জুলাই ২৩, ২০১৯ ১৮:০৪ Asia/Dhaka

ক. বন্ধুরা, আপনাদের অনেক অনেক সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই চিঠিপত্রের আসর প্রিয়জন। আশা করছি সবাই ভালো আছেন। প্রতি আসরের মতো আজও আলোচনা শুরু করবো একটি হাদিস শুনিয়ে। ইমাম হাদি (আ.) বলেছেন, এই পৃথিবীতে মানুষ তার ধনসম্পদের ভিত্তিতে পরিচিতি পায়। কিন্তু কিয়ামতের দিন মানুষের মর্যাদা নির্ভর করবে তার আমলের ওপর।

খ. হাদিসের পর আজও প্রথমেই হাত তুলে নিয়েছি একটি  চিঠি। আর এটি এসেছে ভারত থেকে। পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার সংহতি পল্লী হাতপুকুর থেকে এটি পাঠিয়েছেন আমাদের পুরনো শ্রোতাভাই গোলাম গউস। এ চিঠি পাঠানো হয়েছে গত বছরের মে মাসের ১৮ তারিখে।

বহলুল: বাপরে চিঠি আসতে আসতে প্রেরক বন্ধু নিশ্চয়ই খুব গোস্বা করবেন। কেনও তার চিঠির জবাব দেয়া হলো না।

ক. এ রকম ঘটনা আগেও ঘটেছে। ভাই গোলাম গউসও এমন অভিযোগ দিয়েই চিঠি শুরু করেছেন। তিনি লিখেছেন, এর আগে ২টি চিঠি দিয়ে উত্তর পাইনি! নিজেকে রেডিও তেহরানের পুরনো শ্রোতা হিসেবে উল্লেখ করে তিনি আরো লিখেছেন, বিগত বেশ কয়েক বছর যাবৎ সাংসারিক কাজের চাপে রেডিও তেহরানের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এ চিঠি তার ছেলে মাসুদের বাড়ির ঠিকানা থেকে লিখেছেন। ছেলের সঙ্গে থাকছেন বলে ঠিকানা বদল হয়েছে বলে তিনি জানিয়েছেন।

খ. চিঠিতে তিনি একটি দুঃখের খবর দিয়েছেন। তিনি লিখেছেন. সম্প্রতি দুর্ঘটনায় অসাড় হয়ে পড়া ডান পা বাদ দিতে হয়েছে।

বহলুল: এর আগেও এ দুঃখজনক খবর আমাদের জানিয়েছিলেন ভাই গোলাম গাউস।  আমরা তার জন্য একান্তভাবে দুঃখবোধ করছি।

ক. হ্যা ভাই গোলাম গউস আপনার বক্তব্য আমাদের মনকে নাড়া দিয়েছে এবং দুঃখ অনুভব করছি সবাই। আল্লাহ আপনার কষ্ট কমিয়ে দিন এ কামনা করছি। আর হ্যা এতো কষ্টের মধ্যেও আমাদের কাছে চিঠি লেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।

বহলুল: দেখুন বাচ্চা মানেই হলো অন্তহীন আনন্দের উৎস। তারা এমন সব কাজ করে যা সবাইকে বিশেষ করে মাবাবাকে আজীবন আনন্দ দেয়।

খ. এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই। তাহলে আজ নিশ্চয়ই এমন কোনো গল্প শুনবো তাই না?

ক: জ্বি আসুন তাহলে শুনি এ গল্প। ………….

খ. লক্ষীকন্যাটি আজীবন আপনাদের সুখ,আনন্দ এবং গৌরবের উৎস হয়ে থাকুক ভাই আশিকুর রহমান। আর হ্যাঁ এতোক্ষণ ইরানের কোম নিবাসী বাংলাদেশি ছাত্র আশিকুর রহমানের জীবন থেকে নেয়া গল্প শুনছিলেন। ধন্যবাদ ভাই আশিক। ভবিষ্যতে আপনার আরো কথা শোনার ইচ্ছা রইল।.....

ক.বহলুল ভাই, রেডিও তেহরানের ফেসবুক গ্রুপ এবং রেডিও তেহরানের ওয়েবসাইটের খবরে যেসব মন্তব্য হয়েছে এবারে সে দিকে নজর দিচ্ছি। বহলুল ভাই কি শুনতে পাচ্ছেন?

বহলুল: ও হো হো হো। দিন দিন নজর দিন। আমি একটু অন্যমনস্ক ছিলাম।

খ. হ্যাঁ ভেনিজুয়েলায় হস্তক্ষেপ করার মার্কিন অভিযোগ প্রত্যাখ্যান করল চীন শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ১৬ এপ্রিল। এ খবরে বলা হয়ছে, চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং বলেছেন,ল্যাতিন আমেরিকা ও চীনের সম্পর্ক নিয়ে মার্কিন কর্মকর্তাদের বক্তব্য অবমাননাকর,উসকানিমূলক ও দায়িত্বজ্ঞানহীনএবং বেইজিং তা প্রত্যাখ্যান করছে।

ক.ওয়বসাইটের এ খবরে জাফর পাঠানের মন্তব্য তুলে ধরছি। তিনি লিখেছেন, আমেরিকা যতই অভিযোগ করুক না কেন,রাশিয়া,চীন ও ইরানকে সামরিকভাবে এগিয়ে যেতে হবে ভেনিজুয়েলার সাহায্যে।  আর চীন,রাশিয়া ও ইরানকে কেন্দ্র করে যে সামরিক সমাবেশ আমেরিকা ও ন্যাটো ঘটিয়েছে,তার জবাব রাশিয়া,চীন ও ইরানকে দিতে হবে ভেনিজুয়েলায় সামরিক ঘাঁটি স্থাপন করে। এটা হবে উপযুক্ত জবাব ।

খ. চমৎকার পরামর্শ দিয়েছেন ভাই জাফর পাঠান।  অনেক দিন পর আপনার মন্তব্য দেখতে পেলাম। যারা সুন্দর সুন্দর মন্তব্য করেন তারা দীর্ঘদিন বিরতির পর ফিরে আসলে আমাদের চোখে ধরা পড়ে। যাই হোক, ভাই জাফর পাঠান আপনাকে অনেক ধন্যবাদ।

ক.এদিকে ট্রাম্প আল কায়েদার বড় ভাই এবং রক্ষক শিরোনামের খবরটি প্রকাশিত হয়েছে ১৭ এপ্রিল। এ খবরে বলা হয়েছে, আমেরিকার হাওয়াই অঙ্গরাজ্যের প্রতিনিধি তুলসি গাবার্ড এক টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সৌদি আরবের মদদপুষ্ট আল কায়েদা সন্ত্রাসী নেটওয়ার্কের বড় ভাই এবং রক্ষক হিসেবে আখ্যায়িত করেছেন।

বহলুল: লাল কুকুর শিয়ালের ভাই বলে একটা কথা দেশগ্রামে প্রচলিত আছে।

খ. যা বলেছেন। তবে এ খবরে মো আব্বাস আলী লিখেছেন, মার্কিন আইন প্রণেতা ট্রাম্প সম্পর্কে  ঠিক বলেছেন।

ক. এদিকে আসরের সময় প্রায় শেষ হয়ে এসেছে।  এবার গুটানোর পালা। যারা চিঠি লিখেছেন এবং এতোক্ষণ ধরে প্রিয়জনের আসর শুনেছেন তাদের সবাইকে আবারো আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সবাই রোজা রাখবেন, রোজার পবিত্রতা বজায় রাখবেন এবং সবাই সবার জন্য মন থেকে দোয়া করবেন এই কামনা রইল।

খ. আবার কথা হবে আগামী আসরে।#

ট্যাগ