জুন ২০, ২০২০ ১৭:৫৮ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২০ জুন শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম :

  • করোনা আপডেট- আজ বাংলাদেশে মৃত্যু-৩৭ জনের, শানাক্ত ৩২৪০-দৈনিক ইত্তেফাক
  • সিজিএস’র তথ্য করোনা উপসর্গ নিয়ে ১০৭০ জনের মৃত্যু-দৈনিক মানবজমিন
  • করোনা মোকাবিলায় বিশ্বব্যাংকের ১০৫ কোটি ডলার ঋণ অনুমোদন-দৈনিক সমকাল
  • নড়াইল দুই আসনের সংসদ সদস্য মাশরাফী করোনায় আক্রান্ত -দৈনিক কালের কণ্ঠ
  • আপাতত বিদেশ যাচ্ছেন না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া-দৈনিক যুগান্তর
  • বাংলাদেশে থাকা সাড়ে ১১ লাখ রোহিঙ্গার প্রত্যাবাসন হবে কবে-দৈনিক প্রথম আলো

ভারতের শিরোনাম:

  • গালাওয়ান উত্তেজনার মাঝেই ফের ডোকলামে নজর ড্রাগনের! বাড়ছে লালফৌজের টহল-দৈনিক সংবাদ প্রতিদিন
  • সেনার মৃত্যু নিয়ে প্রশ্ন রাহুলের, পাল্টা তোপ অমিত শাহের-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • গুজরাটে জিতে মোট আটটি আসনে জিতলেও রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা থেকে পিছিয়েই বিজেপি -দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।

বিশ্ব করোনা

বিশ্বজুড়ে মহামারি করোনায় অচল অবস্থা। এদিকে ভারত-চীনের মধ্যে লাদাখ সীমান্তে পাল্টাপাল্টি সেনা মোতায়েন জোরদার। এসব বিষয় বাংলাদেশ ভারতসহ বিশ্বমিডিয়ার প্রধান খবর। তো এসব খবরসহ অন্যান্য খবর তুলে ধরছি।

একনজরে বিশ্ব করোনার খবর: ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্যানুযায়ী বিশ্বব্যাপী মোট মৃতের সংখ্যা ৪ লাখ ৬২ হাজার ৯৫৫  জন।  আর আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮৭ লাখ ৮০ হাজার ৪৯৩ জন।  সুস্থ্য হয়েছে ৪৬ লাখ ৪১ হাজার ৪১৮ জন।

ব্রাজিল  সংক্রমণে দ্বিতীয় অবস্থানে। ১০ লাখ ৩৮ হাজার ৫৬৮ জন। এদিকে করোনার ভয়াল রূপ দেখল বিশ্ব। এক দিনে বিশ্বে সর্বোচ্চ সংক্রমণ  এক লাখ ৫০ হাজার । এটাই এ যাবত একদিনে সর্বোচ্চ সংক্রমণ। নতুন আক্রান্ত এসব মানুষের প্রায় অর্ধেকই যুক্তরাষ্ট্রের। এসব তথ্য দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।  এদিকে, গুয়েতেমালা সরকার তার স্বাস্থ্যমন্ত্রী ও তার তিন ডেপুটিকে সরিয়ে দিয়েছে এবং মেডিকেল সরঞ্জাম ক্রয়ে দুর্নীতির অভিযোগে জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।

 বাংলাদেশের করোনা পরিস্থিতি: 

বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক কামাল লোহানী আর নেই

বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী করোনায় মারা গেছেন। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং স্পিকার শকা প্রকাশ করেছেন। দৈনিক মানবজিমনসহ প্রায় সব দৈনিকে খবরটি বিশেষভাবে পরিবেশিত হয়েছে। শ্বাসকষ্ট নিয়ে চট্টগ্রাম বন্দরে কর্মরত বিদেশী নাগরিকের মৃত্যু হয়েছে। এদিকে খন্দকার মোশাররফ করোনায় আক্রান্ত। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক করোনায় আক্রান্ত হয়েছেন। এদিকে করোনায় বাসায় মৃত্যু বাড়ছে। 

Image Caption

দৈনিকটি আরো লিখেছে, সিজিএস’র তথ্য করোনা উপসর্গ নিয়ে ১০৭০ জনের মৃত্যু। বিস্তারিত খবরে লেখা হয়েছে, দেশে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে এক হাজার ৭০ জনের মৃত্যু হয়েছে। গত এক সপ্তাহে উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৭৯ জনের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের (সিজিএস) একটি প্রকল্প বাংলাদেশ পিস অবজারভেটরি (বিপিও) এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

দৈনিক ইত্তেফাকের খবরে লেখা হয়েছে, তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মী, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য ও বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরা জনগণের জন্য কাজ করতে গিয়েই করোনায় আক্রান্ত হয়েছেন। এদিকে বিএনপি নেতা রুহল কবির রিজভীর অভিযোগ বর্তমান সরকার দুর্নীতির সকল রেকর্ড ভঙ্গ করেছে। দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, পরীক্ষার রিপোর্ট পেতেই সপ্তাহ পার দুর্ভোগে মানুষ।

১১ লাখ রোহিঙ্গা কবে মিয়ানমারে ফিরে যাবে?

বিশ্ব শরণার্থী দিবস আজ-বাংলাদেশে থাকা সাড়ে ১১ লাখ রোহিঙ্গার প্রত্যাবাসন হবে কবে-দৈনিক প্রথম আলোর এ প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা শরণার্থীদের অবস্থানকাল বছর তিনেক হয়ে গেল। একে তো সম্পদ সীমিত, তার ওপর জনবহুল দেশ, এ কারণে বাংলাদেশের জন্য রোহিঙ্গা জনগোষ্ঠীর সাড়ে ১১ লাখ মানুষের অবস্থান অবশ্যই বাড়তি একটি চাপ। তাই তাদের প্রত্যাবাসন খুব জরুরি। কিন্তু মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে না নিতে অনড়। রাশিয়া ও চীনের মতো প্রভাবশালী দেশগুলোর অব্যাহত সমর্থনে এই সাহস দেখাচ্ছে তারা।

এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:

লাদাখ সীমান্তে ভারতীয় সেনার তৎপরতা

লাদাখ সংঘর্ষে হতাহতের ঘটনাই ভারতের প্রায় সব পত্রিকার প্রধান খবর। এ সম্পর্কে দৈনিক সংবাদ প্রতিদিনের শিরোনাম এরকম, চীন সীমান্তে সামরিক শক্তি বাড়ালো ভারত, তৈরি পিপলস লিবারেশন আর্মিও। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সর্বদল বৈঠকে চীনকে হুঁশিয়ারি দেয়ার কয়েক ঘণ্টার মধ্যে চীন সীমান্তে সামরিক শক্তি বৃদ্ধি করলো ভারত ৷

লাদাখে মুখোমুখি দুদেশের সেনা

 

ভারত - চীন তিনহাজার আটশো কিলোমিটার সীমানা বরাবর ভারত ফাইটার জেট এর সমাবেশ ঘটিয়েছে ৷এছাড়াও দুর্গম পাহাড়ি এলাকায় সেনা ও রসদ পরিবহনে উপযোগী চিনুক চপারও আনা হয়েছে বেস এ ৷সীমান্তে পদাতিক বাহিনী বাড়ানো ছাড়াও বঙ্গোপসাগরে টহল দিচ্ছে রণতরী ৷

প্রস্তুত চীনের পিপলস লেবারেশন আর্মি

চীনের পিপলস লিবারেশন আর্মিও চুপ করে বসে নেই ৷ গাল ওয়ান উপত্যাকার ফিঙ্গার ফোর থেকে এইট পর্যন্ত ব্যাপক সেনাসমাবেশ করেছে তারা ৷ জে - ইলেভেন এবং জে - এইট ফাইটার জেট বাহিনী তৈরি রেখেছে চীন ৷ দূরপাল্লার বোম্বার জেটগুলোও প্রস্তুত রেখেছে চীন ৷ তিব্বতের হোতান এবং কেশগড় বেসকে ব্যবহার করছে পি এল এ ৷ যুদ্ধ হবে কিনা কেউ জানেনা, কিন্তু ভারত - চীন সীমান্তে এখন বাতাসে বারুদের গন্ধ ৷

লাদাখে ভারতীয় সেনা মৃত্যু নিয়ে রাহুলের তোপ- অমিত শা'হর পাল্টা জবাব

সেনার মৃত্যু নিয়ে প্রশ্ন রাহুলের, পাল্টা তোপ অমিত শাহের-দৈনিক আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, চীন এ দেশে না ঢুকলে ভারতীয় সেনার মৃত্যু হল কেন? কোন এলাকায় মৃত্যু হল তাঁদের? চীনা আগ্রাসন নিয়ে সর্বদল বৈঠকের পর, শনিবার সকালে প্রধানমন্ত্রীর উদ্দেশে এমনই ঝাঁঝালো প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন রাহুল গাঁধী। বেলা গড়াতেই তার উত্তর এল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তরফে। টুইটে আহত জওয়ানের বাবার বক্তব্যের ভিডিয়ো জুড়ে অমিত শাহ পাল্টা আক্রমণ করেছেন— রাহুল গাঁধীর উচিত দেশের সংহতির স্বার্থে ক্ষুদ্র রাজনৈতিক গণ্ডির ঊর্ধ্বে উঠে আসা।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/‌২০