইমেইল পাঠাবেন...

রেডিও তেহরানে প্রচারিত অনুষ্ঠান মালা নিয়ে আলোচনা-সমালোচনা করবেন এবং নিয়মিত প্রিয়জনের আসরের সঙ্গে যোগাযোগ রাখবেন এ কামনা করে আজ এখানেই বিদায় চাইছি।

কথা হবে আগামী আসরে।#

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন 

ট্যাগ