ফার্সি ভাষায় জেন্দেগী زندگي মানে জীবন (১৪০তম পর্ব)
পাঠক! আপনাদের হয়তো মনে আছে, ইরানে অধ্যয়নরত বিদেশী ছাত্র মোহাম্মাদ ও তার ইরানী বন্ধু ইরানের পরমাণু কর্মসূচী ও বুশাহর পরমাণু প্রকল্প নিয়ে আলোচনা করছিলো। আপনারা শুনে হয়তো বিস্মিত হবেন যে, ইরান ১৯৬৮ সালে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি'তে স্বাক্ষর করেছে।
তখন থেকে এ পর্যন্ত ইরানী বিজ্ঞানীরা পরমাণু গবেষণার ক্ষেত্রে অনেক খানি এগিয়ে গেছে। ২০০৩ সালে ইরানী বিশেষজ্ঞদের মাধ্যমে প্রথমবারের মতো পরমাণু জ্বালানী উৎপাদনের ঘোষণা দেয়া হয়। ২০০৬ সালে ইরান ৩ দশমিক ৫ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম হয়। ২০০৭ সালে ইরানে পরমাণু জ্বালানী চক্র সম্পন্ন হয়। বিদেশী সহযোগিতা ছাড়া ইরানী বিশেষজ্ঞদের এই সাফল্যে বিশ্ববাসী হতবাক হয়ে পড়ে। এ সম্পর্কে মোহাম্মাদ ও রমিন আজ কী আলাপ করে তা আপনাদের শোনাবো। তবে তার আগে চলুন আজকের কথোপকথোনে ব্যবহৃত নতুন ফার্সী শব্দগুলোর অর্থ জেনে নেই।
چرا -اصرار - استفاده - انرژی - هسته ای - توليد - برق - نفت - گاز - خودت - تو می دانی - منابع - سوختي - آلودگی - هوا - محیط زیست - مشکل - همه جا - کاهش - كشورها - فناوري - مثلا " - پزشکی - داروسارزي -کشاورزی - آموزش - تحقیقات - نقش - مهم - زندگي
কেনো। পীড়াপীড়ি করা। ব্যবহার। শক্তি। পারমাণবিক। উৎপাদন। বিদ্যুৎ। তেল। গ্যাস। তুমি নিজে। তুমি জানো। উৎসসমূহ। জ্বালানী হিসেবে ব্যবহার উপযোগী। দূষণ। হাওয়া বা বাতাস, ফার্সীতে আবহাওয়া অর্থেও هوا শব্দটি ব্যবহৃত হয়। পরিবেশ। অসুবিধা বা সমস্যা। সব জায়গা। কমা বা হ্রাস পাওয়া। প্রায়। দেশগুলো। প্রযুক্তি। উদাহরণস্বরূপ। চিকিৎসাবিদ্যা সংক্রান্ত। ওষুধ প্রস্তুত করার কাজ। কৃষিকাজ। শিক্ষা বা প্রশিক্ষণ। গবেষণাকর্ম। ভূমিকা বা নকশা। গুরুত্বপূর্ণ। জীবন নতুন কিছু ফার্সী শব্দের অর্থ জেনে নিলেন । এবারে মোহাম্মাদ ও রমিনের কথোপকথোন শোনা যাক।
محمد - چرا ایران اصرار به استفاده از انرژی هسته ای برای تولید برق دارد ؟رامین - امروز استفاده از انرژی هسته ای یک ضرورت است .محمد - اما شما نفت و گاز دارید ، می توانید از آنها استفاده کنید .رامین - محمد جان ، خودت خوب می دانی که منابع نفت و گاز تمام شدنی است . درضمن استفاده از اين منابع سوختي ، موجب آلودگی هوا و محیط زیست مي شود .محمد - درست است . اما مشکل آلودگي همه جا وجود دارد .رامین - خوب ، می دانی انرژی اتمی به کاهش آلودگی هوا کمک مي كند ؟محمد - نه نمی دانم .رامین - استفاده از انرژی اتمی حدود 8 تا 10 درصد آلودگی هوا را کاهش مي دهد .محمد - پس استفاده از انرژی هسته ای برای همه کشورها لازم است . رامین - البته ما از فناوري هسته اي در موارد دیگر هم استفاده می کنیم .محمد - مثلا در چه مواردی ؟رامین - در پزشکی ، دارو سازي ، کشاورزی ، آموزش و تحقیقات علمی .محمد - پس انرژي اتمي مي تواند نقش مهمي در زندگي ما داشته باشد .
মোহাম্মাদ : ইরান কেন বিদ্যুৎ উৎপাদনের কাজে পরমাণু শক্তি ব্যবহারের জন্য এত পীড়াপীড়ি করছে?রমিন : বর্তমান যুগে পরমাণু শক্তি ব্যবহার একটি অত্যাবশ্যকীয় বিষয়ে পরিণত হয়েছে।মোহাম্মাদ : কিন্তু তোমাদের তো তেল ও গ্যাস আছে, ওগুলো ব্যবহার করতে পারো।রমিন : প্রিয় মোহাম্মাদ, তুমি তো নিজেও খুব ভালোভাবে জানো যে, তেল ও গ্যাসের উৎসগুলো একদিন ফুরিয়ে যাবে। সেই সাথে এসব জ্বালানী ব্যবহারের ফলে বায়ূ ও পরিবেশ দূষিত হয়।মোহাম্মাদ : ঠিক বলেছো। কিন্তু দুষণের বিষয়টিতো সব জায়গার জন্য প্রযোজ্য।রমিন : আচ্ছা, তুমি কি জানো পরমাণু শক্তি বায়ূ দূষণ কমাতে সহায়তা করে?মোহাম্মাদ : না জানি না।রমিন : পরমাণু শক্তি ব্যবহারে বায়ু দূষণের পরিমাণ শতকরা ৮ থেকে ১০ ভাগ কমে যায়।মোহাম্মাদ : তার মানে প্রতিটি দেশের জন্য পরমাণু শক্তি ব্যবহার জরুরী বিষয়।রমিন : অবশ্য আমরা অন্যান্য কাজেও পরমাণু প্রযুক্তি ব্যবহার করছি।মোহাম্মাদ : কী কী কাজে (ব্যবহার করছো) উদাহরণ দাওতো?রমিন : চিকিৎসা, ওষুধ তৈরি, কৃষিকাজ, শিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণার কাজে।মোহাম্মাদ : তাহলে তো পরমাণু শক্তি আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।মোহাম্মাদ ও রমিনের কথাবার্তা থেকে যেমনটি বুঝতে পেরেছেন, শান্তিপূর্ণ কাজে পরমাণু শক্তি ব্যবহার বিশ্বের প্রতিটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ, তেল, গ্যাস ও কয়লার মতো জ্বালানী ব্যবহার তুলনামূলকভাবে অনেক ব্যয়বহুল। বিশ্বের যেসব দেশ ও অঞ্চলে তেলের পরিবর্তে পরমাণু জ্বালানীর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয়, সেসব দেশ ও অঞ্চলের বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হ্রাস পেয়েছে। পরমাণু জ্বালানী বাতাসে দুষণের পরিমান কমায় এবং বিদ্যুৎ উৎপাদন ছাড়াও মানব জীবনের গুরুত্বপূর্ণ অনেক কাজে এই জ্বালানী ব্যবহার করা যায়। ইরানে কৃষি ও চিকিৎসাক্ষেত্রসহ আরো অনেক ক্ষেত্রে পরমাণু জ্বালানী ব্যবহৃত হচ্ছে। ইরান সামরিক কাজে পরমাণু শক্তির ব্যবহারকে অমানবিক ও নিন্দনীয় বলে মনে করে। এ কারণে দেশটি কঠোরভাবে এনপিটি চুক্তির ধারাগুলো মেনে চলছে। তো শ্রোতাবন্ধুরা, ফার্সী ভাষা মিষ্টি ভাষার আজকের আসর এখানেই গুটিয়ে নিতে হচ্ছে। কথা হবে আবারো আগামী সপ্তায়।#
পার্সটুডে/নাসির মাহমুদ/মো.আবুসাঈদ/ ০৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।