মে ১২, ২০১৯ ১৭:৫৯ Asia/Dhaka

শুরুতেই যথারীতি একটি হাদিস। আমীরুল মু’মিনিন হযরত আলী (আ.) বলেছেন: যে ব্যক্তি পরিণতির কথা চিন্তা করে কাজ করে সেই সর্বাপেক্ষা বুদ্ধিমান।

আসরের প্রথমেই যে ইমেইল তুলে নিয়েছি তা এসেছে বাংলাদেশ থেকে।

বহলুল: বাংলাদেশের একজন অতি পুরাণ শ্রোতা ভাই এ চিঠি পাঠিয়েছেন তাই না?

এক্কেবারে ঠিক বলেছেন। হ্যাঁ এটি এসেছে, রাজশাহী জেলার  পুরাণ তাহেরপুর থেকে। আর এটি লিখেছেন রেডিও তেহরানের দুই দশকেরও বেশি পুরনো শ্রোতাভাই   প্রফেসর সাইফুল ইসলাম থান্দার । সালাম এবং শুভেচ্ছা জানানোর পর এ ভাই লিখেছেন,  আমাকে কি আপনাদের মনে পড়ে?এক সময় আমি আপনাদের নিয়মিত লেখতাম। যা এখন আর হয় না। অনেক ভাবি কিন্তু সময় হয়ে উঠে না।  যাই হোক,আজ একটা প্রশ্ন করি-- ইরানের সাথে বিশ্বের কতটি দেশের কূটনৈতিক সম্পর্ক বহাল আছে?

বহলুল:দেখুন পুরানো এবং প্রিয় শ্রোতা ভাইদের আমরা মোটেও ভুলে যাই না। আসলে তারাই আমাদের ভিত্তি রচনা করে গেছেন।

জি ঠিক বলেছেন বহলুল ভাই। এক সময় আমরা প্রায় প্রতি মাসে অন্তত তিন-চারটি চিঠি আমরা থান্ডার ভাই’র কাছ থেকে পেতাম।  তাই আপনাকে ভুলে যাওয়ার প্রশ্ন আসে না।  যাই হোক, এবারে আপনার প্রশ্নের উত্তরটি শুনি। আপনার প্রশ্নের উত্তর দেয়ার জন্য আজ স্টুডিওতে রয়েছেন রেডিও তেহরানের বিশ্লেষক এবং সাংবাদিক জনাব সোহেল আহমেদ। ….

ভাই থানদারের প্রশ্নের জন্য সোহেল ভাইকে আমাদের মধ্য পেলাম। ধন্যবাদ ভাই থানদার। ধন্যবাদ সোহেল আহমেদ। ভবিষ্যতে আবারো এরকম প্রশ্নের উত্তর জানতে আমরা আপনার শরণাপন্ন হবো।

বহলুল: এবারে এক শ্রোতা ভাইয়ের সঙ্গে আলাপ করবো।  প্রথমেই তিনি পরিচয় দিয়েছেন।

আচ্ছা ভাই জাহাংগীর আলম আপনি কবে থেকে রেডিও তেহরান শুনছেন?

এরপর অনেক কথাই হয়েছে। তা এর আগেই শুনেছেন। তবে তিনি রেডিও তেহরানের কাছে একটা অনুরোধ করেছিলেন এবারে সে অনুরোধটি শুনি।

ভাই জাহাংগীর আলম আপনি শুধু আপনার একার নয় বরং অনেক শ্রোতা ভাইবোনের প্রাণের কথাটিই বলেছেন।  এফএম ব্যান্ডে প্রচার করার আন্তরিক ইচ্ছা আমাদেরও আছে। কিন্তু কিছু বাস্তব সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব হচ্ছে না বলেই আপনাদের প্রাণের ইচ্ছা পূরণ হচ্ছে না। একইভাবে আপনাদের আরো কাছে পৌছার ইচ্ছাও থেকে যাচ্ছে অধরা। আশা করি একদিন এ সমস্যা কাটিয়ে উঠবে পারব আমরা।

এতোক্ষণ বাংলাদেশের শ্রোতা ভাই জাহাংগীর আলমের কথা শুনছিলেন। ধন্যবাদ ভাই জাহাংগীর আলম।

বহলুল: আর দেরি নয়। এবারে আসরের  দ্বিতীয় পর্যায় শুরু করা হোক।

রেডিও তেহরানের অফিসিয়াল ফেসবুক গ্রুপ এবং ওয়েবসাইটের খবরে যে সব মন্তব্য হয়েছে সে দিকে নজর দেবো এবার।  ভেনিজুয়েলায় সামরিক হস্তক্ষেপ নয়: আমেরিকাকে সতর্ক করল ইইউ  শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ১৩ মার্চ। এ খবরে বলা হয়েছে, ভেনিজুয়েলায় সামরিক হস্তক্ষেপের ব্যাপারে আমেরিকাকে সতর্ক করে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ।

ফেসবুকের গ্রুপে  এ খবরে মন্তব্য করেছেন বিদগ্ধ পাঠক মোহাম্মাদ আজহার রুবেল। তিনি লিখেছেন, সাবেক প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের সময় থেকে ভেনিজুয়েলার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে এবং এখনও তা চলমান। তাই বলা যায় যে, এটা আমেরিকার অদৃশ্য ইন্ধনে সৃষ্ট ও দৃশ্যত ওরাই নাটের গুরু।

বহলুল: বাহ! চমৎকার মন্তব্য। ধন্যবাদ ভাই আজহার রুবেল। আমার মনে হয় যে দেশে তেল আছে সে দেশেই আমেরিকার ষড়যন্ত্র আছে। ভেনিজুয়েলা তেলসমৃদ্ধ দেশ হওয়ায় আমেরিকা দেশটির পিছু ছাড়ছে না।

এদিকে, আবারো সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোটের হামলা;বহু হতাহত শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ১২ মার্চ। এ খবরে বলা হয়েছে,  সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয-যোর প্রদেশে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের বিমান হামলায় কয়েক ডজন বেসামরিক মানুষ মারা গেছে। প্রদেশটিতে সিরিজ হামলা চালিয়েছে মার্কিন জোট।

আর এ খবরে শাহ মুজিবর রহমানের মন্তব্যটি তুলে ধরছি। তিনি লিখেছেন, আন্তর্জাতিক জোট বলা যায় না। ওরা অবৈধ দখলদার। আইএস নির্মূলের অজুহাত তুলে জোরপূর্বক সিরিয়ায় অবস্থান করে নিরীহ মানুষকে হত্যা করছে। আমেরিকা ইহুদীবাদী নিপাত যাক।

বহলুল: আমেরিকা ইহুদিবাদী নিপাত যাক। এদিকে সময় শেষ।  এবার আসর গুটাতে হবে।

হ্যাঁ শ্রোতা বন্ধুরা,এবার বিদায় নেয়ার পালা,যারা চিঠি লিখছেন,ইমেইল করছেন, ফেসবুকের খবরে নিয়মিত মন্তব্য করছেন এবং প্রিয়জনের আসরে আমাদের সঙ্গ দিয়েছেন তাদের সবাইকে আবারো শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই বিদায় চাইছি।#

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ