মার্চ ২৯, ২০২০ ১৯:৪৫ Asia/Dhaka

ক. বন্ধুরা,আপনাদের অনেক অনেক সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই চিঠিপত্রের আসর প্রিয়জন।

আশা করছি সবাই ভালো আছেন। অনুষ্ঠান উপস্থাপনায় আজ আপনাদের সঙ্গে রয়েছি আমরা তিনজন। প্রতি আসরের মতো আজও আলোচনা শুরু করবো একটি হাদিস শুনিয়ে। ইমাম রেজা (আ.) বলেছেন, যে ব্যক্তি চায় সবচেয়ে ধনী ও সম্পদশালী হতে তার উচিৎ মহান আল্লাহর কাছে যা আছে তাতে আস্থা রাখা।

খ. সত্যিই,মহান আল্লাহর ওপর পরিপূর্ণ নির্ভরশীলতার মাধ্যমেই আমরা ইহকালীন ও পরকালীন জীবনে সুখী হতে পারি।  সৎ বাণী, সুন্দর কথা এবং সত্য দিগদর্শন তখনি কাজ করে যখন ওসব মেনে সত্য পথের চলতে শুরু করবো। আসুন এ বাণী নিজ জীবনে বাস্তবায়ন করি এবং ইহলোক ও পরলোক সমৃদ্ধ করে তুলি। আসরের প্রথমেই চিঠি নয়, না না বহলুল ভাই ভুল বলছি না। এই দেখুন নজর দিচ্ছি ওয়েবসাইটের খবরে পাঠক বন্ধুরা যে সব মন্তব্য করেছেন সে দিকে।

বহলুল: না আমি আজ গল্প শুনতে চেয়েছিলাম।

ক. তাও আছে। নাহ, তাহলে এখানে একটু শুনিয়েই রাখি গল্পের কিছু অংশ

বহলুল: বাহারে! না তা হলে ওয়েবসাইটের খবরে পাঠক বন্ধুদের মন্তব্য নিয়ে আলোচনা ঝটপট সেরে ফেলা হোক।

খ. হ্যা গত সপ্তাহে আলোচনা হয়েছে এমন একটি খবরের দিকেই আজ প্রথম নজর দিতে হচ্ছে। ইরানের বিরুদ্ধে মাশে ম্যাকানিজমপ্রয়োগের হুমকি দিল ইউরোপ শিরোনামের খবরটি প্রকাশিত হয়েছে ১ ডিসেম্বর। ওয়েবসাইটে প্রকাশিত এ খবরে অন্যতম মন্তব্যকারী বন্ধুটি হলেন আবদুর রাজ্জাক। তিনি লিখেছেন, ইরানের উচিত হবে পরমাণু বোমা তৈরির ঘোষণা দেয়া।

ক.বন্ধুদের এমন মন্তব্যের মধ্য দিয়ে ইরানের প্রতি গভীর দরদ ফুটে উঠছে। তবে পরমাণু বোমা তৈরিকে ইসলামের দৃষ্টিতে  নাজায়েজ বা নিষিদ্ধ বলে ফতোয়া দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি। ইরান শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি নিয়ে এগিয়ে চলেছে। বোমা তৈরির কোনো ইচ্ছা ইরানের নেই।

খ.মুশকিল হলো কূটবুদ্ধি এবং বিবেক ও আধ্যাত্মিক জ্ঞানহীন পশ্চিমাগোষ্ঠী এ সত্য উপলব্ধি করতে পারছে না। এ ছাড়া তাদেরকে ইরান বিরোধী মন্ত্রণা অহরহ দিয়ে চলেছে ইহুদিবাদী ইসরাইল। কাজেই তারাও পথ ভুল করছে বারবার। তবে বারবার এমন ভুল কখনোই সুখকর পরিণতি ডেকে আনবে না।

বহলুল: কথায় বলে,বুঝলে তো পাগল সারে। কিংবা যে বুঝতে চায় না তাকে বোঝানোর রাস্তা বড়ই জটিল! আচ্ছা এ বার কি গল্প শুনতে পারি?

ক. আপনি যখন বলছেন বহলুল ভাই তখন আর কি করা! হ্যাঁ

বহলুল: না না। আপনি নন। গল্প শোনাবেন যে শ্রোতা ভাই তার সঙ্গে আমিই কথা শুরু করছি। জ্বি ভাই আপনি পরিচয় দিন ....

খ. ভাই ইখতিয়ারউদ্দিন শেখ আপনি আমাদেরকে আপনার জীবনের উল্লেখযোগ্য যে কোনও ঘটনা শেয়ার করতে পারেন ....

ক. এরপর নিজে কৃষক পরিবারের সন্তান এবং ছোট বেলা কৃষি কাজ করেছেন সে কথা উল্লেখ করে তিনি আরও বলেন যে, দারিদ্র জিনিসটা যে খুবই কঠিন তা ছোট বেলা থেকেই জানেন।

খ. প্রথম চাকরি ক্ষেত্রে তিনি ১১/১২ বছর বয়সি একটা ছেলে দেখতে পান।  তার নাম আফজাল এবং দৈনিক ভিত্তিতে সে কাজ করতো। তার বাবা মারা গেছে চার বছর আগে এবং মা মানুষের বাসায় কাজ করেন। অর্থাভাবে তার পক্ষে পড়ালেখা চালানো সম্ভব নয়। নিজের ঘরে সন্ধ্যা বেলা আফজালকে ডেকে এখতিয়ার শেখ তাকে পড়ালেখা চালাতে বললেন এবং বই খাতা দিলেন।                    

ক. খুশি হলো আফজল। এভাবেই চলছিল। এরপর একদিন কারখানা পরিদর্শনে আসবে একটি দল। যখন স্বাভাবিকভাবেই আফজালের মতো কর্মীদের ছুটি দিয়ে দেয়া হয়।  তারপর ভাই ইখতিয়ার শেখ বলেন ...

বহলুল: সত্যিই করুণ গল্প। চোখের পানি ঠেকাতে কষ্ট হয়েছে।

ক. জ্বি ঠিক কথা। এ ধরণের করুণ ঘটনা কারো জীবনে যেন না ঘটে। আর হ্যা এতোক্ষণ কথা বলছিলেন বাংলাদেশের শ্রোতা ভাই ইখতিয়ার উদ্দিন শেখ। ধন্যবাদ ভাই ইখতিয়ার ভবিষ্যতে আরও কথা শুনবো। ....

খ. রেডিও তেহরানের অফিসিয়াল ফেসবুক গ্রুপে প্রকাশিত খবরে যে সব মন্তব্য হয়েছে এবারে সেদিকে নজর দিচ্ছি।  ব্যাপক সংখ্যায় 'জাস্ক' ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান;বসানো হবে সব সাবমেরিনে শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ৩০ নভেম্বর।

ক. এ  খবরে পাঠক ভাই মো আনোয়ার হোসেন লিখেছেন ইরানের সাহসিকতার প্রশংসা করতে হয়। অন্যদিকে এ খবরে ‘আলহামদুল্লাহ্‌’ বলে মন্তব্য করেছেন অনেক পাঠক বন্ধু।

বহলুল: অর্থাৎ সবাই আনন্দিত হয়েছেন এ বিষয়ে সন্দেহ করার কোনই অবকাশই নেই। এদিকে আসরের সময়ে শেষ হয়ে এসছে। ...

ক. আগামী আসরে আবার কথা হবে এ আশাবাদ জানিয়ে আজ গানে গানে এখানেই বিদায় চাইছি।

খ. প্রিয়জনের আসর থেকে আজকের মতো খোদা হাফেজ।#

ট্যাগ