মার্চ ০২, ২০২০ ১৬:৫৮ Asia/Dhaka

পাঠক! ফার্সি ভাষা শিক্ষার আসর ফার্সি ভাষা মিষ্টি ভাষার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। গত আসরে আমরা ইরানের রাজধানী তেহরানের ঐতিহাসিক বাহারেস্তান চত্বর নিয়ে আলোচনা করেছি।

আজও আমরা তেহরানের ঐতিহাসিক স্থান সম্পর্কে আলোচনা অব্যাহত রাখবো। মোহাম্মাদ ও তার বন্ধু সাঈদ বাহরেস্তান চত্ত্বরে দাড়িয়ে প্রাচীন তেহরান সম্পর্ক আলোচনা করছে। সাফাভী শাসন আমলে অর্থাৎ খ্রিষ্টিয় ষোড়শ শতকে তেহরান ছিল রেই শহরের নিকটে অবস্থিত একটি ছোট্ট গ্রাম। সাফাভী বাদশাহ তাহমাসাব একবার রেই শহর ভ্রমণে আসেন। তখন তেহরানের চমৎকার আবহাওয়া তাকে আকৃষ্ট করে এবং তিনি কিছু দিন সেখানে অবস্থান করেন । সে সময় তেহানের ৪টি প্রবেশ দ্বার ছিল। সেই সাফাভী আমলের পর থেকেই তেহরানের বিস্তৃতি শুরু হয় এবং ১৮শ খৃষ্টাব্দে কাজার শাসন আমলে শহরটি ইরানের রাজধানীতে পরিণত হয়। সেসময় তেহরানের ১৩ টি প্রবেশদ্বার ছিল, যেগুলো সুর্যাস্তের তিন ঘন্টা পর বন্ধ করে দেওয়া হত। ৫টি এলাকায় বিভক্ত প্রাচীন তেহরানে ১৫ টি সড়ক ও পাঁচটি চত্ত্বর ছিল। প্রত্যেক এলাকায় কয়েকটি গলিও ছিল। তেহরনের দক্ষিণে অবস্থিত সেসময়ের রেই শহরটি ছিল একটি জনবসতিপূর্ন বৃহৎ শহর। বর্তমানে এটি তেহরানের ক্ষুদ্র অংশ এবং সেই প্রাচীন রেই নামেই পরিচিত । আজকের তেহরানে সেই প্রাচীন দ্বারগুলো আর নেই, শুধু অবশিষ্ট রয়েছে সেগুলোর নাম। এ সম্পর্কে মোহাম্মাদ, সাঈদ ও একজন পথচারীর মধ্যে কী কথা হয় তা শোনার আগে চলুন আজকের আসরে ব্যবহৃত কিছু ফার্সি শব্দের অর্থ জেনে নেই।

ببخشيد - دروازه - دولت - بهترين راه - اتوبوس - خط اتوبوس - خيابان - انقلاب - ايستگاه - ضلع - جنوبي - ميدان - آن طرف - زرد - راهنمايي - من متشكرم - شريعتي - همانجا - مترو - نزديکي - اطراف - ساختمان قديمي - - زمان قديم - محل - تقاطع - مرکز شهر - آن زمان - آنجا - کنار شهر - شمالي - اصلي - هم اكنون - بازار - نظير - پانزده خرداد - آن دوره -

মাফ করবেন / প্রবেশ দ্বার / সরকার / সর্বোৎকৃষ্ট পথ / বাস /বাস চলাচলের রুট / সড়ক / তেহরানের একটি চত্ত্বরের নাম / বাস স্পপেজ / বাহু বা অংশ / দক্ষিণের / চত্ত্বর / ওই দিকে / হলুদ / পথ প্রদর্শন / আমি কৃতজ্ঞ / তেহরানের একটি সড়কের নাম / সেখানেই / মেট্রো বা পাতাল রেল / নিকটেই / আশেপাশে / প্রাচীন ভবন / প্রাচীণ কালে / এলাকা / ক্রসিং / শহরের কেন্দ্র / সেই সময়ে / ওখানে / শহরের পাশে / উত্তর / মূল / এখন / বাজার / যেমন / ১৫ই খোরদাদ / সেই যুগে /

পাঠক! তেহরানের বাহারেস্তান চত্ত্বরে জনৈক পথচারী মোহাম্মদ ও সাঈদের কাছে এসে দারওয়াজে দৌলাত জাওয়ার পথ জানতে চায় । প্রাচীন তেহরানে এই নামে একটি প্রবেশদ্বার ছিল কিন্তু বর্তমানে সেটি ইনকিলাব সড়কে অবস্থিত একটি মেট্রো স্টেশনের নাম হিসেবে অবশিষ্ট রয়েছে।

رهگذر - ببخشيد آقا ، چه طور مي توانم به دروازه دولت بروم ؟سعيد - دروازه دولت ... فکر مي کنم بهترين راه اين است که سوار اتوبوس هاي خط انقلاب شويد .رهگذر - ايستگاه اتوبوس انقلاب نزديک است ؟سعيد - بله . ضلع جنوبي ميدان ، آن طرف ، دو اتوبوس زرد آنجاست .رهگذر - بله بله . ديدم ... از راهنمايي شما متشکرم .محمد - دروازه دولت در خيابان انقلاب است . نزديک خيابان شريعتي ، درست است ؟سعيد - بله . همانجاست . يک ايستگاه مترو هم در آن نزديکي است .محمد - اما من در آن اطراف ، دروازه يا ساختمان قديمي نديده ام .سعيد - درست مي گويي . تهران در زمان قديم 13 دروازه داشت که يکي از آنها ، دروازه دولت بود . محل اين دروازه هم اكنون در يكي از تقاطع هاي خيابان انقلاب قرار دارد .محمد - خيابان انقلاب الان در مرکز شهر واقع است ، پس مي شود حدس زد که در آن زمان ، آنجا کنار شهر محسوب مي شده است .سعيد - بله . آنجا ضلع شمالي شهر بود .محمد - خيابان هاي اصلي تهران در زمان قديم کدام خيابان ها بودند ؟سعيد - خيابانهايي كه هم اكنون اطراف بازار بزرگ تهران هستند نظير خيابان ناصر خسرو ، خيابان اميرکبير ، خيابان خيام و خيابان 15 خرداد ، خيابان هاي مهم آن دوره هستند .

পথচারী - মাফ করবেন, আমি কীভাবে দারওয়াজে দৌলাত যেতে পারি?সাঈদ - দারওয়াজে দৌলাত ..আমার মনে হয় আপনি যদি ইনকেলাবগামী বাসে চড়েন, তাহলে সেটিই সবচেয়ে সহজ পথ হয়।পথচারী- ইনকিলাবগামী বাস স্টপেজ কি কাছেই আছে ?সাঈদ - হ্যাঁ । চত্ত্বরের দক্ষিন অংশে, ঐ পাশে,দুটি হলুদ রঙের বাস আছে ।পথচারী -হ্যাঁ হ্যাঁ । দেখেছি ....পথ দেখিয়ে দেয়ার জন্য ধন্যবাদ ।মোহাম্মদ - দারওয়াজে দৌলাত শারিয়াতি রোডের কাছে ইনকিলাব সড়কে অবস্থিত, কি ঠিক বলেছি ?সাঈদ -হ্যাঁ । সেখানেই । ওর কাছেই একটি মেট্রো স্টেশনও আছে।মোহাম্মদ -কিন্তু সেখানকার আশেপাশে আমি কোন প্রবেশদ্বার বা প্রাচীন ভবন তো দেখিনি।সাঈদ -ঠিক বলছো । সুদূর অতীতে তেহরানের ১৩ টি প্রবেশদ্বার ছিল, দারওয়াজে দৌলাত সেগুলোর একটি । এই প্রবেশদ্বারটি বর্তমানে ইনকিলাব সড়কের একটি ক্রসিং-এ পড়েছে।মোহাম্মদ- ইনকিলাব সড়ক তো বর্তমানে (তেহরান) শহরের কেন্দ্রস্থলে অবস্থিত, তাহলে ধারণা করা যায় সে সময় দারওয়াজে দৌলাত শহরের প্রান্তসীমা ছিল ।সাঈদ -হ্যাঁ । ওটি ছিলো শহরের উত্তর অংশ।মোহাম্মদ - অতীতে কোন সড়কগুলো তেহরানের মূল সড়ক ছিল ?

সাঈদ -তেহরানের বাজারে বোযোর্গ বা বড় বাজারের আশপাশের সড়কগুলো সে সময়কার গুরুত্বপূর্ণ সড়ক ছিলো। এসব সড়কের কয়েকটির নাম হচ্ছে- নাসের খসরু সড়ক, আমির কাবির সড়ক, খৈয়াম সড়ক ও ১৫ ই খোরদাদ সড়ক।

পাঠক! সাঈদের কথা থেকে যেমনটি বুঝতে পেরেছেন, প্রাচীন তেহরান খুবই ছোট ছিল । বর্তমানে এটি একটি মহানগরীতে পরিণত হয়েছে এবং আশেপাশের বিভিন্ন গ্রাম ও এলাকা বর্তমানে তেহরানের সাথে সংযোজিত হয়েছে। যেমন শেমিরন, ভানাক, নেজামাবাদসহ অন্যান্য অনেক স্থান- যেগুলো প্রাচীনকালে তেহরানের বাইরের বিভিন্ন এলাকা ও গ্রাম ছিল, বর্তমানে সেগুলো তেহরান শহরের অংশ। সুউচ্চ ও মনোমুগ্ধকর আলবোর্জ পর্বতমালার পাদদেশে অবস্থিত তেহরান শহরের দৃশ্যাবলী আপনাকে বিমোহিত করবে । সুসজ্জিত বাগানসহ প্রাচীন বাড়ী, আধুনিক সড়কের পাশে বিশাল বিশাল বৃক্ষ, সুউচ্চ টাওয়ার ও দালান, গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন এ শহরের সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে। ইতিহাস -ঐতিহ্য ও আধুনিকতার সম্মিলন তেহরানকে এক অনন্য সুন্দর শহরে পরিণত করেছে ।#

পার্সটুডে/নাসির মাহমুদ/মো.আবুসাঈদ/২

ট্যাগ