এপ্রিল ১১, ২০১৯ ১৫:০৩ Asia/Dhaka

বিশ্বনবী হযরত মুহাম্মাদ মুস্তফা (সা.) বলেছেন, যদি কেউ দুনিয়াবি চিন্তা ছাড়া দুই রাকাত নামাজ আদায় করতে পারে তাহলে মহান আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেন।

মূল্যবান হাদিসের পর আসরের প্রথমেই হাতে নিয়েছি ভারত থেকে আসা একটি চিঠি। ছত্তিসগড় রাজ্যের দুর্গ জেলার জ্যাভিয়ার স্কুলের কাছে পরিবার বন্ধু এসডব্লিউএল ক্লাব থেকে এটি পাঠিয়েছেন রেডিও তেহরানের পুরনো শ্রোতা ভাই  আনন্দ মোহন বাইন। তিনি লিখেছেন, রেডিও তেহরানের অনুষ্ঠান নিয়মিত শুনে থাকি। প্রায় ৪০ বছর ধরে বিভিন্ন  রেডিও অনুষ্ঠান শুনে আসছি।  অনুষ্ঠানের মাধ্যমে অনেক কিছু নতুন জানতে পারি, পত্র লিখি এবং  উত্তর ও পাই। শ্রোতারা  সব সময়  অনুষ্ঠানের ভালো মন্দ তুলে ধরেন। শ্রোতারা সব সময় চায়. শ্রোতা  সম্মেলন হোক।  হলে মনের কথা খুলে বলতে পারে তারা।  তবে তা সব সময় সম্ভব হয়ে ওঠে না।

বহলুল: জ্বি কথাটা একদম ঠিক। ইচ্ছা থাকলেও এ রকম সব সময় হয় না। সেই যে কথায় বলে, মনে হয় করি করি হয় হয় হয় না। এখন যদি...

আমাদেরও শ্রোতা সম্মেলন করার ইচ্ছা আছে। কিন্তু ওই যে হয় হয় হয় না। চিঠি লেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আনন্দ মোহন বাইন।  ভবিষ্যতে আরো চিঠি দেবেন বলে আশা রাখছি।

বহলুল: এ শ্রোতা ভাই অনেক দিনের পুরনো। গত ৪০ বছর ধরে বিভিন্ন রেডিও অনুষ্ঠান শুনছেন। এখন প্রশ্ন হলো রেডিও তেহরানের অনুষ্ঠান বিশেষ করে প্রিয়জন নিয়ে পুরনো শ্রোতা বন্ধুরা কি ভাবেন?

বহলুল ভাই খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। প্রিয়জন নিয়ে শ্রোতারা কি ভাবেন সে কথা জানা গেলে ভালোই হতো। তাহলে আসুন পশ্চিমবঙ্গের পুরনো শ্রোতা ভাই রতন পালের কথাই এবার শুনি। তিনি এ প্রসঙ্গেই কথা বলেছেন।

বহলুল: প্রিয়জন মনে হয় সব শ্রোতা ভাইয়েরই প্রিয়। আর এর কারণ হলেন শ্রোতা ভাই নিজেরাই। তাদের চিঠি তাদের মতামত এখানে তুলে ধরা হয়। আমরা,ওই যে কথায় বলে সেই নিমিত্ত মাত্র!

ভালোই বলেছেন বহলুল ভাই। এতোক্ষণ ভারতের পশ্চিমবঙ্গের পুরনো শ্রোতাভাই রতন পালের কথা শুনছিলেন। আর হ্যাঁ শ্রোতা ভাইবোনেরা আপনাদের কথাও শোনার জন্য আমরা অপেক্ষা করছি কিন্তু।..

বহলুল: এই সেরেছে আমি যে আজ ভুলে গেছি মানে কি হবে এখন..

আমি ভুলে যাই নি। তাই আপনাকে বসে থাকতে দেখে আমি তৈরি হয়ে ছিলাম। তাহলে রেডিও তেহরানের ফেসবুক অফিসিয়াল পেইজ এবং ওয়েবসাইটে প্রকাশিত খবরে পাঠক বন্ধুরা যে সব মন্তব্য করেছেন সেদিকে নজর দেবো। সিরিয়ায় রুশ হামলায় মারা গেছে ২৩ হাজার সন্ত্রাসী- এই শিরোনামের খবরে বলা হয়েছে, সিরিয়ায় ২০১৮ সালে রাশিয়ার বিমান হামলায় বিদেশি মদদপুষ্ট ২৩ হাজার উগ্র তাকফিরি সন্ত্রাসী মারা গেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

ফেসবুক গ্রুপে এ খবরে শফিকুল ইসলাম লিখেছেন, আইএসএস বা দায়েশ তৈরি করা হয়েছিল ইসলামের বিরুদ্ধে একটি ইমেজ তৈরি বা ইসলামের ভাবমর্যাদা ক্ষুণ্ণ করার জন্য। ইহুদিবাদী ইসরায়েল এবং আমেরিকার সেই মাস্টার প্ল্যান সফল হলো না।

বহলুল: হক কথা। একশ ভাগ হক কথা।

এদিকে জাপানের ওকিনাওয়া দ্বীপে ক্ষেপণাস্ত্র মহড়া চালাবে মার্কিন বাহিনী- শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ৩ ডিসেম্বর। এ খবরে বলা হয়েছে, মার্কিন বাহিনী জাপানের ওকিনাওয়া দ্বীপের আশপাশে প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্রের মহড়া চালানোর পরিকল্পনা করছে। এ অঞ্চলে চীনের ক্রমবর্ধমান নৌ শক্তির মোকাবেলায় ওয়াশিংটন এ পদক্ষেপ নিতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।

ওয়েসসাইটে প্রকাশিত এ খবরে মন্তব্য করেছেন মিশকাত। তিনি লিখেছেন, আমেরিকা হলো বিশ্বের সবচেয়ে বড় দুষ্টক্ষত। এ ছাড়া,

বহলুল: না আর দরকার নেই। ওতেই কাম সারা। মানে এক্কেবারে চরম।

এদিকে ইরানের সামরিক ও বৈজ্ঞানিক উন্নয়নে মার্কিন উদ্বেগ শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ৪ ডিসেম্বর। এ খবরে বলা হয়েছে বৈজ্ঞানিক ক্ষেত্রে ইরানের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রয়েছে। মহাকাশে উপগ্রহবাহী রকেট প্রেরণ,ক্ষেপণাস্ত্রের ক্ষমতা বৃদ্ধি ইত্যাদি ঘটনা আমেরিকার মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। মার্কিন কর্মকর্তারা তাই অমূলক প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছেন।

ফেসবুক গ্রুপে এ খবরে যেসব মন্তব্য হয়েছে তার সবই তুলে আনতে পারলে ভালো হতো। কিন্তু সময়ের কারণে তা পারব না।

বহলুল: তাহলে বরং ভাই আবদুস সেলিমের বক্তব্যের দিকে নজর দেই।

হ্যাঁ তিনি লিখেছেন বিশ্ব সন্ত্রাসী আমেরিকার উদ্বেগ কেবল বাড়তেই থাকবে।

বহলুল: মানে হলো ইরানের উন্নতি কেবল ঘটতেই থাকবে। মারহাবা। মারহাবা।  এক কথায় চমৎকার। আপনাদের সবাইকে ধন্যবাদ। এদিকে আসরের সময় শেষ হয়ে এসেছে।

একেবারে সঠিক সময়ে এসে আসর শেষ করার কথা মনে করিয়ে দিলেন বহুলুল ভাই। সত্যি আজ হাতে আর সময় নেই। এতোক্ষণ সঙ্গ দেয়ার জন্য আপনাদের সবাইকে আবারও বুকভরা শুভেচ্ছা জানিয়ে প্রিয়জনের আজকের আসর থেকে এখানেই বিদায় চাইছি।#

ট্যাগ