জুলাই ১৬, ২০২০ ১৭:০৯ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৬ জুলাই বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

করোনা সাময়িক, আবার আমরা ঘুরে দাঁড়াব-দৈনিক যুগান্তর

সরকারি হাসপাতালগুলো নরকে পরিণত হয়েছে-রিজভীর দাবি-বাংলাদেশ প্রতিদিন

স্বাস্থ্য খাতের বেহাল চিত্র-করোনার ধাক্কায় ২৭ বছরে সর্বনিম্ব এডিপি চিত্রকালের কণ্ঠ

১০ দিনের রিমান্ডে সাহেদ ও মাসুদ, সাত দিন মঞ্জুর- তরিকুলের-দৈনিক ইত্তেফাক

 আদালতে নিজেকে করোনা রোগী দাবি করলেন সাহেদ-দৈনিক সমকাল

সাহেদকে ঋণ দিয়ে এখন ঘুর-দৈনিক প্রথম আলো

শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি পদে এমপির নিয়োগ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক-দৈনিক মানবজমিন

ভারতের শিরোনাম:    

রেকর্ড সাড়ে ৩২ হাজার করোনায় আক্রান্ত একদিনে, গবেষণার দাবি-সেপ্টেম্বরে করোনা রোগীর সংখ্যা হতে পারে ৩৫ লক্ষ-আনন্দবাজার পত্রিকা 

পাইলটকে হাত ছাড়া করতে নারাজ রাহুল! সংযত হওয়ার বার্তা গেল গেহলটের কাছে-সংবাদ প্রতিদিন

মহামারির মধ্যে উন্নয়ন চলছে পশ্চিমবঙ্গে দাবি মমতা বন্দোপাধ্যায়ের-আজকাল

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর: প্রথমে সাহেদ সমাচার। দৈনিক প্রথম আলোসহ প্রায় সব দৈনিকের খবরে লেখা হয়েছে, সাহেদের ১০ দিনের রিমান্ড। বিস্তারিত খবরে বলা হয়েছে, করোনার নমুনা পরীক্ষা নিয়ে ভুয়া রিপোর্ট দেওয়ার মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে জিজ্ঞাসাবাদে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সাহেদের ১০ দিনের রিমান্ড

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত শুনানি নিয়ে এই আদেশ দেন। একই মামলায় রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজকে ১০ দিন ও কর্মী তরিকুল ইসলামের ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয় থেকে সাহেদকে আদালতে নেওয়া হয়। এ জন্য আগে থেকেই আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। সাহেদকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে ডিবি। শুনানি নিয়ে আদালত ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে গতকাল বুধবার ভোরে সাহেদকে গ্রেপ্তার দেখায় র‍্যাব। এদিন বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাহেদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরে তাঁকে ডিবির কাছে হস্তান্তর করে র‍্যাব। রিজেন্টের জাল-জালিয়াতি অভিযোগের তদন্ত করছে ডিবি।

করোনা নিয়ে জাল-জালিয়াতির মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমের রিমান্ড শুনানি শেষে বেলা ১১টার পর তাঁকে আদালত থেকে নিয়ে যাওয়া হচ্ছে। সিএমএম কোর্ট, ঢাকা, ১৬ জুলাই। ছবি: দীপু মালাকার করোনা নিয়ে জাল-জালিয়াতির মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমের রিমান্ড শুনানি শেষে বেলা ১১টার পর তাঁকে আদালত থেকে নিয়ে যাওয়া হচ্ছে। সিএমএম কোর্ট, ঢাকা, ১৬ জুলাই। 

র‍্যাব জানায়, গতকাল ভোর পাঁচটার পর সাতক্ষীরার দেবহাটা থানার সাকড় বাজারের পাশে অবস্থিত লবঙ্গবতী খালের সামনে থেকে সাহেদকে গ্রেপ্তার করা হয়। সকাল নয়টায় হেলিকপ্টারে ঢাকায় নিয়ে আসার পর তাঁকে নিয়ে উত্তরায় অভিযান চালায় র‍্যাব। টিভি টক শোর নিয়মিত আলোচক ও প্রভাবশালীদের সঙ্গে অসংখ্য সেলফি ও ছবি তুলে নিজেকে জাহির করতেন সাহেদ। কিন্তু কোভিড চিকিৎসার নামে প্রতারণা করে শেষ পর্যন্ত ধরা খান তিনি।

৬ জুলাই র‍্যাব সাহেদের মালিকানাধীন রিজেন্টের উত্তরা ও মিরপুর শাখায় অভিযান পরিচালনা করে। জানা যায়, করোনার ছয় হাজার ভুয়া প্রতিবেদন দিয়েছে এই হাসপাতাল। হাসপাতালের লাইসেন্সও নবায়ন করেনি। সাহেদকে এক নম্বর আসামি করে মামলা করে র‍্যাব। তারপরই তাঁকে খুঁজতে সারা দেশে তৎপরতা শুরু করে। র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ জানিয়েছেন, ১৩ জুলাই র‍্যাব মামলার তদন্তের দায়িত্ব চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছে। ৬ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত সাহেদ কোথায়, কীভাবে ছিলেন, কার কার সঙ্গে যোগাযোগ করেছেন, সাতক্ষীরায় কী করে পৌঁছালেন, কার আশ্রয়-প্রশ্রয়ে এতটা বাড় বাড়লেন, তার জবাব পাওয়া যায়নি। এসব প্রশ্নের জবাবে র‍্যাব বলেছে, তদন্ত শেষ হলে বলতে পারবে। কখনো বলেছে, তদন্তের স্বার্থে এখন সব বলা যাবে না।

তবে সীমান্ত এলাকার লোকজন জানিয়েছেন, সাহেদ করিম কলকাতায় চলে গিয়েছিলেন। সোমবার সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে তাঁকে অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশে পাঠানো হয়েছে। এরপর থেকে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জিম্মায় ছিলেন। এক দিন পর তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। সাহেদের পৈতৃক বাড়ি পশ্চিমবঙ্গের বশিরহাট। ২০০৮ সালের দিকে বহুধাপ বিপণন (এমএলএম) ব্যবসায় সাধারণ মানুষের কাছ থেকে টাকাপয়সা আদায় করে চম্পট দিয়েছিলেন। সে সময়ও আশ্রয় নিয়েছিলেন উত্তর ২৪ পরগনার বারাসাতে।

সাহেদের কোমরে দড়ি, আদালতে নিজের পক্ষে যুক্তি-প্রথম আলো

আদালতে কোমরে দড়ি বাঁধা সাহেদ

করোনার ভুয়া রিপোর্ট দেওয়ার মামলায় গ্রেপ্তার রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদকে কোমরে মোটা দড়ি বেঁধে ঢাকার আদালতে হাজির করা হয়। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি নিজের পক্ষে সাফাই গেয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ডিবি কার্যালয় থেকে সাহেদকে আদালতে নেওয়া হয়। বেলা ১১টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত শুনানি নিয়ে সাহেদকে জিজ্ঞাসাবাদে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই মামলায় রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজকে ১০ দিন ও কর্মী তরিকুল ইসলামের ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ সাহেদে গায়ে ছিল নীল রঙের শার্ট। শরীরে ছিল বুলেট প্রুফ জ্যাকেট। মাথায় হেলমেট। চোখে কালো চশমা। সাহেদ আদালতকে বলেন, 'স্যার, যখন কেউ করোনার চিকিৎসা দিতে এগিয়ে আসেনি, তখন আমি, আমার হাসপাতাল এগিয়ে এসেছিল। সরকারের সঙ্গে চুক্তি করেছি। আমি নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলাম। আমার বাবা করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। আমার ব্যবস্থাপনা পরিচালক করোনায় আক্রান্ত হয়েছিলেন। করোনায় আক্রান্ত হওয়ার কারণে এক মাস আমাকে বাসায় থাকতে হয়েছে।'

করোনা সংক্রমিত ব্যক্তিদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়ার জন্য রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে চুক্তি করেন। তবে করোনার নমুনা সংগ্রহ করে ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগ ওঠে রিজেন্টের বিরুদ্ধে। এ ছাড়া করোনা সংক্রমিত রোগীদের কাছ থেকে নেওয়া হয় মোটা অঙ্কের টাকা।

এসব অভিযোগ পাওয়ার পর র‍্যাব রিজেন্ট হাসপাতাল অভিযান চালায়। করোনার ভুয়া রিপোর্ট দেওয়ার প্রমাণ পেয়ে র‍্যাব রিজেন্টের সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মামলা করে। সাহেদ পলাতক ছিলেন। গতকাল বুধবার ভোরে সাতক্ষীরায় তাঁকে গ্রেপ্তার দেখায় র‍্যাব। বিকেলে তাঁকে ডিবির কাছে হস্তান্তর করে র‍্যাব। রিজেন্টের জাল-জালিয়াতি অভিযোগের তদন্ত করছে ডিবি।

আদালতকে প্রতিবেদন দিয়ে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) বলেছে, সাহেদ নিজেকে ক্লিন ইমেজের লোক বলে দাবি করেন। তবে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, প্রকৃতপক্ষে সাহেদ একজন ধুরন্ধর, অর্থলিপ্সু ও পাষণ্ড প্রকৃতির লোক। অর্থ হাতিয়ে নেওয়ার প্রশ্নে তাঁদের কাছে মানুষের জীবন-মৃত্যুর কোনো মূল্য নেই। সাহেদ তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে করোনা পরীক্ষার রিপোর্ট ও চিকিৎসা দেওয়ার নামে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। সাহেদের প্রতারণার বিষয়টি জানার পর কোনো রোগী যদি প্রতিবাদ করতেন, তাঁদের তিনি বিভিন্নভাবে হুমকি দিতেন। এর ফলে কেউ প্রতিবাদ করার সাহস পেতেন না। গত মার্চ মাস থেকে এখন পর্যন্ত সাহেদ করোনার ভুয়া রিপোর্ট ও চিকিৎসার প্রতারণার মাধ্যমে ৩ থেকে ৪ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।

স্বাস্থ্যখাতে শুদ্ধি অভিযান তৃণমূলে ছড়িয়ে যাবে: কাদের

বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

স্বাস্থ্যখাতে যে শুদ্ধি অভিযান শুরু হয়েছে, তা পর্যায়ক্রমে তৃণমূলে ছড়িয়ে যাবে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, অনিয়মের আবর্তে থাকা অন্যান্য খাতেও অভিযান চলবে। কেউ জবাবদিহির উর্ধ্বে নয়, দলীয় পরিচয় দিয়ে অনিয়ম ঢাকা যাবে না।

আজ বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ভিডিও কনফারেন্সে যুক্ত হন কাদের।তাঁর সরকারি বাসভবন থেকে ওই কনফারেন্সে যোগ দেন তিনি। সেখানেই এসব কথা বলেন।

বিশ্ব করোনার আপডেট: ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যুর সংখ্যা-৫ লাখ ৮৭ হাজার ৩৩০ জন। মোট আক্রান্ত ১ কোটি ৩৭ লাখ ১৮ হাজার ৮১ জন এবং মোট সুস্থ হয়েছেন  ৮১ লাখ ৭২ হাজার।  ইত্তেফাকের একটি খবরে লেখা হয়েছে, ফের যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় আক্রান্তের নতুন রেকর্ড হয়েছে। সেখানে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ১ লাখ ৪০ হাজার ছাড়িয়েছে।

বাংলাদেশের করোনা আপডেট- গত ২৪ ঘন্টায় ৩৯ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছেন ২৪৯৬ জন। মোট শনাক্ত ১ লাখ ৯৬ হাজার ৩২৩ জন। মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৬ হাজার ৬৬৩ জন।

অক্সফোর্ডের ভ্যাকসিন কি খুব শিগগির আসছে!

এদিকে করোনার ভ্যাকসিন নিয়ে বিভিন্ন দৈনিকের খবরে লেখা হয়েছে, ভালো খবর কি আজই! জল্পনার কেন্দ্র অক্সফোর্ড-বিস্তারিত খবরে দৈনিক আনন্দবাজার পত্রিকা লিখেছে, দেশি হোক, বা বিদেশি— ভ্যাকসিন কবে আসছে, তা নিয়ে জল্পনা তুঙ্গে। দিন কয়েক আগেই রাশিয়ার সেচনেভ বিশ্ববিদ্যালয় দাবি করেছিল, তাদের তৈরি ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল শেষ। শীঘ্রই তা বাজারে ছাড়ার কথা ভাবছে তারা। তা হলে কি ব্রিটেন, আমেরিকা, চিন, ভারতকে টেক্কা দিয়ে বেরিয়ে যাবে রাশিয়া! বিশ্ব জুড়ে এ রকম একটা আলোচনার আবহে আজ জানা গেল, খুব সম্ভবত কালই ‘সুখবর’ দিতে চলেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। ব্রিটেনের একটি সংবাদ সংস্থার দাবি, তাদের প্রতিষেধক তৈরির সহযোগী বায়োফার্মা কোম্পানি অ্যাস্ট্রাজ়েনেকা-কে নিয়ে কাল সাংবাদিক বৈঠক করতে পারে অক্সফোর্ড। তাদের এই গবেষণার নেতৃত্বে রয়েছেন ইবোলা প্রতিষেধক তৈরিতে দিশা দেখানো বিজ্ঞানী সারা গিলবার্ট। গবেষকদের একাংশ বলছেন, সেপ্টেম্বরে ভ্যাকসিন আনার ব্যাপারে তাঁরা ১০০% নিশ্চিত।আজই আবার অন্য এক প্রতিষেধকের হিউম্যান ট্রায়ালে সাফল্য মিলেছে বলে দাবি করল মার্কিন সংস্থা মডার্না। গবেষকেরা জানান, যাঁদের উপর এর দু’টি ডোজ় দেওয়া হয়েছিল, তাঁদের মধ্যে করোনা-মুক্ত মানুষের গড় অ্যান্টিবডির থেকেও বেশি মাত্রায় অ্যান্টিবডি মিলেছে। সামান্য ঝিমুনি, মাথাধরার মতো কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেলেও, স্বেচ্ছাসেবীরা ভাল আছেন। ভারতের দ্বিতীয় সংস্থা হিসেবে তাদের সম্ভাব্য ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে বলে আজ জানিয়েছে জ়ায়ডাস ক্যাডিলা-ও।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি: 

দৈনিক আজকালের খবরের শিরোনাম, বিজেপি–তে যাচ্ছেন না পাইলট!‌ সন্দেহ রয়েছে কংগ্রেসের-বিস্তারিত খবরে লেখা হয়েছে, দল তাঁকে শাস্তি দিয়েছে। উপমুখ্যমন্ত্রিত্ব থেকে সরিয়ে দিয়েছে। তবু তিনি বিজেপি–তে যোগ দিচ্ছেন না। স্পষ্ট করে দিয়েছেন শচীন পাইলট। তবু ভরসা রাখতে পারছে না কংগ্রেস। কারণ প্রবীণ নেতারা মনে করছেন, এভাবে আসলে সময় কিনছেন পাইলট। আর সেই সময়ে সংখ্যাগরিষ্ঠতা কিনে ফেলার চেষ্টা করছেন। কাজটা হয়ে গেলেই বিজেপি–তে যোগ দিয়ে উল্টে দেবেন গেহলটের গদি। পাইলট যে সোজা পথে চলছেন না, সে প্রমাণও পেয়েছে কংগ্রেস। এখনও দিল্লির কাছে একটি হোটেলে ২০ জন ‘বিদ্রোহী ‌বিধায়ককে নিয়ে রয়ে গেছেন তিনি। সেই রবিবার থেকে। অন্দরের খবর, ওই হোটেলেই আরও ঘর বুক করছেন পাইলট। দলীয় নেতারা মনে করছেন, রাজস্থান কংগ্রেসে ভাঙন তৈরির চেষ্টা করছেন। খুব শিগগিরই আরও বিধায়ক ভাঙিয়ে হোটেলে নিয়ে আসবেন তিনি।

ভারতে করোনার আপডেট খবর: এ পর্যন্ত ভারতে করোনা আক্রান্ত ৯ লাখ ৬৮ হাজার ছাড়াল। ২৪ ঘন্টায় মৃত্যু ৬০৬ জন আর এ সময় রেকর্ড সংক্রমিত সাড়ে ৩২ হাজার জন। মোট মারা গেছেন ২৪ হাজার ৯১৫ জন। আক্রান্ত মৃত্যু ধারাবাহিকভাবে বেড়ে চলায় সবমহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। দৈনিক সংবাদ প্রতিদিন ও আনন্দবাজারসহ সব দৈনিকে করোনার এ পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। দৈনিক আনন্দবাজারের একটি খবরে লেখা হয়েছে, ১ সেপ্টেম্বরে ভারতে কোভিড রোগীর সংখ্যা হতে পারে ৩৫ লক্ষ এবং মৃতের সংখ্যা যেতে পারে ১ লাখ ৪০ হাজার- সাম্প্রতিক এক সমীক্ষায় এ দাবি করল বেঙ্গালুরুর ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স (আইআইএসসি)’।

কোনও শর্ত ছাড়াই কুলভূষণ যাদবকে ‘কটূনৈতিক রক্ষাকবচ’ দিতে হবে, পাকিস্তানকে কড়া বার্তা ভারতের-দৈনিক সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, পাকিস্তানে গুপ্তচর সন্দেহে আটক কুলভূষণ যাদব (Kulbhushan Jadhav) -কে নিঃশর্ত (unconditional) কনসুলার অ্যাকসেস দিতে হবে। পাকিস্তানকে কড়া বার্তা দিয়ে এই দাবি জানানো হলে ভারতের তরফে। বৃহস্পতিবার একথাই জানা গেল ভারতীয় বিদেশমন্ত্রক সূত্রে। ইসলামাবাদ নানা অজুহাত দেখালেও এই বিষয় ভারত যে কোনও আপত্তিই শুনবে না পরিষ্কারভাবে তা বুঝিয়ে দেওয়া হয়েছে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৬