মার্চ ০৪, ২০১৯ ১৬:৪৮ Asia/Dhaka

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন: আমার উম্মত যতদিন পরস্পরের সঙ্গে বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকবে,নামাজ কায়েম করবে,যাকাত দেবে এবং আন্তরিকতার সঙ্গে অতিথির সেবা করবে ততদিন তারা কল্যাণের মধ্যে থাকবে এবং কোনো দুঃখ-দুর্দশা তাদের স্পর্শ করবে না।

আসরের প্রথমেই হাতে তুলে নিচ্ছি ভারত থেকে আসা একটি চিঠি। ছত্তিসগড়ের দুর্গ জেলার জ্যাভিয়ার স্কুলের কাছে অবস্থিত পরিবার বন্ধু এসডব্লিউএল ক্লাব থেকে এসেছে এটি। আর এ ইমেইল পাঠিয়েছেন  রেডিও তেহরানের পুরনো শ্রোতা ভাই আনন্দ মোহন। তিনি লিখেছেন, রেডিও তেহরান থেকে প্রচারিত কোরান তেলাওয়াত  এবং  বাংলা  তর্জমা শুনলাম। এ ছাড়া, রেডিও তেহরানের  বিশ্ব সংবাদ ও দৃষ্টিপাত  আমার খুব প্রিয় অনুষ্ঠান। তবে আমার অভিযোগ রেডিও তেহরানের শ্রবণ মান নিয়ে।  

বহলুল: শর্ট ওয়েবের শ্রবণ মান সব সময় একই রকম থাকে না। ওঠা-নামা হতে পারে।

এ অসুবিধা কাটানোর জন্য ইন্টারনেটে অনুষ্ঠান শোনা যেতে পারে। তা যাই হোক ইমেইল করা এবং অনুষ্ঠানের শ্রবণ মান পাঠানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আনন্দ মোহন। ভবিষ্যতে আরও চিঠি দেবেন এই আশা রাখছি।

বহলুল: এই দেখুন এর আগে আমি বলেছিলাম রেডিও শুনুন বন্ধু বানান।  আজও এমনি এক গল্প শুনবো।

হ্যাঁ, রেডিও শোনার মাধ্যমে বন্ধু বানানোর গল্প আজ শোনাবেন পশ্চিমবঙ্গের কোলকাতার বেহালার শ্রোতা ভাই  প্রিয়নজিৎ কুমার ঘোষাল। নিয়মিত রেডিও শোনার মাধ্যমে তিনি বন্ধু খুঁজে পেয়েছেন। এ সম্পর্কে তিনি আমাদের বলেন,…

আচ্ছা রেডিও মাধ্যমে যে সব বন্ধুর পরিচয় হয়েছিল তাদের নাম কি বলতে পারবেন? ......

বহলুল: প্রিয়নজিৎ কুমার ঘোষালের কথার ওপর ভিত্তি করে আবারও বলছি, রেডিও শুনুন চিরদিনের বন্ধু তৈরি করুন!

হ্যাঁ এ কথা অস্বীকার করার উপায় নেই। এতোক্ষণ কোলকাতার বেহালার পুরনো শ্রোতা ভাই প্রিয়নজিৎ কুমার ঘোষালের কথা শুনছিলেন। ধন্যবাদ ভাই প্রিয়নজিৎ। আর হ্যাঁ শ্রোতাবন্ধুরা আপনি আপনার কথাও শোনাতে পারেন। আমার আপনার কথা শোনার অপেক্ষায় রইলাম।

এবারে হাতে তুলে নেব রেডিও তেহরানের অফিসিয়াল ফেসবুক গ্রুপ এবং ওয়েবসাইটের খবরে পাঠক বন্ধুরা যে সব মন্তব্য করেছেন সেদিকে। অভিনেতা নাসিরুদ্দিন শাহকে পাকিস্তানে চলে যেতে বললেন বিজেপি বিধায়ক- শিরোনামের খবরটি প্রকাশিত হয়েছে ২৬ ডিসেম্বর। এ খবরে বলা হয়েছে, ভারতের বলিউডের বিশিষ্ট অভিনেতা নাসিরুদ্দিন শাহকে পাকিস্তানে চলে যাওয়ার ‘পরামর্শ’ দিয়েছেন উত্তর প্রদেশের বিজেপি বিধায়ক সুরিন্দর সিং। তার ওই মন্তব্য গণমাধ্যমে প্রকাশ্যে এসেছে।

এদিকে এ খবরে ফেসবুকের পাঠক ভাই তপন খানের বক্তব্য তুলে ধরছি। তিনি লিখেছেন,  বিজেপি-র পায়ের নিচ থেকে আস্তে আস্তে মাটি সরে যাচ্ছে,এই জন্য পাগলের প্রলাপ বকা শুরু হয়েছে,কিছুদিন পরে এদিক ওদিক ঘুরে বেড়াবে গরু হারানো রাখালের মতো!

বহলুল: এ মন্তব্যকে কথার কথা বলার উপায় নেই। তবে আরেকটু ধৈর্য ধরে দেখতে হবে ভবিষ্যত কি বলে।

এদিকে, মার্কিন জাহাজকে কখনো ইরানি পানিসীমায় ঢুকতে দেব না শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ২৫ ডিসেম্বর। এ খবরে বলা হয়েছে, ইরানের সামরিক বাহিনীর উপ প্রধান সমন্বয়ক রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যারি বলেছেন,তার দেশ কখনো মার্কিন জাহাজকে ইরানি পানিসীমায় ঢোকার অনুমতি দেবে না। তিনি জোর দিয়ে বলেন,আমেরিকার যেকোনো তৎপরতার জবাব দিতে প্রস্তুত রয়েছে ইরানের বাহিনী।

বহলুল: ফেসবুক গ্রুপে এ খবরে মন্তব্যের ঝড় বয়ে গেছে। তার সবগুলোই প্রচার করা উচিত।

সত্যি সম্ভব হতো তাহলে খুশি হতাম। সময়ের টানাটানিতে তা সম্ভব হবে না। বরং এমন একটা মন্তব্য তুলে ধরছি যা সবার ভালো লাগবে। পাঠক বন্ধু শাহ মজিবর রহমান লিখেছেন, সত্যিকার মুসলমান কোন কাফের-মুশরিকের কাছে মাথানত করে না।

বহলুল: দারুণ। দারুণ। এদিকে আসরের সময় শেষ হয়ে এসেছে।

হ্যাঁ শ্রোতাবন্ধুরা দেখতে দেখতে বিদায়ের সময় এসে গেছে। এতোক্ষণ প্রিয়জনের আসরে যারা আমাদের সঙ্গ দিয়েছেন, যারা চিঠি লিখেছেন, খবরে মন্তব্য করেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং আবারো শুভেচ্ছা জানিয়ে এখানেই বিদায় চাইছি।#

ট্যাগ