অক্টোবর ২৪, ২০১৯ ১৬:৪৩ Asia/Dhaka
  • ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
    ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৪ অক্টোবর বৃহস্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

প্রথমে বাংলাদেশে:

  • নুসরাত হত্যায় অধ্যক্ষ সিরাজসহ ১৬ জনের মৃত্যুদণ্ড-দৈনিক প্রথম আলো
  • 'আপিল করা হলে দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হবে': দৈনিক কালেরকণ্ঠ
  • স্বস্তি ফিরেছে ভোলায়, গ্রেফতার ২ যুবক তিন দিনের রিমান্ডে-দৈনিক যুগান্তর
  • নুসরাত হত্যার রায়ে স্বস্তি ওবায়দুল কাদেরের: দৈনিক ইত্তেফাক
  • বাংলাদেশে রাজনৈতিক স্বাধীনতা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ-দৈনিক মানবজমিন
  • ক্রিকেটারদের আন্দোলনে অশুভ উদ্দেশ্য আছে কি না দেখা হচ্ছে : কাদের–দৈনিক  নয়া দিগন্ত

ভারতের খবর:

  • গেরুয়া শিবির ক্ষমতায় ফিরলেও মহারাষ্ট্রে কমছে আসন, হরিয়ানায় জোর টক্কর কংগ্রেসের-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • দৈনিক আজকালের খবর:  হরিয়ানায় খারাপ ফল, ইস্তফা দিলেন রাজ্যের বিজেপি সভাপতি
  • কাশ্মীর থেকে কবে উঠবে নিষেধাজ্ঞা? কেন্দ্রের কাছে জবাব চাইল সুপ্রিম কোর্ট-দৈনিক সংবাদ প্রতিদিন

নুসরাত হত্যায় অধ্যক্ষ সিরাজসহ ১৬ জনের মৃত্যুদণ্ড-দৈনিক প্রথম আলো

ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান (রাফি) হত্যা মামলার রায়ে অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ ১৬ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৮ মিনিটে এই রায় পড়ে শোনান ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মামুনুর রশিদ। রায় পড়তে সময় লাগে ১২ মিনিট ৩৬ সেকেন্ড। রায়ে ১৬ জন আসামিকেই দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। রায় পড়ার শুরুতেই নুসরাত জাহান হত্যা মামলায় গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করেন আদালত।

আদালত বলেন, গণমাধ্যমের কারণেই এই ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা দেশবাসী জানতে পারে। এর আগে সকাল ১০টা ৫৫ মিনিটে আসামিদের কাঠগড়ায় আনা হয়। ৩ মিনিটের মধ্যে আসামিদের কাঠগড়ায় তোলা হয়। রায় শোনার পর আসামিরা চিৎকার চেঁচামেচি শুরু করেন। কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন। কেউ কেউ জানান উচ্চ আদালতে আপিল করবেন তাঁরা। আসামিরা এ সময় বাদীপক্ষের আইনজীবীদের অশ্লীল ভাষায় গালাগালি করেন। পরে পুলিশ পাহারায় আইনজীবীদের সরিয়ে দেওয়া হয়।

'আপিল করা হলে দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হবে': দৈনিক কালেরকণ্ঠ

ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা মামলায় ১৬ আসামির মৃত্যুদণ্ড  হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। মাহবুবে আলম বলেন, অল্প সময়ের মধ্যে বিচার সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করছি।

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম

নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আসামিপক্ষ থেকে হাইকোর্টে আপিল করা হলে তা দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হবে। আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ এক রায়ে ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দেন। আইন অনুযায়ী এই রায়ের বিরুদ্ধে সাজাপ্রাপ্তদের সাত কার্যদিবসের মধ্যে আপিল করতে হবে। তবে আইন অনুযায়ী ফাঁসির রায় অনুমোদনের জন্য ফেনীর আদালত থেকে ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে মামলার নথি পাঠাতে হবে।

স্বস্তি ফিরেছে ভোলায়, গ্রেফতার ২ যুবক তিন দিনের রিমান্ডে-দৈনিক যুগান্তর

ভোলার বোরহানউদ্দিন উপজেলাসহ পুরো জেলায় স্বস্তি ফিরেছে। বোরহানউদ্দিন পৌর এলাকা থেকে সজীব ও রাজীব নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে পুলিশের ওপর হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে ভোলা আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করলে আদালত তাদের দুজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে সকালে থেকে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পুরো জেলাব্যাপী স্বস্তি বিরাজ করছে। ভোলা সদর, বোরহানউদ্দিনসহ পুরো জেলাব্যাপী বিপুল পরিমাণ পুলিশ, র‌্যাব ও বিজিবি মোতায়েন রয়েছে। এ ছাড়া গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রশাসনের টহল দল অব্যাহত রয়েছে। এ তথ্য নিশ্চিত করেন বোরহানউদ্দিন থানার ওসি মো. এনামুল হক।তবে বরিশাল রেঞ্জের ডিআইজ মো. শফিকুল ইসলাম জানান, ভোলার বোরহানউদ্দিনসহ জেলার পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।

নুসরাত হত্যার রায়ে স্বস্তি ওবায়দুল কাদেরের: দৈনিক ইত্তেফাক

ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্রিফকালে তিনি সন্তোষ প্রকাশের কথা জানান।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের বলেন, 'নুসরাত হত্যা মামলার রায় হয়েছে। ১৬ জনের ফাঁসি হয়েছে। দ্রুততার মধ্যে বিচারকার্য সম্পন্ন হয়েছে। এজন্য সরকারের পক্ষ থেকে আমরা স্বস্তি প্রকাশ করছি। 'তিনি বলেন, ‘রায় নিয়ে কোনো বিরূপ প্রতিক্রিয়া হয়নি। রায়ে নুসরাতের পরিবারও সন্তুষ্ট হয়েছে।

বাংলাদেশে রাজনৈতিক স্বাধীনতা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ-দৈনিক মানবজমিন

ডিসেম্বরে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ ছিল না বলে উল্লেখ করে যুক্তরাষ্ট্র বলেছে, তারা বাংলাদেশে রাজনৈতিক স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথ নিয়ে উদ্বিগ্ন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত সহকারি সেক্রেটারি এলিস জি ওয়েলস মঙ্গলবার প্রতিনিধি পরিষদে অনুষ্ঠিত এক শুনানিতে এই উদ্বেগের কথা জানান।

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপ-কমিটির ওই শুনানিতে তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক স্বাধীনতা ও দেশটির রাজনৈতিক গতিপথ যেদিকে যাচ্ছে, তাতে আমরা উদ্বিগ্ন। আমরা মনে করি, বাংলাদেশ সরকারের জন্য সুশীল সংগঠনগুলোর কার্যক্রম পরিচালনা করতে দেয়া খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি ব্যক্তি ও দলগুলো যেন অনলাইনসহ সকল পর্যায়ে তাদের মতামত অবাধে ব্যক্ত করতে পারে এবং বিরোধী রাজনীতিকরা তাদের আইনসিদ্ধ ভূমিকা পালন করতে পারেন, তা নিশ্চিত করা জরুরি।

ক্রিকেটারদের আন্দোলনে অশুভ উদ্দেশ্য আছে কি না দেখা হচ্ছে: কাদেরদৈনিক  নয়া দিগন্ত

ক্রিকেটারদের আন্দোলন প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনে কারো অশুভ উদ্দেশ্য আছে কি না দেখা হচ্ছে। তবে দেরিতে হলেও ক্রিকেটারদের দাবি নিয়ে সৃষ্ট সংকটের সম্মানজনক সমাধান হয়েছে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বৃহস্পতিবার সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে কাদের আরও বলেন, ‘আজকে সকালে ফোনে সাকিব আল হাসানের সাথে কথা হয়েছে আমার। ক্রিকেটারদের সাথে প্রধানমন্ত্রীর সম্পর্ক পরিবারের মতো। তাদের যেকোন সমস্যা হলে প্রধানমন্ত্রী তাদের পাশে আছেন। প্রসঙ্গত ক্রিকেটারদের পারিশ্রমিক বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে গত সোমবার হঠাৎ করে ধর্মঘটের ডাক দেয় ক্রিকেটাররা। পরে আরও দুদফা দাবি যোগ করে তারা। অনেক নাটকীয়তার পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অধিকাংশ দাবি মেনে নেয়ায় ধর্মঘট প্রত্যাহার করে ক্রিকেটাররা।

এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি

গেরুয়া শিবির ক্ষমতায় ফিরলেও মহারাষ্ট্রে কমছে আসন, হরিয়ানায় জোর টক্কর কংগ্রেসের-দৈনিক আনন্দবাজার পত্রিকা

সমীক্ষায় ইঙ্গিত ছিলই। মহারাষ্ট্রে ফের গেরুয়া ঝড়ের ইঙ্গিত। কংগ্রেস-এনসিপি জোটকে পিছনে ফেলে এগিয়ে চলেছে বিজেপি-শিবসেনা জোট। ভোটগণনার প্রবণতায় ইঙ্গিত, মহারাষ্ট্রে ফের সরকার গঠনের পথে বিজেপি-শিবসেনা জোট।অন্য় দিকে হরিয়ানাতেও এগিয়ে বিজেপি।

তবে তুলনায় কিছুটা লড়াই করছে কংগ্রেস। বিজেপি এগিয়ে থাকলেও ৯০ আসনের মধ্যে অর্ধেকের কাছাকাছি ঘোরাঘুরি করছে। কংগ্রেসের আসন পঁচিশের কাছাকাছি। দুষ্যন্ত চৌটালার নতুন দল জননায়ক জনতা পার্টির (জেজেপি) ফল তুলনায় ভাল। ৭ থেকে ৮টির কাছাকাছি আসন পাওয়ার দৌড়ে এগোচ্ছে জেজেপি। দুই রাজ্যে বিধানসভার ভোগণনার এই প্রবণতা মোটামুটি স্পষ্ট হতেই বিজেপি শিবিরে খুশির উচ্ছ্বাস। মহারাষ্ট্রের অনেক জায়গাতেই কার্যত জয়োৎসব শুরু করে দিয়েছেন বিজেপি-শিবসেনা জোটের কর্মী-সমর্থকরা। তবে হরিয়ানায় দুই দলই কিছুটা সংযত।

দৈনিক আজকালের খবর:  হরিয়ানায় খারাপ ফল, ইস্তফা দিলেন রাজ্যের বিজেপি সভাপতি

প্রত্যাশিত ফল হয়নি। ম্যাজিক ফিগার ৪৬–এর আগেই হরিয়ানায় বিজেপির আসনসংখ্যা থেমে যাওয়ার ইঙ্গিত মিলতেই ইস্তফা দিলেন রাজ্য বিজেপি সভাপতি সুভাষ বারালা। শেষ পাওয়া খবরে, এখনও পর্যন্ত বিজেপির দখলে গিয়েছে বা এগিয়ে রয়েছে ৪০টি আসনে। অন্যদিকে, কংগ্রেসের দখলে গিয়েছে বা এগিয়ে রয়েছে ৩২টি আসন।

রাজ্য বিজেপি সভাপতি সুভাষ বারালা

আর এতেই মুখ পুড়েছে হরিয়ানা রাজ্য বিজেপির। আর তাই ফলপ্রকাশ শুরু হতেই খারাপ ফলের দায় দায়িত্ব নিজের কাঁধে নিয়ে ইস্তফা দিলেন সুভাষ বারালা। শুধু দলের খারাপ ফলই নয়, নিজে যে কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছিলেন, সেই ফতেহাবাদ জেলার তোহানা থেকে ২০ হাজার ভোটে পিছিয়ে রয়েছেন বারালা। তাঁর জয়ের সম্ভাবনাও একদম কম। ওই আসনে এগিয়ে রয়েছে জেজেপি প্রার্থী দেবেন্দর সিং বাবলি। বিজেপি শাসিত হরিয়ানার ফলাফলের দিকে নজর গোটা দেশের। মহারাষ্ট্রে বিজেপি–শিবসেনা জোট সরকার পথে এগিয়ে। কিন্তু হরিয়ানায় ত্রিশঙ্কু হওয়ার সম্ভাবনা প্রচুর।

কাশ্মীর থেকে কবে উঠবে নিষেধাজ্ঞা? কেন্দ্রের কাছে জবাব চাইল সুপ্রিম কোর্ট

কাশ্মীর থেকে নিষেধাজ্ঞা কবে তোলা হবে তা জানতে চাইল দেশের সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি এনভি রামান্নার নেতৃত্বাধীন বেঞ্চ দ্রুত এই বিষয়ে সরকারকে তাদের অবস্থান স্পষ্ট করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি এই সংক্রান্ত আদালতে জমা পড়া বিভিন্ন আবেদনের শুনানির তারিখ পাঁচ নভেম্বর করা হবে বলে জানিয়েছে।

জম্মু ও কাশ্মীর প্রশাসনের পক্ষ থেকে আদালতে হাজির সলিসিটর জেনারেল তুষার মেহেতাকে এই বিষয়ে প্রশ্ন করেন বিচারপতি। বলেন, ‘দু’মাস হয়ে গিয়েছে। আপনারা আর কতদিন নিষেধাজ্ঞা বহাল রাখতে চান। এই বিষয়টি নিয়ে নিজেদের মনোভাব স্পষ্ট করুন এবং ওখানকার সমস্যা সমাধানের জন্য অন্য পদ্ধতি খুঁজুন। প্রয়োজন পড়লে আপনারা নিষেধাজ্ঞা জারি করতেই পারেন। কিন্তু, সরকারের সিদ্ধান্তটি পুনরায় খতিয়ে দেখা উচিত।’#

পার্সটুডে/বাবুল আখতার/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।