এপ্রিল ২৭, ২০১৯ ১৮:৫২ Asia/Dhaka

প্রতি আসরের মতো আজও আলোচনা শুরু করবো একটি হাদিস শুনিয়ে। ইমাম রেজা (আ.) বলেছেন, যে ব্যক্তি কোনো গরীব মুসলমান দেখে তাকে যথাযথ সম্মান না জানিয়ে অবজ্ঞাভরে সালাম দেয় কিয়ামতের দিন মহান আল্লাহ ওই অহংকারী ব্যক্তির ওপর মারাত্মক ক্ষুব্ধ হবেন।

বন্ধুরা আজকের আসরের প্রথমেই হাতে তুলে নিয়েছি ভারত থেকে আসা একটি ইমেইল। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার নওপাড়া থেকে এটি পাঠিয়েছেন  ফ্যামিলি রেডিও লিসনার্স ক্লাবের নিজামুদ্দিন শেখ।

বহলুল: এই দেখুন কয়েক দিন আগে তো এ ভাইয়ের সাক্ষাৎকার প্রচার হয়েছে তাই না?

বহলুল ভাই আপনার কথা বেঠিক হওয়ার উপায় আছে কি! আর মজার ব্যাপার হলো এই সাক্ষাৎকার প্রচার হওয়ার অভিজ্ঞতা জানিয়েই তিনি চিঠি লিখেছেন। পুরনো এ শ্রোতা ভাই লিখেছেন, প্রিয়জনের আসরে আমার সাক্ষাৎকার সপরিবারে শুনলাম। অনেকদিন পরে বিদেশী বেতার থেকে নিজের কণ্ঠস্বর শুনতে পেয়ে আমি তথা আমার পরিবারের সকল শ্রোতাই ভীষণ ভীষণ খুশি হয়েছি।

বহলুল: আপনার খুশির কথা শুনে না আমারও খুশি লাগছে। আর হ্যাঁ আপনার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারলে খুশি আরো বাড়তো।

চিঠি এখনো শেষ হয়নি। ভাই নিজামউদ্দিন শেখ আরো লিখেছেন, রেডিও তেহরানের অনুষ্ঠানকে আরও জনপ্রিয় ও আকর্ষণীয় করে তুলতে কুইজ প্রতিযোগিতার আয়োজন  করার অনুরোধ রইল। রেডিও তেহরানে সবার উত্তরোত্তর উন্নতি কামনা করে চিঠি শেষ করেছেন এ শ্রোতাভাই।

ভাই নিজামউদ্দিন শেখ, আমরাও সবাই আপনার ও আপনার পরিবারের সুখ এবং সমৃদ্ধ কামনা করছি। ভবিষ্যতে আরো চিঠি দিবেন এ আশাও করছি। 

বহলুল: আচ্ছা দেখুন, খেলা পছন্দ করেন না এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া যাবে না।

তার মানে আজ খেলা সংক্রান্ত অভিজ্ঞতা শোনা হবে। আর ভারতের পশ্চিমবঙ্গ থেকে এ অভিজ্ঞতা শুনিয়েছেন...

বহলুল: নাম-ধাম-ঠিকানা সবই বলেছেন ভাই প্রিয়নজিৎ কুমার ঘোষাল। কাজেই সরাসরি বরং তার অভিজ্ঞতা শুনি আজ ...

বহলুল: মারছে আমারে! ম্যারাডোনা এবং প্লেকে এমন কাছে থেকে দেখার কথা সত্যিই মনে রাখার মতো।

সত্যিই মনে রাখার মতো ঘটনা। হ্যাঁ এতোক্ষণ এমনি এক অভিজ্ঞতা শোনাচ্ছিলেন পশ্চিমবঙ্গের প্রিয়নজিৎ কুমার ঘোষাল। ধন্যবাদ ভাই প্রিয়নজিৎ। ভবিষ্যতে আপনার আরো অভিজ্ঞতা শোনার আশা রইল।

বহলুল ভাই আজ কি আমি শুরু করবো?

বহলুল: কি শুরু করবেন? ওহ হো মানে ফেসবুকের রেডিও তেহরানের...

ওয়েবসাইটের খবরে পাঠক বন্ধুরা যে সব মন্তব্য করেছেন সে দিকে নজর দিতে হবে এই তো? ঠিক আছে আপনিই শুরু করুন। আমি এ ফাঁকে তৈরি হয়ে নেই।

ধন্যবাদ। হ্যাঁ  আমেরিকায় প্রেস টিভির নারী সাংবাদিক আটক;দেয়া হচ্ছে না হালাল খাবার শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ১৬ জানুয়ারি। এ খবরে বলা হয়েছে, মার্কিন পুলিশ বিনা কারণে ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেসটিভির সাংবাদিক এবং সঞ্চালক মারজিয়া হাশেমিকে আটক করেছে। কারাগারে তাকে হালাল খাবারও দেয়া হচ্ছে না।

ফেসবুকের গ্রুপে এ খবরে ভাই মো নজরুল ইসলাম যে মন্তব্য করেছেন তা তুলে ধরছি, তিনি লিখেছেন, এ ঘটনাটা মানবাধিকারের কোন্ পর্যায়ে পড়ে? আমেরিকানরা সারাবিশ্বে নানা ন্যক্কারজনক ঘটনার প্রকৃত জন্মদাতা- অবিশ্বাস্য মনে হলেও প্রকৃত বাস্তবতা ঠিক এটাই। আর মানবাধিকারের কোনো প্রকার তোয়াক্কা করে না আমেরিকা।

বহলুল: হক কথা! এমন কথা সবাই জানেন।

এদিকে সাম্রাজ্যবাদ বিরোধী গণমাধ্যমের টুটি চেপে ধরতে চায় আমেরিকা শীর্ষক খবরটিও প্রকাশিত হয়েছে ১৬ জানুয়ারি। ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভির মার্কিন সাংবাদিক মার্জিয়া হাশেমিকে আমেরিকায় গ্রেফতারের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন প্রেস টিভির প্রধান ড. পেইমান জেবেলি। তিনি বলেছেন, প্রয়োজনীয় আইনি লড়াই চালিয়ে এই প্রখ্যাত টিভি উপস্থাপককে যত দ্রুত সম্ভব মুক্তির ব্যবস্থা করা হবে। প্রেস টিভির পাশাপাশি ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবির বিশ্ব কার্যক্রমের প্রধানেরও দায়িত্ব পালন করছেন জেবেলি।

বহলুল: পাঠক বন্ধুদের প্রতিক্রিয়া এক্ষেত্রে লক্ষণীয়। হ্যাঁ তারা কি বলেছেন?

সত্যিই তাদের বক্তব্য বেশ লক্ষণীয় তবে সবার কথা হয়ত তুলে ধরা যাবে না। বরং কাজী আলী নওয়াজের বক্তব্য তুলে ধরছি। তিনি লিখেছেন, হায় মুসলিম আর কত কাল ঘুমাবে!

বহলুল:হাশেমির ঘটনাকে কেন্দ্র করে এটাই সেরা মন্তব্য।

সত্যিই বিশ্বের মুসলমানদের জেগে ওঠার সময় এসে গেছে। এর বিকল্প কিছুই হতে পারে না। এদিকে কথা বাড়ানোর সময় আর নেই। আসর গুটাতে হবে।  

হ্যাঁ সত্যিই আসরের সময় শেষ হয়ে এসেছে। ইচ্ছা থাকলেও আজ আর কথা বলা যাচ্ছে না। আগামি সপ্তাহে আবার আলাপ করবো। সবার জীবন সুন্দর হোক, সবাই সবার উপকার করবো এ আহ্বান জানিয়ে আজ এখানেই গুটিয়ে নিচ্ছি প্রিয়জনের আসর।#

ট্যাগ