আগস্ট ১০, ২০২০ ১৫:৩৭ Asia/Dhaka

শ্রোতাবন্ধুরা!১০ আগস্ট সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম:

  • শোক দিবসকে উৎসবে রূপ দিচ্ছে রাজাকারের পোষ্যরা-ইত্তেফাক
  • রাজনীতিতে প্রতিহিংসা ছড়ানোদের মুখে গণতন্ত্রের কথা ষড়যন্ত্রের অংশ: কাদের-দৈনিক সমকাল
  • ফেসবুকে ভাইরাল সাবেক ওসি প্রদীপের উপদেশ-দৈনিক মানবজমিন
  • বাংলাদেশে ২৪ ঘন্টায় মৃত্যু ৩৯ জন, মোট মৃত্যু ৩৪৩৮ জন-দৈনিক কালের কণ্ঠ
  • বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার থেকে ৯১টি কম্পিউটার উধাও-দৈনিক প্রথম আলো
  •  ‘সিনহাকে ঠাণ্ডা মাথায় গুলি করে হত্যা করা হয়েছে’-দৈনিক যুগান্তর
  • এসপির নির্দেশনায় তৈরি হয় মেজর সিনহার নৃশংস হত্যার পরিকল্পনা-বাংলাদেশ প্রতিদিন

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • নজরে  চীন, এবার ইন্দো-প্যাসিফিক অঞ্চলে রাশিয়াকে দলে টানতে তৎপর ভারত -সংবাদ প্রতিদিন
  • ভারতে করোনায় মোট আক্রান্ত ২২ লক্ষ ছাড়াল,কাল বৈঠকে বসবেন মোদি -আনন্দবাজার পত্রিকা
  • মোদি–তে ভরসা কমেছে মানুষের, অর্থনীতি সামলাতে হিমশিম খাচ্ছে সরকার:‌ সমীক্ষা -আজকাল

এবার দুটি বিষয়ের বিশ্লেষণে যাব। 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. আর যেন বিচার বহির্ভূত হত্যা না হয়- এ দাবি জানয়েছেন পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহার মা। তাই এই দাবি পূরণ হবে কী?

২. প্রাচ্যের সঙ্গে ইরানের কৌশলগত সম্পর্ক ঠেকানোই এ মুহূর্তে পাশ্চাত্যের কূটনীতি। একথা বলেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি। আপনার পর্যবেক্ষণ কী?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

সিনহা হত্যাকাণ্ড এবং সাবেক ওসি প্রদীপ সমাচার:

অবসরপ্রাপ্ত মেজর খন্দকার নুরুল আফসার

‘সিনহাকে ঠাণ্ডা মাথায় গুলি করে হত্যা করা হয়েছে’- দৈনিক যুগান্তর

কক্সবাজারের টেকনাফে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মো. রাশেদকে ঠাণ্ডা মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় কক্সবাজার পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেনকে প্রত্যাহারের দাবি জানিয়েছে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সংগঠন রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া)।

সোমবার বেলা সাড়ে ১১টায় সিনহার উত্তরার বাসায় (সেক্টর-১৪, রোড-১৭, বাড়ি-৭৭) তার মায়ের সঙ্গে সাক্ষাৎ শেষে রাওয়ার চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর খন্দকার নুরুল আফসার এ দাবি জানান।তিনি বলেন, মেজর (অব.) সিনহা হত্যাকাণ্ডের তদন্ত যে গতিতে এগিয়ে যাচ্ছে, তাতে আমরা সন্তুষ্ট। তবে বিচার প্রক্রিয়া যাতে দ্রুত হয় সেটি আমরা চাই।তিনি দাবি করে বলেন, কক্সবাজারের টেকনাফ থানার সংশ্লিষ্ট সব পুলিশ সদস্যের অস্ত্র সিজ (জব্দ) করতে হবে। এর পাশাপাশি যাতে এটিই বিচারবহির্ভূত শেষ হত্যাকাণ্ড হয়, আর কোনো মায়ের বুক যাতে খালি না হয়, সেটি নিশ্চিত করার দাবি জানান তিনি।এ সময় মেজর (অব.) সিনহার মা বলেন, ‘আমি চাই এটিই যেন হয় বিচারবহির্ভূত হত্যার শেষ ঘটনা। আর কোনো মায়ের বুক যেন খালি না হয়। এ বিষয়ে সবাই যেন সচেতন হয়।’

৩১ জুলাই রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এদিকে সিনহার সঙ্গী সিফাত কারামুক্ত বলে বিভিন্ন দৈনিক খবর দিয়েছে।

এসপির নির্দেশনায় তৈরি হয় মেজর সিনহার নৃশংস হত্যার পরিকল্পনা-বাংলাদেশ প্রতিদিন

সিনহা হত্যাকাণ্ড

‘জাস্ট গো’ ইউটিউব চ্যানেলে কক্সবাজার এলাকার ইয়াবার আদ্যোপান্ত তুলে ধরার চেষ্টা করেছিলেন সেনাবাহিনীর মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান। টানা কয়েক দিন ইয়াবা বাণিজ্যের নেপথ্য কাহিনি নিয়ে ডকুমেন্টারি তৈরি করছিলেন মেজর সিনহা। কোনো ধরনের ঝঞ্ঝা ছাড়াই সময় পার করছিলেন। তবে শেষ মুহূর্তে টেকনাফের ওসি প্রদীপ কুমার দাশের সাক্ষাৎকার রেকর্ড করাটাই কাল হয়ে দাঁড়ায় মেজর সিনহার জন্য। প্রত্যক্ষদর্শী ও একাধিক সূত্র অনুযায়ী, ক্রসফায়ারের নামে নৃশংসভাবে খুন করা অসংখ্য মানুষের রক্তে রঞ্জিত প্রদীপ কুমারও ভিডিও সাক্ষাৎকার দেওয়ার সময় বারবারই কেঁপে ওঠেন। মেজর সিনহার তথ্যবহুল প্রশ্নের পর প্রশ্নে চরম অস্বস্তিতে পড়েন প্রদীপ। নানা অজুহাতে ভিডিও সাক্ষাৎকার এড়ানোর সব কৌশল খাটিয়েও ব্যর্থ ওসি প্রদীপ বাধ্য হয়েই প্রশ্নবাণে জর্জরিত হতে থাকেন, ভিডিওচিত্রে মেজরের উদঘাটন করা নানা তথ্যের সামনে সীমাহীন নাস্তানাবুদ হন তিনি। ক্রসফায়ারে অতিমাত্রায় উৎসাহী ওসি প্রদীপ ও তার সহযোগীরা ইয়াবা বাজারজাত এবং পাচারের ক্ষেত্রেও প্রত্যক্ষ-পরোক্ষ ভূমিকার কথা স্বীকার করতে বাধ্য হন।

সফল সাক্ষাৎকারটি গ্রহণ করেই মেজর সিনহা আর একদম সময় ক্ষেপণ করেননি। ঝড়ের বেগে থানা থেকে বেরিয়ে এসে নিজের গাড়িতে উঠে বসেন। তার সঙ্গে ভিডিও রেকর্ডিংয়ে ব্যস্ত থাকা সাহেদুল ইসলাম সিফাতও ক্যামেরা, ট্রাইপড, ব্যাগ গোছাতে গোছাতে ছুটে গিয়ে গাড়িতে উঠতেই টেকনাফ সদর ছেড়ে গাড়িটি ছুটতে থাকে উত্তর দিকে, বাহারছড়ার পথে। বাহারছড়া-সংলগ্ন মারিসঘোনা এলাকাতেই বসবাস করেন চলচ্চিত্রের ফাইটিং গ্রুপ পরিচালনাকারী ইলিয়াস কোবরা। হঠাৎ তার টেলিফোনে করা আমন্ত্রণ পুরোপুরি এড়িয়ে যেতে পারেননি মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এদিকে থানা থেকে মেজর সিনহা বেরিয়ে যেতেই ওসি প্রদীপ অচিরেই বড় রকমের বিপদের আশঙ্কায় তৎক্ষণাৎ কক্সবাজারের এসপি মাসুদকে ফোন করে বিস্তারিত জানিয়ে দেন। সব শুনে এসপি নিজেও উদ্বিগ্ন হয়ে পড়েন। কয়েক মিনিটেই এসপির নির্দেশনায় তৈরি হয় ?মেজর সিনহার নৃশংস হত্যার নিচ্ছিদ্র পরিকল্পনা। আলাপ-আলোচনা শেষে এসপি-ওসি এমনভাবেই ত্রিমুখী মার্ডার মিশন সাজিয়েছিলেন- সেই ফাঁদ থেকে মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের প্রাণে বাঁচার কোনো সুযোগই ছিল না।

বিশ্ব করোনা পরিস্থিতি

বিশ্ব করোনার ফলোআপ খবর: ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান অনুযায়ী করোনায় মোট মৃত্যু হয়েছে ৭ লাখ ৩৪ হাজার ২৩৯ জন। মোট আক্রান্ত ২ কোটি ৪০ হাজার ৫১৫ জন। মোট সুস্থ হয়েছেন ১ কোটি ২৯ লাখ ৯ হাজার ৭৪৭ জন।

বাংলাদেশ গত ২৪ ঘন্টায় আরও ৩৯ জন মারা গেছেন করোনায়। এসময় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯০৭ জন।এ নিয়ে দেশে ২ লাখ ৬০ হাজার ৫০৭ জনের করোনা শনাক্ত হলো। মোট মারা গেছেন ৩ হাজার ৪৩৮ জন।

ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:

মোদি–তে ভরসা কমেছে মানুষের, অর্থনীতি সামলাতে হিমশিম খাচ্ছে সরকার:‌ সমীক্ষা-দৈনিক আজকালের এ শিরোনামের খবরে লেখা হয়েছে,

নরেন্দ্র মোদির প্রতি ভরসা কমেছে মানুষে: সমীক্ষা

মোদি-তে ভরসা কমেছে মানুষের। অর্থনীতি সামলাতে হিমশিম খাচ্ছে সরকার, মেনে নিচ্ছেন বহু মানুষ। ‘‌মুড অফ দ্য নেশন’‌ সমাক্ষায় জানাচ্ছে সর্বভারতীয় সংবাদমাধ্যম ‘‌ইন্ডিয়া টুডে’‌। দক্ষতার মাপকাঠিতে মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকার আর এগিয়ে নেই, অর্ধেকে মানুষই এখন এটাই মনে করছেন। শুধু তাই নয়, চলতি বছরের জানুয়ারির সমীক্ষায় দেখা গেছে, অন্তত ৩০% মানুষ মনে করছেন, অর্থনীতি সামলানোর দিক দিয়ে আগের কংগ্রেস সরকারের চেয়েও খারাপ মোদি সরকার।

নজরে চীন, এবার ইন্দো-প্যাসিফিক অঞ্চলে রাশিয়াকে দলে টানতে তৎপর ভারত-দৈনিক সংবাদ প্রতিদিন

চীনকে টেক্কা দিতে এবার রাশিয়াকে পাশে চাইছে ভারত: পুতিন-মোদি (ফাইল ফটো)

চীনকে টেক্কা দিতে এবার রাশিয়াকে পাশে চাইছে ভারত। এই মর্মে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে রাশিয়া ও জাপানের সঙ্গে একটি ত্রিপাক্ষিক পরিকাঠামো গড়ে তুলতে তৎপর হয়েছে নয়াদিল্লি।জানা গিয়েছে, আগস্টের ৪ তারিখ রাশিয়ার ডেপুটি বিদেশমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন ভারতের বিদেশসচিব হর্ষবর্ধন শ্রীঙ্গলা। সূত্রের খবর, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে টোকিও ও মস্কোকে সঙ্গে নিয়ে একটি অক্ষ গড়তে তৎপর হয়েছে নয়াদিল্লি। এর উদ্দেশ্য হচ্ছে ওই অঞ্চলে চিনা আগ্রাসন রুখে দিয়ে বাণিজ্যিক ও সামরিক নিরাপত্তা বজায় রাখা। বলে রাখা ভাল, ইন্দো-প্যাসিফিক অঞ্চল বলতে ভারত, বাংলাদেশ, ভুটান, কম্বোডিয়া, ফিজি, লাওস, জাপান, অস্ট্রেলিয়া, আমেরিকা, মালয়েশিয়াম, মালদ্বীপ, থাইল্যান্ড, ভিয়েতনাম, শ্রীলঙ্কা-সহ প্রায় ২১টি দেশ বোঝায়। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ভারত সফরে এসে মার্কিন ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজির প্রধান স্তম্ভ ভারত বলে উল্লেখ করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিনকে নজরে রেখে এই অঞ্চলে আমেরিকাও তৎপর।

ভারতে করোনায় মোট আক্রান্ত ২২ লক্ষ ছাড়াল-দৈনিক আনন্দবাজার পত্রিকা

বিস্তারিত খবরে লেখা হয়েছে, ২৪ ঘণ্টায় দেশে ৬২ হাজার ছাড়াল করোনা শনাক্তের সংখ্যা।গত তিন দিন ধরেই দৈনিক নতুন করোনা সংক্রমণ হচ্ছে ৬০ হাজারেরও বেশি। নতুন করে চিন্তা বাড়াল সংক্রমণ হার। একদিনে মৃত্যু হয়েছে ১০০৭ জন। আর মোট মৃত্যু ছাড়াল ৪৩ হাজার। ভারতে মোট শানাক্তের সংখ্যা ২২ লাখের উপরে। আশার খবর শুধুমাত্র সুস্থ হয়ে ওঠার সংখ্যায়।তবে একদিনে আমেরিকা ও ব্রাজিলে নতুন আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৪৭ হাজার ১১৬ ও ২৩ হাজার ১০ জন। এক দিনে আক্রান্ত বৃদ্ধির নিরিখে আজ আবার এক নম্বরে চলে গেল ভারত। এই বৃদ্ধির জেরে ভারতে মোট করোনা আক্রান্ত হলেন ২২ লক্ষ ১৫ হাজার ৭৪ জন। সেখানে বিশ্বে প্রথম স্থানে থাকা আমেরিকাতে মোট আক্রান্ত ৫০ লক্ষ ৪৪ হাজার ও দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে ৩০ লক্ষ ৩৫ হাজার। এদিকে দৈনিকটির অন্য একটি লেখা হয়েছে, ১০ রাজ্যে করোনা উদ্বেগ বাড়ছে, প্রধানমন্ত্রী মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলাদা  বৈঠক করবেন মমতা ব্যানার্জীসহ ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে। আগামীকাল সকালে ঐ বৈঠকে বসার কথা রয়েছে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১০
 

ট্যাগ