মে ০৫, ২০১৯ ১৭:৫৪ Asia/Dhaka

বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) বলেছেন- দু’টি সর্বোত্তম সওয়াবের কাজ হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস এবং আল্লাহর বান্দাদের উপকার করা।

আমরা সবাই হাদিসের এ পবিত্র বাণী অনুসরণ করার যথাসাধ্য চেষ্টা করবো। বিশেষ করে আল্লাহর প্রতি অটুট বিশ্বাস রেখে বান্দার উপকার করার চেষ্টা সবাই করবো। এতে আমাদের সবারই উপকার হবে। কারণ দেখা যাবে সবাই সবার উপকারের চেষ্টা করছে। তাতে আমিও উপকৃত হচ্ছি। জীবন যাপনের কঠোরতা কমছে।  পাশাপাশি আখেরাতের কল্যাণও লাভ হবে। তাই না?

বহলুল. হ্যাঁ এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। আসুন আজ থেকেই সবাই এ কাজ করতে নেমে পড়ি। ভালো কাজে দেরি করবো কেনো! আচ্ছা এবারে রেডিও তেহরানের শ্রোতাবন্ধুদের পাঠানো চিঠিপত্রের দিকে নজর দেয়া উচিত।

আসরের প্রথমে যে ইমেইল হাতে তুলে নিয়েছি এটি এসেছে বাংলাদেশের নওগাঁ জেলার সেতু রেডিও ফ্যান ক্লাব থেকে। আর এটি পাঠিয়েছেন এ ক্লাবের সভাপতি এবং রেডিও তেহরানের পুরনো শ্রোতা ভাই সুলতান মাহমুদ সরকার।তিনি জানিয়েছেন রেডিও তেহরান থেকে ২২ ফেব্রুয়ারি তারিখে প্রচারিত শ্রোতাদের চিঠি পত্রের আসর প্রিয়জনসহ অন্যান্য অনুষ্ঠানগুলো শুনলাম। এদিনের সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে পাক-ভারত সম্পর্কের টানাপোড়েন এবং পাকিস্তান সরকারের মনোভাব জানতে পারলাম। তবে পাকিস্তান ও ভারত নতুন কোন যুদ্ধে জড়িয়ে যাক এটা আমরা কেউ চাই না। দক্ষিণ এশিয়ার শান্তির জন্য পাক-ভারত সুসম্পর্ক থাকাটা খুব জরুরি।

এ ভাই আরো  লিখেছেন, প্রিয়জনের আসরে ভারতের শ্রোতাবন্ধু আনন্দ বাইন এর সাক্ষাৎকার আমার খুব ভাল লেগেছে। আমিও সাক্ষাৎকার দিতে চাই। অনুগ্রহপূর্বক যোগাযোগ করবেন। এছাড়াও কুরআনের আলো,রংধুন,ইসলাম ও শিশু অধিকার নিয়ে প্রচারিত অনুষ্ঠানগুলো আমাদের খুব ভাল লাগছে।

বহলুল:রেডিও তেহরান থেকে অবশ্যই আপনাকে ফোন করা হবে ভাই সুলতান মাহমুদ সরকার।

আর হ্যাঁ ভাই রেডিও তেহরানের অনুষ্ঠান নিয়ে আপনার আলোচনা ভালো লেগেছে। আপনি বিষয়ভিত্তিক আলোচনা করেছেন। অর্থাৎ কোন কোন অনুষ্ঠান শুনেছেন এবং তা কেমন লেগেছে তা জানিয়েছে যা আমাদেরকে আপ্লুত করেছে। ভবিষ্যতে আপনার কাছ থেকে আরো চিঠি পাওয়ার আশা রইল।

 নাহ, আর চিঠি হাতে নিতে ইচ্ছা করছে না। তার বদলে মজার কোনো গল্প শোনা গেলে ভালো হতো।

বহলুল: ঠিক। এমন কাণ্ডটি ঘটতে পারে মনে করেই আগে থাকতে প্রস্তুত হয়ে আছি। তাহলে আসুন শুনি..

আরে আরে করছেন কি? যার গল্প শুনব তার নাম ঠিকানা পরিচয় কিছুই তো বলছেন না।

বহলুল: পেশায় চিকিৎসক নিবাস বাংলাদেশের পাবনায়। রহস্য পুরোপুরি গেল না, তাই তো? ঠিক আছে, এসব কথা না হয় তার নিজের মুখেই শুনুন....

এতোক্ষণ বাংলাদেশের পাবনা জেলার চাটমোহরের পাছশুয়াইল রেডিও শ্রোতা ক্লাবের সভাপতি ডা. এসএমএ হান্নানের কথা শুনছিলেন। ভবিষ্যতে আরো কথা হবে ডা. হান্নান। ধন্যবাদ আপনাকে। আর শ্রোতা ভাই বোনেরা আমরা কিন্তু আপনাদের সবার কথা শুনতে ইচ্ছুক। আপনারাও কথা বলুন রেডিও তেহরানের সঙ্গে।

আসরের এ পর্যায়ে যথারীতি রেডিও তেহরানের ওয়েবসাইট এবং অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত খবরে শ্রোতা ও পাঠক বন্ধুরা যেসব মন্তব্য করেছেন সেদিকে নজর দেব। পরমাণু যুদ্ধের জন্য মার্কিন টার্গেটগুলোর তালিকা প্রকাশ করল রাশিয়া শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ২৬ ফেব্রুয়ারি। এ খবরে বলা হয়েছে, আমেরিকার সঙ্গে পরমাণু যুদ্ধ শুরু হলে দেশটির কোন্‌ কোন্‌ লক্ষ্যবস্তুতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানা হবে তার একটি তালিকা প্রকাশ করেছে রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল।

ওয়েবসাইটে প্রকাশিত এ খবরে পাঠক ভাই মকবুল হোসেন লিখেছেন, ১০০ ভাগ সঠিক।

বহলুল: এক কথায় সব কর্ম কাবার।

এদিকে, রিয়াদকে খুশি করতে গিয়ে ইরান বিরোধী বক্তব্য দিল আরব লীগ শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ২৫ ফেব্রুয়ারি। এ খবরে বলা হয়েছে, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে খুশি করার উদ্দেশ্যে আরব লীগের মহাসচিব আহমাদ আবুলগেইত অভিযোগ করেছেন,সিরিয়া,ইয়েমেন ও লিবিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে ইরান।

এ খবরে ফেসবুকের গ্রুপে মন্তব্য করেছেন ভাই মোহাম্মদ হজরত আলী। তিনি লিখেছেন,আরব লীগ মানেই তো বিতর্কিত সংস্থা।

বহলুল. যা বলেছেন, মারহাবা! মারহাবা। সেই সামান্য সুচ দিয়ে মিথ্যার মহা বেলুন ফুটো করার ঘটনা।

বহলুল ভাই সঠিক কথাই বলেছেন। আরব লীগ সম্পর্কে ভাই মোহাম্মাদ হজরত আলীর মূল্যায়ন যথার্থ। আরব দেশগুলোকে নিয়ে গঠিত এই সংস্থা সব সময় বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে এসেছে। আরব ও মুসলিম দেশগুলোর স্বার্থ রক্ষার পরিবর্তে সাম্প্রতিক সময়ে এই আরব লীগ ইহুদিবাদী ইসরাইল ও আমেরিকার স্বার্থ রক্ষার সংস্থায় পরিণত হয়েছে। যাই, এবারে পরের খবরে যাওয়া যাক।

না না আর কোনো খবরে যাওয়া যাবে না। কারণ,আসরের সময় শেষ হয়ে এসেছে।  এবার বিদায়ের পালা।

তো ভাই বোনেরা, আপনারা যারা চিঠি লিখেছেন, ইমেইল করেছেন, ওয়েবসাইটে প্রকাশিত খবরে মন্তব্য করেছেন এবং সর্বোপরি এতক্ষণ অনুষ্ঠান শুনলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় চাইছি। #

ট্যাগ