জুন ০৯, ২০১৯ ১৬:৫৪ Asia/Dhaka

প্রতি আসরের মতো আজও আলোচনা শুরু করবো একটি হাদিস শুনিয়ে। ইমাম হাদি (আ.) বলেছেন,পিতামাতাকে কষ্ট দিলে দারিদ্র নেমে আসে এবং মানুষ চরম অপমান ও বঞ্চনার শিকার হয়।

মূল্যবান হাদিস শুনলাম। আমাদের মধ্যে যাদের বাবা-মা কিংবা তাদের যেকোনো একজন বেঁচে আছেন তারা এ হাদিসের বাণীকে নিজেদের জীবনে কাজে লাগাব- এ আশা ব্যক্ত করে চিঠিপত্রের দিকে নজর দিচ্ছি। প্রথমেই হাতে তুলে নিয়েছি বাংলাদেশ থেকে আসা একটি চিঠি। চাপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার সোনাইচণ্ডী হাট গ্রাম থেকে এটি পাঠিয়েছেন শ্রোতা ভাই মো. আব্দুল মান্নান। বিমান ডাকযোগে পাঠানো চিঠির সিল মোহর অপাঠ্য হওয়ায় তারিখ জানা সম্ভব হয় নি। এ ছাড়া চিঠিতে কোনো তারিখ নেই। আর এটি ঠিক চিঠি নয় বরং শ্রোতা তালিকভুক্তির ফরম।

বহলুল: এতে কিন্তু শ্রোতা ভাই তার সম্পর্কে বেশ কিছু তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন..

বহলুল ভাই আমি বলছি, হ্যা আমাদের এ পুরনো শ্রোতাভাই লিখেছেন ১৯৯০ সাল থেকে তিনি রেডিও তেহরান থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান শুনে আসছেন। রেডিও তেহরান শোনার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি আরো লিখেছেন, বস্তুনিষ্ঠ খবর, সত্য এবং ইসলামী আলোচনার জন্য রেডিও তেহরান নিয়মিত শুনছি।

বহলুল: ধন্যবাদ ভাই মান্নান। চিঠি পেয়ে সত্যি ভালো লাগল। আর আপনি প্রায় তিন দশক ধরে আমাদের অনুষ্ঠান শুনছেন। এটা কিন্তু চাট্টিখানি ব্যাপার নয়!

সবচেয়ে ভাল লাগল এ যুগেও অনেক কষ্ট করে বিমান ডাকে চিঠি পাঠিয়েছেন। ভবিষ্যতে আপনার কাছ থেকে আরো চিঠি ইমেইল পাওয়ার আশা রাখছি।

বহলুল: ইরানের পবিত্র নগরী কোমে বসবাস এবং অধ্যায়নরত একজন বাংলাদেশি ছাত্রের সঙ্গে আমাদের কথা হয়েছে। তাহলে এবারে সে কথাই শুনি। আর তার নাম...

নাম পরিচয় তিনি নিজেই দিয়েছেন তাই আর উল্লেখ করার প্রয়োজন নেই, তাই না বহলুল ভাই? হ্যাতা হলে এবারে শুনি তার কথা .....

ভাই আশিক, রেডিও তেহরানের সঙ্গে আপনার পরিচয় কেমন করে হলো? এটা কিন্তু আমাদের এক পুরানো কৌতুহল? ....

ইরানের কোম নগরীতে বসবাস এবং অধ্যায়নরত বাংলাদেশি ছাত্র আশিকুর রহমানের কথা শুনছিলেন এতক্ষণ। তার সঙ্গে ভবিষ্যতে আরো কথা হবে। আর হ্যা ভাই আশিক আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

বহলুল: এবার তাহলে নজর দেবো ...

ফেসবুকের গ্রুপ এবং রেডিও তেহরানের ওয়েবসাইটের খবরে যে সব মন্তব্য হয়েছে সে দিকে। আমি নজর দিয়ে রাখছিলাম বলে বহলুল ভাইকে আর শুরু করতে দিলাম না।  হ্যাঁ মার্কিন হুঁশিয়ারি সত্ত্বেও মহাকাশে ৩টি স্যাটেলাইট পাঠাবে ইরান শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ১০ এপ্রিল। এ খবরে বলা হয়েছে, ইসলামি প্রজাতন্ত্র ইরান চলতি ফার্সি বছরে মহাকাশে তিনটি স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা নিয়েছে। এসব স্যাটেলাইট সম্পূর্ণ দেশীয় নকশা ও পরিকল্পনায় তৈরি করা হয়েছে। মহাকাশ কর্মসূচির বিরুদ্ধে মার্কিন সরকারের হুঁশিয়ারি সত্ত্বেও ইরান এ পরিকল্পনা বাস্তবায়ন করবে।

আমেরিকা ‍হুশিয়ারি দেওয়ার কে বা কারা? ওদের জানিয়ে অন্যরা মহাকাশে যাবে নাকি? এ খবরে ফেসবুকের গ্রুপে এমন মন্তব্য করেছেন পাঠক বন্ধু আজহার রুবেল। অন্যদিকে রিয়াজ আহমেদ বলেছেন, সকল বাধা উপেক্ষা করে সামনে চলোরে।

বহলুল: সত্যিই তো আমেরিকা মাতব্বরী করার কে! লাখ টাকার প্রশ্ন। উত্তর দিবে ইতিহাস!

এদিকে,  মার্কিন ব্ল্যাকমেইল সত্ত্বেও ভেনিজুয়েলাকে ত্যাগ করবে না কিউবা ১১ এপ্রিল প্রকাশিত এ শিরোনামের খবরে বলা হয়েছে, কিউবার কমিউনিস্ট পার্টির নেতা রাউল ক্যাস্ত্রো বলেছেন,মার্কিন চাপের মুখে তার দেশ মিত্র ভেনিজুয়েলার ওপর থেকে সমর্থন তুলে নেবে না। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতি সমর্থন দেয়ার জন্য আমেরিকা কিউবার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেয়ার পর তিনি এ প্রত্যয় ব্যক্ত করলেন।

ফেসবুক গ্রুপে এ খবরে কিউবার প্রতি লাল সালাম জানিয়েছেন শহীদুল ইসলাম। অন্যদিকে মো আনোয়ার বলেছেন ইয়েস।  এদিকে মার্কিন পদক্ষেপ ইসরাইলের আয়ু কমিয়ে দিয়েছে: ইরান শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ১১ এপ্রিল। এ খবরে বলা হয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির বিরুদ্ধে মার্কিন সরকারের সাম্প্রতিক পদক্ষেপ মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনাদের আগেভাগে সরে পড়ার ক্ষেত্র তৈরি করেছে। ফলে ইহুদিবাদী ইসরাইলের আয়ুও অনেক কমে গেছে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল সাইয়্যেদ ইয়াহিয়া রহীম সাফাভি এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

এ খবরে সুজন মাহবুব বলেছেন, ‘ভালো’। অন্যদিকে জহিরুল ইসলাম জহির এবং মোহাম্মদ শাহিদ লিখেছেন যথাক্রমে ‘জ্বি’ এবং ‘ঠিক’।

বহলুল; হ্যা আসলে জালিমদের ধ্বংস অনিবার্য। এদিকে আসরের সময়ে কিন্তু শেষ হয়ে এসেছে।

হ্যাঁ  বন্ধুরা,এবার বিদায় নেয়ার পালা,যারা চিঠি লিখছেন,ইমেইল করছেন, ফেসবুকের খবরে নিয়মিত মন্তব্য করেছেন এবং প্রিয়জনের আসরে আমাদের সঙ্গ দিয়েছেন তাদের সবাইকে আবারো শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই বিদায় চাইছি। ...#

 

ট্যাগ