জানুয়ারি ২৮, ২০১৯ ১৭:১৭ Asia/Dhaka

শুরুতেই যথারীতি একটি হাদিস। ইমাম আলী ইবনে মূসা রেজা (আ.) বলেছেন, যে ব্যক্তি নিজের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য নেতা হতে চায় সে ধ্বংস ও অধঃপতিত হয়। কারণ,নেতৃত্ব কেবল নেতৃত্বের যোগ্য ব্যক্তির জন্য মানানসই এবং এটা কেবল তার জন্যই শোভা পায়।

মূল্যবান বাণী শুনলাম। আসরের প্রথম চিঠি এসেছে  ভারত থেকে। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুপী গ্রামের ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাব থেকে এটি পাঠিয়েছেন আমাদের বহু পুরনো শ্রোতা ভাই মহ: হাফিজুর রহমান। তিনি লিখেছেন, আমি নিয়মিত রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান শুনি এবং ওয়েব সাইট ভিজিট করি। রেডিও তেহরান থেকে প্রচারিত তরতাজা ও বস্তুনিষ্ঠ বিশ্ব সংবাদ আমার খুব ভালো লাগে।

এরপর এ শ্রোতা ভাই সমসাময়িক প্রসঙ্গ তুলে ধরে আরও লিখেছেন,বর্তমানে মার্কিন প্রশাসনসহ বিশ্বের বেশ কিছু ইসলাম বিরোধী রাষ্ট্র মুসলিম বিদ্বেষী হিংসা ছড়ানোর জন্য একটার পর একটা সুপরিকল্পিত ও সাজানো ঘটনা ঘটিয়ে চলেছে। পুরোটাই অভিনয়। এই সব মুখোশধারীর মুখোশ যে কবে আর কিভাবে খুলবে তা আল্লাহই ভালো জানেন। মুসলিম বিদ্বেষী এই সব ঘটনার তীব্র প্রতিবাদ গড়ে তুলতে হবে। আর তার জন্য ইরান ও রেডিও তেহরান আমাদের অনুপ্রেরণা।

বহলুল: চমৎকার বলেছেন ভাই। সত্যিই ভাই এ কথার পর আর আমাদের বলার কিছু থাকে না। আর হ্যা ভবিষ্যতে আরও চিঠি দেবেন আশা করছি।

রেডিও তেহরানের অনুষ্ঠান নিয়েও ভবিষ্যতে মন্তব্য করবেন বলে আশা করছি ভাই মহ: হাফিজুর রহমান। চিঠির জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

বহলুল: মানুষ নানা প্রতিকুল পরিবেশের সঙ্গে যুদ্ধ করে টিকে থাকে...

বুঝেছি আপনি রানা চ্যার্টাজির অভিজ্ঞতার আলোকে আজ এ কথা বলছেন। আপনি যে আজ এ অসাধারণ অভিজ্ঞতা আমাদের শোনাবেন তা আগেই বুঝতে পেরেছিলাম।

হ্যা আমিও বুঝতে পেরেছিলাম। তাহলে আসুন এবারে ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার, বানেশ্বরের হাতীডোবা গ্রামের অধিবাসী রানা চ্যার্টাজির অভিজ্ঞতা শুনি। .........

বহলুল: বাপরে! তারপর কি করলেন আপনারা?

তা আপনাদের এতো পানি ভেঙে আসার কথা কি কেউ চট করে বিশ্বাস করেছিলেন রানা চক্রবর্তী? ......

বহলুল: বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা--. বিপদে আমি না যেন করি ভয়- হ্যাঁ নির্ভয় চিত্ত থাকায় এমন বিপদ পাড়ি দেয়া সম্ভব হয়েছে।

বন্ধুরা, পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার হাতীডোবা গ্রামের অধিবাসী রানা চ্যার্টাজির অভিজ্ঞতা শুনছিলেন এতক্ষণ। ……

বহলুল: তাহলে এবারে আরেক গল্প বা কাহিনী শোনা যাক।

বারে এ কেমন কথা! রেডিও তেহরানের অফিসিয়াল ফেসবুক পেইজ এবং ওয়েব সাইটের খবরে যে সব মন্তব্য হয়েছে সে দিকে নজর দেয়ার জন্য আমরা তৈরি হয়ে বসে আছি! আর আপনি বলছেন তার উল্টো কথা। নাহ, এক আসরে দুই গল্প শোনা যাবে না। আপনার কাহিনী আমরা পরের আসরে শুনব।

তাহলে আমিই শুরু করছি খবর। হ্যাঁ আমেরিকার কারণে ইয়েমেনে মানবিক বিপর্যয় নেমে এসেছে- শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ১০ ডিসেম্বর। এ খবরে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, ইয়েমেনে চলমান মানবিক বিপর্যয়ের পেছনে আমেরিকার হাত রয়েছে। কারণ তারাই ইয়েমেনের ওপর আগ্রাসী শক্তিকে অস্ত্র ও অর্থনৈতিক সমর্থন দিয়ে আসছে। আমেরিকার এ ভূমিকার কারণে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের অবস্থা বেশি খারাপ হয়েছে।

রেডিও তেহরানের অফিসিয়াল ফেসবুক পেইজে এ খবর নিয়ে বেশ আলোড়ন তৈরি হয়েছে। আমেরিকার কারণেই পৃথিবীতে এত অশান্তি বিরাজ করছে বলে মন্তব্য করেছেন পাঠক বন্ধু মোহাম্মদ তোফাজ্জল হোসেন তপন। অন্যদিকে বন্ধু আলী আকবর এক কথায় বলেছেন, ঠিক।

বহলুল: আমিও সুর মিলিয়ে বলছি ঠিক একদম ঠিক।

এদিকে সৌদি রাজার আমন্ত্রণ রাখলেন না কাতারের আমির- শিরোনামের খবরটি প্রকাশিত হয়েছে ৯ ডিসেম্বর। এ খবরে বলা হয়েছে, সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠেয় উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসির শীর্ষ সম্মেলনে অংশ নেবেন না কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। রেডিও তেহরানের পাঠক বন্ধুরা এ খবরে যে প্রতিক্রিয়া জানিয়েছেন তা ফুটে উঠেছে বন্ধু শাহ মজিবুর রহমানের বক্তব্যে। তিনি লিখেছেন, ধন্যবাদ কাতারের আমিরকে। ঠিক কাজটিই করেছেন।

বহলুল: সৌদি আরব চেষ্টা করে পচা মাছ আর ঢেকে রাখতে পারছে না।

এই দেখুন আপনার কথার জের ধরেই পরের খবরের শিরোনাম পড়ছি। ৯ ডিসেম্বর প্রকাশিত এ খবরে শিরোনাম হলো- খাশোগি হত্যার দায় সৌদি সরকারের: নিকি হ্যালির স্বীকারোক্তি। খবরটিতে বলা হয়েছে, জাতিসংঘে আমেরিকার পদত্যাগকারী প্রতিনিধি নিকি হ্যালি শেষ পর্যন্ত স্বীকার করেছেন,সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের দায় সৌদি সরকারের ওপর বর্তায়।

বহলুল: না তা হলে আমি ভুল বলছি, পচা মাছ নয় বরং রক্ত মাখা হাত হবে।

তার আগে পাঠক বন্ধুরা কি বলেছেন সে দিকে নজর দেই বহলুল ভাই।  হ্যা বন্ধু আবুল বাশার লিখেছেন, ১০০ ভাগ সত্যি কথা। খাশোগি হত্যায় সৌদি যুবরাজের ভূমিকার কথা ধামাচাপা দিতে চায় মাথামোটার ট্রাম্প।

মন্তব্যকারী সব বন্ধুকে ধন্যবাদ। এদিকে আসরের সময় ফুরিয়ে এসেছে। যারা চিঠি লিখেছেন, ইমেইল পাঠিয়েছে এবং মন্তব্য করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।  আগামী দিনগুলো সবার সুন্দর হয়ে উঠুক এ কামনার মধ্য  দিয়ে প্রিয়জনের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি।#

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন    

ট্যাগ