জানুয়ারি ১৮, ২০২০ ১৫:৫০ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৮ জানুয়ারি শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • ‘ঢাকা-দিল্লি সম্পর্ক খুবই গভীর’ -দৈনিক ইত্তেফাক
  • ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১২ জনের মৃত্যু-২ মাস সময় চায় তদন্ত কমিটি -দৈনিক মানবজমিন
  • আমেরিকার তুলনায় বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কম: পররাষ্ট্রমন্ত্রী -দৈনিক প্রথম আলো
  • ফখরুলের বক্তব্য বিভ্রান্তিকর: কাদের -দৈনিক যুগান্তর
  • যশোরে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের দুইবোনসহ তিনজন নিহত -দৈনিক সমকাল
  • ১৩ বছরে ঢাকাকে ধ্বংস করা হয়েছে: ইশরাক -বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:    

  • -ঘুরপথে বাধ্যতামূলক করার চেষ্টা! এবার আধার না থাকলে মিলবে না সরকারি সাহায্য -দৈনিক সংবাদ প্রতিদিন
  • এঁদের জন্যই ধর্ষণ বন্ধ হয়নি’, ইন্দিরা জয়সিংহকে তোপ আশাদেবীর -দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • বিক্ষোভকারীদের থামাতে উদ্যোগ!‌ এবার থেকে ‌সন্দেহ হলে যে কাউকে গ্রেপ্তার করতে পারবে দিল্লি পুলিশ -দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আমরণ অনশনরত শিক্ষার্থীদের মধ্যে ১২ জন অসুস্থ হয়ে পড়েছেন। সরস্বতী পূজার কারণে আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে গত ১৬ জানুয়ারি থেকে আমরণ অনশন করছেন তারা। কী বলবেন আপিন?

২. ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, আইআরজিসি'র ক্ষেপণাস্ত্র মার্কিন দম্ভে আঘাত করেছে। এ  বিষয়ে আপনার পর্যবেক্ষণ কী? তো 

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর

প্রথমে দুটি আন্তর্জাতিক খবর: যুক্তরাষ্ট্রকে ৫০ কোটি ডলার দিয়েছে সৌদি আরব!-দৈনিক যুগান্তর

সৌদি আরবে মার্কিন সেনার খরচ চালাতে ৫০ কোটি ডলার

সৌদি আরবে মার্কিন সেনা মোতায়েনে খরচ বাবদ যুক্তরাষ্ট্রকে ৫০ কোটি ডলার দিয়েছে রিয়াদ। এক মার্কিন সেনা কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, সৌদি সরকার গত বছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রকে এই বিপুল পরিমাণ অর্থ দিয়েছে। যদিও সৌদি আরবের কাছ থেকে কত অর্থ পেয়েছে যুক্তরাষ্ট্র সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি পেন্টাগন। এদিকে একই পরিমাণ অর্থের কথা উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করেছে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু। গত সপ্তাহে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাতকারে ট্রাম্প বলেছিলেন, সেনা মোতায়েনের খরচ বাবদ মার্কিন ব্যাংকে ১০০ কোটি ডলার ব্যাংকে জমা দিয়েছে সৌদি আরব। এ অর্থের পরিমাণ আরো কত বাড়ানো হবে সে বিষয়ে ইঙ্গিত দিলেও স্পষ্টভাবে কিছু বলেননি ট্রাম্প।

অপরদিকে সিএনএনের পেন্টাগন প্রতিনিধি জানিয়েছেন, সৌদিতে সেনা মোতায়েন বাবদ খরচ হিসেবে রিয়াদকে কত দিতে হবে সে বিষয়ে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা চলছে। প্রসঙ্গত ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযানে বিমান রিফুয়েলিংয়ে সহযোগিতা প্রদানের জন্য যুক্তরাষ্ট্রকে অর্থ দিয়েছিল সৌদি আরব।

এছাড়াও গত বছরের সেপ্টেম্বরে তেল ক্ষেত্রে হামলা ঘটনায় ইরানকে দোষারোপ করে সৌদি। এ নিয়ে তেহরান ও রিয়াদের মধ্যে উত্তেজনার মাত্রা বাড়ে। মধ্যপ্রাচ্যের দুই বৈরি দেশের কর্ণধাররা বাকযুদ্ধে লিপ্ত হয়। সে সময় সৌদি তেল ক্ষেত্র সুরক্ষায় কয়েক হাজার মার্কিন সেনা ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করে যুক্তরাষ্ট্র।

হিজবুল্লাহর সব ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ করল যুক্তরাজ্য-দৈনিক যুগান্তর

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সব ধরনের কর্মকাণ্ডকে নিষিদ্ধ করে সংগঠনটিকে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়। অবশ্য হিজবুল্লাহর সামরিক শাখাকে সন্ত্রাসী বাহিনী আখ্যা দিয়ে গত বছরের মার্চেই কালো তালিকাভুক্ত করে যুক্তরাজ্য। শুক্রবার নতুন করে এর সব ধরনের কর্মকাণ্ডকেই নিষিদ্ধ করল ইসরাইল ও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ এ মিত্র দেশটি। খবর এএফপি ও দ্য ডনের। নতুন এ নিষেধাজ্ঞার ফলে হিজবুল্লাহর বা এই সংগঠনের কোনো সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট বা সম্পদ যুক্তরাজ্যে থাকলে তা বাজেয়াপ্ত করা হবে। ইসরাইল এ পর্যন্ত লেবাননের ওপর তিনবার যুদ্ধ চাপিয়ে দিয়েছে এবং লেবাননের ভেতরেই বহু গুপ্তহত্যার ঘটনা ঘটিয়েছে। তবে ১৯৮৫ সালে প্রতিষ্ঠার পর থেকে বিদেশি আগ্রাসন ও সন্ত্রাসবাদ মোকাবেলায় হিজবুল্লাহ লেবাননের সেনাবাহিনীকে সহায়তা করে আসছে।

সম্প্রতি ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী এভিগদোর লিবারম্যান বলেছেন, হিজবুল্লাহ ও লেবাননের সেনাবাহিনী এক কথা এবং নতুন কোনো যুদ্ধ হলে তাদের সবাইকে পূর্ণ মূল্য দিতে হবে। এর বিপরীতে লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি বলেছেন, ইসরাইল হচ্ছে এ অঞ্চলের প্রকৃত হুমকি।

আমেরিকার তুলনায় বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কম: পররাষ্ট্রমন্ত্রী-দৈনিক প্রথম আলো

আমেরিকার তুলনায় বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কম: ড. এ কে আবদুল মোমেন

বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সংখ্যা আমেরিকার মতো উন্নত দেশের তুলনায় কম বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। আজ শনিবার সকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও তথ্য কমিশন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তথ্য অধিকার আইন-২০০৯ ও অনলাইন ট্র্যাকিং সিস্টেম অবহিতকরণ কর্মশালায় অতিথির বক্তব্য পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে অসত্য তথ্য ফলাও করে প্রচার হচ্ছে। আমেরিকার মতো উন্নত দেশের তুলনায় বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সংখ্যা বাংলাদেশে অনেক কম। সরকার একটিও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চায় না। দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হাতেগোনা কয়েকটি হয়।’

ঢাকার দুই সিটি নির্বাচন নিয়ে নানামুখী খবর পরিবেশিত হয়েছে জাতীয় দৈনিকগুলোতে

ইভিএম ব্যবহার সরকারি দলের জয়ের উদ্দেশ্যে-ফখরুল, কাদের বললেন তাঁর বক্তব্য বিভ্রান্তিকর

এ সম্পর্কে দৈনিক যুগান্তরের শিরোনাম- ফখরুলের বক্তব্য বিভ্রান্তিকর: কাদের। এখ খবরে লেখা হয়েছে, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার নিয়ে বিএনপির মহাসচিবের বক্তব্য বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ক্ষমতাসীন দলের প্রার্থীদের জয় করতেই ইভিএম ব্যবহার করা হচ্ছে বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, দুই সিটি নির্বাচনে ইভিএম পদ্ধতি নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে মন্তব্য করেছেন তা বিভ্রান্তিকর। কারণ তিনি নিজেও ইভিএম পদ্ধতির ভোটে এমপি নির্বাচিত হয়েছিলেন বগুড়া সদর আসন থেকে। তিনি আরও বলেন, ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি ছুতো খুঁজছে।

এদিকে, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার নিয়ে নির্বাচন কমিশনার রফিকুল ইসলামের দেয়া বক্তব্যে জাল ভোটের আশঙ্কা বেড়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে (ডিএনসিসি) বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল।

তাবিথ আউয়াল বলেন, একজন নির্বাচন কমিশনার গতকাল স্পষ্ট করেই বলেছেন– ‘কেন্দ্র দখল করা গেলে ইভিএমে জাল ভোট দেয়া যাবে’। তার এই বক্তব্যের পর ইভিএম নিয়ে আমাদের বক্তব্য সত্য প্রমাণিত হয়েছে, আশঙ্কা আরও বেড়েছে। কারণ আওয়ামী লীগ কেন্দ্র দখল করতে চাইলে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা ঠেকাতে প্রস্তুত রয়েছে কিনা এ প্রশ্ন ভোটারদের রয়েছে।

তিনি বলেছেন, নির্বাচন কমিশনার রফিকুল ইসলামের বক্তব্যে ইভিএম নিয়ে আমাদের যে শঙ্কা সেটি প্রমাণিত হয়েছে। নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জাল ভোট ঠেকাতে প্রস্তুত রয়েছে কিনা, এটি এখন ভোটারদের মূল প্রশ্ন। শনিবার সকালে রাজধানীর খিলগাঁও তালতলা এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১২ জনের মৃত্যু-২ মাস সময় চায় তদন্ত কমিটি-দৈনিক মানবজমিন

 এ প্রতিবেদনে লেখা হয়েছে, রাজধানীতে ডেঙ্গু ও চিকুনগুনিয়া নির্মূলে সংশ্লিষ্টদের ব্যর্থতার কারণ এবং দায়ীদের চিহ্নিতে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করতে সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে চিঠি দিয়ে দুই মাস সময় চেয়েছেন তদন্ত কমিটি। কমিটির প্রধান ঢাকার জেলা জজ হেলাল চৌধুরীর স্বাক্ষরিত এক চিঠিতে এ সময় চাওয়া হয়েছে বলে সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট আদালতের দায়িত্বরত ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজী মাইনুল হাসান বলেন, আরো দুই মাস সময় বাড়ানোর জন্য কমিটির একটি চিঠি পেয়েছেন।

ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১২ জনের মৃত্যু-২ মাস সময় চায় তদন্ত কমিটি

এর আগে হাইকোর্ট গত ১২ই নভেম্বর এক আদেশে ঢাকা জেলা জজের নেতৃত্বে দুই সদস্যের কমিটিকে বিষয়টি বিচার বিভাগীয় তদন্ত করতে নির্দেশ দেন বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। ঢাকা জেলা ও দায়রা জজ এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব এ বিষয়ে তদন্ত করবেন। তদন্ত কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞ অধ্যাপক, আইসিডিআরবির একজন কর্মকর্তা, প্ল্যান প্রোটেকশনের একজন কর্মকর্তা এবং পাবলিক হেলথ বিভাগের একজন কর্মকর্তার মতামত নিতে বলা হয়েছে। এ ছাড়া, কমিটি চাইলে সংশ্লিষ্ট বিষয়ে যেকোনো বিশেষজ্ঞ ব্যক্তির মতামত নিতে পারবেন বলে নির্দেশ দিয়েছেন আদালত। কমিটিকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে কোনো ব্যর্থতা বা গাফিলতি ছিল কিনা তা অনুসন্ধান করে চলতি বছরের ১৫ই জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়।

এর আগে রাষ্ট্রপক্ষ থেকে একটি প্রতিবেদন আদালতে দাখিল করা হয়। ওই প্রতিবেদনে সরকারি হিসাবে ১১২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে বলে উল্লেখ করা হয়।

 গত ৬ই নভেম্বর, সারা দেশে এ বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত কতজন মানুষ মারা গেছেন, তার সংখ্যা জানতে চান হাইকোর্ট। একইসঙ্গে, ঢাকার দুই সিটি করপোরেশনকে আগামী ১১ই নভেম্বর মধ্যে এফিডেভিট আকারে এডিস মশা নির্মূলের অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়। সেই অনুযায়ী রাষ্ট্র পক্ষ মৃত্যুর সংখ্যা এবং দুই সিটি করপোরেশনের পক্ষ থেকে অগ্রগতি প্রতিবেদন দাখিল করা হয়। এরই পরিপ্রেক্ষিতে হাইকোর্ট কমিটিকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে কোনো ব্যর্থতা বা গাফিলতি ছিল কিনা তা অনুসন্ধান করে চলতি বছরের ১৫ই জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়।

‘ঢাকা-দিল্লি সম্পর্ক খুবই গভীর’-দৈনিক ইত্তেফাক

ভারতের সহকারী হাইকমিশনার অনিন্দ ব্যানার্জী বাংলাদেশকে ভারতের প্রকৃত বন্ধু হিসাবে উল্লেখ করে বলেছেন, দু’দেশের মধ্যকার সম্পর্ক খুবই গভীর। তিনি শুক্রবার সকালে নাসিরাবাদ হাইস্কুল মাঠে মাইজভান্ডারি একাডেমির ১২তম শিশু-কিশোর সমাবেশ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ভারতীয় এই কূটনীতিক বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে ভারতের সশস্ত্র বাহিনীর সদস্যরা বাংলাদেশের স্বাধীনতার জন্য তাদের জীবন উৎসর্গ করেছেন। তিনি বলেন, বিগত দশকে বাংলাদেশ অর্থনৈতিক সেক্টরে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির উল্লেখ করে তিনি বলেন, এই দেশটিতে মুসলমান, হিন্দু এবং অন্যান্য ধর্মের লোকেরা শান্তিপূর্ণভাবে বসবাস করছে।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

‘এঁদের জন্যই ধর্ষণ বন্ধ হয়নি’, ইন্দিরা জয়সিংহকে তোপ আশাদেবীর-দৈনিক সংবাদ প্রতিদিন

নির্ভয়ার মা আইনজীবী ইন্দিরা জয়সিংকে বললেন, তাদের কারণেই ধর্ষিতারা যথাযথ বিচার পায় না

চার জন ধর্ষককে ক্ষমা করার আর্জি জানানোয় প্রবীণ অ্যাডভোকেট ইন্দিরা জয়সিংহের বিরুদ্ধে শনিবার তোপ দাগলেন নির্ভয়ার মা আশা দেবী। বললেন, ‘‘কে ইন্দিরা জয়সিংহ? এই কথাটা উনি বলেছেন, এটা বিশ্বাসই করতে পারছি না। ওঁর (ইন্দিরা জয়সিংহ) মতো কয়েক জনের জন্যই ধর্ষিতারা এ দেশে যথাযথ বিচার পান না।’’

২০১২ সালে দিল্লিতে নির্ভয়াকে ধর্ষণ ও খুনের দায়ে চার জনের প্রাণদণ্ডাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই আদেশ কার্যকর হবে ফেব্রুয়ারির ১ তারিখে।প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধীর আততায়ী নলিনীকে যে ভাবে ক্ষমা করেছিলেন সনিয়া গাঁধী, শুক্রবার সে কথা মনে করিয়ে দিয়ে প্রবীণ অ্যাডভোকেট ইন্দিরা জয়সিংহ চার ধর্ষককে ক্ষমা করে দেওয়ার আর্জি জানান নির্ভয়ার মা আশা দেবীর কাছে।

ঘুরপথে বাধ্যতামূলক করার চেষ্টা! এবার আধার না থাকলে মিলবে না সরকারি সাহায্য-দৈনিক সংবাদ প্রতিদিন

বাঁকাপথে আধার কার্ড বাধ্যতামূলক করার চেষ্টা

এবার থেকে কোনওরকম কেন্দ্রীয় সরকারি সাহায্য পেতে গেলে দেখাতে হবে আধার কার্ড (Aadhaar card)। দেশের ভিতরে কখনও কোনও সাম্প্রদায়িক হিংসা বা কট্টর বামপন্থীদের হিংসা এবং সীমান্তপারের গোলাগুলি ও খনি অথবা আইইডি বিস্ফোরণে আক্রান্তদের পরিবারের সদস্যদের আধার কার্ড থাকা বাধ্যতামূলক। তা না হলে, কোনওরকম আর্থিক সাহায্য করবে না কেন্দ্র।শুক্রবার কেন্দ্রের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, সন্ত্রাসবাদী বা মাওবাদী হামলা এবং সাম্প্রদায়িক হিংসায় আক্রান্তদের পরিবারকে কেন্দ্রীয় সরকারি প্রকল্পের সাহায্য পেতে হলে এ বার আধার বাধ্যতামূলক।

বিক্ষোভকারীদের থামাতে উদ্যোগ!‌ এবার থেকে ‌সন্দেহ হলে যে কাউকে গ্রেপ্তার করতে পারবে দিল্লি পুলিশ-দৈনিক আজকাল

ভারতের পুলিশ

স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে বিশেষ ক্ষমতা দেওয়া হল দিল্লি পুলিশ কমিশনারকে। জাতীয় নিরাপত্তা আইন অনুযায়ী, এবার থেকে কেবলমাত্র সন্দেহের বশেই যে কাউকে গ্রেপ্তার করতে পারবে দিল্লি পুলিশ। সূত্রের খবর, তিন মাসের জন্যই এই ক্ষমতা দেওয়া হয়েছে পুলিশকে। লেফটেন্যান্ট অনিল বইজল ইতিমধ্যে এই বিষয়টি জানিয়ে দিয়েছেন পুলিশ আধিকারিকদের। দেশজুড়ে চলছে এনআরসি–সিএএ–এর বিরুদ্ধে বিক্ষোভ। রাজধানী দিল্লির একাধিক জায়গাতে বিক্ষোভকারীরা পথে নেমেছেন। এই অবস্থায় বিরোধীদের অভিযোগ, এবার প্রতিবাদীদের কণ্ঠরোধ করতেই স্বরাষ্ট্রমন্ত্রকের এই উদ্যোগ। যদিও দিল্লি পুলিশের বক্তব্য, এর সঙ্গে বিক্ষোভ বা প্রতিবাদ–সমাবেশের কোনও সম্পর্ক নেই।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৮
 

ট্যাগ