জুন ২৩, ২০১৯ ১৭:৪৭ Asia/Dhaka

প্রতি আসরের মতো আজও আলোচনা শুরু করবো একটি হাদিস শুনিয়ে। ইমাম জাফর সাদেক (আ.) বলেছেন,মুমিন ব্যক্তি যদি জানত দুঃখ-কষ্ট ও বিপদ-আপদে কত গুনাহ মাফ হয় এবং কত বড় পুরস্কার পাওয়া যায় তাহলে সে কামনা করত তাকে যেন কাঁচি দিয়ে এফোঁড়-ওফোঁড় করে দেয়া হয়।

হাদিসের পর আজকের আসরের প্রথমেই হাতে তুলে নিয়েছি যে ইমেইল তা এসেছে ভারত থেকে।পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের বাঁশথুপি থেকে এটি লিখেছেন রেডিও তেহরানের পুরনো শ্রোতা ভাই মাওলানা হানিফ। পোস্টকার্ডে লেখা চিঠির তারিখ পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না তাই কবে পাঠানো হয়েছে সে কথা বলা সম্ভব হলো না। তিনি লিখেছেন, বর্তমানে পরিস্থিতি বড়ই খারাপ যাচ্ছে। ইসলামি প্রজাতন্ত্র ইরান বড় শক্তিধর দেশ হয়ে ওঠায় শত্রুদের নজর পড়েছে দেশটির ওপর। আল্লাহ সহায় আছেন তাই ইরান মাথা উঁচু করে থাকবে। আর শত্রুরা ফেরাউনের মতোই মাটির সাথে মিশে যাবে।

বহলুল: চমৎকার। ফেরাউনের পরিণতি লাভ করবে এই শত্রুরা!

এ শ্রোতার চিঠি কিন্তু এখনো শেষ হয় নি। তিনি আরো লিখেছেন, রেডিও তেহরানের সব অনুষ্ঠানই খুব ভালো লাগে। তবে সবচেয়ে ভালো লাগে কোরআনের আলো। এরপর রেডিও অনুষ্ঠান যেন সব সময় ভালভাবে শোনা যায় সে পদক্ষেপ নেয়ার অনুরোধ করেছেন।

ভাই মাওলানা হানিফ, ইরানের বিরুদ্ধে আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমা জগতের শত্রুতা বৃদ্ধির কারণ সম্পর্কে আপনি চমৎকার বিশ্লেষণ করেছেন ছোট্ট এ চিঠিতে। ইরান আসলেই দিন দিন শক্তিশালী হয়ে উঠছে এবং আমেরিকা বিষয়টি মেনে নিতে না পেরে ইরানের শক্তিমত্তার জায়গাগুলোতে আঘাত হানছে।

আর হ্যাঁ। শর্টওয়েভের কিছু সীমাবদ্ধতা আছে তাই কখনো কখনো অনুষ্ঠানের মান খারাপ হতে পারে। তবে যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে ইন্টারনেটে প্রচারিত অনুষ্ঠান শুনতে পারেন। সেখানে শ্রবণ মান নিয়ে সমস্যা কম। আরেকটি সত্যি বলতে কি, বহুদিন পর আপনার চিঠি পেয়ে সত্যিই আনন্দিত হলাম ভাই হানিফ। আবার নিয়মিত লিখবেন আশা করছি।

বহলুল: এবারে ইরানের পবিত্র নগরী কোমে ইসলামি ধর্মতত্ত্ব বিষয়ে অধ্যয়ন করছেন এমন একজনের সঙ্গে কথা বলবো।  .

নুসরাত শারমিন জেবিন,আপনার দেশের মানে গ্রামের বাড়ি কোথায় সে কথা বলবেন কি? .

জি।

আচ্ছা,রেডিও তেহরানের সঙ্গে কিভাবে পরিচয় হলো সে কথা আমাদেরকে জানান।

আচ্ছা নুসরাত,রেডিও তেহরানের অনুষ্ঠানগুলো আপনার কাছে কেমন লাগে?...

ধন্যবাদ নুসরাত শারমিন জেবিন। ভবিষ্যতে আপনার সঙ্গে আরো কথা বলার আশা রইল।  বন্ধুরা এতোক্ষণ ইরানের ধর্মীয় নগরী কোমে অধ্যয়নরত বাংলাদেশের ছাত্রী নুসরাত শারমিন জেবিনের কথা শুনছিলেন।

বহলুল: তাহলে এবার শুরু করি ফেসবুক গ্রুপ এবং রেডিও তেহরানের ওয়েবসাইটের খবরে যে বক্তব্য হয়েছে তা নিয়ে আলোচনার পর্ব। জ্বি আজ আপনিই প্রথম শুরু করেন।

ধন্যবাদ বহলুল ভাই।  আমাকে চুপ রাখা যাবে না: ট্রাম্পকে ইলহান ওমরের হুঁশিয়ারি শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ১৪ এপ্রিল। এ খবরে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের মুসলিম নারী আইনপ্রণেতা ইলহান ওমর বলেছেন,আমার মুখ কেউ বন্ধ রাখতে পারবে না। মুখ বন্ধ করে বসে থাকার জন্য কংগ্রেসের সদস্য নির্বাচিত হইনি। ডোনাল্ড ট্রাম্পের এক টুইটের জবাবে তিনি একথা বলেন।

ফেসবুক গ্রুপে এ খবরে বড়সড় মন্তব্য করেছেন শওকত আলী। তিনি লিখেছেন, মার্কিন কংগ্রেস সদস্য ইলহান ওমরের বিরুদ্ধে একমাত্র আহাম্মকরা শত্রুতামূলক অবস্থান নিতে পারে। তার বক্তব্য বড় হওয়ায় পুরোটা এখানে তুলে ধরা সম্ভব হলো না। অন্যদিকে শেখ হেলেন লিখেছেন, ইলহান ওমরকে সালাম।

বহলুল: স্পষ্ট এবং পরিষ্কার বক্তব্য। এ কথা বুঝতে কারোই কষ্ট হওয়ার কথা নয়। তবে ওই কথায় বলে না স্বভাব যায় না মরলে।

যা বললেন বহলুল ভাই। এদিকে, এস-৪০০ কেনার বিষয়ে মার্কিন নিষেধাজ্ঞার খড়গ এড়াতে ভারত আশাবাদী শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ১৪ এপ্রিল। এ খবরে বলা হয়েছে, ভারত বলেছে,রাশিয়ার তৈরি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ ক্রয় করা হলে মার্কিন নিষেধাজ্ঞা পাশ কাটানোর বিষয়ে তারা দৃঢ় আশাবাদী। প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে যখন চীন ও তুরস্কের টানাপড়েন চলছে তখন ভারতের পক্ষ থেকে এ বক্তব্য এলো।

ফেসবুক গ্রুপে এ খবরে চমৎকার মন্তব্য করেছেন শহিদুল ইসলাম। তিনি লিখেছেন, না অনেক কঠিন হবে ভারতের জন্য পাশ্চ্যতের বলয় হতে বের হওয়া। ভারত তা হতে পারবে বলে মনে হয় না।

বহলুল: সত্যিই ভারতে সামনে বড় পরীক্ষা।  বিস্তারিত আলোচনা আজ আর সম্ভব হচ্ছে না।

জি বহলুল ভাই আসরের সময় শেষ হয়ে এসেছে। তো বন্ধুরা,এবার বিদায়ের পালা।  প্রিয়জনের আসরে যারা ইমেইল পাঠিয়েছেন, চিঠি লিখেছেন, খবরে মন্তব্য করেছেন এবং এতোক্ষণ আমাদের সঙ্গ দিয়েছেন তাদের সবাইকে বিদায়ী প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি।

একই সঙ্গে আগামী আসরে আবারও কথা হবে সে প্রত্যাশাও নিয়ে আজ এখানেই বিদায় চাইছি।#

ট্যাগ