আগস্ট ০৫, ২০২০ ১৬:১৯ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৫ আগস্ট বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • করোনায় বাংলাদেশে একদিনে ৩৩ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত ২৬৫৪ জন-ইত্তেফাক
  •  সিনহা নিহতের ঘটনায় দায় ব্যক্তির, কোনো বাহিনীর নয় : সেনাপ্রধান -কালের কণ্ঠ
  • কোন উস্কানিতে দুই বাহিনীর মধ্যে সম্পর্ক নষ্ট হবে না : আইজিপি-দৈনিক মানবজমিন
  • সাবেক সেনা কর্মকর্তা নিহতের ঘটনায় নয়জনের বিরুদ্ধে পরিবারের মামলা-দৈনিক প্রথম আলো
  • বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত,২১ নৌবাহিনীর সদস্য আহত-দৈনিক যুগান্তর
  • কাঁদছে লেবানন, যেন তৃতীয় বিশ্বযুদ্ধ-মানবজমিন
  • বৈরুতে নিহতের সংখ্যা বেড়ে ১০০ ছাড়াল, আরও বাড়তে পারে-দৈনিক সমকাল

ভারতের শিরোনাম:    

  • ২৯ বছর পর অযোধ্যায় পা রাখলেন নরেন্দ্র মোদি,বললেন রাম জন্মভূমি মুক্ত হলো-আনন্দবাজার পত্রিকা 
  • ভারতে করোনায় মোট আক্রান্ত ১৯ লাখ ছাড়াল-সংবাদ প্রতিদিন
  • সেদিন ছিল রামের উদ্দেশ্যে বলিদান, মনে করেন গোধারায় রক্ষা পাওয়া করসেবকরা-আজকাল

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১.আলোচিত পি কে হালদার‌কে দুদকে তলব। আজকের বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায় এ খবর বের হয়েছে। বিষয়টি নিয়ে আপনার বিশ্লেষণ কি?

২. লেবাননের রাজধানী বৈরুতে গতকাল ভয়াবহ বিস্ফোরণে ১০০ নিহত এবং ৪০০০'র মতো আহত হয়েছে। বিষয়টি নিয়ে আপনার পর্যবেক্ষণ কি?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

বৈরুতে ভয়াবহ বিস্ফোরণেে এ পর্যন্ত ১০০ জনের মৃত্যু হয়েছে

বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে এখন পর্যন্ত ১০০ জনের মৃত্যুর খবর দিয়েছে বিভিন্ন দৈনিক। এ সংখ্যা আরও বাড়তে পারে। মানবজমিন লিখেছে, কাঁদছে লেবানন এ যেন তৃতীয় বিশ্বযুদ্ধ। বৈরুতে ৩ বাংলাদেশি নিহত হয়েছে এবং নৌবাহিনীর ২১ সদস্য আহত এবং জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে বাংলাদেশের সাবেক সেনা কর্মকর্তা সিনহা হত্যার আপডেট খবরে আজ সেনা প্রধান ও পুলিশ প্রধান বক্তব্য দিয়েছেন। সেনা প্রধান বলেছেন সিনহা নিহতের ঘটনায় দায় ব্যক্তির, কোনো বাহিনীর নয় -কালের কণ্ঠের খবর। দৈনিক মানবজমিনের খবরে আইজিপি বলেছেন,কোন উস্কানিতে দুই বাহিনীর মধ্যে সম্পর্ক নষ্ট হবে না । এদিকে সাবেক সেনা কর্মকর্তা নিহতের ঘটনায় নয়জনের বিরুদ্ধে পরিবারের মামলার খবরটি পরিবেশিত হয়েছে-দৈনিক প্রথম আলো পত্রিকায়।

বিশ্ব করোনা পরিস্থিতি

বিশ্ব করোনার আপডেট খবরে ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যানে বলা হয়েছে, বিশ্বে মোট মৃতের সংখ্যা ৭ লাখ ৪ হাজার ৭৮৬ জন। মোট আক্রান্তের সংখ্যা ১৮,৭২৭,২৩৮ জন। 

ভারতে মোট আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ছাড়াল। গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৮৫৭ জন এবং এসময় আক্রান্ত হয়েছেন ৫২ হাজার।

বাংলাদেশের করোনা আপডেট খবরে বিভিন্ন দৈনিকের খবরে লেখা হয়েছে, বাংলাদেশে একদিনে ৩৩ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত ২৬৫৪ জন।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি:

‘রামজন্মভূমি মুক্ত হল' ১৫ অগস্টের সঙ্গে তুলনা টানলেন মোদী-দৈনিক আনন্দবাজার পত্রিকা

সরয়ূ নদীর তীরে স্বর্ণযুগের সূচনা হল। অযোধ্যায় রামমন্দিরের শিলান্যাসর দিনটিকে এ ভাবেই ব্যাখ্যা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘‘বহু দিনের প্রতীক্ষা শেষ। এত দিন তাঁবুতে মাথা গুঁজে ছিলেন রামলালা। এ বার তাঁর জন্য সুবিশাল মন্দির নির্মিত হবে। বহু শতক ধরে যে ভাঙা-গড়ার খেলা চলে আসছে, আজ রামজন্মভূমি তা থেকে মুক্ত হল। সরযূ নদীর তীরে সূচনা হল স্বর্ণযুগের।’’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

২৯ বছর পর এ দিন অযোধ্যায় পা রাখেন নরেন্দ্র মোদী। রামমন্দিরের শিলান্যাসের দিনটিকে স্বাধীনতা দিবসের সঙ্গে তুলনা করে তিনি বলেন, ‘‘সারা দেশ স্বাধীনতা সংগ্রামে যোগ দিয়েছিল। মন্দিরের জন্যও অনেকে বলিদান দিয়েছে। এত দিনে তাঁকে অপেক্ষা শেষ হল। ১৫ অগস্ট যেমন স্বাধীনতার প্রতীক। আজকের দিনটি তেমনই ত্যাগ, সঙ্কল্প ও সংঘর্ষের প্রতীক।’

রামমন্দিরের শিলান্যাস-পধানমন্ত্রী নরেন্দ্র মোদি

শুধুমাত্র ভারতেই নয়, গোটা পৃথিবীতে আজ রামের জয়ধ্বনি শোনা যাচ্ছে বলে দাবি করেন মোদী। তিনি বলেন, ‘‘আজ গোটা দেশ রামময়, রোমাঞ্চিত। পৃথিবীর সর্বত্র রামের ধ্বনি শোনা যাচ্ছে। এই রামমন্দির আমাদের সংস্কৃতির আধুনিক প্রতীক। আমাদের রাষ্ট্রীয় ভাবনার প্রতীক। সারা পৃথিবীর মানুষ এখানে আসবেন। এই মন্দিরের মাধ্যমে বর্তমানের সঙ্গে অতীতের যোগসূত্র স্থাপিত হবে।’

দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম করা হয়েছে এরকম-‘বৈচিত্রের মধ্যে ঐক্য’, অযোধ্যা নিয়ে উন্মাদনার মধ্যেই বার্তা মমতার। এদিকে রাম সবার' শেষ বেলায় টুইট প্রিয়ঙ্কার, অযোধ্যা নিয়ে পালে হাওয়া টানতে মরিয়া কংগ্রেস।

রামমন্দির ঘিরে দ্বিপাক্ষিক সম্পর্কে চিড় দেখছে বাংলাদেশ?-গত ২৮ জুলাই দৈনিক আনন্দবাজারে প্রকাশিত এ শিরোনামের খবরে লেখা হয়েছে,

রাম মন্দির: বাংলাদেশ ভারত সম্পর্কে চিড় ধরতে পারে

রামমন্দির নির্মাণ নিয়ে বাড়তি আবেগ যে দু’দেশের সম্পর্কে প্রভাব ফেলতে পারে, আকারে-ইঙ্গিতে এ বার তা বুঝিয়ে দিল বাংলাদেশ। তাদের বক্তব্য, এমন কোনও ঘটনা যা কিনা দু’দেশের ঐতিহাসিক সম্পর্কে চিড় ধরাতে পারে, তা প্রতিরোধ করার দায়িত্ব ভারত সরকার এবং সে দেশের সমাজেরই। মন্দির নির্মাণকে ঘিরে দু’দেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়, এমন কিছু হতে দেওয়া যাবে না।

ভারতের অংশ জুড়ে নয়া মানচিত্র প্রকাশ ইমরানের, ‘হাস্যকর’, বলল দিল্লি-দৈনিক আনন্দবাজার

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান

নেপালের পদাঙ্ক অনুসরণ করে ভারতের বেশ কিছু এলাকা নিজেদের ভূখণ্ডে দেখিয়ে পাকিস্তানের যে নতুন মানচিত্র প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ইমরান খান, বিদেশমন্ত্রকের তরফে তার তীব্র সমালোচনা করা হয়েছে। বলা হয়েছে, ‘‘এই নতুন পাক মানচিত্র আদতে রাজনৈতিক অবাস্তবতা। অর্থহীন। এই হাস্যকর পদক্ষেপের কোনও আইনি বৈধতা নেই। নেই কোনও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাও।’’

মঙ্গলবার সন্ধ্যায় ইসলামাবাদে পাকিস্তানের ওই নতুন মানচিত্র প্রকাশ করেন ইমরান খান। সেই মানচিত্রে জম্মু-কাশ্মীর, লাদাখ ও পশ্চিম গুজরাতের কিছু এলাকাকে পাকিস্তানের ভূখণ্ডে দেখানো হয়েছে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৫