জানুয়ারি ১৪, ২০১৯ ১৯:১৪ Asia/Dhaka

প্রতি আসরের মতো আজও আলোচনা শুরু করবো একটি হাদিস শুনিয়ে। ইমাম আলী ইবনে মুসা রেজা (আ.) বলেছেন, মহান আল্লাহর প্রতি ঈমান আনার পর আকল বা বুদ্ধিবৃত্তির সর্বোচ্চ চূড়া হচ্ছে মানুষের সঙ্গে বন্ধুত্ব এবং ভালো মন্দ নির্বিশেষে সবার সাথে সদাচরণ করা।

মূল্যবান হাদিস শুনলাম। তবে দেখুন মূল্যবান বাণী শুধু শুনলেই চলবে না বরং এ বাণী নিজেদের জীবনে বাস্তবায়নের চেষ্টা করতে হবে। এভাবে চেষ্টা অব্যহত রাখলে একদিন আমরা সঠিক পথে চলতে শুরু করবো। সবাই সে চেষ্টা করার প্রত্যয় জানিয়ে আসরের প্রথমেই হাতে তুলি নিচ্ছি ভারত থেকে আসা একটি ইমেইল। পশ্চিমবঙ্গের দুর্গাপুর থেকে এ মেইল পাঠিয়েছেন রেডিও তেহরানের পুরনো শ্রোতা ভাই শ্যামল কুমার ব্যানার্জি। তিনি ১৯ নভেম্বরের অনুষ্ঠান শুনে এ সম্পর্কে শ্রবণ প্রতিবেদনও জানিয়েছেন।

এ শ্রোতভাই লিখেছেন, অনেক দিন পর আজ রেডিও তেহরানের অনুষ্ঠান শুনলাম এবং প্রিয়জন খুব ভালো লাগল বিশেষত সাক্ষাৎকার । তবে রিসেপশনের মান ভালো ছিল না  যার জন্য অনুষ্ঠান পরিষ্কার শোনা যাচ্ছে না।  এ ব্যাপারে একটু টেকনিক্যাল টিমের সঙ্গে কথা বলে রিসেপশনের মান উন্নত করলে ভালো হবে।  চিঠির শেষে তিনি লেখেছেন, প্রিয়জনের শেষে যে গানটি শুনলাম তা ভালো লেগেছে।

বহলুল ভাই আজ কি কোনো গল্প শোনা হবে না?

বহলুল: কে বলল হবে না। অবশ্যই হবে। দারুণ এক গল্প শোনা হবে।  আর এটি শোনাবেন ঢাকার ক্যান্সার চিকিৎসক ডা. খাদিজা রহমান সোনিয়া। তাহলে চলুন শোনা যাক মজার সেই গল্প .............

বহলুল: শিপ মানে চুমুক দেয়াকে রোগী শুনেছেন চিপস! ভাগ্যিস এতে মারাত্মক কিছু ঘটেনি।

এতোক্ষণ ঢাকার ক্যান্সার চিকিৎসক ডা. খাদিজা রহমান সোনিয়ার অভিজ্ঞতা শুনছিলেন। শ্রোতাবন্ধুরা আপনার জীবনের এমন অভিজ্ঞতার কথাও আমাদের শোনাতে পারেন। আমরা আপনার অভিজ্ঞতা শোনার অপেক্ষায় রইলাম।

বহলুল: এবারে আগের মতই রেডিও তেহরানের ফেসবুক পেইজ এবং রেডিও তেহরানের ওয়েবসাইটের খবরে যে সব মন্তব্য হয়েছে সে দিকে নজর দেয়া হবে। তাই না?

হ্যা ঠিকই ধরেছেন। ইরানে চালু হলো ক্যান্সারের ওষুধের সর্ববৃহৎ কারখানা শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ২৭ নভেম্বর। এতে বলা হয়েছে,  ইসলামি প্রজাতন্ত্র ইরানে ক্যান্সারের ওষুধ তৈরির সর্ববৃহৎ কারখানার উৎপাদন শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যে ক্যান্সারের ওষুধের সবচেয়ে বড় কারখানা এটি। কারখানাটি রাজধানী তেহরানের অদূরে কারাজ শহরে অবস্থিত। ফেসবুক গ্রুপে এ খবরে বেশিরভাগ মন্তব্যকারী মাশাআল্লাহ বলেছেন। অন্যদিকে আরেক মন্তব্যকারী ভাই আবু বকর মিয়া লিখেছেন, আল্লাহ সাহায্য করবে।

বহলুল: আল্লাহ যখন সহায়তা করবে তখন আর চিন্তা কি! হ্যাঁ দুনিয়ার মানুষ ইরানকে সঠিকভাবেই চিনতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।

পাকিস্তান অন্যের হয়ে আর যুদ্ধ করবে না: বলেছেন ইমরান খান-  শীর্ষক খবরটিও প্রকাশিত হয়েছে ২৭ নভেম্বর। এ খবরে বলা হয়েছে পাকিস্তান আর নিজের ভূখণ্ডের মধ্যে অন্যের হয়ে চাপিয়ে দেয়া যুদ্ধ করবে না। ২০০১ সালে আফগান যুদ্ধের সময় মার্কিন চাপের মুখে কথিত সন্ত্রাসবাদ-বিরোধী যুদ্ধে জড়িয়ে পড়েছিল পাকিস্তান।  ইমরান খান মূলত সেদিকেই ইঙ্গিত করেছেন।

ফেসবুক গ্রুপে এ খবরে অনেক মন্তব্য হয়েছে তবে এর মধ্যে পাঠক ভাই মোহাম্মাদ আলমগীর হোসেন যে মন্তব্য করেছেন তা প্রতিনিধত্বশীল হয়ে উঠেছে। তিনি লিখেছেন, সঠিক ভাবনার জন্য ধন্যবাদ।

বহলুল: একই সঙ্গে পাঠক বন্ধুদেরও ধন্যবাদ। মানে এক্কেবারে হক কথা কওয়ার জন্য ধন্যবাদ আরকি!

এদিকে কাতারের ওপর অবরোধ বহাল রাখবে সৌদি আরব ও মিশর শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ২৮ নভেম্বর। এ খবরে বলা হয়েছে, সৌদি আরব ও মিশর যৌথভাবে ঘোষণা করেছে যে, কাতারের ওপর তারা সর্বাত্মক অবরোধ বহাল রাখবে। কাতারের সঙ্গে টানাপড়েন সৃষ্টির পর ২০১৭ সালের জুন মাসে সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন এ অবরোধ আরোপ করেছিল।

ফেসবুক গ্রুপে ঝড় তোলা এ খবরে পাঠক ভাই মুহাম্মদ কাজী হাছিবের মন্তব্য কারো নজর এড়াতে পারবে না। তিনি লিখেছেন, সৌদি আরব ও মিশর- এই দুই জনের মধ্যে একজন আবু জাহেল অন্যজন ফেরাউন! অন্যদিকে নুর আলম দফতরি এ খবরে লিখেছেন এরা হলেন মুসলিম বিশ্বের কলঙ্ক।

বহলুল: বলে কি! উহাদের মুখ এবং মুখোস দুইটা ধরেই টান পড়েছে। একেই বলে পাটকেল খাওয়া। আর পাটকেলেরও যা সাইজ।

বহলুল ভাই যা বলেছেন একদম লা জবাব। এদিকে, আলেপ্পোয় রাসায়নিক হামলার বিরুদ্ধে ব্যবস্থা নিন: নিরাপত্তা পরিষদকে সিরিয়া শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ২৫ নভেম্বর। এ খবরে বলা হয়েছে সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরে সম্প্রতি বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীরা যে রাসায়নিক গ্যাস হামলা চালিয়েছে তার নিন্দা করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

ফেসবুকের গ্রুপে এ খবরে প্রতিনিধিত্বশীল মন্তব্যটি করেছেন পাঠক নাদিম মোস্তফা। তিনি লিখেছেন, সিরিয়ায় সন্ত্রাসীদের অস্ত্র দেয়ার দায়ে ব্রিটেন এবং ফ্রান্সে জাতিসংঘের সামরিকভাবে হস্তক্ষেপ করা উচিত।  

বহলুল: পাঠক বন্ধুদের মুখ থেকে পুরাই হক কথাই বের হয়ে এসেছে। এদিকে কিন্তু আসরের সময় ফুরিয়ে এসেছে।

হ্যা শ্রোতা ভাইবোনেরা আসরের সময় ফুরিয়ে আসায় আজ এখানেই ঝাঁপি বন্ধ করতে হচ্ছে। সবার সুন্দর জীবন কামনা করছি।#

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন    

ট্যাগ