মে ০৪, ২০১৯ ১৭:১৩ Asia/Dhaka

আজকের আসরের শুরুতেই যথারীতি একটি হাদিস শোনাব। ইমাম রেজা (আ.) বলেছেন,আল্লাহ তায়ালার প্রতি আশাবাদী থাকবে;কারণ,যে ব্যক্তি আল্লাহর প্রতি আশাবাদী থাকে আল্লাহ তায়ালা তাকে হতাশ করেন না। যে ব্যক্তি অল্প ‘হালাল’ রুজিতে সন্তুষ্ট আল্লাহ তায়ালা তার অল্প পরিমাণ সৎকর্মে সন্তুষ্ট হবেন এবং তাকে নিরাপদে জান্নাতে পৌঁছে দেবেন।

হাদিসের পর আসরের প্রথমেই যে ইমেইল হাতে নিয়েছি তা এসেছে...

বহলুল: একটু থামুন। আজ চিঠি বা ইমেইল নয়; আজকের আসরের প্রথমেই শ্রোতাবন্ধুদের গল্প শুনতে ইচ্ছে হচ্ছে। তাহলে গল্পই শুনি...

বহলুল ভাই, প্রিয়জনের আসরের মুল কথাই হলো শ্রোতা-পাঠক বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়া, কথা বলা, তাদের কথা শোনা।  এ ছাড়া, তারাও তাদের কথা আমাদের কথা শোনাতে চান। এজন্যই ইমেইল করেন, খবরে মন্তব্য করেন, আমাদের সাক্ষাৎকার দেন। কাজেই চিঠি বা ইমেইল পড়ি কিংবা শ্রোতাদের কথা শুনি- এর সবই তো মূলত শ্রোতাদের সঙ্গে গল্প করার মধ্যেই পড়ে।

তাহলে বরাবরের মতোই হাতে তুলে নিচ্ছি একটিা ইমেইল।  এটি এসেছে বাংলাদেশ থেকে। ঠিকানা না থাকায় বাংলাদেশের কোথা থেকে এসেছে সে কথা বলতে পারছি না। চিঠির বিষয়বস্তু থেকে আঁচ করতে পারছি যে এটি বাংলাদেশ থেকে এসেছে। আর এটি লিখেছেন তানজিলুর রহমান। তিনি লিখেছেন, আমি কিছুদিন আগে আন্তর্জাতিক রেডিও দিবস উপলক্ষে একটা টিভি চ্যানেলের প্রতিবেদনে ইরানের বাংলা রেডিও’র কথা জানতে পারি। আমি বেশ অনেক আগে থেকে বিদেশি বেতারের খবর শুনে আসছি কিন্তু ইরানের বাংলা রেডিওর কথা একেবারেই জানতাম না।

এরপর তিনি রেডিও তেহরানের প্রচারণা বাড়ানোর পরামর্শ দিয়েছেন। এ জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেয়া যেতে পারে বলে জানান।  সম্ভব হলে বাংলাদেশে FM এ সম্প্রচারের ব্যবস্থা নেয়ার অনুরোধ করেছেন এ শ্রোতাভাই । এতে রেডিও তেহরানের শ্রোতা বাড়বে বলে আশা ব্যক্ত করেছেন তিনি। 

বহলুল: হ্যাঁ আপনার প্রস্তাবগুলো চমৎকার বিশেষ করে এফএম-এ সম্প্রচারের প্রস্তাব।

কিন্তু এ পথে অনেক ঝামেলা থাকায় দ্রুত কিছু করা সম্ভব হয়ে উঠছে না। চিঠি লেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভবিষ্যতে চিঠিতে পুরো ঠিকানা দেবেন ভাই তানজিলুর রহমান।

বহলুল: না, এবারে গল্পই শুনতে চাই। গল্প চাই।

রীতিমতো আন্দোলনের ভাষায় কথা বলছেন বহলুল ভাই। তাহলে তো এবার আর না মেনে আর উপায় নাই। হ্যা তা হলে আসুন শুনি ভারতের শ্রোতা ভাই আনন্দ মোহন বাইনের গল্প..........

বহলুল: ছোট বেলা পড়েছিলাম একটা বই তার নাম ছিল ন্যাজ নিয়ে যায় চেনা। এ দেখছি তার চেয়েও বিশাল ঘটনা। ব্যাগ দিয়ে তাও রেডিও ব্যাগ দিয়ে যায় চেনা!

বন্ধুরা এতোক্ষণ ভারতের ছত্তিশগড়ের পুরনো বিদগ্ধ শ্রোতা ভাই আনন্দমোহন বাইনের কথা শুনছিলেন। ভবিষ্যতে তার আরো গল্প শোনার ইচ্ছা রইল।

বহলুল: তাহলে শুরু হোক রেডিও তেহরানের ফেসবুক গ্রুপ এবং ওয়েবসাইটের খবরে যে সব মন্তব্য হয়েছে সেদিকে নজর দেয়া।

হ্যাঁ আমি যে খবর হাতে তুলে নিয়েছি তা প্রকাশিত হয়েছে ২ মার্চ। ভারতের সঙ্গে সংকট সমাধানে ইরানের সাহায্য চাইল পাকিস্তান শীর্ষক খবরে বলা হয়েছে শান্তিপূর্ণ উপায়ে ভারতের সঙ্গে চলমান উত্তেজনা প্রশমনের উপায় খুঁজে বের করতে ইরানকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে তেহরানস্থ পাকিস্তান দূতাবাস।

ওয়েবসাইটে প্রকাশিত এ খবরের মন্তব্য করেছেন পাঠক বন্ধু মজলুম আহমেদ।  তিনি লিখেছেন, আল্লাহর উপর ভরসা রেখে এগিয়ে যাও। অন্যদিকে ফেসবুকের গ্রুপে ভাই শাহাদাত হোসেইন এ খবরে লিখেছেন, পাকিস্তানকে অনেক ধন্যবাদ সেই সাথে ভারতের শান্তিপ্রিয় জনগণকেও। আর ভাই আজহার রুবেল লিখেছেন, সতর্ক থাকতে হবে দুদেশেকেই। আমেরিকা-ইসরাইলের শক্তিশালী অবস্থান প্রত্যক্ষ-পরোক্ষে...

বহলুল: সর্প হইয়া দংশন করে ওঝা হইয়া ঝাড়ে এরা।

চালকবিহীন বিমান 'কামান-১২'র গণ-উৎপাদন শুরু করেছে ইরান শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ১ মার্চ। এ খবরে বলা হয়েছে, ইরানের বিমান বাহিনী চালকবিহীন বিমান বা ড্রোন 'কামান-১২'র গণ-উৎপাদন শুরু করেছে। যুদ্ধে ব্যবহার উপযোগী চালকবিহীন এ বিমান নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেছে ইরান। ফেসবুকের গ্রুপে এ খবরে মন্তব্যের পর মন্তব্য হয়েছে। মাশাল্লাহ এবং আলহামদুলিল্লাহ বলে মন্তব্যের পাশাপাশি ভালো এবং চমৎকার বলেও মন্তব্য হয়েছে। এসএম মামুন লিখেছেন, ইরান তোমাকে ভালোবাসি।

বহলুল: দারুণ সব মন্তব্য। এদিকে আজ আসরের সময় শেষ হয়ে এসেছে। সব মন্তব্যকারী বন্ধুদেরকে ধন্যবাদ। এবারে বিদায় নিতে হবে।  

হ্যা। শ্রোতা ভাই বোনেরা, যারা চিঠি লিখেছেন, ইমেইল করেছেন, নিয়মিত খবরে মন্তব্য করেছেন এবং অনুষ্ঠান শুনেছেন তাদের সবাইকে আরেকবার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। #

ট্যাগ