ফার্সি ভাষায় সাফার سفر মানে সফর (১২৬তম পর্ব)
পাঠক! সালাম ও শুভেচ্ছা নিন। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে মুহাম্মাদ এবং তার সঙ্গীরা ইস্ফাহান প্রদেশ সফরে গিয়ে সেখানকার ঐতিহাসিক এবং প্রাকৃতিক বহু নিদর্শন ঘুরে ফিরে দেখেছে।
মুহাম্মাদ এবং তার বন্ধু সাঈদ এবার চাচ্ছে ফার্স প্রদেশ সফরে যেতে। ফার্স প্রদেশটিও ইরানের একটি প্রাচীন প্রদেশ। এই প্রদেশের কেন্দ্রীয় শহর হলো শিরায। এই শহরটিতেও ভ্রমণকারীদের জন্যে সুন্দর সুন্দর বহু নিদর্শন রয়েছে। ইরানের জনবহুল শহরের সারিতে শিরাযের স্থান ষষ্ঠতম পর্যায়ে রয়েছে। শহরটি বেশ পুরোণো। শিরাযের নাম প্রথমবারের মতো ৪ হাজার বছর আগের একটি স্মৃতিফলকে পাওয়া গেছে। এই সনদটিই প্রমাণ করে যে শিরায কতো পুরোণো শহর। ইতিহাস পরিক্রমায় লক্ষ্য করা গেছে যে হাখামানেশীয় যুগে,সাফাভি এবং যান্দি যুগে শিরায একটি গুরুত্বপূর্ণ শহর ছিল। এখানে ইরানের গুরুত্বপূর্ণ শহরগুলোর অন্যতম শিরায। তো শহরটি পরিদর্শন করার আগে বরং আসরের নতুন শব্দগুলো অর্থসহ জেনে নেওয়ার চেষ্টা করি।
من شنيده ام - شما خواهيد رفت - سفر - اين بار - كجا - شما مي رويد - ما مي رويم - استان - اصفهان - فارس - شيراز - چيزهاي زيادي - من ياد گرفتم - زيباترين - شهر - پدر - اتفاقا" - الان - حتما" - خانه - تو مي داني - چه چيزي - شهرت - فقط - من مي دانم - آثار باستاني - زياد - شعر - گل - بلبل - معروف - اسم - لوح ِگلي - مربوط به - چهار هزار- سال - پيش - آن آمده ( است ) - قديمي تر - سلسله - هخامنشي - مهم - كجا - آن واقع شده است - جنوب - قرار دارد - آب و هوا - چگونه - گرم تر - تهران - ارديبهشت - بهترين - روز- روزها - آن دارد .
আমি শুনেছি / তুমি যাবে / সফর / এবার / কোথায় / তুমি যাবে / আমরা যাবো / প্রদেশ / ইরানের একটি প্রদেশের নাম / ইরানের একটি প্রদেশের নাম / ইরানের একটি শহরের নাম / অনেক কিছু / আমি শিখেছি / সুন্দরতম / শহর / পিতা / ঘটনাক্রমে / এখন / অবশ্যই / ঘর / তুমি জানো / কী জিনিস / খ্যাতি / মাত্র / আমি জানি / প্রাচীন নিদর্শন / অনেক / কবিতা / ফুল / বুলবুল পাখি / বিখ্যাত / নাম / স্মৃতিফলক / সম্পর্কিত / চার হাজার / বছর / আগে / তা এসেছে / প্রাচীনতরো / রাজবংশ / হাখামানেশী / গুরুত্বপূর্ণ / কোথায় / সংঘটিত হয়েছে / দক্ষিণ / অবস্থিত / আবহাওয়া / কীভাবে / উষ্ণতরো / তেহরান / ফার্সি মাসের নাম / সর্বোত্তম / দিন / দিনগুলো / আছে।
আজকের আসরের নতুন শব্দগুলো অর্থসহহ শুনলেন এতোক্ষণ। এবার চলুন মুহাম্মাদ এবং তার এক বন্ধু নাসেরের কাছে যাওয়া যাক। তারা শিরায সফর করা নিয়ে কথা বলছে। তো চলুন,ফার্সিতে কথোপকথনটি বাংলায় অনুবাদ করে দেওয়া যাক।
ناصر - شنيده ام با سعيد به سفر خواهيد رفت . اين بار به کجا مي رويد ؟ محمد - من از سفر به استان اصفهان ، چيزهاي زيادي درمورد ايران ياد گرفتم . اين بار به استان فارس مي رويم . ناصر - شيراز يکي از زيباترين شهرهاي ايران است . به خانه پدر رامين هم مي رويد؟ محمد - بله . اتفاقا" رامين الان در شيراز است . حتما" به خانه آنها مي رويم . ناصر - مي داني شيراز به چه چيزي شهرت دارد ؟ محمد - نه . فقط مي دانم آثار باستاني زيادي دارد . ناصر - شيراز به شهر شعر و گل و بلبل معروف است . اسم اين شهر در يک لوح ِگلي مربوط به چهار هزار سال ، پيش آمده است . محمد - پس شيراز قديمي تر از سلسله هخامنشي است . ناصر - بله . اما شيراز در زمان هخامنشيان شهر مهمي بوده است . محمد - استان فارس در كجاي ايران واقع شده است ؟ ناصر - استان فارس در جنوب ايران / و شيراز در جنوب اصفهان قرار دارد . محمد - آب و هواي اين استان چگونه است ؟ ناصر - آب و هواي شيراز از تهران و اصفهان گرم تر است . در ارديبهشت ، شيراز بهترين و زيباترين روزهاي سال را دارد .
নাসের : শুনেছি সাঈদের সাথে সফরে যাবে। এবার কোথায় যাচ্ছো?মুহাম্মাদ : আমি ইস্ফাহান সফরে গিয়ে ইরান সম্পর্কে অনেক কিছু জানলাম। এবার ফার্স প্রদেশে যাবো।নাসের : শিরায ইরানের সুন্দরতম শহরগুলোর একটি। রমিনের বাবার বাসায় যাবে?মুহাম্মাদ : হ্যাঁ। ঘটনাক্রমে রমিন এখন শিরাযে। অবশ্যই তাদের বাসায় যাবো।নাসের : জানো শিরায কী জন্যে বিখ্যাত?মুহাম্মাদ : না,কেবল জানি যে প্রাচীন নিদর্শনের জন্যে বিখ্যাত।নাসের : শিরায কবিতা,ফুল এবং বুলবুল পাখির জন্যে বিখ্যাত। এই শহরের নাম চার বছর আগের একটি স্মৃতি ফলকে পাওয়া গেছে।মুহাম্মাদ : তাহলে শিরায হাখেমানেশীয় রাজবংশ থেকেও পুরোণো।নাসের : হ্যাঁ। তবে শিরায হাখামানেশীয় যুগে গুরুত্বপূর্ণ একটি শহর ছিল।মুহাম্মাদ : ফার্স প্রদেশটি ইরানের কোন জায়গায় অবস্থিত?নাসের : ফার্স প্রদেশটি ইরানের দক্ষিণে আর শিরায ইস্ফাহানের দক্ষিণে অবস্থিত।মুহাম্মাদ : এ প্রদেশের আবহাওয়া কেমন?নাসের : শিরাযের আবহাওয়া তেহরান এবং ইস্ফাহানের চেয়ে বেশি গরম। শিরাযে বছরের সবচেয়ে সুন্দর ও উত্তম সময়টা হলো উর্দিবেহেশ্ত মাস অর্থাৎ এপ্রিলের মাঝামাঝি সময় থেকে মে'র মাঝামাঝি।
মুহাম্মাদ এবং নাসের ফার্স প্রদেশ নিয়ে পরস্পরে কথা বলে। ফার্স প্রদেশ এবং শিরায শহর শিল্প ,বিজ্ঞান এবং ঐতিহাসিক দিক থেকে গুরুত্বপূর্ণ একটি এলাকা হিসেবে পরিগণিত। বিশ্বজনীন কবি প্রতিভা সাদি এবং হাফেজ শিরাযেরই অধিবাসী। মুহাম্মাদ এবং তার বন্ধু সাঈদ ইরান ভ্রমণকারীদের সাথে আগামীকাল ফার্স প্রদেশে যাবে। তারা শিরাযের প্রাকৃতিক,সাংস্কৃতিক এবং ঐতিহাসিক স্থানগুলোসহ ফার্স প্রদেশের অন্যান্য দিকও ঘুরে দেখবে। পরবর্তীতে আমরা এইসব দর্শনীয় স্থানের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো।যেই পর্যটকই ইরান ভ্রমণে আসে প্রথমেই ফার্স প্রদেশ সফরে যায় এবং তাদের ভ্রমণের স্মৃতির উজ্জ্বল অংশটাই শিরায শহর এবং ফার্স প্রদেশকে ঘিরে আবর্তিত হয়। আপনারাও আশা করি সুযোগ পেলে ফার্স সফরে যেতে ভুলবেন না। খোদা নেগাহদর।#
পার্সটুডে/নাসির মাহমুদ/মো.আবুসাঈদ/ ৭
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন