জুলাই ২৮, ২০১৯ ১৬:৩৮ Asia/Dhaka

ক. বন্ধুরা,সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই চিঠিপত্রের আসর প্রিয়জন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। অনুষ্ঠানের শুরুতেই যথারীতি একটি হাদিস শোনাব। ইমাম আলী (আ.) বলেছেন, প্রত্যেক আলেমের মৃত্যুর ফলে ইসলামের যে ক্ষতি হয় তা কেয়ামত পর্যন্ত পুষিয়ে নেয়া সম্ভব হয় না।

খ. মূল্যবান বাণী শুনলাম। রাসূলুল্লাহ (সা.)’র একটি হাদিস থেকে আমরা জানতে পারি, তিনি বলেছেন, আলেম-উলামা নবী রাসূলদের উত্তরসূরি। হযরত আলী (আ.)’র এই বাণীতে যেন সে কথারই প্রতিধ্বনি রয়েছে। যাই হোক, আজকের আসরের প্রথমেই হাতে তুলে নিয়েছি একটি চিঠি।

বহলুল ভাই: চিঠি নাকি ইমেইল?

ক. না বহলুল ভাই। ইমেইল নয়, চিঠি। আধুনিক প্রযুক্তির যুগে বহু ইমেইলের ভিড়ে এবার আমাদের কাছে হাতে লেখা কয়েকটি চিঠি জমা হয়েছে। দেখুন না আমার হাতের এই চিঠিটি লেখা হয়েছে গত বছরের অক্টোবর মাসে। আর আমাদের হাতে এসেছে পৌঁছেছে মাত্র কয়েক দিন আগে। হ্যাঁ ভারত থেকে লেখা হয়েছে এ চিঠি। পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের ধুরইল খলসীর আইআরএলের সম্পাদক প্রবীর কুমার মণ্ডল এ চিঠি লিখেছেন।

বহলুল. আর সে শুভেচ্ছা আমরা গ্রহণ করছি ইরানের বসন্তের দিনে।  যা হোক চিঠিতে এরপর কি লেখা হয়েছে?

খ. ২০১৯ সালের ১ জানুয়ারি তাদের  ক্লাবের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হবে বলে ভাই প্রবীর কুমার মণ্ডল আমাদেরকে সুখবর দিয়েছেন। পাশাপাশি রেডিও তেহরানের সঙ্গে নতুন করে সম্পর্ক স্থাপন করতে তারা উদগ্রীব বলেও জানিয়েছেন। এ ছাড়া ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রোতা সম্মেলন করবেন বলেও জানিয়েছেন।

বহলুল: বাহ! চমৎকার। কেমন হলো আপনাদের অনুষ্ঠানগুলো তা আমাদের নিশ্চয়ই জানাবেন।

ক. হ্যাঁ চিঠি দেরি হাতে এসেছে। এরমধ্যে সব অনুষ্ঠান পালন শেষ হয়ে গেছে! তা যাক, বহলুল ভাই যেমনটি জানতে চেয়েছেন আপনাদের অনুষ্ঠানগুলো কেমন হলো সে সম্পর্কে অবশ্যই চিঠি লিখে জানাবেন কিন্তু ভাই প্রবীর মণ্ডল। সম্ভব হলে অনুষ্ঠানের ছবিও পাঠাবেন।

খ. ভাই প্রবীর চিঠি দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভবিষ্যতে আরও চিঠি দেবেন এবং সম্ভব হলে ইমেইল করবেন। আর হ্যাঁ নতুন করে তো আপনাদের সঙ্গে রেডিও তেহরানের সম্পর্ক হয়েই গেলো তাই না!

বহলুল: বাচ্চা-কাচ্চার আধো আধো কথা বিশেষ করে প্রথম কথা ফোটার দিনগুলো সবারই ভালো লাগে।

ক. সত্যিই সে সব দিনের কথা মনে হয়। আরও মনে হয় যদি সে সময়টা ভিডিও করে রাখতাম!

খ. ভিডিও করে রাখার কথা বললেন? আমাদের এক শ্রোতাবোন কিন্তু আপনার এই খেয়ালটি তার জীবনে বাস্তবায়ন করেছেন। ইরানের রাজধানী তেহরানের অদূরে কোম শহর থেকে আমাদের এক বোন এমন এক অভিজ্ঞতার কথা বলছেন। তিনি সে সময়টা ভিডিও করেছিলেন। নিজেই পরিচয় দিয়েছেন বলে আমি আর সে সম্পর্কে কিছু বললাম না.....

বহলুল: সত্যিই দারুণ একটা ঘটনা। এটা মনে রাখার মতো এবং ভিডিও করার মতোই।

ক. কোমে অধ্যয়নরত বাংলাদেশের বোন নুসরাত শারমিন জেবিনের কথা শুনছিলেন এতোক্ষণ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ বোন নুসরাত। ভবিষ্যতে আরও কথা শোনার ইচ্ছা রইল।....

খ. বহলুল ভাই আমি আজ তৈরি হয়েই এসেছি তাই আমাকে আগে দিন।

বহলুল: তৈরি যিনি তিনি আগেই যাবেন। তা দেখিনা আজ অতৈরি কিভাবে ঘটনা সামলান।

ক. মানে তা হলে আমিই এবারে ফেসবুক গ্রুপ এবং রেডিও তেহরানের ওয়েবসাইটের খবরে যে সব মন্তব্য হয়েছে তা আগে তুলে ধরছি। হ্যাঁ  'ইউরোপের কয়েকটি সরকার মার্কিন শাসকদের মতই অসভ্য' শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে এপ্রিল মাসের ১৯ তারিখে। এ খবরে বলা হয়েছে, ইরানের বিশিষ্ট আলেম হুজ্জাতুল ইসলাম কাযেম সিদ্দিকি বলেছেন,ইরাক ও সিরিয়ায় তৎপর সন্ত্রাসী গোষ্ঠীগুলো ইরানের হাতে পরাজিত হওয়াতেই মার্কিন সরকার দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী বলে অপবাদ দিয়েছে।  তেহরানের জুমা নামাজের খোতবায় তিনি এই মন্তব্য করেন।

বহলুল: অতৈরি থেকেও কেমন চমৎকারভাবে উৎরে নিলেন ধন্যবাদ।  আর হ্যাঁ এ খবরে পাঠক বন্ধুরা কি বলেছেন?

খ. হ্যাঁ, সেকথা আমিই তা তুলে ধরছি। নাজমুল হাসান পলাশ এবং আলী আকবরসহ বেশিরভাগ পাঠক বন্ধু এ খবরকে ঠিক বলে মন্তব্য করেছেন।

বহলুল: অর্থাৎ তারা আমেরিকা ও তার মিত্রদের সঠিকভাবে চিনতে পেরেছেন।

ক. একদম ঠিক কথা। এদিকে ট্রাম্পের বক্তব্যের জবাবে হরমুজ প্রণালী বন্ধ করে দেয়ার হুমকি দিল ইরান শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ২২ এপ্রিল। এ খবরে বলা হয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলি রেজা তাংসিরি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, হরমুজ প্রণালী হলো আন্তর্জাতিক জলপথ এবং এ জলপথ ব্যবহারে কোনো বাধা দেয়া হলে তা বন্ধ করে দেবে ইরান।

খ.ফেসবুক গ্রুপে এ খবরে প্রতিনিধিত্বশীল মন্তব্যটি করেছেন মোহ রশিদ আরিফ। তিনি লিখেছেন, সময় হয়েছে ব্যবস্থা নেয়ার।

ক. এদিকে... 

বহললু: না না । আজ আর এদিকে-সেদিকে নয়। এখন  আর কথা বাড়ানো যাবে না। মানে আসরের সময় শেষ হয়ে এসেছে।

খ. হ্যাঁ সত্যিই আসরের সময় শেষ হয়ে এসেছে।  পাঠক ভাই বোনেরা সবাই ভাল থাকবেন, নিয়মিত চিঠি দেবেন, মন্তব্য করবেন এ কামনা করে আজ এখানেই বিদায় চাইছি। #

ট্যাগ