আগস্ট ০৬, ২০২০ ১৬:৪৮ Asia/Dhaka

প্রিয় পাঠক/শ্রোতা! ৬ আগস্ট বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ...ও মুজাহিদুল ইসলাম । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছি।

প্রথমে বাংলাদেশের শিরোনাম:

  • ইয়াবা ব্যবসায়ীদের স্বার্থে দিতেন ‘ক্রসফায়ার’ ভয়ঙ্কর ওসি প্রদীপ!-দৈনিক ইত্তেফাক
  • ‘বন্দুকযুদ্ধে’ ভর করে সর্বোচ্চ পদক-প্রথম আলো
  • সিনহা হত্যাকাণ্ড:পুলিশের মামলার সঙ্গে সেনাবাহিনীর প্রাথমিক তদন্তের বক্তব্য একেবারেই বিপরীত-মানবজমিন
  • স্বাস্থ্যের দুর্নীতিবাজদের রক্ষা করতেই মন্ত্রণালয়ের নতুন পরিপত্র: রিজভী
  • করোনায় বেপরোয়া প্রতারক চক্র-দৈনিক যুগান্তর
  • দেশে করোনার ২য় পর্যায়ের ধাক্কা আসতে পারে-ডা. বেনজির-বাংলাদেশ প্রতিদিন
  • আগস্ট এলেই দুশ্চিন্তা বাড়ে কখন কী ঘটে-ওবায়দুল কাদের-দৈনিক সমকাল

ভারতের শিরোনাম:

  • জাতিসংঘে কাশ্মীর প্রসঙ্গ তোলার ব্যর্থ চেষ্টা চীনের,কড়া সমালোচনা ভারতের-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • পাকিস্তান চলে যান’ ওয়াইসিকে তোপ ওয়াসিম রিজভির -দৈনিক সংবাদ প্রতিদিন
  • ভারতে একদিনে করোনায় আক্রান্ত ৫৬ হাজার মোট আক্রান্ত ১৯ লাখ ছাড়াল-দৈনিক আজকাল

শ্রোতাবন্ধুরা! এবারে চলুন বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।

মহামারি করোনা পরিস্থিতি: ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান অনুযায়ী এখন পর্যন্ত বিশ্বে করোনায় মৃত্যু ৭ লাখ ১১ হাজার ছাড়াল। আর আক্রান্ত হয়েছেন প্রায় এক কোটি ৯০ লাখ মানুষ।দৈনিক যুগান্তরের একটি খবরে লেখা হয়েছে, করোনায় প্রতি ১৫ সেকেন্ডে একজনের মৃত্যু হচ্ছে। এদিকে চীনে করোনা হাসপাতাল ফেরত ৯০ ভাগের ফুসফুসে মারাত্মক ক্ষত রয়েছে বলে মানজমিনের খবরে উল্লেখ করা হয়েছে। এদিকে করোনা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বিভ্রান্তিমূলক পোস্ট মুছে দিয়েছে ফেসবুক ও টুইটার।তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সংবাদ প্রতিদিনে এ খবর পরিবেশিত হয়েছে।

বাংলাদেশে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৩৯ জন। এদিকে,করোনায় বেপরোয়া প্রতারক চক্র, মানুষকে ফাঁদে ফেলে হাতিয়ে নেয় টাকা।ভার্চুয়াল মাধ্যমেই হচ্ছে এসব প্রতারণা। এ খবর দিয়েছে দৈনিক যুগান্তর। 

ভারতে একদিনে  আক্রান্ত ৫৬ হাজার ছাড়াল। আর এসময় মারা গেছেন ৯০৪ জন। মোট মৃত্যু ৪০ হাজার ছাড়াল। মোট আক্রান্ত ১৯ লাখ ছাড়িয়েছে। এ খবর দিয়েছে আনন্দবাজার পত্রিকাসহ প্রায় সব দৈনিক।

সিনহা  হত্যাকাণ্ড এবং ওসি প্রদীপ প্রসঙ্গ:

ওসি প্রদীপ, পরিদর্শক লিয়াকতসহ ৭ আসামি কারাগারে-দৈনিক প্রথম আলো

কারাগারে ওসি প্রদীপ কুমার দাশ

সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় টেকনাফ থানার প্রত্যাহার হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশসহ পুলিশের সাত সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সাত আসামি কক্সবাজার আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ৩১ জুলাই টেকনাফের বাহারছড়া পুলিশ চেকপোস্টে সাবেক সেনা কর্মকর্তা সিনহাকে পুলিশ গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ এনে পুলিশের ৯ সদস্যের বিরুদ্ধে মামলা করেন সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। আজ আদালতে ৯ আসামির মধ্যে ৭ জন আত্মসমর্পণ করেন। দুজন আজ আত্মসমর্পণ করেননি।

সাবেক সেনা কর্মকর্তা মেজর(অব.) সিনহা মো. রাশেদ খান

৩১ জুলাই পুলিশের গুলিতে নিহত হন সাবেক সেনা কর্মকর্তা মেজর(অব.) সিনহা মো. রাশেদ খান। তারপর ধীরে ধীরে ঘটনাটি টক অব দ্যা কান্ট্রিতে পরিণত হয়েছে। বেরিয়ে আসছে সেখানকার পুলিশকে নানা চাঞ্চল্যকর তথ্য। গতকাল সেনাবাহিনী প্রধান এবং পুলিশবাহিনী প্রধান কক্সবাজারে গিয়ে যৌথ সংবাদ সম্মেলনে বলেছেন, ওটি একটি বিচ্ছিন্ন ঘটনা,দায় ব্যক্তির- প্রতিষ্ঠানের নয়, কোনো উসকানি দুই বাহিনীর মধ্যে চিড় ধরাতে পারবে না। এদিকে গতকাল সিনহার পরিবারের পক্ষ থেকে মামলা করা হয় ৯ জনের বিরুদ্ধে। তারপর নতুন নতুন তথ্য এবং টেকনাফের প্রত্যাহার করা এবং পুলিশি হেফাজতে নেয়া ওসি প্রদীপ প্রসঙ্গ! ওসি প্রদীপকে নিয়ে প্রায় সব দৈনিকে নানা তথ্য এসেছে।

ওসি প্রদীপ

প্রথম আলো একটি খবরে লিখেছে, সিনহা হত্যা মামলায় পুলিশি হেফাজতে নেয়া ওসি প্রদীপ আত্মসমর্পণ করতে কক্সবাজার যাচ্ছেন। আজ দুপুরে তিনি চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতাল থেকে আদালতের উদ্দেশে রওনা হন। মানবজমিনের শিরোনামে লেখা হয়েছে-গ্রেফতারি পরোয়ানা জারি ওসি প্রদীপ কোথায়? যুগান্তর শিরোনাম করেছে-রাতের অন্ধকারে টেকনাফ ছাড়লেন ওসি প্রদীপ!ওই খবরে বলা হয়- পুলিশ বাহিনীর ‘ভয়ঙ্কর কিলার’খ্যাত টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ রাতের অন্ধকারে টেকনাফ ছেড়েছেন। সূত্রমতে,গত সোমবার গভীর রাতে তিনি টেকনাফ ছেড়ে যান। টেকনাফের বাসিন্দাদের ভাষ্যমতে, পাপের বোঝা পূর্ণ হওয়ায় প্রাকৃতিক বিচার থেকে বাঁচতে পারেননি ‘রক্তখেকো’ প্রদীপ দাশ। গত কয়েক বছরে ইয়াবা নির্মূলের নামে সে যা করেছে, তা ভয়ঙ্কর দানবীয় কাহিনিকেও হার মানাবে।

পুলিশের সর্বোচ্চ পদক বিপিএম পেয়েছিলেন ওসি প্রদীপ

ওসি প্রদীপকে নিয়ে-দৈনিক প্রথম আলোর অন্য একটি শিরোনাম-এরকম ‘বন্দুকযুদ্ধে’ ভর করে সর্বোচ্চ পদক। খবরটিতে লেখা হয়েছে,টেকনাফ থানার বহুল আলোচিত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ কথিত বন্দুকযুদ্ধের জন্য ২০১৯ সালে পুলিশের  সর্বোচ্চ পদক ‘বাংলাদেশ পুলিশ পদক’ বা বিপিএম পেয়েছিলেন। পদক পাওয়ার জন্য তিনি পুলিশ সদর দপ্তরে ছয়টি কৃতিত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করেন। সব কটি ঘটনাতেই আসামি নিহত হন। প্রদীপ কুমার দাশ প্রায় ২৫ বছরের চাকরিজীবনের বেশির ভাগ সময় কাটিয়েছেন চট্টগ্রাম অঞ্চলে। বছর দুয়েক আগে টেকনাফ থানায় যোগ দেন।

সাবেক মেজর অব. সিনহা ও ওসি প্রদীপ

এই দুই বছরে দেড় শতাধিক ‘বন্দুকযুদ্ধ’ ঘটেছে এ থানা এলাকায়। মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার আসামি হওয়ার পর গতকাল তাঁকে প্রত্যাহার করা হয়। ওসি প্রদীপের বাড়ি চট্টগ্রামে। কক্সবাজারের আগে তিনি চট্টগ্রামের কর্মরত ছিলেন। ওই সময় জায়গা দখলসহ নানা অভিযোগ উঠায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। 

বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

রাজনীতির খবর:হত্যা-খুনের রাজনীতি চিরতরে বন্ধ হোক: হাছান মাহমুদ। যুগান্তরের এ খবরে বলা হয়েছে,তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর প্রথম পুত্র এবং দ্বিতীয় সন্তান শহীদ শেখ কামাল ভাইয়ের জন্মদিন একই সঙ্গে যেমন আনন্দের, তেমনই বেদনার স্মৃতিবাহক। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার বিরুদ্ধে যে অপরাধ সংঘটিত হয়েছিল, তখন পিতা বঙ্গবন্ধু, মাতা বঙ্গমাতা ও পরিবারের সদস্যদের সঙ্গে তিনিও নির্মমভাবে শহীদ হন। বাংলাদেশে হত্যা-খুনের রাজনীতি চিরতরে বন্ধ হোক- এটিই তার এ পবিত্র জন্মদিনে আমাদের প্রার্থনা। রোববার সচিবালয়ে শহীদ শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে তিনি এসব কথা বলেন। মন্ত্রী এ সময় সবাইকে ঈদপরবর্তী শুভেচ্ছা জানান। তিনি বলেন, বাংলাদেশের মানুষ করোনা ও বন্যা পরিস্থিতির মধ্যেও নির্বিঘ্নে ঈদ উদযাপন করেছেন, এজন্য দেশবাসীকে অভিনন্দন জানাই।

দুর্নীতি বন্ধ হলেই ঘুরে দাঁড়াবে অর্থনীতি: বিশ্বব্যাংক

অর্থনীতির খবরে দৈনিক যুগান্তরে বিশ্বব্যাংকের প্রতিবেদন তুলে ধরা হয়েছে। শিরোনামটি এরকম-দুর্নীতি বন্ধ হলেই ঘুরে দাঁড়াবে অর্থনীতি। বিস্তারিত খবরে লেখা হয়েছে,অর্থনীতিতে করোনাভাইরাসের নেতিবাচক প্রভাব মোকাবেলায় বিশ্বব্যাপী অর্থের প্রবাহ দ্রুতগতিতে বাড়ছে। এর মধ্যে রয়েছে দেশি-বিদেশি ঋণ, বিনিয়োগ এবং কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব উৎস থেকে অর্থের জোগান।এমন পরিস্থিতিতে বাংলাদেশও করোনার প্রভাব মোকাবেলায় দেশি-বিদেশি ঋণ নিচ্ছে এবং বিনিয়োগ করছে। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক নিজস্ব ক্ষমতা প্রয়োগ করে বাজারে টাকার প্রবাহ বাড়াচ্ছে। এসব অর্থ ব্যবহারের ক্ষেত্রে দুর্নীতি বন্ধ এবং স্বচ্ছতা প্রতিষ্ঠা পেলেই কেবল দ্রুত ঘুরে দাঁড়াতে পারে বাংলাদেশের অর্থনীতি।সম্প্রতি প্রকাশিত বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে এমন মন্তব্য করা হয়েছে।

বৈরুতে ভয়াবহ বিস্ফোরণ

বৈরুতে ভয়াবহ বিস্ফোরণ প্রসঙ্গ:বিশ্ব মিডিয়ার আজও একটি প্রধান খবর বৈরুত বিস্ফোরণ।বৈরুত ট্রাজেডি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার ধারণা বিস্ফোরণের আদতে বৈরুতের ঘটনা ছিল সন্ত্রাসী হামলা। বাংলাদেশের বিভিন্ন দৈনিকে লেখা হয়েছে, বৈরুতে ভয়াবহ বিস্ফোরণ এবং ব্যাপক হতাহতের ঘটনায় দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা চরম আতঙ্কের মধ্যে আছেন। এ পর্যন্ত সেখানে ৪ বাংলাদেশির মৃত্যু হয়েছে এবং আহত অন্তত শতাধিক। এদিকে লেবাননে জরুরি খাদ্য, চিকিৎসা সরঞ্জামসহ মেডিকেল টিম পাঠাচ্ছে বাংলাদেশে।

 ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

পাকিস্তান চলে যান’ ওয়াইসিকে তোপ শিয়া ওয়াকফ বোর্ড প্রধান ওয়াসিম রিজভির-দৈনিক সংবাদ প্রতিদিনের এ শিরোনামের খবরে বলা হয়েছে,রাম মন্দির নির্মাণ নিয়ে বরাবরই আপত্তি জানিয়ে এসেছেন মিম সুপ্রিমো আসাদুদ্দিন ওয়াইসি। তাঁর অভিযোগ, অযোধ্যায় ভূমিপুজো করে নাকি ধর্মনিরপেক্ষতা জলাঞ্জলি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তাঁর সেই বয়ান নিয়ে সমালোচনা সরব হয়েছে গেরুয়া শিবির। এবার সেই সুরে সুর মিলিয়ে ওয়াইসিকে তুলোধোনা করেছেন শিয়া ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ওয়াসিম রিজভি। বৃহস্পতিবার মিম সুপ্রিমোর বিরুদ্ধে বেনজিরভাবে সরব হয়ে রিজভি বলেন, “আপনি পাকিস্তান চলে যান। আর দয়া করে ভারতীয় মুসলমানদের শান্তিতে থাকতে দিন। অযোধ্যায় রাম মন্দিরের পক্ষে জোরাল সওয়াল করে রিজভি জানান, দীর্ঘদিন ধরেই হিন্দুরা রাম মন্দির নির্মাণের দাবি জানিয়ে আসছেন। এই দাবি যুক্তিসঙ্গত। সুপ্রিম কোর্টের নির্দেশেই সংবিধান মেনে রাম মন্দিরের নির্মাণ শুরু হয়েছে। 

জাতিসংঘে কাশ্মীর প্রসঙ্গ তোলার ব্যর্থ চেষ্টা চীনের, কড়া সমালোচনা ভারতের-দৈনিক আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে,জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাকিস্তানের হয়ে ফের কাশ্মীর ইস্যু তোলার চেষ্টা করায় চীনের কড়া সমালোচনা করল ভারত। বিদেশমন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে,‘‘ভারতের একটা অভ্যন্তরীণ বিষয়ে এই নাক গলানোর চেষ্টা বরদাস্ত করা যায় না।’’সংবিধানের ৩৭০ ধারা বিলোপের বর্ষপূর্তির দিনে পাঁচ সদস্যের নিরাপত্তা পরিষদে বুধবার পাকিস্তানের অনুরোধ রাখতে ফের কাশ্মীর ইস্যু তোলার চেষ্টা করে চীন। তবে বাকি চার সদস্য রাষ্ট্র আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ও রাশিয়ার আপত্তিতে বেজিংয়ের সেই প্রয়াস অবশ্য সফল হয়নি। এর আগেও নিরাপত্তা পরিষদে পাকিস্তানের হয়ে আরও দু’বার কাশ্মীর ইস্যু তোলার চেষ্টা করেছিল চীন।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কাশ্মীর প্রসঙ্গ: ভারতের সমালোচনা

চীন যে আগেও রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে কাশ্মীর ইস্যু তোলার বিফল চেষ্টা করেছিল, বিদেশমন্ত্রকের বিবৃতিতে তা মনে করিয়ে দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘‘আক্ষরিক অর্থেই যেটা ভারতের একটা অভ্যন্তরীণ বিষয়, নিরাপত্তা পরিষদে সেটা তোলার ব্যাপারে চীনের চেষ্টা এই প্রথম নয়। এর আগেও দু’বার হয়েছে। আমাদের অভ্যন্তরীণ বিষয়ে এভাবে চীনের বার বার নাক গলানোর চেষ্টা আমরা বরদাস্ত করছি না। এই চেষ্টা যে ফলপ্রসূ হচ্ছে না, এ বার তা থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হোক। যাতে আগামী দিনে এমন চেষ্টা আর না হয়।’’ 

লাদাখে চীনের অনুপ্রবেশের কথা স্বীকার করল ভারত

লাদাখ ইস্যুতে-ভারত চীন উত্তেজনা:হিন্দুস্তান টাইমসের খবর-প্রথমবারের মতো ভূখণ্ডে চীনের অনুপ্রবেশ স্বীকার করল ভারত। এ খবরে লেখা হয়েছে, শেষ পর্যন্ত প্রকৃত নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে চীনা সেনাবাহিনীর অনুপ্রবেশের কথা সরকারিভাবে স্বীকার করল নয়াদিল্লি।বৃহস্পতিবার কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জুন মাসের কাজের খতিয়ান দিতে গিয়ে বিষয়টির সত্যতা স্বীকার করে বলে হিন্দুস্তান টাইমস জানিয়েছে।প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘গত ৫ মে থেকে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর, বিশেষ করে গালওয়ান উপত্যকা অঞ্চলে চীনা আগ্রাসনের মাত্রা বেড়ে চলেছে। গত ১৭-১৮ মে চীনা সেনারা কুগরাং নালা, গোগরা এবং প্যাংগং সরোবরের উত্তর তীরবর্তী অঞ্চলে ঢুকে পড়েছে।’#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৬

ট্যাগ